WBP Interview part-8
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প এবং অ্যাপ
পুলিশ বন্ধু প্রকল্প
বাড়িতে বৃদ্ধ বাবা মা একা, যারা অসহায়, যাদের বাইরে যাওয়ার উপায় নেই বা যারা অসুস্থ তাদের জন্য এই প্রকল্প । তাদের যদি নিত্যপ্রয়োজনীয় অত্যাবশ্যক কোনো জিনিস প্রয়োজন হয় তখন পাশে পাবেন পুলিশ বন্ধুকে।
পুলিশ জেলা বা কমিশনারেট -বীরভূম জেলা পুলিশ
পুলিশ সাথী প্রকল্প
জরুরী প্রয়োজনে মহিলারা যাতে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করতে পারে সেজন্য এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আবার যেকেউ ট্রাফিক সম্বন্ধে অভিযোগ জানাতে অ্যাপটি ব্যবহার করতে পারেন।
পুলিশ জেলা বা কমিশনারেট- পূর্ব বর্ধমান জেলা পুলিশ
ক্লিন এন্ড গ্রীন প্রকল্প
শুশুনিয়া এলাকা প্লাস্টিক নিষিদ্ধ করার লক্ষ্যে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসনের তরফে প্লাস্টিক বর্জন করা হয়েছে।
পুলিশ জেলা বা কমিশনারেট- বাঁকুড়া জেলা পুলিশ
অন্নদান প্রকল্প
বিশ্বজুড়ে যখন করোনাভাইরাস এর উপদ্রব চলছে, সারাদেশে লকডাউন চলছে সেই অবস্থায় অসহায় দুর্গত গ্রামবাসীর হাতে রান্না করা খাবার তুলে দেওয়াই হল অন্নদান প্রকল্পের কাজ।
পুলিশ জেলা বা কমিশনারেট -বাঁকুড়া জেলা পুলিশ
উজ্জীবন প্রকল্প
প্রবীণ নাগরিকদের সাহায্য করার লক্ষ্যে এই প্রকল্প শুরু হয়েছিল।
পুলিশ জেলা কমিশনারেট -বাঁকুড়া জেলা পুলিশ
নমন প্রকল্প
বয়স্কদের জন্য সর্বক্ষণ সাহায্যের হাত বাড়ানোর উদ্দেশ্যে দুর্গাপুর পুলিশ কমিশনারেট নমন প্রকল্পের সূচনা করে।এই প্রকল্পে হেল্পলাইন নম্বরে ফোন করলেই কমিশনারেটের আয়ত্তে থাকার সব প্রবীনদের প্রতিকূলতার সময় পুলিশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
পুলিশ জেলা বা কমিশনারেট -আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট
অভয়া প্রকল্প
শহরের নারীদের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অভয়া অ্যাপ গঠন করা হয়েছে। সব রকম বিপদ, সমস্যা সমাধানে এবং পুলিশের সাহায্য পাবার জন্য এই বিশেষ অ্যাপ।এছাড়া মহিলাদের জন্য একটি হেল্পলাইন নাম্বার ও ইমেইল চালু করা হলো পুলিশের পক্ষ থেকে।
পুলিশ জেলা বা কমিশনারেট -আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট
গ্রীন আর্থ প্রকল্প
আদিবাসী পরিবারগুলোকে খারিফ ধানের বিভিন্ন বীজ, সবজি বীজ, সার ,কীটনাশক, সাবান ,মাস্ক ইত্যাদি বিতরণ করায় গ্রীন আর্থ প্রকল্পের কাজ।
পুলিশ জেলা /কমিশনারেট- বাঁকুড়া জেলা পুলিশ
মাতৃস্নেহ প্রকল্প
বিশেষত শিশুদের সহায়তা করার জন্য এই প্রকল্প চালু হয়। এর জন্য একটি হেল্পলাইন নাম্বারের ব্যবস্থা করা আছে।সেই নাম্বারে ফোন করলেই নির্দিষ্ট গাড়ি শিশু ও তার পরিবারকে সাহায্য করার জন্য বাড়ি পৌঁছে যাবে।
পুলিশ জেলা /কমিশনারেট -বীরভূম জেলা পুলিশ
সুকন্যা প্রকল্প
ইভটিজারদের কটূক্তির প্রতিবাদ যাতে তরুণীরা নিজেই করতে পারে তাই জন্য এই প্রকল্প চালু করেছে কলকাতা পুলিশ। বর্তমানে বিভিন্ন জেলায় শুরু হয়েছে এই প্রকল্প
তেজস্বিনী প্রকল্প
পথে-ঘাটে ট্রামে বাসে মহিলারা অবাঞ্চিত স্পর্শ বা অশালীন উপদ্রবের সম্মুখীন হয়।আচমকা এমন কোন পরিস্থিতির মুখোমুখি হলে মহিলারা যাতে প্রাথমিক আত্মরক্ষা খুঁটিনাটি সম্পর্কে অবহিত থাকতে পারেন ,সেজন্য কলকাতা পুলিশের উদ্যোগে তৈরি হয় তেজস্বিনী প্রকল্প।
অপারেশন কোভিদ জিরো প্রকল্প
এর মাধ্যমে বাড়িতে বসেই এলাকার নাগরিকরা শাকসবজি , মাছ ইত্যাদি প্রয়োজনীয় পণ্য পেয়ে যাবে।
পুলিশ জেলা /কমিশনারেট-হাওড়া পুলিশ কমিশনারেট
বিপদ সাথী প্রকল্প
কেউ কোথাও অসুস্থ হয়ে পড়লে বা গাড়ি দুর্ঘটনা ঘটলে বা যদি কোথাও কোন অপরাধ সংঘটিত হয় বা কেউ অপরাধীদের কবলে পড়ে ,সেই সব ক্ষেত্রে পুলিশ দ্রুত সাহায্য করতে পারবে। অ্যাপ ব্যবহার কারী GPS লোকেশন পুলিশের নাগালে থাকায় তাকে উদ্ধার করতে বা অপরাধ দমন করতে পুলিশের বেশি সময় লাগবে না।
পুলিশ জেলা /কমিশনারেট-বিধান নগর পুলিশ কমিশনারেট
আলোর পথে
আলোর পথে মোবাইল অ্যাপ এর মাধ্যমে আপনি বিপদে পড়লে আপনার location share করতে পারবেন। এই অ্যাপ এ সব oc/Ic দের ফোন নাম্বার পাওয়া যাবে। এছাড়া এতে একটি panic button option থাকবে যাতে বিপদে পড়লে touch
করলেই পুলিশ কন্ট্রোল রুমে ফোন চলে যাবে এবং আপনাকে সাহায্য করা হবে।
পুলিশ জেলা /কমিশনারেট-মুর্শিদাবাদ জেলা পুলিশ
গঙ্গাসাগর মেলা সহায়তা অ্যাপ
গঙ্গাসাগর মেলার নজরদারি আরও জোরদার করতে"গঙ্গাসাগর মেলা সহায়তা অ্যাপ"নামে একটি অ্যাপ চালু হয়েছে। গঙ্গাসাগর মেলার লাইভ ছবি দেখানোর ব্যবস্থা করেছে সুন্দরবন জেলা পুলিশ।
পুলিশ জেলা /কমিশনারেট-সুন্দরবন জেলা পুলিশ
সজল ধারা প্রকল্প
গ্রামাঞ্চলে আর্সেনিক যুক্ত জল পান করে গ্রামবাসী দের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে সজল ধারা প্রকল্প চালু হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো -গ্রামাঞ্চলের প্রতিটা মানুষের কাছে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা । প্রতিটি ঘর, প্রতিটা মানুষ যাতে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জলের যোগান পায় সেই দিকে বিশেষ দৃষ্টি দেয়া হয়।
No comments:
Post a Comment