Wednesday, June 17, 2020

Bengali Current Affairs 18th June 2020





Bengali Current Affairs 18th June 2020

1.‘International Day of Family Remittances’ পালন করা হয় কবে?

ⓐ ১৫ই জুন
ⓑ ১৬ই জুন✓
ⓒ ১৪ই জুন
ⓓ ১৭ই জুন

* ২০২০ সালের থিম ছিল- 'Building resilience in times of crisis'

2.CBIC-এর চেয়ারম্যান সম্প্রতি কোন অ্যাপ্লিকেশন লঞ্চ করলেন?

ⓐ Digital Office
ⓑ e-Office✓
ⓒ Smart Office
ⓓ Central Office 

*CBIC-এর পুরো কথা- Central Board of Indirect Taxes and Customs
* বর্তমান চেয়ারম্যান হলেন-M. Ajit Kumar

3.MSME-দের জন্য ‘সুরক্ষা স্যালারী একাউন্ট’ লঞ্চ করলো কোন পেমেন্ট ব্যাঙ্ক?

ⓐ PayTm Payment Bank
ⓑ Airltel Payment Bank✓
ⓒ ICICI Bank
ⓓ HDFC Bank 

*MSME-এর পুরো কথা-Ministry of Micro, Small & Medium Enterprises
* হেডকোয়াটার- নিউ দিল্লি
*বর্তমান ম্যানেজিং ডিরেক্টর এবং CEO- অনুব্রত বিশ্বাস

4.'QualityNZ Culinary Cup' কিসের সঙ্গে যুক্ত?

ⓐ খেলা
ⓑ রান্না✓
ⓒ চিত্রকলা
ⓓ অভিনয় 

*QualityNZ Culinary Cup 2020 জিতলেন ভারতের শেফ Angad Singh Rana
* এই বছরই প্রথম এই পুরস্কার ঘোষণা করলেন নিউজিল্যান্ডের ক্রিকেট কোচ Stephen Fleming, যিনি Chennai Super Kings-এরও কোচ
* ভার্চুয়ালি এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল
*পুরস্কার মূল্য ৫০,০০০ টাকা

5.সম্প্রতি প্রয়াত হীরা সিং কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

ⓐ সঙ্গীত✓
ⓑ খেলাধুলা
ⓒ অভিনয়
ⓓ সাংবাদিকতা 

* তিনি উত্তরাখন্ডের প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পী ছিলেন
*মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর

6.Delhi-NCR অঞ্চলে ফল, শাক-সবজি ডেলিভারি করতে Zomato-র সাথে টাই-আপ করলো কোন কোম্পানি?

ⓐ Swiggy
ⓑ Uber
ⓒ Amul
ⓓ Mother Dairy ✓

* Zomato-র প্রতিষ্ঠাতা ও CEO হলেন-Deepinder Goyal
*Zomato-র হেডকোয়াটার-গুরুগ্রাম, হরিয়ানা
*Mother Dairy-র হেডকোয়াটার- নয়ডা
*Mother Dairy-র বর্তমান ম্যানেজিং ডিরেক্টর-সংগ্রাম চৌধুরী

7.বিহারে খাদি শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিযুড অভিনেতা?

ⓐ বরুন ধাওয়ান
ⓑ রনবীর সিং
ⓒ পঙ্কজ ত্রিপাঠী✓
ⓓ সলমন খান 

* বিহারের রাজধানী-পাটনা
* বর্তমান মুখ্যমন্ত্রী-নীতিশ কুমার
* বর্তমান গভর্নর-ফাগু চৌহান

8.SIDBI-র নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সন্দীপ পুরি
ⓑ প্রকাশ জাভেদকর
ⓒ দেবেন্দ্র কুমার সিং✓
ⓓ মানপ্রিত সিং 

* SIDBI-এর পুরো কথা-Small Industries Development Bank of India
*এটি প্রতিষ্ঠিত হয়েছে-১৯৯০ সালের ২রা এপ্রিল
* হেডকোয়াটার-লক্ষ্ণৌ
* বর্তমান ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান- মহম্মদ মুস্তাফা

9.ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সন্তোষ ঝা কোন দেশে নিযুক্ত হলেন?

ⓐ কানাডা
ⓑ বেলজিয়াম✓
ⓒ চীন
ⓓ সুইডেন 

*সন্তোষ ঝা বর্তমানে উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত আছেন
*বেলজিয়ামের রাজধানী-Brussels
* মুদ্রার নাম-ইউরো

10.সম্প্রতি প্রকাশিত 'Naoroji: Pioneer of Indian Nationalism’ শিরোনামে বইটি কোন ঐতিহাসিক নেতার জীবনকাহিনী অবলম্বনে রচিত?

ⓐ রাজেন্দ্র প্রসাদ
ⓑ দাদাভাই নৌরজি✓
ⓒ সর্দার প্যাটেল
ⓓ গান্ধীজি 

*এই বইটি লিখেছেন-Dinyar Patel


11. ভারত কোন দেশের বিজয় দিবসে অংশ নিতে ত্রি -পরিষেবা সামরিক বাহিনী প্রেরণ করবে?

a. রাশিয়া✓
b. ফ্রান্স 
c.মার্কিন যুক্তরাষ্ট্র 
d.যুক্তরাজ্য

*2020 সালের 24 শে জুন রাশিয়ার বিজয় দিবসে কুচকাওয়াজে অংশ নিতে ভারত সামরিক বাহিনী প্রেরণ করবে।


12. কবে রাশিয়া-ভারত-চীন ত্রিপক্ষীয় বৈঠক হবে?

a. 22 শে জুন✓
b. 21 জুন 
c.25 শে জুন 
d.24 শে জুন

*2020 সালের 22 শে জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং চীনা প্রতিপক্ষ ওয়াং ইএর সাথে ভার্চুয়াল রাশিয়া-ভারত-চীন ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন


13. ফিলিপাইনে ভারতের নতুন রাষ্ট্রদূত কে নিযুক্ত হন?

a. নরেশ জয়াবর্ধন
b. বিকাশ আহুজা
c. শম্ভু এস কুমারন✓
d. বিবেক আকরাম

*শম্ভু এস কুমারন ১৯৯৫ সালে একজন ভারতীয় বিদেশি পরিষেবা কর্মকর্তা ছিলেন, যিনি মরক্কো কিংডমে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।
*মরক্কোর রাজধানী -রাবাত


14. ভারতীয় রানার গোমতি মেরি মুথুকে কত বছর ডোপিংয়ের জন্য এই খেলা থেকে নিষিদ্ধ করা হয়েছে?

a. 5 বছর
b. 4 বছর ✓
c. 3বছর 
d. 2বছর

*এশিয়ান চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক বিজয়ী  মেরি মুথুকে 12 জুন 2020 ডোপিং নেওয়ার অপরাধে চার বছরের জন্য দৌড়ে নিষেধাজ্ঞা জারি করেছে।
*কাতারে অনুষ্ঠিত 2019 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের 800 মিটার দৌড়ে তিনি স্বর্ণ পদক জিতেছিলেন।

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...