আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৬৬
১) পশ্চিমবঙ্গের কোন স্থানটি টেরাকোটার জন্য বিখ্যাত?
ক)কামারপুকুর
খ)মুর্শিদাবাদ
গ)রামপুরহাট
ঘ)বিষ্ণুপুর√
২) মিল্কিওয়ে গ্যালাক্সিতে নক্ষত্র সংখ্যা কত?
ক)6
খ)9
গ)12√
ঘ)15
৩) কোন শস্য খরা প্রতিরোধ করে?
ক) জোয়ার
খ) চিনাবাদাম
গ) বার্লি√
ঘ)বাজরা
৪) খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি?
ক) গ্যাসোলিন
খ) আলকাতরা
গ) ন্যাপথা✓
ঘ) প্রাকৃতিক গ্যাস
৫) প্রাকৃতিক গ্যাস হল একপ্রকার-
ক)ইউরোনিয়াম খনি থেকে নির্গত গ্যাস
খ)থোরিয়াম খনি থেকে নির্গত গ্যাস
গ)পেট্রোলিয়াম খনি থেকে নির্গত গ্যাস ✓
ঘ)লোহার খনি থেকে নির্গত গ্যাস
৬) কাচি উৎপাদনের জন্য কোন স্থান বিখ্যাত?
ক)লুধিয়ানা
খ)মাদুরাই
গ)মিরাট✓
ঘ)মুর্শিদাবাদ
৭)ভারতের কোন রাজ্যের লোকেরা সর্বাধিক ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে?
ক)দিল্লি
খ)গোয়া
গ)চন্ডিগড় কেন্দ্রশাসিত অঞ্চল ✓
ঘ)গুজরাট
৮) লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে কোন ধরনের মাটি সৃষ্টি হয়?
ক) পলি মাটি
খ) পডসল মাটি
গ) কৃষ্ণ মাটি ✓
ঘ) মরু মাটি
৯) দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নির্ভর ফসল হলো-
ক) খারিফ ফসল✓
খ) রবি ফসল
গ) বাগিচা ফসল
ঘ) জায়িদ ফসল
১০) সমুদ্রস্রোত ও বায়ুপ্রবাহ পৃথিবীর-
ক)উত্তর গোলার্ধে বাম দিকে বেঁকে যায়
খ)দক্ষিণ গোলার্ধেডান দিকে বেঁকে যায়
গ)কোন দিকেই বাঁকে না
ঘ)উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়√
১১) 'বাসন্তিক গম' কখন বপন করা হয়?
ক)জানুয়ারি -ফেব্রুয়ারি
খ)মার্চ -এপ্রিল √
গ)মে -জুন
ঘ)জুলাই- আগস্ট
১২) কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কোন গাছের বৃদ্ধিতে সাহায্য করে?
ক) পাট
খ)ইক্ষু
গ)চা-
ঘ)কফি√
১৩) তাওয়া প্রকল্পটি কোন রাজ্যের প্রকল্প?
ক)উত্তরপ্রদেশ
খ)রাজস্থান
গ)মধ্যপ্রদেশ√
ঘ)ঝাড়খন্ড
১৪) নিম্নের কোনটির জন্য মোরাদাবাদ বিখ্যাত?
ক)পিতলের বাসন √
খ)চিরুনি
গ)কাচের চুড়ি
ঘ)মাদুর
১৫) খের আন্দোলনের সূচনা করেছিল কারা?
ক)ওরাও
খ)মুন্ডা
গ)সাঁওতাল √
ঘ)নিগ্রো
১৬) সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন?
ক) লর্ড বেন্টিং
খ) লর্ড ওয়েলেসলি
গ) লর্ড রিপন
ঘ) লর্ড মেটকাফ√
১৭)ভারতে রবিবার ছুটি চালু কে করেন?
ক)লর্ড কর্নওয়ালিস
খ)লড ডালহৌসি
গ)লর্ড ওয়েলেসলি √
ঘ)লর্ড ক্যানিং
১৮) সিন্ধু সভ্যতার সময়ের একটি বন্দরের নাম করো যেখানে থেকে সুতিবস্ত্র ও তুলো রপ্তানি হতো?
ক)লোথাল √
খ)তাম্রলিপ্ত
গ)মিথিলা
ঘ)মহেঞ্জোদারো
১৯) কোন ঋতুতে আমাদের অতিরিক্ত ফ্যাট এর প্রয়োজন হয়?
ক)বর্ষাকাল
খ)গ্রীষ্মকালে
গ)শীতকাল √
ঘ)বসন্তকাল
২০) তীব্র ঠাণ্ডা শীতপ্রধান দেশে জলের পাইপ ফেটে যায় কেন?
ক) জল কঠিন হলে তার আয়তন বৃদ্ধি পায়√
খ) জলের পাইপ সংকুচিত হয়
গ) জলের পাইপ প্রসারিত হয়
ঘ) সবকটি
২১)নিচের কোন তেজস্ক্রিয় রশ্মি জীব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর?
ক)আলফা রশ্মি
খ)গামা রশ্মি✓
গ)নিউট্রন
ঘ)বিটা রশ্মি
২২) কাগজ শিল্পে কাগজের মণ্ড তৈরি জন্য কি ব্যবহৃত হয়?
ক)সালফিউরিক এসিড
খ)নাইট্রিক অ্যাসিড
গ)হাইড্রোজেন পারঅক্সাইড √
ঘ)হাইড্রোক্লোরিক এসিড
২৩) কোন পাথরের রং লাল বা হলুদ এ পরিণত হওয়ার কারণ কি?
ক) কার্বনেশন
খ)এক্সপ্লইটেশন
গ)অক্সিডেশন √
ঘ)হাইড্রেশন
২৪) কোন নিউক্লিয়ার বিক্রিয়ক টি শৃংখল বিক্রিয়া কে নিয়ন্ত্রণ করে?
ক) ক্যাডমিয়াম রড✓
খ) আয়রন রড
গ) প্লাটিনাম রড
ঘ) গ্রাফাইট রড
২৫) নিচের কোনটি একটি তেজস্ক্রিয় মৌল?
ক) সালফার
খ) টেলুরিয়াম
গ) সেলেনিয়াম
ঘ) পোলোনিয়াম✓
২৬) নিউক্লিয়ার বিক্রিয়া তে নিউট্রনের বেগ কমানো হয় কিসের দ্বারা?
ক)ভারী জল✓
খ)সাধারন জল
গ)জিংক রড
ঘ)গলিত কস্টিক সোডা
২৭) নিউক্লিয়ার বিকারক তৈরি করার জন্য কোন মৌলটি সবচেয়ে প্রয়োজনীয়?
ক)কোবাল্ট
খ)নিকেল
গ)জারকোনিয়াম✓
ঘ)টাংস্টেন
২৮) হীরের মধ্যে কোন রাসায়নিক বন্ধন দেখা যায়?
ক)তড়িৎযোজী ✓
খ)আয়নীয়
গ)সমযোজী
ঘ)ধাতব
২৯) নিম্নোক্ত কোনটি কৃত্রিম রবার?
ক) টেফলন
খ) নিউপ্রিন
গ) ক্লোরোফিল
ঘ) আইসোপ্রিন✓
৩০)কোন খেলায় একটি মাটির কলসির দরকার হয়?
ক)বেসবল √
খ)বাস্কেটবল
গ)গলফ
ঘ)পোলো
৩১) কুকুরের কয়টি দাঁত আছে?
ক)32
খ)42 √
গ)50
ঘ)40
৩২) শীত ঋতুর সঙ্গে কোন রাগের সম্পর্ক?
ক)হিন্দোল
খ)নট -নারায়ন
গ)শ্রীরাগ √
ঘ)মেঘ
৩৩) কোন বলের ব্যাস সবচেয়ে বেশি?
ক) ক্রিকেট বল
খ)টেনিস বল
গ)গলফ বল
ঘ)স্কোয়াস বল√
৩৪) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসাবে কোন দিনটি পালন করা হয়?
ক)12 ডিসেম্বর
খ)13ডিসেম্বর
গ)3ডিসেম্বর√
ঘ)10ডিসেম্বর
৩৫) ব্রহ্মদেশের সরকারি ভাষা কোনটি?
ক) হিন্দি
খ) নেপালি
গ) বর্মী √
ঘ) জাঙ্গা
৩৬) সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক)মধ্যপ্রদেশ
খ)কেরালা
গ)চেন্নাই √
ঘ)মুম্বাই
No comments:
Post a Comment