Bengali Current Affairs 20 th June 2020
1.‘Sustainable Gastronomy Day’ পালন করা হয় কবে?
ⓐ ১৭ই জুন
ⓑ ১৮ই জুন✓
ⓒ ১৯শে জুন
ⓓ ২০শে জুন
2.সম্প্রতি UN Security Council-এর অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হলো কোন দেশ?
ⓐ বাংলাদেশ
ⓑ ভারত✓
ⓒ পাকিস্তান
ⓓ নেপাল
* UN Security Council-এর সদরদপ্তর- নিউইয়র্ক
*প্রতিষ্ঠা- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর
3.রাজ্যে ফেরা গ্রামীন পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান করতে ভারতের কয়টি রাজ্যে ‘গরীব কল্যাণ রোজগার অভিযান’ লঞ্চ করছে কেন্দ্র?
ⓐ ১২টি
ⓑ ৫টি
ⓒ ৬টি✓
ⓓ ৯টি
* সেই ৬টি রাজ্য হল-উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, ঝাড়খন্ড এবং বিহার
4.4th Asian Youth Para Games 2021 হোস্ট করতে চলেছে কোন দেশ?
ⓐ সৌদি আরব
ⓑ কুয়েত
ⓒ বাহরাইন✓
ⓓ ভারত
* Bahrain Paralympic Committee-এর বর্তমান চেয়ারম্যান-Shaikh Mohammed bin Duaij Al Khalifa
* বাহরাইনের রাজধানী-মানামা
* মুদ্রার নাম- বাহরাইনী দিনার
* বর্তমান রাজার নাম- Hamad bin Isa Al Khalifa
5.WEF’s 2020 Technology Pioneers তালিকায় স্থান পেল ভারতের কটি কোম্পানি?
ⓐ ১০টি
ⓑ ২টি✓
ⓒ ৫টি
ⓓ ৬টি
* সেই দুটি কোম্পানি হলো-ZestMoney এবং Stellapps
* WEF-এর পুরো কথা হল-World Economic Forum
* প্রতিষ্ঠা সাল-১৯৭১ সালের জানুয়ারী মাস
6.AIFF-এর দ্বারা কোন পুরস্কারের জন্য মনোনীত হলেন ভারতীয় ফুটবল টিমের প্রাক্তন ক্যাপ্টেন IM Vijayan?
ⓐ ভারতরত্ন
ⓑ অর্জুন পুরস্কার
ⓒ পদ্মশ্রী✓
ⓓ রাজীব গান্ধী খেলরত্ন
* তিনি অতীতে অর্জুন পুরস্কার পেয়েছেন
* AIFF-এর পুরো কথা-All India Football Federation
* সদরদপ্তর- দিল্লির Dwarka
* বর্তমান প্রেসিডেন্ট- প্রফুল প্যাটেল
* প্রতিষ্ঠা সাল-১৯৩৭ সালের ৩রা জুন
7.75th UN General Assembly-এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়া Volkan Bozkir কোন দেশের বাসিন্দা?
ⓐ সুইডেন
ⓑ ইরান
ⓒ তুর্কি✓
ⓓ ইজিপ্ট
* UN General Assembly-এর হেডকোয়াটার- নিউইয়র্ক
* তুর্কির রাজধানী-Ankara
* মুদ্রার নাম-তুর্কিশ লিরা
8.‘Klara and the Sun’-শিরোনামে নোভেল রিলিজ করতে Kazuo Ishiguro কোন দেশের লেখক?
ⓐ আমেরিকা
ⓑ ব্রিটেন
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ জাপান ✓
* ২০১৭ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন
* জাপানের রাজধানী- টোকিও
*মুদ্রার নাম-জাপানিজ ইয়েন
* বর্তমান প্রধানমন্ত্রী-Shinzō Abe
9. সম্প্রতি সাসপেন্ড হওয়া Christian Coleman কোন ক্ষেত্রের সাথে জড়িত?
ⓐ ফুটবল
ⓑ ক্রিকেট
ⓒ দৌড়✓
ⓓ স্নুকার
* তিনি টোকিও অলিম্পিকে ১০০মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন
* তিনি আমেরিকার বাসিন্দা
* তাঁকে সাসপেন্ড করলো Athletics Integrity Unit (AIU)
10.BCCI-এর Ethics Officer এবং Ombudsman হিসাবে Devinder Kumar Jain-এর কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হল?
ⓐ ২ বছর
ⓑ ১ বছর✓
ⓒ ৫ বছর
ⓓ ৩ বছর
* BCCI-এর পুরো কথা-Board of Control for Cricket in India
* হেডকোয়াটার- মুম্বাই
* প্রতিষ্ঠা- ১৯২৮ সালের ডিসেম্বর মাস
* বর্তমান প্রেসিডেন্ট- সৌরভ গাঙ্গুলী
*বর্তমান ভাইস প্রেসিডেন্ট- মহিম বর্মা
11. সম্প্রতি কর্ণাটক রাজ্য সরকার কোন দিনকে "মাস্ক দিবস "হিসাবে পালন করেছে?
a. 18th June✓
b.19th June
c.17th June
d.15th June
কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী-বি.এস ইয়েদদুরাপ্পা
কর্নাটকের বর্তমান রাজ্যপাল-বাজুভাই বালা
No comments:
Post a Comment