Bengali Current Affairs 21st June 2020
1.১৮ই জুন দিনটিকে ‘Mask Day’ হিসাবে পালন করলো কোন রাজ্য?
ⓐ কেরালা
ⓑ কর্নাটক✓
ⓒ তামিলনাড়ু
ⓓ দিল্লি
* রাজধানী- বেঙ্গালুরু
* বর্তমান মুখ্যমন্ত্রী- B. S. Yediyurappa
* বর্তমান রাজ্যপাল- Vajubhai Vala
2.COVID-19-এর জন্য ‘I-Lab’-নামে ভারতের প্রথম মোবাইল ল্যাব লঞ্চ করলো কে?
ⓐ স্মৃতি ইরানী
ⓑ রাজনাথ সিং
ⓒ হর্ষ বর্ধন✓
ⓓ নরেন্দ্র মোদী
* হর্ষ বর্ধন হলেন বর্তমান ভারতের স্বাস্থ্যমন্ত্রী
3.Kubatbek Boronov কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ তুর্কি
ⓑ কিরগিস্তান✓
ⓒ আফগানিস্তান
ⓓ মরক্কো
*সম্প্রতি এই পদ থেকে পদত্যাগ করেছেন-Mukhammedkalyi Abylgaziev
* কিরগিস্তানের রাজধানী-Bishkek
* মুদ্রার নাম-Kyrgyzstani som
4.‘Peace Prize of the German Book Trade’ জিতলেন কোন ভারতীয় অর্থনীতিবিদ?
ⓐ অভিজিত ব্যানার্জী
ⓑ অমর্ত্য সেন✓
ⓒ নির্মলা সিথারামন
ⓓ রঘুরাম রাজন
* ১৯৯৮ সালে তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন
5.সম্প্রতি প্রয়াত ফিল্ম ডিরেক্টর K. R. Sachidanandan মূলত কোন ভাষায় সিনেমা বানাতেন?
ⓐ তেলেগু
ⓑ মালয়ালম✓
ⓒ হিন্দি
ⓓ তামিল
* মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল-৪৮ বছর
*তাঁর নির্দেশিত শেষ সিনেমা-Ayyappanum Koshiyum
6.আইজলের কোন স্টেডিয়ামকে Khelo India State Centre of Excellence (KISCE)-এ আপগ্রেড করার ঘোষণা করা হলো?
ⓐ ইন্দিরা গান্ধী স্টেডিয়াম
ⓑ রাজীব গান্ধী স্টেডিয়াম✓
ⓒ আইজল ফুটবল স্টেডিয়াম
ⓓ হাওলা ইনডোর স্টেডিয়াম
* এই ঘোষণা করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী- কীরেন রিজিজু
* মিজোরামের রাজধানী হল- আইজল
7.নাগরিকদেরকে ICU বেড এবং ভেন্টিলেটর সম্পর্কিত তথ্য সরবরাহ করতে কোন অ্যাপ লঞ্চ করলো মুম্বাই?
ⓐ Air-Venti✓
ⓑ ICU-Venti
ⓒ Mumbai-ICU
ⓓ Mumbai-ICU-Venti
* মহারাষ্ট্রের রাজধানী হল-মুম্বাই
*ICU-এর পুরো কথা-Intensive Care Unit
8.ভারতের কোথায় Global Business Centre স্থাপন করতে চলেছে ব্রিটিশ তেল কোম্পানী ‘BP’?
ⓐ পুনে✓
ⓑ মুম্বাই
ⓒ বেঙ্গালুরু
ⓓ দিল্লি
* ‘BP’ হলো ব্রিটিশ তেল ও গ্যাস কোম্পানি
*হেডকোয়াটার- লন্ডন
*বর্তমান CEO হলেন-Bernard Looney
9.দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭৫তম বার্ষিকীতে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশ নিতে রাশিয়ার মস্কোতে কত জনের দলকে পাঠাচ্ছে ভারত?
ⓐ ৪৫ জন
ⓑ ৭৫ জন✓
ⓒ ২৫ জন
ⓓ ৩০ জন
10.‘Prince Albert II of Monaco Foundation Award’ জয়ী কৃষিভিত্তিক এনজিও সংস্থা Deccan Development Society কোন শহরে অবস্থিত?
ⓐ মুম্বাই
ⓑ দিল্লি
ⓒ হায়দ্রাবাদ✓
ⓓ লক্ষ্ণৌ
* এই সংস্থাটি স্থাপিত হয়েছে-১৯৮৩ সালে
11. বিশ্ব শরণার্থী দিবস কোন দিন পালিত হয়?
a.20 June✓
b.21June
c.22June
d.23June
12. শহর ও গ্রামীণ অঞ্চলে বিশেষ সাশ্রয়ী মূল্যের house loan এর জন্য কোন প্রকল্প চালু করা হলো?
a. সরল প্রকল্প✓
b. গৃহ প্রকল্প
c. আবাস প্রকল্প
d. আবাসন প্রকল্প
*প্রকল্পটি চালু করল ICICI Home Finance Company Limited
13. 'Nature Index 2020' তে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ?
a. জাপান
b. ভারত
c. মার্কিন যুক্তরাষ্ট্র✓
d. চীন
No comments:
Post a Comment