Bengali Current Affairs 23rd June 2020
1.‘International Day of Yoga’ পালন করা হয় কবে?
ⓐ ২১শে মার্চ
ⓑ ২১শে জুন✓
ⓒ ২১শে ফেব্রুয়ারী
ⓓ ২১শে ডিসেম্বর
ⓑ ২১শে জুন✓
ⓒ ২১শে ফেব্রুয়ারী
ⓓ ২১শে ডিসেম্বর
* ২০২০ সালের থিম ছিল-'Yoga for Health – Yoga at Home'
2.কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য বাংলাদেশকে কত বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক?
2.কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য বাংলাদেশকে কত বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক?
ⓐ ১.১০ বিলিয়ন
ⓑ ৫ বিলিয়ন
ⓒ ১.০৫ বিলিয়ন✓
ⓓ ১.৫০ বিলিয়ন
ⓑ ৫ বিলিয়ন
ⓒ ১.০৫ বিলিয়ন✓
ⓓ ১.৫০ বিলিয়ন
* বাংলাদেশের রাজধানী- ঢাকা
* মুদ্রার নাম- টাকা
*বর্তমান প্রধানমন্ত্রী- শেখ হাসিনা
* বিশ্ব ব্যাঙ্কের সদর দপ্তর- ওয়াশিংটন
* প্রতিষ্ঠা- ১৯৪৪ সালের জুলাই মাস
* মুদ্রার নাম- টাকা
*বর্তমান প্রধানমন্ত্রী- শেখ হাসিনা
* বিশ্ব ব্যাঙ্কের সদর দপ্তর- ওয়াশিংটন
* প্রতিষ্ঠা- ১৯৪৪ সালের জুলাই মাস
3.‘Bloomberg Billionaires Index 2020’ তালিকায় মুকেশ আম্বানীর স্থান কত?
ⓐ অষ্টম
ⓑ নবম✓
ⓒ পঞ্চম
ⓓ দশম
ⓑ নবম✓
ⓒ পঞ্চম
ⓓ দশম
*এই তালিকায় প্রথমস্থানে আছে Amazon-এর CEO জেফ বেজস
* দ্বিতীয়স্থানে আছে মাইক্রোসফটের CEO বিল গেটস এবং
*তৃতীয়স্থানে আছে ফেসবুকের প্রতিষ্ঠাতা- মার্ক জুকারবার্গ
4.কোন ক্ষেত্রে গবেষণা ও বিকাশের জন্য ‘SATYABHAMA’ পোর্টাল লঞ্চ করা হলো?
* দ্বিতীয়স্থানে আছে মাইক্রোসফটের CEO বিল গেটস এবং
*তৃতীয়স্থানে আছে ফেসবুকের প্রতিষ্ঠাতা- মার্ক জুকারবার্গ
4.কোন ক্ষেত্রে গবেষণা ও বিকাশের জন্য ‘SATYABHAMA’ পোর্টাল লঞ্চ করা হলো?
ⓐ বিদ্যুৎ উৎপাদন
ⓑ খনিজ✓
ⓒ অর্থনৈতিক
ⓓ কৃষি
ⓑ খনিজ✓
ⓒ অর্থনৈতিক
ⓓ কৃষি
5.স্যালারী অ্যাকাউন্টের জন্য ‘Insta Flexicash’ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
ⓐ IDBI Bank
ⓑ Small Finance Bank
ⓒ ICICI Bank✓
ⓓ HDFC Bank
ⓑ Small Finance Bank
ⓒ ICICI Bank✓
ⓓ HDFC Bank
*সদরদপ্তর- মুম্বাই
* প্রতিষ্ঠা-১৯৯৪ সালের জুন মাসে
*বর্তমান CEO হলেন- সন্দীপ বক্সী
6.সম্প্রতি প্রয়াত নিউজিল্যান্ডের Matt Poore কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
* প্রতিষ্ঠা-১৯৯৪ সালের জুন মাসে
*বর্তমান CEO হলেন- সন্দীপ বক্সী
6.সম্প্রতি প্রয়াত নিউজিল্যান্ডের Matt Poore কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ ক্রিকেট✓
ⓑ ফুটবল
ⓒ গল্ফ
ⓓ হকি
ⓑ ফুটবল
ⓒ গল্ফ
ⓓ হকি
* মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল-৯০ বছর
7.প্রথম ভারতীয় শিখ মহিলা হিসাবে কোন দেশের সেনা অ্যাকাডেমি থেকে গ্রাজুয়েট হলেন আনমোল নারাং?
ⓐ ইংল্যান্ড
ⓑ মার্কিন যুক্তরাষ্ট্র✓
ⓒ রাশিয়া
ⓓ জার্মানী
ⓑ মার্কিন যুক্তরাষ্ট্র✓
ⓒ রাশিয়া
ⓓ জার্মানী
8.কী নামে মানসিক সুস্থতা প্রদানকারী স্টার্টআপ লঞ্চ করলো Pankaj Chaddah?
ⓐ Mind Tree
ⓑ Mind House✓
ⓒ Mind Wellness
ⓓ Free Mind
ⓑ Mind House✓
ⓒ Mind Wellness
ⓓ Free Mind
*Pankaj Chaddah হলেন Zomato-এর কো-ফাউন্ডার
* Zomato-এর সদরদপ্তর- হরিয়ানার গুরুগ্রামে
*এটি ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন-Deepinder Goyal এবং Pankaj Chaddah
9.2019-20 Coppa Italia cup জিতলো ইতালির কোন ফুটবল ক্লাব?
* Zomato-এর সদরদপ্তর- হরিয়ানার গুরুগ্রামে
*এটি ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন-Deepinder Goyal এবং Pankaj Chaddah
9.2019-20 Coppa Italia cup জিতলো ইতালির কোন ফুটবল ক্লাব?
ⓐ Juventus
ⓑ S.S.C. Napoli✓
ⓒ Brescia Calcio
ⓓ Parma F.C
ⓑ S.S.C. Napoli✓
ⓒ Brescia Calcio
ⓓ Parma F.C
*৪-২ গোলে Juventus ফুটবল ক্লাবকে পরাজিত করেই তারা জিতেছে
*এইবার নিয়ে মোট ৬বার এই কাপ জিতলো S.S.C. Napoli
* S.S.C. Napoli ক্লাবের বর্তমান হেড কোচ হলেন-Gennaro Gattuso
10.১১,৩৬৭ কোটি টাকার বিনিময়ে জিও প্ল্যাটফর্মের কত শতাংশ শেয়ার কিনে নিল সৌদি আরবের Public Investment Fund?
*এইবার নিয়ে মোট ৬বার এই কাপ জিতলো S.S.C. Napoli
* S.S.C. Napoli ক্লাবের বর্তমান হেড কোচ হলেন-Gennaro Gattuso
10.১১,৩৬৭ কোটি টাকার বিনিময়ে জিও প্ল্যাটফর্মের কত শতাংশ শেয়ার কিনে নিল সৌদি আরবের Public Investment Fund?
ⓐ ৩ শতাংশ
ⓑ ২.৩২ শতাংশ✓
ⓒ ২ শতাংশ
ⓓ ২.২৩ শতাংশ
ⓑ ২.৩২ শতাংশ✓
ⓒ ২ শতাংশ
ⓓ ২.২৩ শতাংশ
*Public Investment Fund(PIF)-এর সদরদপ্তর-রিয়াধ
* বর্তমান চেয়ারম্যান-Prince Mohammad bin Salman bin Abdulaziz Al
* বর্তমান চেয়ারম্যান-Prince Mohammad bin Salman bin Abdulaziz Al
11. 45 তম UNIBC সামিট হোস্ট করতে চলেছে কোন দেশ?
a.ভারত ✓
b.চীন
c.জাপান
d.বাংলাদেশ
b.চীন
c.জাপান
d.বাংলাদেশ
UNIBC এর পুরো কথা হল- United State India Business council
12. Annual solar eclipse ঘটে গেল কোন দিন?
a.19June
b.20June
c.21June✓
d.22June
b.20June
c.21June✓
d.22June
No comments:
Post a Comment