Monday, June 22, 2020

Bengali Current Affairs 23rd June 2020





Bengali Current Affairs  23rd June 2020

1.‘International Day of Yoga’ পালন করা হয় কবে?

ⓐ ২১শে মার্চ
ⓑ ২১শে জুন✓
ⓒ ২১শে ফেব্রুয়ারী
ⓓ ২১শে ডিসেম্বর

* ২০২০ সালের থিম ছিল-'Yoga for Health – Yoga at Home'

2.কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য বাংলাদেশকে কত বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক?

ⓐ ১.১০ বিলিয়ন
ⓑ ৫ বিলিয়ন
ⓒ ১.০৫ বিলিয়ন✓
ⓓ ১.৫০ বিলিয়ন

* বাংলাদেশের রাজধানী- ঢাকা
* মুদ্রার নাম- টাকা
*বর্তমান প্রধানমন্ত্রী- শেখ হাসিনা
* বিশ্ব ব্যাঙ্কের সদর দপ্তর- ওয়াশিংটন
* প্রতিষ্ঠা- ১৯৪৪ সালের জুলাই মাস

3.‘Bloomberg Billionaires Index 2020’ তালিকায় মুকেশ আম্বানীর স্থান কত?

ⓐ অষ্টম
ⓑ নবম✓
ⓒ পঞ্চম
ⓓ দশম

*এই তালিকায় প্রথমস্থানে আছে Amazon-এর CEO জেফ বেজস
* দ্বিতীয়স্থানে আছে মাইক্রোসফটের CEO বিল গেটস এবং
*তৃতীয়স্থানে আছে ফেসবুকের প্রতিষ্ঠাতা- মার্ক জুকারবার্গ

4.কোন ক্ষেত্রে গবেষণা ও বিকাশের জন্য ‘SATYABHAMA’ পোর্টাল লঞ্চ করা হলো?

ⓐ বিদ্যুৎ উৎপাদন
ⓑ খনিজ✓
ⓒ অর্থনৈতিক
ⓓ কৃষি

5.স্যালারী অ্যাকাউন্টের জন্য ‘Insta Flexicash’ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ IDBI Bank
ⓑ Small Finance Bank
ⓒ ICICI Bank✓
ⓓ HDFC Bank

*সদরদপ্তর- মুম্বাই
* প্রতিষ্ঠা-১৯৯৪ সালের জুন মাসে
*বর্তমান CEO হলেন- সন্দীপ বক্সী

6.সম্প্রতি প্রয়াত নিউজিল্যান্ডের Matt Poore কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ ক্রিকেট✓
ⓑ ফুটবল
ⓒ গল্ফ
ⓓ হকি

* মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল-৯০ বছর

7.প্রথম ভারতীয় শিখ মহিলা হিসাবে কোন দেশের সেনা অ্যাকাডেমি থেকে গ্রাজুয়েট হলেন আনমোল নারাং?

ⓐ ইংল্যান্ড
ⓑ মার্কিন যুক্তরাষ্ট্র✓
ⓒ রাশিয়া
ⓓ জার্মানী

8.কী নামে মানসিক সুস্থতা প্রদানকারী স্টার্টআপ লঞ্চ করলো Pankaj Chaddah?

ⓐ Mind Tree
ⓑ Mind House✓
ⓒ Mind Wellness
ⓓ Free Mind

*Pankaj Chaddah হলেন Zomato-এর কো-ফাউন্ডার
* Zomato-এর সদরদপ্তর- হরিয়ানার গুরুগ্রামে
*এটি ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন-Deepinder Goyal এবং Pankaj Chaddah

9.2019-20 Coppa Italia cup জিতলো ইতালির কোন ফুটবল ক্লাব?

ⓐ Juventus
ⓑ S.S.C. Napoli✓
ⓒ Brescia Calcio
ⓓ Parma F.C

*৪-২ গোলে Juventus ফুটবল ক্লাবকে পরাজিত করেই তারা জিতেছে
*এইবার নিয়ে মোট ৬বার এই কাপ জিতলো S.S.C. Napoli
* S.S.C. Napoli ক্লাবের বর্তমান হেড কোচ হলেন-Gennaro Gattuso

10.১১,৩৬৭ কোটি টাকার বিনিময়ে জিও প্ল্যাটফর্মের কত শতাংশ শেয়ার কিনে নিল সৌদি আরবের Public Investment Fund?

ⓐ ৩ শতাংশ
ⓑ ২.৩২ শতাংশ✓
ⓒ ২ শতাংশ
ⓓ ২.২৩ শতাংশ

*Public Investment Fund(PIF)-এর সদরদপ্তর-রিয়াধ
* বর্তমান চেয়ারম্যান-Prince Mohammad bin Salman bin Abdulaziz Al
11. 45 তম UNIBC সামিট হোস্ট করতে চলেছে কোন দেশ?

a.ভারত ✓
b.চীন
c.জাপান
d.বাংলাদেশ

UNIBC এর পুরো কথা হল- United State India Business council

12. Annual solar eclipse ঘটে গেল কোন দিন?

a.19June
b.20June
c.21June✓
d.22June


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...