ভূগোল SLST/NET/SET
MCQ- Set- 24
অর্থনৈতিক ভূগোল
Economic Geography
১) ইউক্যালিপটাসের দেশ কাকে বলে?
ক)আমেরিকা
খ)অস্ট্রেলিয়া✓
গ)ভারত
ঘ)নাইজেরিয়া
২)চিলির ভূমধ্যসাগরীয় লতা,গুল্মের স্থানীয় নাম কি?
ক)ম্যাকুই
খ)ম্যাটারেলি ✓
গ)ম্যাকিয়া
ঘ)ম্যালি
৩) বর্তমানে বিশ্বের স্থলভাগের বনভূমির পরিমাণ কত?
ক)33.3 %
খ)29.48%✓
গ)25%
ঘ)23%
৪) চির গোধূলির অঞ্চল কাকে বলা হয়?
ক)নিরক্ষীয় চিরসবুজ অরণ্যকে ✓
খ)সরলবর্গীয় অরণ্যকে
গ)পর্ণমোচী অরণ্যকে
ঘ)ম্যানগ্রোভ অরণ্যকে
৫)ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় চিরসবুজ অরণ্য সম্পর্কে কোন বিষয়টি ভুল?
ক) পৃথিবীর সর্বাধিক গভীর অরণ্য হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
খ) পৃথিবীর সর্বাধিক জীব-বৈচিত্র দেখা যায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে
গ)এই অরণ্যে সূর্যালোক ঠিকমতো প্রবেশ করতে পারে না বলে একে চির গোধূলির অঞ্চল বলে
ঘ) পাইন, ফার ,ওক ,স্প্রুস এখানকার প্রধান প্রধান বৃক্ষ✓
৬) সরলবর্গীয় অরণ্য সম্পর্কে কোন বিষয়টি ভুল?
ক) সরলবর্গীয় বনভূমি পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম বনভূমি
খ)সরলবর্গীয় অরণ্যে একসঙ্গে বিভিন্ন প্রজাতির বৃক্ষের সমাবেশ দেখা যায়✓
গ)সরলবর্গীয় বৃক্ষ গুলি তুষার আক্রমণ প্রতিহত করার জন্য মোচাকৃতি হয়
ঘ) সরলবর্গীয় বনভূমির কাঠের বাণিজ্যিক ব্যবহার সর্বাধিক
৭) ভূমধ্যসাগরীয় অরণ্য সম্পর্কে কোন বিষয়টি ভুল?
ক) ভূমধ্যসাগরীয় অরণ্যের পাতাগুলি পুরু ও মোম জাতীয় পদার্থ আবৃত থাকে
খ)উষ্ণ নাতিশীতোষ্ণ মন্ডলের 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বনভূমি দেখা যায়
গ) কর্ক ,জলপাই , জারা , কারি, আঙুর গাছ এই অরণ্যের উল্লেখযোগ্য বৃক্ষ
ঘ) ভূমধ্যসাগরীয় অরণ্যের আয়তন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে✓
৮) নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের ক্ষেত্রে কোন বিষয়টি ঠিক?
ক) নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের বেশিরভাগ বৃক্ষ পর্ণমোচী শ্রেণীর হয়
খ) মার্টল,হিথ,রোজমেরি,ল্যাভেন্ডার প্রভৃতি প্রধান লতার সন্নিবেশ এখানে লক্ষ্য করা যায়
গ) নাতিশীতোষ্ণ অরণ্যের তলদেশ খুবই ঘন, তাই দুর্ভেদ্য হয়✓
ঘ) নতুন বৃক্ষরোপণ এর ফলে এই অরণ্যের আয়তন বৃদ্ধি পাচ্ছে
৯) ম্যানগ্রোভ অরণ্যের ক্ষেত্রে কোন বিষয়টি ঠিক?
ক) ম্যানগ্রোভ অরণ্য শুধুমাত্র সুন্দরবন আমাদের অববাহিকায় গড়ে উঠেছে
খ) ম্যানগ্রোভ অরণ্য সুন্দরী বৃক্ষের ঠেসমূল দেখা যায়
গ)ম্যানগ্রোভ সামুদ্রিক ঝড়,সুনামি থেকে রক্ষা করে উপকূলের রক্ষাকবচ হিসেবে কাজ করে✓
ঘ)আফ্রিকা মহাদেশের পৃথিবীর সর্বাধিক ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়
১০) ক্রান্তীয় তৃণভূমি সম্পর্কে কোন বিষয়টি ভুল?
ক) ক্রান্তীয় তৃণভূমির তৃণ লম্বায় দীর্ঘ হয়
খ)ক্রান্তীয় তৃণভূমি ব্রাজিলে ক্যাম্পাস, ভেনেজুয়েলায় লানোস , সুদানে সাভানা , জিম্বাবুয়েতে পার্কলান্ড নামে পরিচিত
গ)ক্রান্তীয় তৃণভূমির তৃণ খুবই নরম প্রকৃতির হয়✓
ঘ)ক্রান্তীয় তৃণভূমির স্থানে স্থানে পাম ও বাবলা জাতীয় গাছ দেখা যায়
১১) পার্ক সাভানা বা পার্কলান্ড বলতে কী বোঝায়?
ক) সাভানা তৃণভূমির পার্ক বা উদ্যান
খ) প্রেইরি তৃণভূমি পার্ক ও উদ্যান
গ) সাভানা তৃণভূমির বৃক্ষ সম্বলিত তৃণাঞ্চল✓
ঘ) সাভানা তৃণভূমির দিগন্ত বিস্তৃত তৃণাঞ্চল
১২) লাম্বার ম্যান বা লাম্বার জ্যাক বলতে কী বোঝায়?
ক) বনভূমিতে যারা পর্যটক এর গাইডার হিসেবে কাজ করে
খ) বনভূমিতে বসবাসকারী প্রাচীন প্রজাতি
গ) বনভূমিতে কাষ্ঠ আহরণকারী ব্যক্তি✓
ঘ) বনভূমির রক্ষাকারী বা প্রহরী
১৩) লগহাট বলতে কী বোঝায়?
ক) বনভূমির প্রহরীদের থাকার আবাসস্থল
খ) বনভূমিতে সংরক্ষিত প্রাণীদের থাকার আবাসস্থল
গ) বনভূমিতে পর্যটকদের থাকার আবাসস্থল✓
ঘ) বনভূমিতে বসবাসকারী প্রাচীন জনজাতির পবিত্র উপাসনা গৃহ
১৪) মরুকরণ বা ডেজার্টিফিকেশন বলতে কী বোঝায়?
ক) মরুভূমির আয়তন উত্তরোত্তর হ্রাস পাওয়া
খ) মরুভূমির আয়তন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া✓
গ) মরুভূমির চারপাশে ব্যাপক বৃক্ষরোপণ করা
ঘ) মরুভূমিতে জল সেচের সাহায্যে চাষের ব্যবস্থা করা
১৫) নিচের কোনটি অরণ্যের বৈশিষ্ট্য নয়?
ক) প্রতি হেক্টরে কমপক্ষে 0.05 হেক্টর জমিতে বৃক্ষের সমাবেশটি অরণ্য বা বনভূমি বলে
খ) অরণ্য স্থানীয় জলবায়ুকে প্রভাবিত করে
গ) অরণ্য হলো অজৈব সম্পদের অন্যতম উৎস✓
ঘ) কোন অঞ্চলের জলবায়ু অনুসারে অরণ্য সৃষ্টি হয়
১৬)নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে কাষ্ঠ শিল্প বিকাশ লাভ করেনি কারণ কি?
ক)ক্ষুদ্র অঞ্চলে বিভিন্ন প্রজাতির বহুসংখ্যক বৃক্ষের সমাবেশ
খ) অরণ্য তলদেশ ভিজে ,স্যাঁতস্যাঁতে ,লতা, গুল্ম পূর্ণ ও দুর্গম
গ)অস্বাস্থ্যকর জলবায়ু ,হিংস্র শ্বাপদ ,বিষাক্ত জীবজন্তু ও কীটপতঙ্গের প্রাদুর্ভাব
ঘ) সবগুলি ঠিক✓
১৭) সরলবর্গীয় অরণ্য অঞ্চলের কাষ্ঠ শিল্প গড়ে উঠেছে কারণ কি?
ক) বিস্তৃত অঞ্চলজুড়ে একই প্রজাতির বৃক্ষের সমাবেশ
খ) নরম ,হালকা কাঠ জাত দ্রব্যের বিশ্বব্যাপী সমৃদ্ধ বাজার
গ) অরণ্যের তলদেশ ঝোপঝাড় হীন ও সুগম্য
ঘ) সবগুলোই সঠিক✓
১৮) কৃষি বনসৃজন বলতে কী বোঝায়?
ক) কৃষি কাজের পাশাপাশি বনসৃজনের প্রকল্প নেওয়া✓
খ) কৃষি কাজের উদ্দেশ্যে সৃষ্টি করা বনভূমি
গ) অরণ্য সীমার বাইরে সৃষ্টি করা বনভূমি
ঘ) কৃষি ও বনসৃজনের একই জমিতে ব্যবস্থা নেওয়া
১৯) তৈগা অরণ্য বলতে কী বোঝায়?
ক) ইউরোপীয় মহাদেশের সুবিস্তৃত সরলবর্গীয় অরণ্য✓
খ) আফ্রিকা মহাদেশে সুবিস্তৃত নিরক্ষীয় বৃষ্টি অরণ্য
গ) অস্ট্রেলিয়া মহাদেশের বৃষ্টিতে ভূমধ্যসাগরীয় অরণ্য
ঘ) অস্ট্রেলিয়া মহাদেশের মরু উদ্ভিদ
২০) ক্রান্তীয় বৃষ্টি অরণ্য চাঁদোয়ার সৃষ্টি করে কারণ কি?
ক) বনভূমি তলদেশে আগাছা ও কীট পতঙ্গের বাসস্থানের উপযোগী করতে
খ) উষ্ণতা ও বৃষ্টিপাত পর্যাপ্ত পরিমাণে পাওয়ার জন্য✓
গ) প্রচন্ড ঝড়ের হাত থেকে রক্ষা পেতে
ঘ) অরণ্যের জীব গুলিকে রক্ষা করার জন্য
২১) সরলবর্গীয় গাছগুলি মোচাকৃতি হয় কারণ কি?
ক) সূর্যকিরণ সঠিকভাবে পাওয়ার জন্য
খ) বৃষ্টিপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য
গ) তুষারপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য✓
ঘ) কাঠের গুড়ি কে বৃষ্টিপাতের হাত থেকে রক্ষা করতে
২২) অরণ্যের প্রত্যক্ষ উপযোগীতার মধ্যে কোনটি পড়ে না?
ক) অরণ্য উপজাত দ্রব্যের যোগান দেয়
খ) অরণ্য মরুভূমির প্রসার রোধ করে✓
গ) অরণ্যের কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
ঘ) অরণ্যের কাঠ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়
২৩) অরন্যের পরোক্ষ উপযোগিতার মধ্যে কোনটি পড়ে না?
ক) অরণ্য মৃত্তিকার ক্ষয় রোধ করে
খ) অরণ্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করে
গ) অরণ্য জলবায়ু নিয়ন্ত্রণ করে
ঘ) অরণ্য ভেষজ দ্রব্যের যোগান দেয়✓
২৪) অরণ্য সংরক্ষণের প্রধান দিক গুলির মধ্যে কোনটি ভুল?
ক) অরণ্য সম্পদ এর যথেষ্ট ব্যবহার হ্রাস করা
খ) অপরিণত বৃক্ষচ্ছেদন রোদ করা
গ) অরণ্য সম্পদ ব্যবহার না করা✓
ঘ) অরণ্যে পশুচারণ নিয়ন্ত্রণ করা
No comments:
Post a Comment