Bengali Current Affairs 24th June, 2020
1.কোথাকার মেট্রো স্টেশনটিকে রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য উৎসর্গ করা হলো?
ⓐ দিল্লি
ⓑ কলকাতা
ⓒ নয়ডা✓
ⓓ মুম্বাই
* নয়ডা হলো উত্তরপ্রদেশের একটি শহর
* এই স্টেশনে কাকে কাকে নিয়োগ করা হবে তা ঠিক করবে এই রূপান্তরকামীরাই
2.‘গরিব কল্যাণ রোজগার অভিযান’-এর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে?
ⓐ ৫০ হাজার কোটি✓
ⓑ ২০ লক্ষ কোটি
ⓒ ৩০ কোটি
ⓓ ৪০ হাজার কোটি
* ভারতের মোট ৬টি রাজ্যের ১১৬টি জেলায় এটির বাস্তবায়ন করা হবে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য
* মোট ১২৫দিন এই অভিযান চলবে
* এই ৬টি রাজ্য হল-বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খন্ড এবং উড়িষ্যা
3.শহরাঞ্চলে অদক্ষ শ্রমিকদের কাজের নিশ্চয়তা করতে ‘মুখ্যমন্ত্রী শ্রমিক যোজনা’ লঞ্চ করছে কোন রাজ্য?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ ঝাড়খন্ড✓
ⓒ আসাম
ⓓ ত্রিপুরা
* এইকর্মসূচী হবে মোট ১০০ দিনের
* ঝারখন্ডের রাজধানী- রাঁচি
* বর্তমান মুখ্যমন্ত্রী-হেমন্ত সোরেন
* বর্তমান রাজ্যপাল-দ্রৌপদী মুর্মু
4.ITF-এর Men’s Player Panel-এ নির্বাচিত হলো ভারতের কোন টেনিস খেলোয়াড়?
ⓐ লিয়েন্ডার পেজ
ⓑ Niki Poonacha✓
ⓒ সুমিত নাগাল
ⓓ মহেশ ভূপতি
* ITF-এর পুরো কথা-International Tennis Federation
* হেডকোয়াটার-লন্ডন এবং যুক্তরাষ্ট্রে
* বর্তমান প্রেসিডেন্ট- David Haggerty
5.সম্প্রতি প্রয়াত Rajinder Goel কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ ফুটবল
ⓑ ক্রিকেট✓
ⓒ হকি
ⓓ ব্যাডমিন্টন
* মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল-৭৭ বছর
* তিনি বাঁ-হাতি স্পিনার হিসাবেই বেশি পরিচিত
* ২০১৭ সালে Board of Control for Cricket in India (BCCI)-এর দ্বারা CK Nayudu Lifetime Achievement Award সম্মানিত হয়েছিলেন তিনি
6.মহিলাদের ক্ষমতায়নের জন্য ‘নিষ্ঠা বিদ্যুৎ মিত্র যোজনা’ লঞ্চ করলো কোন রাজ্যের বিদ্যুৎ কোম্পানী?
ⓐ মধ্যপ্রদেশ✓
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ মহারাষ্ট্র
ⓓ গুজরাট
* বিদ্যুৎ কোম্পানীটি হল-Madhya Kshetra Vidyut Vitaran Company
* মধ্যপ্রদেশের রাজধানী-ভোপাল
* বর্তমান মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান
* বর্তমান রাজ্যপাল- লালজী ট্যান্ডন
7.কোন দেশে National Science Foundation-এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত Sethuraman Panchanathan?
ⓐ ইংল্যান্ড
ⓑ আমেরিকা✓
ⓒ জাপান
ⓓ অস্ট্রেলিয়া
8.সম্প্রতি ‘World Hydrography Day’ পালন করা হলো কবে?
ⓐ ২০শে জুন
ⓑ ২২শে জুন
ⓒ ২১শে জুন✓
ⓓ ১৯শে জুন
* ২০২০ সালের থিম ছিল-'Hydrography enabling autonomous technologies'
9.কোন ব্যাঙ্কের Central Board-এ পুনরায় নির্বাচিত হলেন Natarajan Chandrasekaran?
ⓐ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক✓
ⓑ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
ⓒ এইচ.ডি.এফ.সি ব্যাঙ্ক
ⓓ বিশ্ব ব্যাঙ্ক
* ২০১৬ সালে তিনি প্রথম নির্বাচিত হয়েছিলেন এই বোর্ডে
* তিনি Tata Consultancy Services-এর CEO এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন
* রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর-শক্তিকান্ত দাস
10.পরিযায়ী শ্রমিকদের জন্য জব প্লাটফর্ম তৈরী করতে গুগল, মাইক্রোসফট এবং টেক মহিন্দ্রার মতো কোম্পানির সমন্বয়ে প্যানেল গঠন করলো কোন সংস্থা?
ⓐ IIT Bombay
ⓑ NITI Aayog✓
ⓒ Wipro
ⓓ TATA Group
* NITI Aayog গঠিত হয়েছিল ২০১৫ সালের ১লা জানুয়ারী
* বর্তমান CEO হলেন- Amitabh Kant
* চেয়ারপারসন- নরেন্দ্র মোদী* হেডকোয়াটার- নিউ দিল্লি
No comments:
Post a Comment