Wednesday, June 24, 2020

Bengali Current Affairs 25th June, 2020





Bengali Current Affairs  25th June, 2020

1.বিশ্বজুড়ে ‘অলিম্পিক দিবস’ পালন করা হয় কবে?

ⓐ ২২শে জুন
ⓑ ২৩শে জুন✓
ⓒ ২৪শে জুন
ⓓ ২৫শে জুন

▶ এছাড়াও 'International Widows Day' এবং 'United Nations Public Service Day' পালন করা হয় ২৩শে জুন

2.‘Legend of Suheldev’ শিরোনামে বই রিলিজ করলেন কে?

ⓐ চেতন ভগৎ
ⓑ Arundhati Roy
ⓒ Amish Tripathi✓
ⓓ Amitav Ghosh 

▶ এই বইটি পাবলিশ করেছে- Westland Publications Pvt Ltd

3.সম্প্রতি WWE থেকে অবসর নিলেন কোন প্রখ্যাত রেসলার?

ⓐ Great Khali
ⓑ Undertaker✓
ⓒ Randy Savage
ⓓ Randy Orton 

▶ Undertaker-এর আসল নাম হল-Mark William Calaway
▶ WWE-এর পুরো কথা হল-World Wrestling Entertainment

4.ভারতে PRMIA-এর CEO পদে নিযুক্ত হলেন কে?

ⓐ সন্তোষ ঝাঁ
ⓑ সন্দীপ কুমার
ⓒ ড. নিরাকার প্রধান✓
ⓓ মহম্মদ ইকবাল 

▶ PRMIA-এর পুরো কথা-Professional Risk Managers’ International Association
▶ হেডকোয়াটার- Wilmington, Delaware, United States
▶ প্রতিষ্ঠা সাল-২০০২

5.বিদ্যালয় পাঠক্রমে যোগার প্রমোট করতে ‘Online Yoga Quiz Competition’ লঞ্চ করলো কোন সংস্থা?

ⓐ SCERT
ⓑ NCERT✓
ⓒ CBSE
ⓓ WBSE 

▶ NCERT-এর পুরো কথা হল- National Council of Educational Research and Training
▶ হেডকোয়াটার- নিউ দিল্লি
▶ প্রতিষ্ঠা সাল-১৯৬১
▶ বর্তমান প্র্রেসিডেন্ট- Ramesh Pokhriyal
▶ বর্তমান ডিরেক্টর-Hrushikesh Senapaty

6.বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘একটু খেলো, একটু পড়’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ আসাম
ⓒ ত্রিপুরা✓
ⓓ উড়িষ্যা 

▶ রাজধানী-আগরতলা
▶ বর্তমান মূখ্যমন্ত্রী-বিপ্লব কুমার দেব
▶ বর্তমান রাজ্যপাল- Ramesh Bais

7.গৌরব মহেশ্বরী কোন ব্যাঙ্কের চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ Exim Bank
ⓑ Standard Chartered Bank✓
ⓒ State Bank of India
ⓓ HDFC Bank 

▶ এই ব্যাঙ্কের মূল হেডকোয়াটার-লন্ডন
▶ প্রতিষ্ঠা সাল-১৯৬৯
▶ বর্তমান CEO হলেন- Bill Winters
▶ ভারতে এই ব্যাঙ্কের CEO হলেন-Zarin Daruwala

8.‘36th ASEAN Summit’ প্রথমবার ভার্চুয়ালি হোস্ট করছে কোন দেশ?

ⓐ নিউজিল্যান্ড
ⓑ চীন
ⓒ ভিয়েতনাম✓
ⓓ ইন্দোনেশিয়া 

▶ রাজধানী- Hanoi
▶ মুদ্রার নাম-Vietnamese dong


9.‘Global Philanthropists of 2020’ তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে স্থান পেল কে?

ⓐ মমতা ব্যানার্জী
ⓑ নির্মলা সিথারামন
ⓒ নীতা আম্বানী✓
ⓓ কিরণ মজুমদার সাউ 

▶ তিনি মুকেশ আম্বানীর স্ত্রী এবং রিলায়েন্স কোম্পানীর চেয়ারপারসন

10.সম্প্রতি ক্যান্সারের কারণে প্রয়াত Pournima Zanane কোন খেলার সাথে যুক্ত ছিলেন?

ⓐ বক্সিং
ⓑ জ্যাভলিন
ⓒ তীরন্দাজী
ⓓ শ্যুটার ✓

▶ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল-৪২ বছর


11. কোন ভারতীয় শহরে বিশ্বের বৃহত্তম কোভিড-১৯  কেয়ার সুবিধা থাকবে?

a. মুম্বাই 
b.দিল্লি ✓
c.রাঁচি 
d.পুনে


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...