Sunday, June 14, 2020

Current Affairs 15th June 2020



Bengali MCQ Current Affairs 15th June 2020 

1.‘International Albinism Awareness Day’ পালন করা হয় কবে?

ⓐ ১৩ই মে
ⓑ ১৩ই জুলাই
ⓒ ১৩ই জুন✓
ⓓ ১৩ই মার্চ

*এবারের থিম ছিল-'Made To Shine'

2.লেটেস্ট ফিফা Ranking-এ ভারতের স্থান কত? 

ⓐ ১৬৮তম
ⓑ ১০৮তম✓
ⓒ ১০৭তম
ⓓ ১০৬তম 

* প্রথমস্থানে বেলজিয়াম, দ্বিতীয়স্থানে ফ্রান্স এবং তৃতীয়স্থানে ব্রাজিল
* সদর দপ্তর- সুইজারল্যান্ডের জুরিখ
* বর্তমান প্রেসিডেন্ট-Gianni Infantino

3.অঙ্গনওয়ারী কর্মীদের ‘Corona Warriors’ মর্যাদা প্রদান করলো কোন রাজ্য? 

ⓐ মধ্যপ্রদেশ✓
ⓑ কেরালা
ⓒ কর্নাটক
ⓓ উত্তরপ্রদেশ 

* মধ্যপ্রদেশের রাজধানী-ভোপাল
* বর্তমান মুখ্যমন্ত্রী-শিবরাজ সিং চৌহান
* বর্তমান রাজ্যপাল-Lal Ji Tandon
* বান্ধবগড় জাতীয় উদ্যানটি এই রাজ্যেই অবস্থিত

4.গার্হস্থ্য হিংসা ও অপব্যবহারে ক্ষতিগ্রস্ত মহিলাদের ক্ষমতায়নের জন্য কোন প্রোগ্রাম লঞ্চ করলো হায়দ্রাবাদ পুলিশ? 

ⓐ STREE✓
ⓑ WOMEN
ⓒ SAFE GIRL
ⓓ POWER GIRL 

* STREE-এর পুরো কথা হল-She Triumphs through Respect, Equality, and Empowerment

5.শিশুশ্রমিকদেরপড়াশোনার আওতায় আনার জন্য ‘বাল শ্রমিক বিদ্যা যোজনা’ লঞ্চ করলো কোন সরকার? 

ⓐ উত্তরপ্রদেশ✓
ⓑ হিমাচলপ্রদেশ
ⓒ গুজরাট
ⓓ দিল্লি 

* এই যোজনাটি লঞ্চ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
* এই যোজনার আওতায় শিশুশ্রমিকদের মাসিক ১০০০ থেকে ১২০০ টাকা দেওয়া হবে পড়াশোনার জন্য

6.‘সহকার মিত্র স্কিম’ লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রালয়? 

ⓐ পরিবেশ মন্ত্রালয়
ⓑ কৃষি উন্নয়ন মন্ত্রালয়✓
ⓒ পরিবার উন্নয়ন মন্ত্রালয়
ⓓ নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় 

* কেন্দ্রীয় কৃষি উন্নয়ন মন্ত্রী হলেন-নরেন্দ্র সিং তমার
* এই স্কিমটি পরিচালনা করবে National Cooperative Development Cooperation (NCDC)

7.ভারতের প্রথম রাজ্য হিসাবে উপজাতি ছাত্রছাত্রীদের হোস্টেলের জন্য ISO certification পেল কোন রাজ্য? 

ⓐ উড়িষ্যা✓
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ ঝাড়খন্ড
ⓓ আসাম 

* উপজাতি হোস্টেল গুলিতে সমস্তরকম সুবিধা প্রদান করতে 'মিশন সুবিধা' লঞ্চ করলো
* ISO-এর পুরো কথা -International Organization for Standardization
* উরিষ্যার রাজধানী- ভুবনেশ্বর
* বর্তমান মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
* বর্তমান রাজ্যপাল-Ganeshi Lal

8.সম্প্রতি প্রয়াত Anand Mohan Zutshi Gulzar Dehlvi কোন ভাষার লেখক ছিলেন? 

ⓐ হিন্দি
ⓑ বাংলা
ⓒ ঊর্দু✓
ⓓ মারাঠী 

* মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর
* তিনি সম্প্রতি করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছিলেন
* ১৯৭৫ সালে লঞ্চ হওয়া সরকারি ঊর্দু পত্রিকা 'Science ki Duniya'-র এডিটর ছিলেন তিনি

9.বিশাখাপত্তনমে Eastern Naval Command (ENC)-এর চিফ অফ স্টাফ হিসাবে দায়ভার গ্রহণ করলেন কে? 

ⓐ বিশ্বজিত দাসগুপ্ত✓
ⓑ বিজয় ধানোয়া
ⓒ করমবীর সিং
ⓓ সম্রাট রাঠোর 

10.নাসার হিউমান স্পেসফ্লাইটের প্রথম মহিলা হেড হিসাবে নিযুক্ত হলেন কে? 

ⓐ Kathy Lueders✓
ⓑ Ronny Gieser
ⓒ Larry Pace
ⓓ Siri lauder 

* NASA-র পুরো কথা হল-National Aeronautics and Space Administration
* সদরদপ্তর-ওয়াশিংটন ডি.সি.

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...