Monday, June 15, 2020

Bengali Current Affairs 16 th June 2020





Bengali Current Affairs 16 th June 2020

1.বিভিন্ন ব্যাঙ্কের CEO পদে নিযুক্ত ব্যক্তির বয়সসীমা বাড়িয়ে কত বছর করার প্রস্তাব দিল রিজার্ভ ব্যাঙ্ক?

ⓐ ৬৫ বছর
ⓑ ৭০ বছর✓
ⓒ ৬০ বছর
ⓓ ৬৬ বছর

* RBI-এর পুরো কথা Reserve Bank of India
* ১৯৩৫ সালের ১লা এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায়
*বর্তমান গভর্নর- শক্তিকান্ত দাস

2.প্রতিরক্ষা বাহিনীর ইউনিফর্ম স্যানিটাইজ করার জন্য ‘Germi Klean’ চেম্বার তৈরী করলো কে?

ⓐ ইন্ডিয়ান আর্মি
ⓑ ইন্ডিয়ান নেভি
ⓒ ইন্ডিয়ান এয়ার ফোর্স
ⓓ DRDO ✓

* DRDO-এর পুরো কথা-Defence Research and Development Organisation
*সদরদপ্তর-নিউ দিল্লি
*প্রতিষ্ঠিত হয়-১৯৫৮ সালে


3.স্বাস্থ্যগত সমীক্ষার জন্য ‘Ghar Ghar Nigrani’-নামে অ্যাপ লঞ্চ কোন রাজ্য সরকার?

ⓐ গুজরাট
ⓑ পাঞ্জাব✓
ⓒ হরিয়ানা
ⓓ গোয়া

* পাঞ্জাবের রাজধানী-চন্ডিগড়
* বর্তমান মুখ্যমন্ত্রী-Amarinder Singh
*বর্তমান রাজ্যপাল-Vijayendra Pal Singh Badnore



4.‘Nature Index 2020’-তে ভারতের স্থান কত?

ⓐ ১০
ⓑ ১২✓
ⓒ ৯
ⓓ ৫০

* এই তালিকায় প্রথমস্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয়স্থানে চীন এবং তৃতীয়স্থানে জার্মানী



5.Gargo International-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিযুড অভিনেতা?

ⓐ আমির খান
ⓑ শাহরুখ খান
ⓒ সোনু সুদ✓
ⓓ অমিতাভ বচ্চন



6.তামিল ভাষার উচ্চারণ অনুযায়ী রাজ্যে ১০১৮টি জায়গার ইংরাজী নাম পরিবর্তন করতে চলেছে কোন রাজ্য?

ⓐ কর্নাটক
ⓑ কেরালা
ⓒ তামিলনাড়ু✓
ⓓ অন্ধ্রপ্রদেশ



7.বাঁশ আমদানীর উপর Customs Duty বাড়িয়ে কত শতাংশ করলো কেন্দ্র?

ⓐ ১০%
ⓑ ২৫%✓
ⓒ ১৫%
ⓓ ১২%

* আগে ১০% ছিল কাস্টম ডিউটি


8.ভারতে প্রথম কোন সংস্থা কনস্ট্রাকশন সেক্টর হিসাবে সম্পূর্ণ ডিজিটাল হলো?

ⓐ IRCL
ⓑ NBCC
ⓒ EIL
ⓓ NHAI ✓

* NHAI-এর পুরো কথা হল-National Highway Authority of India



9.আত্মহত্যা করে প্রয়াত বলিযুড অভিনেতা সুশান্ত সিং রাজপূতের মৃত্যুকালীন বয়স কত?

ⓐ ৩৪✓
ⓑ ৪৩
ⓒ ৩০
ⓓ ২৬

*Chhichhore, MS Dhoni-এর মতো হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি


10.‘World Blood Donor Day’ পালন করা হয় কবে?

ⓐ ২৪শে জুন
ⓑ ১৪ই জুন✓
ⓒ ৪ঠা জুন
ⓓ ৩রা জুন

*২০২০ সালের থিম হল-'Save Blood Save Lives'


11. কোন দেশ তাদের সাবমেরিন টিকে বিশ্বের গভীরতম বিন্দু মারিয়ানা ট্রেঞ্চ এর নিচে10907 মিটারে চালিত করেছে?

a. ভিয়েতনাম
b.জাপান
C.রাশিয়া
d. চীন✓



12. আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন কোন ভারতীয় ভারত্তোলক কে আন্টি ডোপিং লঙ্ঘনের অভিযোগ বাতিল করেছে?

a. ললিতা পলি
b. সনজিতা চানু✓
c .কুঞ্জ রানী দেবী
d. ভারতী সিং

*আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের সদর দপ্তর হাঙ্গেরি
*আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি উরসুলা পাপন্দ্রিয়া




13. 'পুনম ' পর্যবেক্ষণ দ্বারা কোন প্রাণীর সংখ্যার পরিমাপ করা হয়?

a. হাতি
b.হরিণ
c.সিংহ ✓
d.ঘোড়া




14. "2020 কস্ট অফ লিভিং" জরিপ অনুসারে কোন শহরকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে ঘোষণা করা হয়েছে?

a. বেঙ্গালুরু
b. দিল্লী
c.চেন্নাই
d. মুম্বাই✓

মুম্বাই বিশ্বের 60 তম ব্যয়বহুল শহর হিসেবে স্থান পেয়েছে। এবং এশিয়ায় 19 তম স্থানে রয়েছে।



15. কোন রাজ্য সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটিতে লকডাউন এর আদেশ দিয়েছে?

a. দিল্লি
b.পাঞ্জাব ✓
c.উড়িষ্যা
d. কেরালা

*পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটিতে লকডাউন এর আদেশ দিয়েছে
*চিকিৎসক কর্মীসহ অপরিহার্য সেবার শ্রমিক ছাড়া সমস্ত নাগরিককে এই দিন চলাচলের জন্য ই -পাসের আবেদন করতে হবে।



16.COVID-19 হাসপাতাল হিসেবে হোটেলগুলি ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করার জন্য কে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে?

a. সুপ্রিম কোর্ট
b.দিল্লির হাইকোর্ট✓
c.ICMR
d.কেন্দ্র

*দিল্লি হাইকোর্ট দুটো প্রস্তাবিত হোটেল সূর্য হোটেল এবং ক্রাউন প্লাজা এবং হোটেলগুলি সম্ভাব্যতা সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়ার জন্য ডাক্তারদের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে



17. কোন রাজ্য নমুনা সংগ্রহ অভিযান শুরু করেছে?

a. দিল্লি
b. পাঞ্জাব
c. হরিয়ানা
d.উত্তরপ্রদেশ✓




18."লকডাউন লিসেন্স: লিভিং এন্ড আদার্স স্টোরিজ"-বইটির লেখক কে?

a. শোভা দে ✓
b.পায়েল ঘোষ
c. বিনীতা সিং
d.মেঘা দত্ত

*এই বইটিতে শোভা দে লকডাউন সিরিজের ছোটগল্পের একটি সেট প্রকাশ করেছে ন।
*এই বইটি মূলত করোনা ভাইরাসজনিত লকডাউন এবং তার সাথে কিভাবে মোকাবিলা করতে হবে তা তুলে ধরেছেন।

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...