Wednesday, June 10, 2020

Current Affairs of May



Current Affairs of May

১) সম্প্রতি 82 বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন ফুটবল ক্যাপ্টেন চুনী গোস্বামী।


২) মনিপুরের "কালো চাল" এবং গোরখপুর "টেরাকোটা" পেল GI ট্যাগ।


৩) Google Pay India এর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন অ্যাক্সিস ব্যাংকের CEO শিখা শর্মা।


৫) করোনার চিকিৎসার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে "We will win" নামে ক্যাম্পেইন লঞ্চ করল FIFA


৫) বিশ্বজুড়ে "Highest Viewed Entertainment Program "নামাঙ্কিত হলো "Ramayana" সিরিজ।



৬) ভারতের নতুন Economic Affairs Secretary হিসেবে নিযুক্ত হলেন তরুণ বাজাজ।


৭) ভারতের প্রথম রাজ্য হিসেবে পরিযায়ী শ্রমিকদের ট্রেনের মাধ্যমে রাজ্যে ফিরিয়ে আনছে ঝারখান্ড।


৮) পরিবহন ব্যবস্থার সাথে কৃষকদের যুক্ত করতে "Kishan Sabha app" তৈরি করল Central Road Research Institute


৯) Ministry of Road Transport and Highways এ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন গিরিধর আরামানে।


১০) American Academy of Arts and Science এর "International Honorary Member"হিসাবে নির্বাচিত হলেন অধ্যাপিকা শোভনা নরসিমা।


১১) সম্প্রতি কাশ্মীরি স্যাফরন (Saffron) পেল GI ট্যাগ।


১২)"New Zealand Cricketer of the Year Award"এ সম্মানিত হলেন Ross Taylor


১৩) ব্রাজিলে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সুরেশ কুমার রেড্ডি।


১৪) প্রথম ভারতীয় হিসেবে "Fed Cup Heart Awardএ নমিনেটেড হলো সানিয়া মির্জা।


১৫) মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচির আওতায় সবথেকে বেশি কর্মসংস্থান প্রদানকারী রাজ্যের তালিকায় শীর্ষ স্থানে ছত্রিশগড় এবং পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ।


১৬) National Thermal Power Corporation Limited (NTPC) এর অপারেশন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রমেশবাবু।

১৭) হটস্পট এলাকায় বসবাসকারী জনগণের জন্য  "আরোগ্য সেতু"  অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করল উত্তরপ্রদেশ সরকার।

১৮) "Countries in a Scientific Publication" তালিকায় ভারতের স্থান তৃতীয়।


১৯) করোনায় আক্রান্ত হয়ে 62 বছর বয়সে মারা গেলেন ছত্রিশগড় হাইকোর্টের বিচারপতি অজয় কুমার ত্রিপাঠি।


২০) খেলার সময় ক্রিকেট বল কে চকচক করতে মুখের লালা এবং ঘাম ব্যবহার নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া।


২১) RBI Central Board নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন তরুণ বাজাজ।


২২) "সুরক্ষিত দাদা-দাদী নানা-নানি" অভিযান ডিজিটাল লঞ্চ করল NITI Aayog

২৩) ইরান সরকার তাদের জাতীয় মুদ্রা ' রিয়াল 'থেকে বদলে 'তোমান ' করল।


২৪) ভারতের প্রথম Covid-19 Test Bus চালু করল মহারাষ্ট্র।

২৫) ২০২২ পর্যন্ত United Nations Environment Programme (UNEP) এর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত থাকেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

২৬) "Highest Internet Penetration"তালিকার প্রথম স্থানে দিল্লি এবং দ্বিতীয় স্থানে কেরালা।

২৭) বিশাখাপত্তনম গ্যাস দুর্ঘটনা লিক গ্যাসটির নাম"Styrene"

২৮) ভারতের প্রথম রাজ্য হিসেবে ছাত্র-ছাত্রীদের 'মিড-ডে-মিল 'রেশন দিচ্ছে মধ্যপ্রদেশ।

২৯) ভারতের প্রথম রাজ্য হিসেবে জনগণদের "ফ্রী এবং ক্যাশলেস ইন্সুরেন্স কভার" পরিষেবা দিচ্ছে মহারাষ্ট্র।

৩০) নিজেদের শ্বাসতন্ত্র পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করতে "প্রাণবায়ু প্রোগ্রাম "লঞ্চ করল বেঙ্গালুরু।

৩১) রবীন্দ্রনাথের জন্ম বার্ষিকীতে সম্মান জানাতেই রাস্তার নাম "Tagore Street" রাখল ইসরায়েল।

৩২) Central Board of Secondary Education ( CBSE) এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন উড়িষ্যার মনোজ আহুজা।

৩৩)"আত্মনির্ভর ভারত অভিযান" এর জন্য 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র।

৩৪)"জল জীবন মিশন " এর আওতায় সমস্ত গ্রামীণ পরিবারের 2022 সালের মধ্যে ট্যাপ কলের  ব্যবস্থা করবে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর।

৩৫) ট্রেন যাত্রীদের জন্য "আরোগ্য সেতু" অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করলো ভারতীয় রেলওয়ে।

৩৬) "Global Energy Transition Index" এ ভারতের স্থান 74 ,প্রথম স্থানে সুইডেন ,দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড,তৃতীয় স্থানে ফিনল্যান্ড

৩৭) "সম্বল স্কিম" এর আওতায় রাজ্যের গরিব পরিবারের ছাত্র-ছাত্রীদের প্রথম শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনার খরচ বহন করবে
 মধ্যপ্রদেশ সরকার।


৩৮) "দ্রোণাচার্য পুরস্কার "এর জন্য মনোনীত হলেন যশপাল রানা।


৩৯) প্রতিবাদ বা আন্দোলনের একটি রূপ হিসাবে "পতাকা পোড়ানো "কে ব্যান করল জার্মানি।


৪০) মহামারী ত্রাণ সাহায্য করতে এই বছর তার বেতনের 30% দান করবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।


৪১) Covod-19 বিরুদ্ধে লড়াই করতে 3100 কোটি টাকা বরাদ্দ করল PM CARES Fund Trust


৪২) ক্রিকেট বল কে চকচক করতে মুখের লালা রস ব্যবহার ব্যান করল International Cricket council ( ICC)


৪৩) WHO Executive Board এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।


৪৪) Indian Steel Association এর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হচ্ছে দিলীপ ওমেন।


৪৫) National Bank for Agriculture and Rural Development (NABARD) এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন গোবিন্দা রাজুলু।


৪৬) উড়িষ্যার কোনারক সূর্য মন্দির এবং কোনারক শহরটিকে সম্পূর্ণ সৌরবিদ্যুৎ গঠন করতে বিশেষ স্কিম চালু করছে কেন্দ্র এবং শহরটিকে "সূর্য নগরী" হিসেবে গড়ে তোলা হবে।


৪৭) রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা হেঁটে হেঁটে বাড়ি ফিরছে তাদেরকে বিনামূল্যে 'জুতো ' প্রদান করতে "চরণ পাদুকা ক্যাম্পেইন " লঞ্চ করল মধ্যপ্রদেশ।


৪৮) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমফানের নাম টি প্রস্তাবিত করেছে থাইল্যান্ড।


৪৯) 800 কিলোমিটার দীর্ঘ ' হার্বাল রোড ' তৈরি করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার ।এই প্রজেক্টে রাস্তার দুই ধারে ভেষজ ঔষধি গাছ লাগানো হবে।


৫০) ভারতের প্রথম আদিবাসী মহিলা উপাচার্য হিসাবে ঝাড়খণ্ডের সিধু কানহু মূর্মু বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হলেন Sonajharia Minz


৫১) ডোপিং দুর্নীতির কারণে ভারতের দৌড়বিদ Kiranjeet Kaur কে চার বছরের জন্য ব্যান করল
World Anti - Doping  Agency ( WADA)


৫২) '২০২০ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ' মনোনীত হলো ক্রিকেটার রোহিত শর্মা।

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...