আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৬৫
১) দারকেশ্বর নদীর সঙ্গে কোন নদী মিলিত হয়ে রুপনারায়ন সৃষ্টি হয়েছে?
ক)কাসাই
খ)কেলেঘাই
গ)কংসাবতী
ঘ)সিলাই✓
২) আর্জেন্টিনার বিখ্যাত দুগ্ধ শিল্প কেন্দ্র কোনটি?
ক) বুয়েন্স আইরেস
খ) টিয়েরা ডেল ফিউগো
গ) লা প্লাটা
ঘ) কর্ডোবা✓
৩) পৃথিবীর মধ্যে বৃহত্তম সৌর বাষ্প রন্ধন ব্যবস্থা চালু হয়েছে কোথায়?
ক) ভারতের পন্ডিচেরিতে
খ) পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে
গ) রাজস্থান মাউন্ট আবুতে ✓
ঘ) ক্যালিফোর্নিয়ার সান লুইশহরে
৪) নিচের কোনটি ভূমি ব্যবহারের পক্ষে সর্বাধিক উপযোগী?
ক) মরুভূমি
খ) পশুচারণভূমি
গ) বরফাবৃত ভূমি
ঘ) সমভূমি✓
৫) ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
ক) লাম্বা ✓
খ) মুপান্ডল
গ) শালিবাহন
ঘ) চেন্নাই
৬) মাহি প্রকল্প, উকাই প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
ক) পাঞ্জাব
খ) জম্মু ও কাশ্মীর
গ) তামিলনাড়ু
ঘ) গুজরাট✓
৭) লুণ্ঠন শিল্প বা ডাকাত শিল্প কাকে বলে?
ক) অরণ্য সম্পদ আহরণ
খ) মৎস্য সম্পদ আহরণ
গ) খনিজ সম্পদ আহরণ✓
ঘ) শক্তি সম্পদ আহরণ
৮) ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় কোন কালে?
ক)গ্রীষ্মকালে
খ)বর্ষাকালে
গ)শরৎকালের
ঘ)শীতকালে√
৯) পশ্চিমবঙ্গের সর্বাধিক সৌরশক্তি ব্যবহৃত হয় কোথায়?
ক) পুরুলিয়া
খ) কলকাতা
গ) দার্জিলিং
ঘ) সুন্দরবন✓
১০) নদীর গতি বেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়?
ক) 10গুণ
খ) 64গুণ√
গ) 68 গুন
ঘ) 60 গুণ
১১) মুগা রেশম ভারতের কোন রাজ্যে সর্বাধিক চাষ হয়?
ক) আসাম ✓
খ) ঝারখান্ড
গ) বিহার
ঘ) মধ্যপ্রদেশ
১২) এশিয়ার পশ্চিম সীমানা নির্দেশ করেছে কোন পর্বত?
ক) হিমালয়
খ) ইউরাল পর্বত√
গ) কারাকোরাম
ঘ) হিন্দুকুশ
১৩) তামিলনাড়ুর মুপ্পান্ডলে গড়ে উঠেছে
ক)ভূতাপীয় শক্তি উৎপাদন কেন্দ্র
খ)সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
গ)জোয়ার ভাটা শক্তি
ঘ)বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র✓
১৪) কোন সাহিত্যিক পাবনার কৃষক বিদ্রোহ সমর্থন করেছিলেন?
ক)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়√
খ)রবীন্দ্রনাথ ঠাকুর
গ)মধুসূদন দত্ত
ঘ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৫) হেয়ার স্কুলের প্রথম নাম কি ছিল?
ক)ধর্মতলা একাডেমী
খ)পটলডাঙ্গা একাডেমি √
গ)অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
ঘ)ডিফেন্স একাডেমী
১৬) "বামাবোধিনী" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক)দ্বারকানাথ বিদ্যাভূষণ
খ)উমেশচন্দ্র দত্ত√
গ)কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ)শিশির কুমার ঘোষ
১৭) সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক)ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ)গঙ্গাকিশোর ভট্টাচার্য
গ)দ্বারকানাথ বিদ্যাভূষণ√
ঘ) উমেশচন্দ্র দত্ত
১৮) রামমোহন রায়ের জীবনী কারের নাম কি?
ক)মেরি কার্পেন্টার √
খ)উইলিয়াম অ্যাডামস
গ)জর্জ থমসন
ঘ)রামমোহন স্বয়ং
১৯) "বাঙালির ইতিহাস "গ্রন্থটির লেখক কে?
ক)রাখালদাস বন্দ্যোপাধ্যায়
খ)দীনেশ চন্দ্র সরকার
গ)দীনেশচন্দ্র সেন
ঘ)নীহাররঞ্জন রায়√
২০) প্রথম বাঙালি ছাত্র যিনি শব ব্যবচ্ছেদ করেছিলেন তিনি হলেন
ক) মধুসূদন দত্ত
খ) নীলরতন সরকার
গ) মধুসূদন গুপ্ত√
ঘ) দ্বারকানাথ গুপ্ত
২১) "জিন্দাবাদ" স্লোগান প্রথম কে দিয়েছিলেন জিন্দাবাদ স্লোগান প্রথম কে দিয়েছিলেন?
ক) লোকমান্য তিলক
খ) বীর সাভারকার
গ) চন্দ্রশেখর আজাদ
ঘ) ভগৎ সিং√
২২) চোল বংশীয় শাসকরা কোন দেবতার উদ্দেশ্যে একাধিক স্থাপত্য নির্মাণ করেছিলেন?
ক)ব্রহ্মা
খ)বিষ্ণু
গ)মহেশ্বর√
ঘ)গণেশ
২৩) নিচের কোনটি দ্রাবিড় ভাষা গোষ্ঠীর রাজ্য?
ক) উত্তর প্রদেশ
খ)পাঞ্জাব
গ)হরিয়ানা
ঘ)তামিলনাড়ু√
২৪) শেখ খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকীর দরগা টি কোথায় অবস্থিত?
ক) আজমির
খ) দিল্লি✓
গ) আগ্রা
ঘ) জয়পুর
২৫) যশোবর্মন কোথাকার রাজা ছিলেন?
ক)বিহার
খ)মালদ্বীপ
গ)মালব✓
ঘ)মগধ
২৬) মনিরাম দেওয়ান কোন অঞ্চলে মহা বিদ্রোহের নেতৃত্ব দেন?
ক) বিহার
খ) বেরেলী
গ) আসাম√
ঘ) গোয়ালিয়র
২৭) নিচের কোনটি তরল ধাতু?
ক) লিথিয়াম
খ) গ্যালিয়াম√
গ) প্লাটিনাম
ঘ) বিসমাথ
২৮) দ্রবণকে কয়টি শ্রেণীতে ভাগ করা?
ক)দুটি
খ)তিনটি √
গ)চারটি
ঘ)পাঁচটি
২৯) কোন ধাতুর আকরিক এর নাম গ্যালেনা?
ক) থোরিয়াম
খ) তামা
গ) সিসা√
ঘ) লোহা
৩০) কোন গ্যাস কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায়?
ক)কার্বন ডাই অক্সাইড
খ)নাইট্রোজেন
গ)বিউটেন
ঘ)মিথেন✓
৩১) আভ্যন্তরীণ কারণে ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল কবে ?
ক)1962
খ)1975 √
গ)1977
ঘ)1971
৩২) নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য গুলি কে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে?
ক)তারাপুর কমিটি
খ)রাধাকৃষ্ণাণ কমিটি
গ)বলবন্ত রায় মেহেতা কমিটি
ঘ)স্মরণ সিং কমিটি✓
৩৩)ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিভিন্ন কারণে কোন ভারতীয় নাগরিকের সাথে বৈষম্য নিয়ে কাজ করে?
ক) ধারা 11
খ) ধারা 19
গ) ধারা 13
ঘ) ধারা 15✓
৩৪) “হাজিমি” শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
ক) ফুটবল
খ) জুডো✓
গ) হকি
ঘ) বক্সিং
৩৫) আম আঁটির ভেঁপু কোন উপন্যাসের অন্তর্ভুক্ত?
ক) অনুবর্তন
খ) ইছামতি
গ) আরণ্যক
ঘ) পথের পাঁচালী √
৩৬) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন কোথায় অবস্থিত?
ক) নিউ দিল্লি ✓
খ) ব্যাঙ্গালোর
গ) গুজরাট
ঘ) জয়পুর
৩৭) ভারতের নীল বিপ্লবের জনক হিসেবে কে পরিচিত?
ক) ভারগিস কুরিয়ান
খ) স্যাম পিত্রোদা
গ) অরুন কৃষ্ণান ✓
ঘ) এম এস স্বামীনাথন
৩৮) কাদার উপজাতি বাস করে কোন রাজ্যে?
ক)উড়িষ্যা
খ)সিকিম
গ)কেরালা
ঘ)বিহার✓
৩৯) Blue Jay বা ইন্ডিয়ান রোলার ভারতের কয়টি রাজ্যের রাজ্য পাখি?
ক) 4✓
খ) 5
গ) 2
৪০) পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
ক) অন্ধ্রপ্রদেশ
খ) রাজস্থান
গ) হিমাচল প্রদেশ ✓
ঘ) উত্তর প্রদেশ
৪১) ভাওয়াই কোন রাজ্যের লোকনৃত্য?
ক) হরিয়ানা
খ) মহারাষ্ট্র
গ) গুজরাট
ঘ) রাজস্থান✓
No comments:
Post a Comment