Current Affairs
1st June2020:
1.World Milk Day কবে পালন করা হয়?
ⓐ ২রা এপ্রিল
ⓑ ১লা জুন✓
ⓒ ২৪শে সেপ্টেম্বর
ⓓ ১৩ই ডিসেম্বর
ⓑ ১লা জুন✓
ⓒ ২৪শে সেপ্টেম্বর
ⓓ ১৩ই ডিসেম্বর
এবারের থিম ছিল- "20th Anniversary of World Milk Day"
২০০১ সালে প্রথম বিশ্ব দুগ্দ্ধ দিবসের সূচনা করে United Nations Food and Agriculture Organization (FAO)
২০০১ সালে প্রথম বিশ্ব দুগ্দ্ধ দিবসের সূচনা করে United Nations Food and Agriculture Organization (FAO)
2.সম্প্রতি প্রয়াত ওয়াজিদ খান কিসের সঙ্গে যুক্ত ছিলেন-
ⓐ সঙ্গীত✓
ⓑ অভিনয়
ⓒ নৃত্য
ⓓ ব্যবসা
ⓑ অভিনয়
ⓒ নৃত্য
ⓓ ব্যবসা
*মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৪২ বছর
'তেরে নাম', 'তুমকো না ভুল পায়েঙ্গে' প্রভৃতি সিনেমাতে গান করেছেন
'তেরে নাম', 'তুমকো না ভুল পায়েঙ্গে' প্রভৃতি সিনেমাতে গান করেছেন
3.'My Life My Yoga'-নামে ভিডিও ব্লগিং কনটেস্ট লঞ্চ করলেন কে?
ⓐ নরেন্দ্র মোদী✓
ⓑ অমিত শাহ
ⓒ ড. হর্ষবর্ধন
ⓓ নির্মলা সিথারামন
ⓑ অমিত শাহ
ⓒ ড. হর্ষবর্ধন
ⓓ নির্মলা সিথারামন
*এই প্রতিযোগিতায় বিশ্বব্যাপী মানুষ অংশ গ্রহণ করতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
এটির অন্য নাম হলো - 'জীবন যোগা'
4.FSSAI-এর CEO পদে নিযুক্ত হলেন কে?
ⓐ পি.আর জয়শঙ্কর
ⓑ অরুন সিংঘাল✓
ⓒ টি.এন তিরুমূর্তি
ⓓ অশোক বাঘেল
ⓑ অরুন সিংঘাল✓
ⓒ টি.এন তিরুমূর্তি
ⓓ অশোক বাঘেল
* FSSAI-এর পুরো কথা হল-'Food Safety and Standards Authority of India'
তিনি স্বাস্থ্য ও পরিবার মন্ত্রালয়ের সচিব পদে যুক্ত ছিলেন
তিনি স্বাস্থ্য ও পরিবার মন্ত্রালয়ের সচিব পদে যুক্ত ছিলেন
5.Ministry of Steel-এর সেক্রেটারী পদে কে নিযুক্ত হলেন?
ⓐ স্বপন বর্মন
ⓑ প্রকাশ জাভেদকর
ⓒ প্রদীপ কুমার ত্রিপাঠী✓
ⓓ সঞ্জয় সিং
ⓑ প্রকাশ জাভেদকর
ⓒ প্রদীপ কুমার ত্রিপাঠী✓
ⓓ সঞ্জয় সিং
*তিনি ১৯৮৭ সালের জম্মু-কাশ্মীর IAS ব্যাচের ক্যাডার ছিলেন
6.কোন মিশনের আওতায় গ্রামীন অঞ্চলে ১৩ লক্ষ ট্যাপ কলের ব্যবস্থা করবে আসাম সরকার?
ⓐ জলশক্তি মিশন
ⓑ জল জীবন মিশন✓
ⓒ জল প্রবাহ মিশন
ⓓ পানীয় জল মিশন
ⓑ জল জীবন মিশন✓
ⓒ জল প্রবাহ মিশন
ⓓ পানীয় জল মিশন
*আসামে এই প্রোজেক্টের বাস্তবায়ন করার জন্য ১৪০৭ কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র
7.আন্দামান এবং নিকোবর কমান্ড-এর নতুন কমান্ডার-ইন-চিফ হিসাবে দায়ভার গ্রহণ করলেন কে?
ⓐ D.Manoj Mukund Naravane
ⓑ শঙ্কর রাজেশ্বর
ⓒ মনোজ পান্ডে✓
ⓓ বি.রাজ শুক্লা
ⓑ শঙ্কর রাজেশ্বর
ⓒ মনোজ পান্ডে✓
ⓓ বি.রাজ শুক্লা
*তিনি ১৫তম কমান্ডার-ইন-চিফ হিসাবে দায়িত্ব নিলেন
* ১৪তম কমান্ডার-ইন-চিফ ছিলেন শঙ্কর রাজেশ্বর
* ১৪তম কমান্ডার-ইন-চিফ ছিলেন শঙ্কর রাজেশ্বর
8.‘Global Day Of Parents’ কবে পালন করা হয়?
ⓐ ১লা জুন✓
ⓑ ২৫শে ফেব্রুয়ারী
ⓒ ১লা জুলাই
ⓓ ২রা মার্চ
ⓑ ২৫শে ফেব্রুয়ারী
ⓒ ১লা জুলাই
ⓓ ২রা মার্চ
* এবারের থিম ছিল 'Appreciate all parents throughout the world'
* জাতি সংঘ ২০১৪ সাল থেকে এই দিবস পালনের কথা বলেন
* জাতি সংঘ ২০১৪ সাল থেকে এই দিবস পালনের কথা বলেন
9.বাসযাত্রীদের জন্য কন্টাক্টলেস কার্ড লঞ্চ করতে ‘Chalo’ কোম্পানীর সাথে পার্টনারশীপ গড়লো কোন ব্যাঙ্ক?
ⓐ UCO
ⓑ ICICI
ⓒ Yes Bank✓
ⓓ SBI
ⓑ ICICI
ⓒ Yes Bank✓
ⓓ SBI
10.'World No Tobacco Day Award 2020'জিতলো দিল্লির কোন সংস্থা?
ⓐ YoungOnes
ⓑ Seeds of the Future
ⓒ SEEDS✓
ⓓ iCRY
ⓑ Seeds of the Future
ⓒ SEEDS✓
ⓓ iCRY
*SEEDS-এর পুরো কথা হল- 'Socio-Economic and Educational Development Society'
*এই পুরস্কারটি প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
*এই পুরস্কারটি প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
2nd June 2020
11. তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়?
ⓐ ২রা ফেব্রুয়ারী
ⓑ ২৬শে অক্টোবর
ⓒ ২রা জুন✓
ⓓ ২রা এপ্রিল
ⓑ ২৬শে অক্টোবর
ⓒ ২রা জুন✓
ⓓ ২রা এপ্রিল
*২০১৪ সালের ২রা জুন তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়
* তেলেঙ্গানার রাজধানী শহর হলো হায়দ্রাবাদ
*এখানকার রাজ্য ভাষা হলো তেলেগু
* তেলেঙ্গানার রাজধানী শহর হলো হায়দ্রাবাদ
*এখানকার রাজ্য ভাষা হলো তেলেগু
12.করোনার চিকিৎসার জন্য প্রযুক্তিগত যন্ত্রপাতি বিভিন্ন দেশের যৌথ সহায়তায় তৈরী করতে ‘C-TAP’ প্রোগ্রাম লঞ্চ করলো কোন সংস্থা?
ⓐ WHO✓
ⓑ IMF
ⓒ ADB
ⓓ UNO
ⓑ IMF
ⓒ ADB
ⓓ UNO
*মোট ৩৭টি দেশ এই প্রোগ্রামে অংশ গ্রহণ করছে
* C-TAP-পুরো কথা হল -'COVID-19 Technology Access Pool '
*WHO-এর পুরো নাম হলো 'World Health Organization'
*WHO-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত
*এবং এর বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন-Tedros Adhanom.
* C-TAP-পুরো কথা হল -'COVID-19 Technology Access Pool '
*WHO-এর পুরো নাম হলো 'World Health Organization'
*WHO-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত
*এবং এর বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন-Tedros Adhanom.
13.২০২০ সালে Forbes-এর ‘Top 100 Highest-Paid Athletes in The World’ তালিকায় বিরাট কোহলীর স্থান কত?
ⓐ ৩২ তম
ⓑ ৬৬ তম✓
ⓒ ১০ তম
ⓓ ৩৯ তম
ⓑ ৬৬ তম✓
ⓒ ১০ তম
ⓓ ৩৯ তম
*বিরাট কোহলীর বর্তমান সম্পত্তির পরিমাণ ২৬ মিলিয়ন মার্কিন ডলার
*এই তালিকার শীর্ষে আছে সুইজারল্যান্ডের টেনিস তারকা Roger Federer, যাঁর সম্পত্তির পরিমাণ ১০৬ মিলিয়ন মার্কিন ডলার
*এই তালিকার শীর্ষে আছে সুইজারল্যান্ডের টেনিস তারকা Roger Federer, যাঁর সম্পত্তির পরিমাণ ১০৬ মিলিয়ন মার্কিন ডলার
14.ভারতে প্রথম খেলা সংক্রান্ত অনলাইন কোচিং দেওয়ার জন্য ‘Khelo India e-Pathshala’ লঞ্চ করলেন কে?
ⓐ কিরেন রিজিজু✓
ⓑ রাজনাথ সিং
ⓒ ডা. হর্ষবর্ধন
ⓓ নরেন্দ্র মোদী
ⓑ রাজনাথ সিং
ⓒ ডা. হর্ষবর্ধন
ⓓ নরেন্দ্র মোদী
* তিনি হলেন বর্তমান ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী।
Sports Authority of India (SAI) এবং National Sporting Federations (NSF)-এর যৌথ সহযোগিতায় এটি লঞ্চ করা হয়েছে
Sports Authority of India (SAI) এবং National Sporting Federations (NSF)-এর যৌথ সহযোগিতায় এটি লঞ্চ করা হয়েছে
15.সম্প্রতি প্রয়াত হলেন আমেরিকার অলিম্পিক জয়ী Bobby Joe Morrow, তিনি কিসের সঙ্গে যুক্ত?
ⓐ কুস্তি
ⓑ শটপুট
ⓒ দৌড়✓
ⓓ টেনিস
ⓑ শটপুট
ⓒ দৌড়✓
ⓓ টেনিস
*মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর
১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে তিনি ৩টি সোনার পদক জিতেছিলেন
১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে তিনি ৩টি সোনার পদক জিতেছিলেন
16.সম্প্রতি সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় 'নিসর্গ'-নামটি কোন দেশ প্রস্তাবিত করেছে?
ⓐ থাইল্যান্ড
ⓑ পাকিস্তান
ⓒ বাংলাদেশ✓
ⓓ ভারত
ⓑ পাকিস্তান
ⓒ বাংলাদেশ✓
ⓓ ভারত
এই ঝড়টির উৎপত্তি আরব সাগরে
17.উড়িষ্যায় জল জীবন মিশনের বাস্তবায়ন করতে কত টাকা বরাদ্দ করলো কেন্দ্র?
ⓐ ৫০০ কোটি
ⓑ ৮১২ কোটি✓
ⓒ ১০০ কোটি
ⓓ ১২০০ কোটি
ⓑ ৮১২ কোটি✓
ⓒ ১০০ কোটি
ⓓ ১২০০ কোটি
* উরিষ্যার রাজধানী হলো ভুবনেশ্বর
*উরিষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন নবীন পটনায়েক
*উরিষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন নবীন পটনায়েক
18.International Sex Workers Day’ পালন করা হয় কবে?
ⓐ ২রা জুন✓
ⓑ ২২শে জানুয়ারী
ⓒ ৫ই সেপ্টেম্বর
ⓓ ২৯শে আগষ্ট
ⓑ ২২শে জানুয়ারী
ⓒ ৫ই সেপ্টেম্বর
ⓓ ২৯শে আগষ্ট
* ১৯৭৫ সাল থেকে এটা পালিত হয়ে আসছে
19.Sibi George ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কোন দেশে নিযুক্ত হলেন ?
ⓐ কুয়েত✓
ⓑ ডেনমার্ক
ⓒ সুইডেন
ⓓ আমেরিকা
ⓑ ডেনমার্ক
ⓒ সুইডেন
ⓓ আমেরিকা
*বর্তমানে তিনি সুইজারল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত আছেন
*কুয়েতের রাজধানী হলো - কুয়েত সিটি
এবং কুয়েতের মুদ্রা হল- কুয়েতি দিনার
*কুয়েতের রাজধানী হলো - কুয়েত সিটি
এবং কুয়েতের মুদ্রা হল- কুয়েতি দিনার
20.BFI-এর দ্বারা কোন পুরস্কারের জন্য বক্সার Amit Panghal এবং Vikas Krishan-কে মনোনীত করা হলো?
ⓐ দ্রনাচার্য্য পুরস্কার
ⓑ অর্জুন পুরস্কার
ⓒ রাজীবগান্ধী খেলরত্ন পুরস্কার✓
ⓓ পরমবীর চক্র পুরস্কার
ⓑ অর্জুন পুরস্কার
ⓒ রাজীবগান্ধী খেলরত্ন পুরস্কার✓
ⓓ পরমবীর চক্র পুরস্কার
* BFI-এর পুরো কথা Boxing Federation of India
3rd june 2020 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
21.‘World Bicycle Day’ পালন করা হয় কবে?
ⓐ ৩রা জুন✓
ⓑ ৪ঠা জুন
ⓒ ১৫ই ফেব্রুয়ারী
ⓓ ১২ই ডিসেম্বর
ⓑ ৪ঠা জুন
ⓒ ১৫ই ফেব্রুয়ারী
ⓓ ১২ই ডিসেম্বর
*২০১৮ সালের ৩রা জুন United Nations General Assembly প্রথম এই দিনটি পালনের কথা ঘোষণা করেন
22.ক্ষুদ্র ও মাঝারী শিল্পের সুবিধার্থে কোন টেকনোলজি প্লাটফর্ম লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ⓐ CHAMPION✓
ⓑ SUCCESS
ⓒ WINNER
ⓓ ENTERPRISE
ⓑ SUCCESS
ⓒ WINNER
ⓓ ENTERPRISE
*CHAMPION-এর পুরো কথা হল-Creation and Harmonious Application of Modern Processes for Increasing the Output and National Strength
23.Department of Chemicals and Petrochemicals-এর সেক্রেটারী হিসাবে দায়ভার গ্রহণ করলেন কে?
ⓐ Ajay Pande
ⓑ RK Chaturvedi✓
ⓒ SP Abishek Kumar
ⓓ Raj kumar Singh
ⓑ RK Chaturvedi✓
ⓒ SP Abishek Kumar
ⓓ Raj kumar Singh
*এর আগে ২০২০ সালের ৩১শে মে পর্যন্ত এই পদে ছিলেন P.Raghavendra Rao
* Department of Chemicals and Petrochemicals-এর প্রতিষ্ঠা হয় ১৯৯১ সালে
* Department of Chemicals and Petrochemicals-এর প্রতিষ্ঠা হয় ১৯৯১ সালে
24.প্রথমবার কোন গ্রহের কক্ষপথে ‘2019 LD2’-নামে সক্রিয় গ্রহানুর সন্ধান পেল জ্যোতির্বিজ্ঞানীরা?
ⓐ মঙ্গল
ⓑ ইউরেনাস
ⓒ বৃহস্পতি✓
ⓓ নেপচুন
ⓑ ইউরেনাস
ⓒ বৃহস্পতি✓
ⓓ নেপচুন
✪ সবচেয়ে বড়ো গ্রহ। মাধ্যাকর্ষণ সবথেকে বেশি।
✪ সূর্য থেকে দূরত্ব ৭৭.৮ কোটি কিমি।
✪ তাপমাত্রা :-১৫০° সে.।
✪ আবর্তন : ৯ ঘ. ৫০ মি.।
✪ পরিক্রমণ : ১২ বছর।
✪ সূর্য থেকে দূরত্ব ৭৭.৮ কোটি কিমি।
✪ তাপমাত্রা :-১৫০° সে.।
✪ আবর্তন : ৯ ঘ. ৫০ মি.।
✪ পরিক্রমণ : ১২ বছর।
✪ উপগ্রহ : ৬৭টি, উল্লেখযোগ্য গ্যানিমিড, ইউরোপা
25.মেঘালয়ে জল জীবন মিশনের বাস্তবায়ন করতে কত টাকা বরাদ্দ করলো কেন্দ্র?
ⓐ ১৭৫ কোট✓
ⓑ ১৬০কোটি
ⓒ ১৭০ কোটি
ⓓ ৩৫০ কোটি
ⓑ ১৬০কোটি
ⓒ ১৭০ কোটি
ⓓ ৩৫০ কোটি
✪ এই মিশনের আওতায় বিভিন্ন রাজ্যের গ্রামীন অঞ্চলে ট্যাপ কলের ব্যবস্থা করা হবে
26.মাটিতে বসবাসকারী পৃথিবীর সবথেকে প্রাচীনতম প্রাণীর জীবাশ্ম পাওয়া গেলো কোথায়?
ⓐ বেলজিয়ামে
ⓑ নরওয়েতে
ⓒ স্কটল্যান্ডে✓
ⓓ আইসল্যান্ডে
ⓑ নরওয়েতে
ⓒ স্কটল্যান্ডে✓
ⓓ আইসল্যান্ডে
✪ প্রাণীটি 'Millipede' প্রজাতির
✪ এবং এটি ৪২৫ মিলিয়ন বছরের পুরানো
✪ এবং এটি ৪২৫ মিলিয়ন বছরের পুরানো
27.Exim Bank-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ Anandi Mishra
ⓑ Harsha Bangari✓
ⓒ Sudarshan Kumari
ⓓ Nalin Sharma
ⓑ Harsha Bangari✓
ⓒ Sudarshan Kumari
ⓓ Nalin Sharma
✪ Exim Bank-এর সদরদপ্তর মুম্বাইয়ে অবস্থিত
✪ এর বর্তমান CEO হলেন-David Rasquinha
✪ ১৯৮২ সালের ১লা জানুয়ারী এই ব্যাঙ্কের প্রতিষ্ঠা হয়েছিল
✪ এর বর্তমান CEO হলেন-David Rasquinha
✪ ১৯৮২ সালের ১লা জানুয়ারী এই ব্যাঙ্কের প্রতিষ্ঠা হয়েছিল
28.সম্প্রতি ‘One Nation-One Ration Card’ স্কিমে যুক্ত হলো কোন তিনটি রাজ্য?
ⓐ মেঘালয়-মনিপুর-মিজোরাম
ⓑ পাঞ্জাব-হরিয়ানা-উত্তরপ্রদেশ
ⓒ উড়িষ্যা-সিকিম-মিজোরাম✓
ⓓ পশ্চিমবঙ্গ-বিহার-ঝাড়খন্ড
ⓑ পাঞ্জাব-হরিয়ানা-উত্তরপ্রদেশ
ⓒ উড়িষ্যা-সিকিম-মিজোরাম✓
ⓓ পশ্চিমবঙ্গ-বিহার-ঝাড়খন্ড
✪ এই স্কিমের আওতায় গ্রাহকরা একটি কার্ডের মাধ্যমে দেশের যেকোনো রেশন দোকান থেকে মালপত্র কিনতে পারবে।
29.‘World’s Best Startup Ecosystems’ তালিকায় ভারতের স্থান কত?
ⓐ ১৭তম
ⓑ ২৩তম✓
ⓒ ১৫তম
ⓓ ১২তম
ⓑ ২৩তম✓
ⓒ ১৫তম
ⓓ ১২তম
✪ এই তালিকার শীর্ষে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, যার স্কোর ১২৩.১৬৭
✪ ২০১৯ সালে ভারতের স্থান ছিল ১৭তম
✪ ২০১৯ সালে ভারতের স্থান ছিল ১৭তম
30.‘The Commonwealth Short Story Prize 2020’ জিতলো কোন ভারতীয়?
ⓐ চেতন ভগৎ
ⓑ শিবরাম জোশী
ⓒ কৃতিকা পান্ডে✓
ⓓ অমর্ত্য সেন
ⓑ শিবরাম জোশী
ⓒ কৃতিকা পান্ডে✓
ⓓ অমর্ত্য সেন
✪ 'The Great Indian Tee and Snakes'-শিরোনামে শর্ট স্টোরির জন্যই এই পুরস্কার তিনি জিতলেন
4th June 2020
31.ফিনল্যান্ড-এ ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রাবিশ কুমার✓
ⓑ সুনীল সিংঘাল
ⓒ শ্রীমতী পদ্মজা
ⓓ সিবি জর্জ
ⓑ সুনীল সিংঘাল
ⓒ শ্রীমতী পদ্মজা
ⓓ সিবি জর্জ
◑ এর আগে ফিনল্যান্ড-এ ভারতের রাষ্ট্রদূত ছিলেন বাণী রাও
32.‘Ultra Swachh’-নামে জীবানুনাশক ইউনিট তৈরী করলো কোন সংস্থা?
ⓐ ইন্ডিয়ান আর্মি
ⓑ ভারতীয় বায়ুসেনা
ⓒ DRDO✓
ⓓ ইন্ডিয়ান নেভি
ⓑ ভারতীয় বায়ুসেনা
ⓒ DRDO✓
ⓓ ইন্ডিয়ান নেভি
◑ DRDO-এর পুরো কথা হল-Defence Research and Development Organisation
◑ এটি স্থাপিত হয়েছিল- ১৯৫৮ সালে
◑ এর সদর দপ্তর অবস্থিত- নিউ দিল্লিতে
◑ এটি স্থাপিত হয়েছিল- ১৯৫৮ সালে
◑ এর সদর দপ্তর অবস্থিত- নিউ দিল্লিতে
33.সম্প্রতি পথ দুর্ঘটনায় প্রয়াত জয়ন্তীলাল নানোমা কোন খেলার কোচ ছিলেন?
ⓐ জ্যাভেলিন
ⓑ টেবিল টেনিস
ⓒ তীরন্দাজী✓
ⓓ ডিসকাস থ্রো
ⓑ টেবিল টেনিস
ⓒ তীরন্দাজী✓
ⓓ ডিসকাস থ্রো
◑ মৃত্যুকালীন তাঁর বয়স ছিল-৩৪ বছর
◑ ২০১০ সালে তিনি Asian Cup এবং Asian Grand Prix মেডেল জিতেছেন
◑ তিনি Maharana Pratap State Sports Award পেয়েছিলেন
◑ ২০১০ সালে তিনি Asian Cup এবং Asian Grand Prix মেডেল জিতেছেন
◑ তিনি Maharana Pratap State Sports Award পেয়েছিলেন
34.যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাই-কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রুচি ঘনশ্যাম
ⓑ গায়িত্রী কুমার✓
ⓒ রঞ্জন গগৈ
ⓓ সঞ্জীব কুমার
ⓑ গায়িত্রী কুমার✓
ⓒ রঞ্জন গগৈ
ⓓ সঞ্জীব কুমার
◑ এর আগে যুক্তরাজ্যের হাই-কমিশনার ছিলেন-রুচি ঘনশ্যাম
35.ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ‘ড্রাগন’ স্পেসক্র্যাফট প্রেরণ করলো কোন সংস্থা?
ⓐ NASA
ⓑ SpaceX✓
ⓒ ISRO
ⓓ ESA
ⓑ SpaceX✓
ⓒ ISRO
ⓓ ESA
◑ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি লঞ্চ করা হয়েছে
36.মনোজ তিওয়ারিকে সরিয়ে দিল্লি বিজেপি প্রধান হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ অরবিন্দ সিং
ⓑ আদেশ কুমার গুপ্ত✓
ⓒ সঞ্জীব রঞ্জন
ⓓ এদের কেউ নন
ⓑ আদেশ কুমার গুপ্ত✓
ⓒ সঞ্জীব রঞ্জন
ⓓ এদের কেউ নন
◑ ২০১৬ সাল থেকে দিল্লি বিজেপি প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন মনোজ তিওয়ারি
37.ছোটো ব্যবসা ও কুটির শিল্পের সুবিধার্থে কোন স্কিম লঞ্চ করলো কেন্দ্র?
ⓐ Mudra Shishu স্কিম✓
ⓑ Arogya Lakshmi স্কিম
ⓒ Kishor Shishu স্কিম
ⓓ Vayu স্কিম
ⓑ Arogya Lakshmi স্কিম
ⓒ Kishor Shishu স্কিম
ⓓ Vayu স্কিম
◑ এই স্কিমের আওতায় উপভোক্তারা ২% সুদে ৫০হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবে
38.পাপুয়া নিউ গিনিতে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সঞ্জীব রঞ্জন
ⓑ সুশীল সিংঘাল✓
ⓒ সুনীল সিংঘাল
ⓓ মহম্মদ আজম
ⓑ সুশীল সিংঘাল✓
ⓒ সুনীল সিংঘাল
ⓓ মহম্মদ আজম
◑ এর আগে পাপুয়া নিউ গিনিতে ভারতের হাই-কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন বিজয় কুমার
◑ পাপুয়া নিউ গিনির রাজধানী হল-Port Moresby
◑ এখানকার মুদ্রার নাম-kina
◑ পাপুয়া নিউ গিনির রাজধানী হল-Port Moresby
◑ এখানকার মুদ্রার নাম-kina
39.দীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে BAFTA-র চেয়ার পারসন হিসাবে নিযুক্ত হচ্ছেন কে?
ⓐ সমরেশ মজুমদার
ⓑ কৃষ্ণেন্দু মজুমদার✓
ⓒ কবির সুমন
ⓓ গীতা সেন
ⓑ কৃষ্ণেন্দু মজুমদার✓
ⓒ কবির সুমন
ⓓ গীতা সেন
◑ BAFTA-র পুরো কথা হল-British Academy of Film and Television Arts
40.Twitter কোম্পানির নতুন বোর্ড চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ Patrick Pichette✓
ⓑ Sundar Pichai
ⓒ Jack Dorsey
ⓓ Evan Spiegel
ⓑ Sundar Pichai
ⓒ Jack Dorsey
ⓓ Evan Spiegel
◑ ইনি হলেন গুগলের প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার
◑ Twitter-এর CEO হলেন- Jack Dorsey
◑ এবং এর সদর দপ্তর-সান ফ্রান্সিসকোতে অবস্থিত
◑ Twitter-এর CEO হলেন- Jack Dorsey
◑ এবং এর সদর দপ্তর-সান ফ্রান্সিসকোতে অবস্থিত
5th June 2020
41.‘বিশ্ব পরিবেশ দিবস’কবে পালন করা হয়?
ⓐ ১৭ই জুন
ⓑ ৫ই জুন✓
ⓒ ৫ই জুলাই
ⓓ ১৫ই সেপ্টেম্বর
ⓑ ৫ই জুন✓
ⓒ ৫ই জুলাই
ⓓ ১৫ই সেপ্টেম্বর
➤ ২০২০ সালের থিম হলো-'Biodiversity' এবং শ্লোগান হলো - 'Time for Nature'
➤ জাতিসংঘ ১৯৭৪ সালের ৫ই জুন প্রথম এটা পালনের কথা বলে
➤ এবারের হোস্ট করছে - কলম্বিয়া
➤ কলম্বিয়ার রাজধানী হল-Bogota
➤ এখানকার মুদ্রার নাম-কলম্বিয়ান পেসো
➤ জাতিসংঘ ১৯৭৪ সালের ৫ই জুন প্রথম এটা পালনের কথা বলে
➤ এবারের হোস্ট করছে - কলম্বিয়া
➤ কলম্বিয়ার রাজধানী হল-Bogota
➤ এখানকার মুদ্রার নাম-কলম্বিয়ান পেসো
42.‘National Fertilizers Limited’-এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
ⓐ বীরেন্দ্রনাথ দত্ত✓
ⓑ অশ্বিনী কুমার
ⓒ রাজনাথ সিং
ⓓ সৌরজ্যোতি ঘোষ
ⓑ অশ্বিনী কুমার
ⓒ রাজনাথ সিং
ⓓ সৌরজ্যোতি ঘোষ
➤ এর আগে এই পদে ছিলেন মনোজ মিশ্র
➤ National Fertilizers Limited-এর প্রধান কার্যালয় উত্তরপ্রদেশের নয়ডা-তে অবস্থিত
➤ ১৯৭৯ সালের ১লা সেপ্টেম্বর এটির প্রতিষ্ঠা হয়
➤ National Fertilizers Limited-এর প্রধান কার্যালয় উত্তরপ্রদেশের নয়ডা-তে অবস্থিত
➤ ১৯৭৯ সালের ১লা সেপ্টেম্বর এটির প্রতিষ্ঠা হয়
43.Confederation of Indian Industry (CII)-র প্রেসিডেন্ট হিসাবে দায়ভার নিলেন কে?
ⓐ অশোক মাহিন্দ্রা
ⓑ উদয় কোটাক✓
ⓒ নাগার্জুন কোটাক
ⓓ উদয় মাহিন্দ্রা
ⓑ উদয় কোটাক✓
ⓒ নাগার্জুন কোটাক
ⓓ উদয় মাহিন্দ্রা
➤এর আগে এই পদে ছিলেন Kirloskar Systems-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর বিক্রম কির্লোস্কার
44.‘One Year of Modi 2.0’-শিরোনামে ই-বুকলেট রিলিজ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রালয়?
ⓐ তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়✓
ⓑ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রালয়
ⓒ পরিবার ও স্বাস্থ্য মন্ত্রালয়
ⓓ অর্থ মন্ত্রালয়
ⓑ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রালয়
ⓒ পরিবার ও স্বাস্থ্য মন্ত্রালয়
ⓓ অর্থ মন্ত্রালয়
➤ এই বুকলেটে মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে অর্জিত সাফল্য বর্ণিত রয়েছে
45.সম্প্রতি প্রয়াত বাসু চ্যাটার্জি কোন বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ চলচ্চিত্র নির্মান✓
ⓑ খেলাধুলা
ⓒ সংগীত
ⓓ ফটোগ্রাফার
ⓑ খেলাধুলা
ⓒ সংগীত
ⓓ ফটোগ্রাফার
➤ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর
➤ তিনি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন
➤ তাঁর তৈরী উল্লেখযোগ্য সিনেমা হল- 'ছোটি সি বাত', 'রজনীগন্ধা'
➤ এছাড়াও তিনি 'ব্যোমকেশ বক্সী' ও 'রজনী'-নামক টিভি সিরিয়ালের নির্দেশনা করেছেন
➤ তিনি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন
➤ তাঁর তৈরী উল্লেখযোগ্য সিনেমা হল- 'ছোটি সি বাত', 'রজনীগন্ধা'
➤ এছাড়াও তিনি 'ব্যোমকেশ বক্সী' ও 'রজনী'-নামক টিভি সিরিয়ালের নির্দেশনা করেছেন
46.‘Saregama’ মিউজিক লেবেল কোম্পানীর সাথে লাইসেন্স চুক্তি করলো কোন কোম্পানী?
ⓐ ফেসবুক✓
ⓑ ইউটিউব
ⓒ টিকটক
ⓓ স্ন্যাপচ্যাট
ⓑ ইউটিউব
ⓒ টিকটক
ⓓ স্ন্যাপচ্যাট
➤ ফেসবুকের CEO হলেন মার্ক জুকারবার্গ
➤ ফেসবুকের সদরদপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়াতে
➤ এর আগেও এই কোম্পানী T-Series, Zee Music Company, and Yash Raj Films-সাথে চুক্তি করেছে
➤ ফেসবুকের সদরদপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়াতে
➤ এর আগেও এই কোম্পানী T-Series, Zee Music Company, and Yash Raj Films-সাথে চুক্তি করেছে
47.‘Kondapochamma Sagar project’ লঞ্চ করলেন কোন রাজ্য সরকার?
ⓐ আসাম
ⓑ মনিপুর
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ তেলেঙ্গানা ✓
ⓑ মনিপুর
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ তেলেঙ্গানা ✓
➤ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হলেন-K Chandrashekhar Rao
➤ তেলেঙ্গানার রাজধানী হল-হায়দ্রাবাদ
➤ তেলেঙ্গানার রাজধানী হল-হায়দ্রাবাদ
48.IIFL Finance-এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?
ⓐ বিরাট কোহলী
ⓑ রোহিত শর্মা✓
ⓒ সৌরভ গাঙ্গুলী
ⓓ যুবরাজ সিং
ⓑ রোহিত শর্মা✓
ⓒ সৌরভ গাঙ্গুলী
ⓓ যুবরাজ সিং
➤ India Infoline ফাইন্যান্স কোম্পানিটি ১৯৯৫ সালের ১৭ই অক্টোবর প্রতিষ্ঠিত হয়
➤ এবং এটির প্রতিষ্ঠাতা হলেন - Nirmal Jain, Rajamani Venkataraman
➤ এবং এটির প্রতিষ্ঠাতা হলেন - Nirmal Jain, Rajamani Venkataraman
49.‘EY World Entrepreneur fo the year 2020’ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে?
ⓐ কিরণ মজুমদার সাউ✓
ⓑ কিরণ বেদি
ⓒ গীতা সেনগুপ্ত
ⓓ কৃষ্ণেন্দু মজুমদার
ⓑ কিরণ বেদি
ⓒ গীতা সেনগুপ্ত
ⓓ কৃষ্ণেন্দু মজুমদার
➤ ১৯৭৮ সালে তিনি Biocon কোম্পানীর প্রতিষ্ঠা করেন
➤ এর হেড কোয়াটার বেঙ্গালুরুতে অবস্থিত
➤ এই কোম্পানীর বর্তমান CEO পদে আছেন Arun Suresh Chandavarkar
➤ এর হেড কোয়াটার বেঙ্গালুরুতে অবস্থিত
➤ এই কোম্পানীর বর্তমান CEO পদে আছেন Arun Suresh Chandavarkar
50.Adidas India-র ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রিতা ফারিয়া
ⓑ মানুষী চিল্লার✓
ⓒ প্রিয়াঙ্কা চোপড়া
ⓓ সুস্মিতা সেন
ⓑ মানুষী চিল্লার✓
ⓒ প্রিয়াঙ্কা চোপড়া
ⓓ সুস্মিতা সেন
➤ তিনি ‘Miss World 2017’ খেতাব জয় করে ছিলেন
➤ Adidas-এর প্রতিষ্ঠাতা হলেন Adolf Dassler, যিনি ১৯৪৯ সালের ১৮ই আগস্ট এটির প্রতিষ্ঠা করেন
➤ এর বর্তমান CEO হলেন Kasper Rørsted
➤ Adidas-এর প্রতিষ্ঠাতা হলেন Adolf Dassler, যিনি ১৯৪৯ সালের ১৮ই আগস্ট এটির প্রতিষ্ঠা করেন
➤ এর বর্তমান CEO হলেন Kasper Rørsted
Affairs 6th June 2020
6th June 2020
51.ভারতের কোন রাজ্য গরীবদের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা করলো?
ⓐ আসাম
ⓑ উড়িষ্যা
ⓒ কেরালা✓
ⓓ তামিলনাড়ু
ⓑ উড়িষ্যা
ⓒ কেরালা✓
ⓓ তামিলনাড়ু
∎ Kerala Fibre Optic Network (K-FON) project-এর মাধ্যমে এটি বাস্তবায়িত হবে ডিসেম্বর মাস থেকে
∎ এই প্রোজেক্টের জন্য বরাদ্দ ১৫০০ কোটি টাকা
∎ কেরালা রাজধানী- তিরুবনন্তপুরম
∎ কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী-Pinarayi Vijayan
∎ এবং বর্তমান রাজ্যপাল হলেন-Arif Mohammad Khan.
∎ এই প্রোজেক্টের জন্য বরাদ্দ ১৫০০ কোটি টাকা
∎ কেরালা রাজধানী- তিরুবনন্তপুরম
∎ কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী-Pinarayi Vijayan
∎ এবং বর্তমান রাজ্যপাল হলেন-Arif Mohammad Khan.
52.পুলিশকর্মীদের মানসিক অবসাদ ইত্যাদী নির্ণয় করার জন্য ‘স্পন্দন’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
ⓐ ছত্তিশগড়✓
ⓑ কর্নাটক
ⓒ বিহার
ⓓ দিল্লি
ⓑ কর্নাটক
ⓒ বিহার
ⓓ দিল্লি
∎ ছত্তিশগড়ের রাজধানী- বিলাসপুর, রায়পুর
∎ ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী- ভুপেশ বাঘেল
∎ এবং বর্তমান রাজ্যপাল- Anusuiya Uikey.
∎ ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী- ভুপেশ বাঘেল
∎ এবং বর্তমান রাজ্যপাল- Anusuiya Uikey.
53.ব্রজেন্দ্র নাভণিত কোন সংস্থায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ WHO
ⓑ IMF
ⓒ WTO✓
ⓓ UNO
ⓑ IMF
ⓒ WTO✓
ⓓ UNO
∎ এর আগে এই পদে ছিলেন-JS Deepak
∎ WTO-এর পুরো কথা হল-World Trade Organization
∎ WTO-এর সদরদপ্তর অবস্থিত-সুইজারল্যান্ডের জেনেভায়
∎ WTO-এর পুরো কথা হল-World Trade Organization
∎ WTO-এর সদরদপ্তর অবস্থিত-সুইজারল্যান্ডের জেনেভায়
∎ WTO প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালের ১লা জানুয়ারী
54.‘মেরা বেতন’-নামে স্যালারি ট্র্যাকার মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্যের রাজ্যপাল?
ⓐ জম্মু-কাশ্মীর✓
ⓑ লাদাখ
ⓒ রাজস্থান
ⓓ ঝাড়খন্ড
ⓑ লাদাখ
ⓒ রাজস্থান
ⓓ ঝাড়খন্ড
∎ জম্মু-কাশ্মীরের বর্তমান গভর্নর হলেন- গিরিশ চন্দ্র মুর্মু
55.World Bank-এ এক্সিকিউটিভ ডিরেক্টরের সিনিয়র উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রাজীব কুমার
ⓑ রাজীব তপনো✓
ⓒ সুশীল আচার্য্য
ⓓ সঞ্জীব রঞ্জন
ⓑ রাজীব তপনো✓
ⓒ সুশীল আচার্য্য
ⓓ সঞ্জীব রঞ্জন
∎ বিশ্ব ব্যাঙ্কের হেডকোয়াটার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত
∎ বিশ্ব ব্যাঙ্কের বর্তমান প্রেসিডেন্ট-David Malpass
56.সম্প্রতি প্রয়াত Anwar Sagar কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
ⓐ অভিনয়
ⓑ কুস্তি
ⓒ গীতিকার✓
ⓓ সাংবাদিক
ⓑ কুস্তি
ⓒ গীতিকার✓
ⓓ সাংবাদিক
∎ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭০ বছর
∎ তাঁর হিট গান হল- "বাদা রাহা সনম"
∎ তাঁর হিট গান হল- "বাদা রাহা সনম"
57.‘Global Vaccine Summit 2020’ ভার্চুয়ালি হোস্ট করলো কোন দেশ?
ⓐ যুক্তরাজ্য✓
ⓑ যুক্তরাষ্ট্র
ⓒ চীন
ⓓ জাপান
ⓑ যুক্তরাষ্ট্র
ⓒ চীন
ⓓ জাপান
∎ যুক্তরাজ্যের বর্তমানপ্রধানমন্ত্রী বরিস জনসন এটি হোস্ট করলেন
∎ যুক্তরাজ্যের রাজধানী- লন্ডন
∎ এখানকার মুদ্রার নাম-Pound sterling
∎ এখানকার মুদ্রার নাম-Pound sterling
58.‘The Dry Fasting Miracle: From Deprive to Thrive’-শিরোনামে বই প্রকাশ করছেন কে?
ⓐ আর.কে নারায়ন
ⓑ Luke Coutinho✓
ⓒ রাসকিন বন্ড
ⓓ চেতন ভগৎ
ⓑ Luke Coutinho✓
ⓒ রাসকিন বন্ড
ⓓ চেতন ভগৎ
59.লেটেস্ট THE Asia University Ranking-এ ভারতের IISC Bangalore-এর স্থান কত?
ⓐ ৩৬✓
ⓑ ৩৫
ⓒ ৫৬
ⓓ ৯৩
ⓑ ৩৫
ⓒ ৫৬
ⓓ ৯৩
∎ এই তালিকার শীর্ষে রয়েছে চীনের Tsinghua University
60.‘Forbes 100 World’s Highest-Paid Celebrities 2020’ তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসাবে ফিচার্ড হলেন কে?
ⓐ আমির খান
ⓑ অমিতাভ বচ্চন
ⓒ অক্ষয় কুমার√
ⓓ হৃত্বিক রোশন
ⓑ অমিতাভ বচ্চন
ⓒ অক্ষয় কুমার√
ⓓ হৃত্বিক রোশন
∎ এই তালিকায় তাঁর স্থান ৫২তম এবং সম্পত্তির পরিমাণ ৪৮.৫ মিলিয়ন ডলার
∎ এই তালিকায় প্রথমস্থানে আছে আমেরিকান মডেল Kylie Jenner(২২ বছর), যাঁর সম্পত্তির পরিমাণ ৫৯০ মিলিয়ন ডলার
∎ এই তালিকায় প্রথমস্থানে আছে আমেরিকান মডেল Kylie Jenner(২২ বছর), যাঁর সম্পত্তির পরিমাণ ৫৯০ মিলিয়ন ডলার
7th June 2020
61.Women’s Asian Cup’ হোস্ট করবে কোন দেশ?
ⓐ পাকিস্তান
ⓑ ভারত✓
ⓒ বাংলাদেশ
ⓓ নেপাল
ⓑ ভারত✓
ⓒ বাংলাদেশ
ⓓ নেপাল
62.Delhi Land & Finance Limited (DLF)-এর চেয়ারম্যান পদ থেকে অবসর নিলেন কে?
ⓐ রঞ্জিত সিং
ⓑ কুশল সিং✓
ⓒ কুশলী পাল
ⓓ সমীর রায়
ⓑ কুশল সিং✓
ⓒ কুশলী পাল
ⓓ সমীর রায়
∎ এনার পর এই পদে নিযুক্ত হলেন রাজীব সিং
63.সম্প্রতি করোনায় প্রয়াত অনিল সুরি কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
ⓐ ফিল্ম প্রোডিউসার✓
ⓑ হকি প্লেয়ার
ⓒ দাবা
ⓓ সাংবাদিকতা
ⓑ হকি প্লেয়ার
ⓒ দাবা
ⓓ সাংবাদিকতা
∎ মৃত্যুকালীন তাঁর বয়স হয়ে ছিল ৭৭ বছর
∎ তাঁর পরিচালিত একটি সিনেমা হলো -'Begunaah'
∎ তাঁর পরিচালিত একটি সিনেমা হলো -'Begunaah'
64.‘Summer Treats’-নামে ক্যাম্পেইন লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
ⓐ ICICI
ⓑ HDFC✓
ⓒ SBI
ⓓ Kotak Mahindra Bank
ⓑ HDFC✓
ⓒ SBI
ⓓ Kotak Mahindra Bank
∎ HDFC-এর হেড কোয়াটার- মুম্বাইতে
∎ HDFC-এর MD এবং CEO হলেন- আদিত্য পুরী
∎ এই ব্যাঙ্কটি প্রতিষ্ঠিত হয়- ১৯৯৪ সালের আগস্ট মাসে
∎ HDFC-এর MD এবং CEO হলেন- আদিত্য পুরী
∎ এই ব্যাঙ্কটি প্রতিষ্ঠিত হয়- ১৯৯৪ সালের আগস্ট মাসে
66.রোমানিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ ধর্মেন্দ্র শ্রীবাস্তব
ⓑ সঞ্জীব রঞ্জন
ⓒ গায়িত্রী কুমার
ⓓ রাহুল শ্রীবাস্তব ✓
ⓑ সঞ্জীব রঞ্জন
ⓒ গায়িত্রী কুমার
ⓓ রাহুল শ্রীবাস্তব ✓
∎ রোমানিয়ার রাজধানী-বুখারেস্ট
∎ এবং মুদ্রার নাম-Romanian leu
∎ এবং মুদ্রার নাম-Romanian leu
67.UNADAP-র দ্বারা ‘Goodwill Ambassador for the Poor’ হিসাবে নিযুক্ত হওয়া ১৩ বছর বয়সী M. Nethra কোন রাজ্যের বাসিন্দা?
ⓐ অন্ধ্রপ্রদেশ
ⓑ তামিলনাড়ু✓
ⓒ বিহার
ⓓ কেরালা
ⓑ তামিলনাড়ু✓
ⓒ বিহার
ⓓ কেরালা
∎ তারা তামিলানাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা
∎ সে এবং তার বাবা(সেলুন কর্মী) লকডাউন চলাকালীন প্রচুর গরীব মানুষদের খাবার প্রদান করেছে
∎ তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই
∎ বর্তমান মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami
∎ বর্তমান রাজ্যপাল- Banwarilal Purohit
∎ সে এবং তার বাবা(সেলুন কর্মী) লকডাউন চলাকালীন প্রচুর গরীব মানুষদের খাবার প্রদান করেছে
∎ তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই
∎ বর্তমান মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami
∎ বর্তমান রাজ্যপাল- Banwarilal Purohit
68.আগামী ৫ বছরে ২০০টি আরবান ফরেস্ট তৈরী করতে কোন স্কিম লঞ্চ করলো কেন্দ্র?
ⓐ নগর জঙ্গল
ⓑ নগর বন✓
ⓒ আরবান ফরেস্ট
ⓓ টাউন ফরেস্ট
ⓑ নগর বন✓
ⓒ আরবান ফরেস্ট
ⓓ টাউন ফরেস্ট
69.‘YSR Vahana Mitra scheme’-এর আওতায় ২.৬২ লক্ষ অটো ও ক্যাব চালকদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দিল কোন রাজ্য সরকার?
ⓐ অন্ধ্রপ্রদেশ✓
ⓑ দিল্লি
ⓒ কেরালা
ⓓ তেলেঙ্গানা
ⓑ দিল্লি
ⓒ কেরালা
ⓓ তেলেঙ্গানা
∎ মোট ২৬২.৪৯ কোটি টাকা খরচ হয়েছে এই আর্থিক সহায়তায়
∎ অন্ধ্রপ্রদেশের রাজধানী- অমরাবতী
∎ বর্তমান মুখ্যমন্ত্রী- Y. S. Jaganmohan Reddy
∎ বর্তমান গভর্নর- Biswabhusan Harichandan
∎ অন্ধ্রপ্রদেশের রাজধানী- অমরাবতী
∎ বর্তমান মুখ্যমন্ত্রী- Y. S. Jaganmohan Reddy
∎ বর্তমান গভর্নর- Biswabhusan Harichandan
70.NTCA Data অনুযায়ী ২০১২ থেকে ২০১৯ পর্যন্ত ভারতে বাঘ মৃত্যুর তালিকার শীর্ষে আছে কোন রাজ্য?
ⓐ কর্নাটক
ⓑ আসাম
ⓒ মধ্য প্রদেশ✓
ⓓ গুজরাট
ⓑ আসাম
ⓒ মধ্য প্রদেশ✓
ⓓ গুজরাট
∎ ২০১২ থেকে ২০১৯ পর্যন্ত ভারতে বাঘ মৃত্যুর সংখ্যা ৭৫০টি
8th June 2020
71.' Oceans Day’ পালন করা জুন মাসের কত তারিখে?
ⓐ ১লা জুন
ⓑ ১৬ই জুন
ⓒ ৮ই জুন✓
ⓓ ৭ই জুন
ⓐ ১লা জুন
ⓑ ১৬ই জুন
ⓒ ৮ই জুন✓
ⓓ ৭ই জুন
⚫ ২০২০ সালের থিম ছিল "Innovation for a Sustainable Ocean"
⚫ ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে এই দিনটি পালনের প্রস্তাব করা হয়
⚫ ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে এই দিনটি পালনের প্রস্তাব করা হয়
72 .‘World Food Safety Day’ পালন করা হয় কোন তারিখে?
ⓐ ৬ই জুন
ⓑ ১৫ই মার্চ
ⓒ ৭ই জুন✓
ⓓ ৩রা এপ্রিল
ⓑ ১৫ই মার্চ
ⓒ ৭ই জুন✓
ⓓ ৩রা এপ্রিল
⚫ ২০২০ সালের থিম ছিল 'Food Safety, Everyone’s Business'
⚫ ২০১৯ সালে প্রথম এই দিনটি পালনের কথা বলে জাতি সংঘ
⚫ ২০১৯ সালে প্রথম এই দিনটি পালনের কথা বলে জাতি সংঘ
73.Asia-Pacific Green Airports Recognition 2020 তালিকায় নাম উঠলো ভারতের কোন এয়ারপোর্টের?
ⓐ মুম্বাই এয়ারপোর্ট
ⓑ হায়দ্রাবাদ এয়ারপোর্ট✓
ⓒ কলকাতা এয়ারপোর্ট
ⓓ চেন্নাই এয়ারপোর্ট
ⓑ হায়দ্রাবাদ এয়ারপোর্ট✓
ⓒ কলকাতা এয়ারপোর্ট
ⓓ চেন্নাই এয়ারপোর্ট
⚫ প্ল্যাটিনাম তালিকায় স্বীকৃতি পেয়েছে এই বিমানবন্দর
⚫ এই তালিকা তৈরী করে Airports Council International (ACI)
⚫ এই তালিকা তৈরী করে Airports Council International (ACI)
74. সম্প্রতি প্রয়াত প্রোডিউসার এবং গীতিকার Rupert Hine কোন দেশের বাসিন্দা?
ⓐ যুক্তরাজ্য
ⓑ যুক্তরাষ্ট্র✓
ⓒ ফ্রান্স
ⓓ ইতালী
ⓑ যুক্তরাষ্ট্র✓
ⓒ ফ্রান্স
ⓓ ইতালী
⚫ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭২ বছর
⚫ Quantum Jump এবং Spin 1ne 2wo-নামে ব্যান্ডের সাথেও তিনি কাজ করেছেন
⚫ Quantum Jump এবং Spin 1ne 2wo-নামে ব্যান্ডের সাথেও তিনি কাজ করেছেন
75.ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে Monika Mohta কোন দেশে নিযুক্ত হলেন?
ⓐ সুইজারল্যান্ড✓
ⓑ রোমানিয়া
ⓒ ভেনেজুয়েলা
ⓓ আমেরিকা
ⓑ রোমানিয়া
ⓒ ভেনেজুয়েলা
ⓓ আমেরিকা
⚫ মনিকা মহতা বর্তমানে সুইডেনে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত আছেন
⚫ এবং সুইজারল্যান্ডে বর্তমানে নিযুক্ত আছেন Sibi George
⚫ সুইজারল্যান্ডের রাজধানী হল- বার্ন
⚫ এখানকার মুদ্রার নাম-Swiss franc
⚫ এবং সুইজারল্যান্ডে বর্তমানে নিযুক্ত আছেন Sibi George
⚫ সুইজারল্যান্ডের রাজধানী হল- বার্ন
⚫ এখানকার মুদ্রার নাম-Swiss franc
76.শিশু মৃত্যু হার, লিঙ্গানুপাত ইত্যাদি মুল্যায়নের কত জন সদস্যের টাস্ক ফোর্স গঠন করলো কেন্দ্র?
ⓐ ১৫ জন
ⓑ ১০ জন✓
ⓒ ২৫ জন
ⓓ ৯ জন
ⓑ ১০ জন✓
ⓒ ২৫ জন
ⓓ ৯ জন
⚫ এই টাস্ক ফোর্স গঠন করলো নারী ও শিশু উন্নয়ন মন্ত্রালয়
⚫ বর্তমান কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী হলেন স্মৃতি জুবিন ইরানি
⚫ তবে এই টাস্ক ফোর্সের পরিচালনা করবেন প্রখ্যাত রাজনীতিবিদ জয়া জেটলি, যিনি সমতা পার্টির প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন
⚫ বর্তমান কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী হলেন স্মৃতি জুবিন ইরানি
⚫ তবে এই টাস্ক ফোর্সের পরিচালনা করবেন প্রখ্যাত রাজনীতিবিদ জয়া জেটলি, যিনি সমতা পার্টির প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন
77.একমাত্র ভারতীয় হিসাবে ‘Richard Dawkins Award 2020’-এ সম্মানিত জাভেদ আখতার কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
ⓐ লেখক✓
ⓑ সাংবাদিকতা
ⓒ সংগীত শিল্পী
ⓓ চিত্রশিল্পী
ⓑ সাংবাদিকতা
ⓒ সংগীত শিল্পী
ⓓ চিত্রশিল্পী
⚫ তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ, সাহিত্য একাডেমী এবং ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন
⚫ Richard Dawkins Award প্রদান করে Atheist Alliance of America
⚫ ২০১৯ সালে এই পুরস্কারে ভূষিত হয়ে ছিলেন ব্রিটিশ কমেডিয়ান Ricky Gervais
⚫ Richard Dawkins Award প্রদান করে Atheist Alliance of America
⚫ ২০১৯ সালে এই পুরস্কারে ভূষিত হয়ে ছিলেন ব্রিটিশ কমেডিয়ান Ricky Gervais
⚫ এই পুরস্কার প্রদান করা হচ্ছে ২০০৩ সাল থেকে
78.India’s Food Safety Index-এ প্রথম স্থানে র
কোন রাজ্য?
ⓐ তামিলনাড়ু
ⓑ মহারাষ্ট্র
ⓒ গুজরাট✓
ⓓ উত্তরপ্রদেশ
ⓑ মহারাষ্ট্র
ⓒ গুজরাট✓
ⓓ উত্তরপ্রদেশ
⚫ দ্বিতীয় স্থানে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে আছে মহারাষ্ট্র
⚫ এই তালিকা তৈরী করে Food Safety and Standards Authority of India(FSSAI)
⚫ FSSAI-এর হেড কোয়াটার অবস্থিত নিউ দিল্লিতে
⚫ FSSAI-এর বর্তমান চেয়ার পারসন হলেন- Rita Teaot
⚫ এই তালিকা তৈরী করে Food Safety and Standards Authority of India(FSSAI)
⚫ FSSAI-এর হেড কোয়াটার অবস্থিত নিউ দিল্লিতে
⚫ FSSAI-এর বর্তমান চেয়ার পারসন হলেন- Rita Teaot
79. ‘Order of Australia’-সম্মানিত Michael Clarke কোন খেলার সঙ্গে যুক্ত?
ⓐ ক্রিকেট✓
ⓑ ফুটবল
ⓒ হকি
ⓓ টেনিস
ⓑ ফুটবল
ⓒ হকি
ⓓ টেনিস
⚫ ২০১৫ সালে তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন
⚫ অস্ট্রেলিয়ার রাজধানী হল- ক্যানবেরা
⚫ এখানকার মুদ্রার নাম-অস্ট্রেলিয়ান ডলার
⚫ অস্ট্রেলিয়ার রাজধানী হল- ক্যানবেরা
⚫ এখানকার মুদ্রার নাম-অস্ট্রেলিয়ান ডলার
9th June 2020
80.গুগল ‘Search and Assistant’-এর প্রধান হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সুন্দর পিচাই
ⓑ প্রভাকর রাঘবন✓
ⓒ টিম কুক
ⓓ সঞ্জীব শ্রীবাস্তব
ⓑ প্রভাকর রাঘবন✓
ⓒ টিম কুক
ⓓ সঞ্জীব শ্রীবাস্তব
∎ এর আগে এই পদে ছিলেন-Ben Gomes
∎ Google-এর বর্তমান CEO হলেন- সুন্দর পিচাই
∎ Google India-র বর্তমান হেড হলেন সঞ্জয় গুপ্ত
∎ Google-এর হেড কোয়াটার অবস্থিত-ক্যালিফোর্নিয়াতে
∎ Google-এর বর্তমান CEO হলেন- সুন্দর পিচাই
∎ Google India-র বর্তমান হেড হলেন সঞ্জয় গুপ্ত
∎ Google-এর হেড কোয়াটার অবস্থিত-ক্যালিফোর্নিয়াতে
81.সম্প্রতি কোন প্রোগ্রাম লঞ্চ করলো CBIC?
ⓐ Turant Customs✓
ⓑ Jaldi Customs
ⓒ Speedy Customs
ⓓ Free Customs
ⓒ Speedy Customs
ⓓ Free Customs
∎ CBIC-এর পুরো কথা হল-Central Board of Indirect Taxes and Customs
∎ CBIC-এর বর্তমান চেয়ারম্যান হলেন- মি. অজিত কুমার
∎ CBIC-এর বর্তমান চেয়ারম্যান হলেন- মি. অজিত কুমার
82.কোন দেশ নিজেকে সম্পূর্ণ করোনামুক্ত বলে ঘোষণা করলো?
ⓐ আমেরিকা
ⓑ অস্ট্রেলিয়া
ⓒ নিউজিল্যান্ড✓
ⓓ চীন
ⓑ অস্ট্রেলিয়া
ⓒ নিউজিল্যান্ড✓
ⓓ চীন
∎ নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হলেন-Jacinda Ardern
∎ নিউজিল্যান্ডের রাজধানী- ওয়েলিংটন
∎ এখানকার মুদ্রার নাম-New Zealand dollar
∎ নিউজিল্যান্ডের রাজধানী- ওয়েলিংটন
∎ এখানকার মুদ্রার নাম-New Zealand dollar
83.কৃষির মাধ্যমে অর্থনীতি মজবুত করতে ‘Plant Health Clinic’-এর উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ আসাম
ⓑ মনিপুর✓
ⓒ মেঘালয়
ⓓ নাগাল্যান্ড
ⓑ মনিপুর✓
ⓒ মেঘালয়
ⓓ নাগাল্যান্ড
∎ মনিপুরের মুখ্যমন্ত্রী হলেন-N. Biren Singh
∎ মনিপুরের রাজধানী-ইম্ফল
∎ এখানকার বর্তমান রাজ্যপাল হলেন-Najma Heptulla
∎ মনিপুরের রাজধানী-ইম্ফল
∎ এখানকার বর্তমান রাজ্যপাল হলেন-Najma Heptulla
84.“Raj Kaushal Portal” এবং “Online Shramik Employment Exchange” লঞ্চ করলো কোন সরকার?
ⓐ রাজস্থান✓
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ কর্নাটক
ⓓ দিল্লি
∎ রাজস্থানের রাজধানী হল-জয়পুর
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-Ashok Gehlot
∎ বর্তমান রাজ্যপাল-Kalraj Mishra.
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-Ashok Gehlot
∎ বর্তমান রাজ্যপাল-Kalraj Mishra.
85. ‘Gairsain’ কোন রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে ঘোষিত হল ?
ⓐ কাশ্মীর
ⓑ লাদাখ
ⓒ উত্তরাখন্ড✓
ⓓ হিমাচল প্রদেশ
ⓑ লাদাখ
ⓒ উত্তরাখন্ড✓
ⓓ হিমাচল প্রদেশ
∎ উত্তরাখন্ডের শীতকালীন রাজধানী হল-দেরাদুন
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-Trivendra Singh Rawat
∎ বর্তমান রাজ্যপাল-Baby Rani Maurya.
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-Trivendra Singh Rawat
∎ বর্তমান রাজ্যপাল-Baby Rani Maurya.
86.‘বন্দে উৎকল জননী’-কে রাজ্য সংগীত হিসাবে অনুমোদন করলো কোন রাজ্য?
ⓐ উড়িষ্যা✓
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ আসাম
ⓓ ত্রিপুরা
ⓒ আসাম
ⓓ ত্রিপুরা
∎ উরিষ্যার রাজধানী-ভুবনেশ্বর
∎ বর্তমান মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
∎ বর্তমান রাজ্যপাল-Ganeshi Lal
∎ বর্তমান মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
∎ বর্তমান রাজ্যপাল-Ganeshi Lal
87.কী নামে বৃক্ষরোপন অভিযান শুরু করলো মধ্যপ্রদেশ সরকার?
ⓐ Thank Mom✓
ⓑ Thank Father
ⓒ Sorry Trees
ⓓ Happy Environment
ⓑ Thank Father
ⓒ Sorry Trees
ⓓ Happy Environment
∎ এই অভিযানের থিম হল- Time for Nature
∎ মধ্যপ্রদেশের রাজধানী- ভোপাল
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-Shivraj Singh Chouhan
∎ বর্তমান রাজ্যপাল- Lalji Tandon
∎ মধ্যপ্রদেশের রাজধানী- ভোপাল
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-Shivraj Singh Chouhan
∎ বর্তমান রাজ্যপাল- Lalji Tandon
88.বৃষ্টি, বন্যা ইত্যাদির পূর্বাভাস দিতে কোন
মোবাইল অ্যাপ লঞ্চ করলো কর্নাটক সরকার?
ⓐ মেঘ সন্দেশ✓
ⓑ বৃষ্টি বন্ধু
ⓒ বন্যা সন্দেহ
ⓓ মেঘ বার্তা
ⓑ বৃষ্টি বন্ধু
ⓒ বন্যা সন্দেহ
ⓓ মেঘ বার্তা
∎ কর্ণাটকের রাজধানী- বেঙ্গালুরু
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-B. S. Yediyurappa
∎ বর্তমান রাজ্যপাল- Vajubhai Vala
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-B. S. Yediyurappa
∎ বর্তমান রাজ্যপাল- Vajubhai Vala
89. 2020 Environmental Performance Index-এ ভারতের স্থান কত?
ⓐ ১৮০
ⓑ ১৬৮✓
ⓒ ১৫৪
ⓓ ৯০
ⓑ ১৬৮✓
ⓒ ১৫৪
ⓓ ৯০
∎ এই তালিকায় প্রথমস্থানে আছে-ডেনমার্ক
∎ ডেনমার্কের রাজধানী-Copenhagen
∎ এখানকার মুদ্রার নাম-Danish krone
∎ ডেনমার্কের রাজধানী-Copenhagen
∎ এখানকার মুদ্রার নাম-Danish krone
10th June 2020
90.Javed Iqbal Wani কোন হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ বোম্বে হাইকোর্ট
ⓑ তেলেঙ্গানা হাইকোর্ট
ⓒ কলকাতা হাইকোর্ট
ⓓ জম্মু-কাশ্মীর হাইকোর্ট✓
ⓑ তেলেঙ্গানা হাইকোর্ট
ⓒ কলকাতা হাইকোর্ট
ⓓ জম্মু-কাশ্মীর হাইকোর্ট✓
∎ জম্মু-কাশ্মীরের রাজধানী- জম্মু (শীতকালীন), শ্রীনগর(গ্রীষ্মকালীন)
∎ বর্তমান রাজ্যপাল- গিরিশচন্দ্র মুর্মু
∎ বর্তমান রাজ্যপাল- গিরিশচন্দ্র মুর্মু
91.Anil Valluri কোন কোম্পানীর সিনিয়র ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ Facebook India
ⓑ Youtube India
ⓒ Google Cloud India ✓
ⓓ Tiktok India
ⓑ Youtube India
ⓒ Google Cloud India ✓
ⓓ Tiktok India
∎ এর বর্তমান ম্যানেজিং ডিরেক্টর-Karan Bajwa
92.ভুয়ো তথ্য ছড়ানো রুখতে এবং সঠিক তথ্য পৌঁছে দিতে পুনরায় ফেসবুক ব্যবহার শুরু করলো কোন দেশের মিলিটারী?
ⓐ নেপাল
ⓑ বাংলাদেশ
ⓒ মায়ানমার✓
ⓓ চীন
ⓑ বাংলাদেশ
ⓒ মায়ানমার✓
ⓓ চীন
∎ মায়ানমারের রাজধানী- নাইপিদাও
∎ মুদ্রার নাম-Burmese kyat
93.'NASA Distinguished Service Medal’ দ্বারা সম্মানিত হলেন কোন ভারতীয়?
ⓐ কে. সিভান
ⓑ রেঞ্জিত কুমার✓
ⓒ আব্দুল কালাম
ⓓ রঞ্জিত কুমার
ⓑ রেঞ্জিত কুমার✓
ⓒ আব্দুল কালাম
ⓓ রঞ্জিত কুমার
∎ তিনি হলেন দ্বিতীয় ভারতীয় যিনি এই পুরস্কার পেলেন
∎ এর আগে এই পুরস্কার পেয়েছেন-R K Chetty Pandipati
∎ এর আগে এই পুরস্কার পেয়েছেন-R K Chetty Pandipati
∎ NASA-র পুরো কথা হল- National Aeronautics and Space Administration
∎ নাসা হেডকোয়াটার অবস্থিত- ওয়াশিংটনে
∎ নাসা হেডকোয়াটার অবস্থিত- ওয়াশিংটনে
94.ডোপিং দুর্নীতির জন্য ব্যান হওয়া Gomathi Marimuthu কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
ⓐ টেবিল টেনিস
ⓑ দৌড়✓
ⓒ ভারোত্তলক
ⓓ বক্সিং
ⓒ ভারোত্তলক
ⓓ বক্সিং
∎ তাঁকে ৪ বছরের জন্য ব্যান করা হয়েছে
∎ 2019 Asian Championship-এ জেতা সোনার মেডেলটি ফেরত নিল Athletics Integrity Unit(AIU)
95.'Coro-bot’-নামে ইন্টারনেট নিয়ন্ত্রিত রোবটের আবিষ্কর্তা Pratik Tirodkar কোন রাজ্যের বাসিন্দা?
ⓐ গুজরাট
ⓑ কর্নাটক
ⓒ মহারাষ্ট্র✓
ⓓ কেরালা
ⓑ কর্নাটক
ⓒ মহারাষ্ট্র✓
ⓓ কেরালা
∎ তিনি মহারাষ্ট্রের থানে-র বাসিন্দা
∎ PNT Solutions- নামক স্টার্টআপের প্রতিষ্ঠাতা হলেন তিনি
∎ মহারাষ্টের রাজধানী-মুম্বাই
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-Uddhav Thackeray
∎ বর্তমান রাজ্যপাল-Bhagat Singh Koshyari
∎ PNT Solutions- নামক স্টার্টআপের প্রতিষ্ঠাতা হলেন তিনি
∎ মহারাষ্টের রাজধানী-মুম্বাই
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-Uddhav Thackeray
∎ বর্তমান রাজ্যপাল-Bhagat Singh Koshyari
96.কোন সংস্থার থেকে ১৯৮০কোটি টাকা ঋণ নিল পশ্চিমবঙ্গ সরকার?
ⓐ World Bank✓
ⓑ IMF
ⓒ ADB
ⓓ UNO
ⓑ IMF
ⓒ ADB
ⓓ UNO
∎ এই ঋণের টাকা থেকে ৮৫০ কোটি টাকা খরচ হবে সমাজকল্যাণমূলক প্রকল্পে এবং বাকি ১১০০ কোটি টাকা খরচ করা হবে শিল্প কাঠামোর উন্নতির জন্য
∎ World Bank-এর সদর দপ্তর- ওয়াশিংটন
∎ বর্তমান প্রেসিডেন্ট হলেন-David Malpass.
∎ World Bank-এর সদর দপ্তর- ওয়াশিংটন
∎ বর্তমান প্রেসিডেন্ট হলেন-David Malpass.
97.‘Energy Cooperation’-এর জন্য কোন দেশের সঙ্গে সমঝোতা(MOU) চুক্তি স্বাক্ষর করলো ভারত?
ⓐ ডেনমার্ক✓
ⓑ সুইজারল্যান্ড
ⓒ নেপাল
ⓓ সুইডেন
ⓑ সুইজারল্যান্ড
ⓒ নেপাল
ⓓ সুইডেন
∎ MOU-এর পুরো কথা হল-Memorandum of Understanding
∎ ডেনমার্কের রাজধানী-Copenhagen
∎ মুদ্রার নাম-Danish krone
∎ বর্তমান প্রধানমন্ত্রী-Mette Frederiksen
∎ ডেনমার্কের রাজধানী-Copenhagen
∎ মুদ্রার নাম-Danish krone
∎ বর্তমান প্রধানমন্ত্রী-Mette Frederiksen
98.সম্প্রতি COVID-19 বা করোনা মহামারীর জন্য বাতিল করা হল কোন বিখ্যাত পুরস্কার?
ⓐ Nobel 2020
ⓑ National Sports Awards 2020
ⓒ Ramon Magsaysay Awards 2020✓
ⓓ Abel Prize 2020
ⓑ National Sports Awards 2020
ⓒ Ramon Magsaysay Awards 2020✓
ⓓ Abel Prize 2020
∎ ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে
∎ ২০১৯ সালে এই পুরস্কার পেয়েছেন ভারতীয় সাংবাদিক রাবিশ কুমার
∎ ২০১৯ সালে এই পুরস্কার পেয়েছেন ভারতীয় সাংবাদিক রাবিশ কুমার
99.সম্প্রতি প্রয়াত Hamza Koya কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ ক্রিকেট
ⓑ ফুটবল✓
ⓒ হকি
ⓓ ব্যাডমিন্টন
ⓑ ফুটবল✓
ⓒ হকি
ⓓ ব্যাডমিন্টন
∎ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল-৬১ বছর
∎ সন্তোষ ট্রফিতেও তিনি খেলেছেন বহুবার
∎ সন্তোষ ট্রফিতেও তিনি খেলেছেন বহুবার
No comments:
Post a Comment