Thursday, June 11, 2020

Current Affairs



Current Affairs
1st June2020:

1.World Milk Day কবে পালন করা হয়?

ⓐ ২রা এপ্রিল
ⓑ ১লা জুন✓
ⓒ ২৪শে সেপ্টেম্বর
ⓓ ১৩ই ডিসেম্বর 

এবারের থিম ছিল- "20th Anniversary of World Milk Day"
২০০১ সালে প্রথম বিশ্ব দুগ্দ্ধ দিবসের সূচনা করে United Nations Food and Agriculture Organization (FAO)

2.সম্প্রতি প্রয়াত ওয়াজিদ খান কিসের সঙ্গে যুক্ত ছিলেন-

ⓐ সঙ্গীত✓
ⓑ অভিনয়
ⓒ নৃত্য
ⓓ ব্যবসা

*মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৪২ বছর
'তেরে নাম', 'তুমকো না ভুল পায়েঙ্গে' প্রভৃতি সিনেমাতে গান করেছেন

3.'My Life My Yoga'-নামে ভিডিও ব্লগিং কনটেস্ট লঞ্চ করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী✓
ⓑ অমিত শাহ
ⓒ ড. হর্ষবর্ধন
ⓓ নির্মলা সিথারামন

*এই প্রতিযোগিতায় বিশ্বব্যাপী মানুষ অংশ গ্রহণ করতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
এটির অন্য নাম হলো - 'জীবন যোগা'

4.FSSAI-এর CEO পদে নিযুক্ত হলেন কে?

ⓐ পি.আর জয়শঙ্কর
ⓑ অরুন সিংঘাল✓
ⓒ টি.এন তিরুমূর্তি
ⓓ অশোক বাঘেল

* FSSAI-এর পুরো কথা হল-'Food Safety and Standards Authority of India'
তিনি স্বাস্থ্য ও পরিবার মন্ত্রালয়ের সচিব পদে যুক্ত ছিলেন

5.Ministry of Steel-এর সেক্রেটারী পদে কে নিযুক্ত হলেন?

ⓐ স্বপন বর্মন
ⓑ প্রকাশ জাভেদকর
ⓒ প্রদীপ কুমার ত্রিপাঠী✓
ⓓ সঞ্জয় সিং

*তিনি ১৯৮৭ সালের জম্মু-কাশ্মীর IAS ব্যাচের ক্যাডার ছিলেন

6.কোন মিশনের আওতায় গ্রামীন অঞ্চলে ১৩ লক্ষ ট্যাপ কলের ব্যবস্থা করবে আসাম সরকার?

ⓐ জলশক্তি মিশন
ⓑ জল জীবন মিশন✓
ⓒ জল প্রবাহ মিশন
ⓓ পানীয় জল মিশন

*আসামে এই প্রোজেক্টের বাস্তবায়ন করার জন্য ১৪০৭ কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র

7.আন্দামান এবং নিকোবর কমান্ড-এর নতুন কমান্ডার-ইন-চিফ হিসাবে দায়ভার গ্রহণ করলেন কে?

ⓐ D.Manoj Mukund Naravane
ⓑ শঙ্কর রাজেশ্বর
ⓒ মনোজ পান্ডে✓
ⓓ বি.রাজ শুক্লা

*তিনি ১৫তম কমান্ডার-ইন-চিফ হিসাবে দায়িত্ব নিলেন
* ১৪তম কমান্ডার-ইন-চিফ ছিলেন শঙ্কর রাজেশ্বর

8.‘Global Day Of Parents’ কবে পালন করা হয়?

ⓐ ১লা জুন✓
ⓑ ২৫শে ফেব্রুয়ারী
ⓒ ১লা জুলাই
ⓓ ২রা মার্চ

* এবারের থিম ছিল 'Appreciate all parents throughout the world'
* জাতি সংঘ ২০১৪ সাল থেকে এই দিবস পালনের কথা বলেন

9.বাসযাত্রীদের জন্য কন্টাক্টলেস কার্ড লঞ্চ করতে ‘Chalo’ কোম্পানীর সাথে পার্টনারশীপ গড়লো কোন ব্যাঙ্ক?

ⓐ UCO
ⓑ ICICI
ⓒ Yes Bank✓
ⓓ SBI

10.'World No Tobacco Day Award 2020'জিতলো দিল্লির কোন সংস্থা?

ⓐ YoungOnes
ⓑ Seeds of the Future
ⓒ SEEDS✓
ⓓ iCRY

*SEEDS-এর পুরো কথা হল- 'Socio-Economic and Educational Development Society'
*এই পুরস্কারটি প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2nd June 2020




11. তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়?

ⓐ ২রা ফেব্রুয়ারী
ⓑ ২৬শে অক্টোবর
ⓒ ২রা জুন✓
ⓓ ২রা এপ্রিল

*২০১৪ সালের ২রা জুন তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়
* তেলেঙ্গানার রাজধানী শহর হলো হায়দ্রাবাদ
*এখানকার রাজ্য ভাষা হলো তেলেগু

12.করোনার চিকিৎসার জন্য প্রযুক্তিগত যন্ত্রপাতি বিভিন্ন দেশের যৌথ সহায়তায় তৈরী করতে ‘C-TAP’ প্রোগ্রাম লঞ্চ করলো কোন সংস্থা?

ⓐ WHO✓
ⓑ IMF
ⓒ ADB
ⓓ UNO

*মোট ৩৭টি দেশ এই প্রোগ্রামে অংশ গ্রহণ করছে
* C-TAP-পুরো কথা হল -'COVID-19 Technology Access Pool '
*WHO-এর পুরো নাম হলো 'World Health Organization'
*WHO-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত
*এবং এর বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন-Tedros Adhanom.

13.২০২০ সালে Forbes-এর ‘Top 100 Highest-Paid Athletes in The World’ তালিকায় বিরাট কোহলীর স্থান কত?

ⓐ ৩২ তম
ⓑ ৬৬ তম✓
ⓒ ১০ তম
ⓓ ৩৯ তম

*বিরাট কোহলীর বর্তমান সম্পত্তির পরিমাণ ২৬ মিলিয়ন মার্কিন ডলার
*এই তালিকার শীর্ষে আছে সুইজারল্যান্ডের টেনিস তারকা Roger Federer, যাঁর সম্পত্তির পরিমাণ ১০৬ মিলিয়ন মার্কিন ডলার

14.ভারতে প্রথম খেলা সংক্রান্ত অনলাইন কোচিং দেওয়ার জন্য ‘Khelo India e-Pathshala’ লঞ্চ করলেন কে?

ⓐ কিরেন রিজিজু✓
ⓑ রাজনাথ সিং
ⓒ ডা. হর্ষবর্ধন
ⓓ নরেন্দ্র মোদী

* তিনি হলেন বর্তমান ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী।
Sports Authority of India (SAI) এবং National Sporting Federations (NSF)-এর যৌথ সহযোগিতায় এটি লঞ্চ করা হয়েছে

15.সম্প্রতি প্রয়াত হলেন আমেরিকার অলিম্পিক জয়ী Bobby Joe Morrow, তিনি কিসের সঙ্গে যুক্ত?

ⓐ কুস্তি
ⓑ শটপুট
ⓒ দৌড়✓
ⓓ টেনিস

*মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর
১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে তিনি ৩টি সোনার পদক জিতেছিলেন

16.সম্প্রতি সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় 'নিসর্গ'-নামটি কোন দেশ প্রস্তাবিত করেছে?

ⓐ থাইল্যান্ড
ⓑ পাকিস্তান
ⓒ বাংলাদেশ✓
ⓓ ভারত 

এই ঝড়টির উৎপত্তি আরব সাগরে

17.উড়িষ্যায় জল জীবন মিশনের বাস্তবায়ন করতে কত টাকা বরাদ্দ করলো কেন্দ্র?

ⓐ ৫০০ কোটি
ⓑ ৮১২ কোটি✓
ⓒ ১০০ কোটি
ⓓ ১২০০ কোটি 

* উরিষ্যার রাজধানী হলো ভুবনেশ্বর
*উরিষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন নবীন পটনায়েক

18.International Sex Workers Day’ পালন করা হয় কবে?

ⓐ ২রা জুন✓
ⓑ ২২শে জানুয়ারী
ⓒ ৫ই সেপ্টেম্বর
ⓓ ২৯শে আগষ্ট 

* ১৯৭৫ সাল থেকে এটা পালিত হয়ে আসছে

19.Sibi George ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কোন দেশে নিযুক্ত হলেন ?

ⓐ কুয়েত✓
ⓑ ডেনমার্ক
ⓒ সুইডেন
ⓓ আমেরিকা 

*বর্তমানে তিনি সুইজারল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত আছেন
*কুয়েতের রাজধানী হলো - কুয়েত সিটি
এবং কুয়েতের মুদ্রা হল- কুয়েতি দিনার

20.BFI-এর দ্বারা কোন পুরস্কারের জন্য বক্সার Amit Panghal এবং Vikas Krishan-কে মনোনীত করা হলো? 

ⓐ দ্রনাচার্য্য পুরস্কার
ⓑ অর্জুন পুরস্কার
ⓒ রাজীবগান্ধী খেলরত্ন পুরস্কার✓
ⓓ পরমবীর চক্র পুরস্কার 

* BFI-এর পুরো কথা Boxing Federation of India

3rd june 2020 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 

21.‘World Bicycle Day’ পালন করা হয় কবে?

ⓐ ৩রা জুন✓
ⓑ ৪ঠা জুন
ⓒ ১৫ই ফেব্রুয়ারী
ⓓ ১২ই ডিসেম্বর
*২০১৮ সালের ৩রা জুন United Nations General Assembly প্রথম এই দিনটি পালনের কথা ঘোষণা করেন

22.ক্ষুদ্র ও মাঝারী শিল্পের সুবিধার্থে কোন টেকনোলজি প্লাটফর্ম লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

ⓐ CHAMPION✓
ⓑ SUCCESS
ⓒ WINNER
ⓓ ENTERPRISE

*CHAMPION-এর পুরো কথা হল-Creation and Harmonious Application of Modern Processes for Increasing the Output and National Strength

23.Department of Chemicals and Petrochemicals-এর সেক্রেটারী হিসাবে দায়ভার গ্রহণ করলেন কে?

ⓐ Ajay Pande
ⓑ RK Chaturvedi✓
ⓒ SP Abishek Kumar
ⓓ Raj kumar Singh 

*এর আগে ২০২০ সালের ৩১শে মে পর্যন্ত এই পদে ছিলেন P.Raghavendra Rao
* Department of Chemicals and Petrochemicals-এর প্রতিষ্ঠা হয় ১৯৯১ সালে

24.প্রথমবার কোন গ্রহের কক্ষপথে ‘2019 LD2’-নামে সক্রিয় গ্রহানুর সন্ধান পেল জ্যোতির্বিজ্ঞানীরা?

ⓐ মঙ্গল
ⓑ ইউরেনাস
ⓒ বৃহস্পতি✓
ⓓ নেপচুন 

✪ সবচেয়ে বড়ো গ্রহ। মাধ্যাকর্ষণ সবথেকে বেশি।
✪ সূর্য থেকে দূরত্ব ৭৭.৮ কোটি কিমি।
✪ তাপমাত্রা :-১৫০° সে.।
✪ আবর্তন : ৯ ঘ. ৫০ মি.।
✪ পরিক্রমণ : ১২ বছর।
✪ উপগ্রহ : ৬৭টি, উল্লেখযোগ্য গ্যানিমিড, ইউরোপা

25.মেঘালয়ে জল জীবন মিশনের বাস্তবায়ন করতে কত টাকা বরাদ্দ করলো কেন্দ্র?

ⓐ ১৭৫ কোট✓
ⓑ ১৬০কোটি
ⓒ ১৭০ কোটি
ⓓ ৩৫০ কোটি 

✪ এই মিশনের আওতায় বিভিন্ন রাজ্যের গ্রামীন অঞ্চলে ট্যাপ কলের ব্যবস্থা করা হবে

26.মাটিতে বসবাসকারী পৃথিবীর সবথেকে প্রাচীনতম প্রাণীর জীবাশ্ম পাওয়া গেলো কোথায়?

ⓐ বেলজিয়ামে
ⓑ নরওয়েতে
ⓒ স্কটল্যান্ডে✓
ⓓ আইসল্যান্ডে 

✪ প্রাণীটি 'Millipede' প্রজাতির
✪ এবং এটি ৪২৫ মিলিয়ন বছরের পুরানো

27.Exim Bank-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Anandi Mishra
ⓑ Harsha Bangari✓
ⓒ Sudarshan Kumari
ⓓ Nalin Sharma

✪ Exim Bank-এর সদরদপ্তর মুম্বাইয়ে অবস্থিত
✪ এর বর্তমান CEO হলেন-David Rasquinha
✪ ১৯৮২ সালের ১লা জানুয়ারী এই ব্যাঙ্কের প্রতিষ্ঠা হয়েছিল

28.সম্প্রতি ‘One Nation-One Ration Card’ স্কিমে যুক্ত হলো কোন তিনটি রাজ্য?

ⓐ মেঘালয়-মনিপুর-মিজোরাম
ⓑ পাঞ্জাব-হরিয়ানা-উত্তরপ্রদেশ
ⓒ উড়িষ্যা-সিকিম-মিজোরাম✓
ⓓ পশ্চিমবঙ্গ-বিহার-ঝাড়খন্ড 

✪ এই স্কিমের আওতায় গ্রাহকরা একটি কার্ডের মাধ্যমে দেশের যেকোনো রেশন দোকান থেকে মালপত্র কিনতে পারবে।

29.‘World’s Best Startup Ecosystems’ তালিকায় ভারতের স্থান কত? 

ⓐ ১৭তম
ⓑ ২৩তম✓
ⓒ ১৫তম
ⓓ ১২তম 

✪ এই তালিকার শীর্ষে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, যার স্কোর ১২৩.১৬৭
✪ ২০১৯ সালে ভারতের স্থান ছিল ১৭তম

30.‘The Commonwealth Short Story Prize 2020’ জিতলো কোন ভারতীয়? 

ⓐ চেতন ভগৎ
ⓑ শিবরাম জোশী
ⓒ কৃতিকা পান্ডে✓
ⓓ অমর্ত্য সেন 

✪ 'The Great Indian Tee and Snakes'-শিরোনামে শর্ট স্টোরির জন্যই এই পুরস্কার তিনি জিতলেন

4th June 2020

31.ফিনল্যান্ড-এ ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রাবিশ কুমার✓
ⓑ সুনীল সিংঘাল
ⓒ শ্রীমতী পদ্মজা
ⓓ সিবি জর্জ

◑ এর আগে ফিনল্যান্ড-এ ভারতের রাষ্ট্রদূত ছিলেন বাণী রাও

32.‘Ultra Swachh’-নামে জীবানুনাশক ইউনিট তৈরী করলো কোন সংস্থা? 

ⓐ ইন্ডিয়ান আর্মি
ⓑ ভারতীয় বায়ুসেনা
ⓒ DRDO✓
ⓓ ইন্ডিয়ান নেভি 

◑ DRDO-এর পুরো কথা হল-Defence Research and Development Organisation
◑ এটি স্থাপিত হয়েছিল- ১৯৫৮ সালে
◑ এর সদর দপ্তর অবস্থিত- নিউ দিল্লিতে

33.সম্প্রতি পথ দুর্ঘটনায় প্রয়াত জয়ন্তীলাল নানোমা কোন খেলার কোচ ছিলেন? 
ⓐ জ্যাভেলিন
ⓑ টেবিল টেনিস
ⓒ তীরন্দাজী✓
ⓓ ডিসকাস থ্রো 

◑ মৃত্যুকালীন তাঁর বয়স ছিল-৩৪ বছর
◑ ২০১০ সালে তিনি Asian Cup এবং Asian Grand Prix মেডেল জিতেছেন
◑ তিনি Maharana Pratap State Sports Award পেয়েছিলেন

34.যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাই-কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে? 

ⓐ রুচি ঘনশ্যাম
ⓑ গায়িত্রী কুমার✓
ⓒ রঞ্জন গগৈ
ⓓ সঞ্জীব কুমার 

◑ এর আগে যুক্তরাজ্যের হাই-কমিশনার ছিলেন-রুচি ঘনশ্যাম

35.ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ‘ড্রাগন’ স্পেসক্র্যাফট প্রেরণ করলো কোন সংস্থা? 

ⓐ NASA
ⓑ SpaceX✓
ⓒ ISRO
ⓓ ESA 

◑ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি লঞ্চ করা হয়েছে

36.মনোজ তিওয়ারিকে সরিয়ে দিল্লি বিজেপি প্রধান হিসাবে নিযুক্ত হলেন কে? 

ⓐ অরবিন্দ সিং
ⓑ আদেশ কুমার গুপ্ত✓
ⓒ সঞ্জীব রঞ্জন
ⓓ এদের কেউ নন 

◑ ২০১৬ সাল থেকে দিল্লি বিজেপি প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন মনোজ তিওয়ারি

37.ছোটো ব্যবসা ও কুটির শিল্পের সুবিধার্থে কোন স্কিম লঞ্চ করলো কেন্দ্র? 

ⓐ Mudra Shishu স্কিম✓
ⓑ Arogya Lakshmi স্কিম
ⓒ Kishor Shishu স্কিম
ⓓ Vayu স্কিম

◑ এই স্কিমের আওতায় উপভোক্তারা ২% সুদে ৫০হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবে

38.পাপুয়া নিউ গিনিতে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে? 

ⓐ সঞ্জীব রঞ্জন
ⓑ সুশীল সিংঘাল✓
ⓒ সুনীল সিংঘাল
ⓓ মহম্মদ আজম 

◑ এর আগে পাপুয়া নিউ গিনিতে ভারতের হাই-কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন বিজয় কুমার
◑ পাপুয়া নিউ গিনির রাজধানী হল-Port Moresby
◑ এখানকার মুদ্রার নাম-kina

39.দীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে BAFTA-র চেয়ার পারসন হিসাবে নিযুক্ত হচ্ছেন কে? 

ⓐ সমরেশ মজুমদার
ⓑ কৃষ্ণেন্দু মজুমদার✓
ⓒ কবির সুমন
ⓓ গীতা সেন 

◑ BAFTA-র পুরো কথা হল-British Academy of Film and Television Arts

40.Twitter কোম্পানির নতুন বোর্ড চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে? 

ⓐ Patrick Pichette✓
ⓑ Sundar Pichai
ⓒ Jack Dorsey
ⓓ Evan Spiegel 

◑ ইনি হলেন গুগলের প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার
◑ Twitter-এর CEO হলেন- Jack Dorsey
◑ এবং এর সদর দপ্তর-সান ফ্রান্সিসকোতে অবস্থিত

5th June 2020

41.‘বিশ্ব পরিবেশ দিবস’কবে পালন করা হয়?

ⓐ ১৭ই জুন
ⓑ ৫ই জুন✓
ⓒ ৫ই জুলাই
ⓓ ১৫ই সেপ্টেম্বর 

➤ ২০২০ সালের থিম হলো-'Biodiversity' এবং শ্লোগান হলো - 'Time for Nature'
➤ জাতিসংঘ ১৯৭৪ সালের ৫ই জুন প্রথম এটা পালনের কথা বলে
➤ এবারের হোস্ট করছে - কলম্বিয়া
➤ কলম্বিয়ার রাজধানী হল-Bogota
➤ এখানকার মুদ্রার নাম-কলম্বিয়ান পেসো

42.‘National Fertilizers Limited’-এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? 

ⓐ বীরেন্দ্রনাথ দত্ত✓
ⓑ অশ্বিনী কুমার
ⓒ রাজনাথ সিং
ⓓ সৌরজ্যোতি ঘোষ 

➤ এর আগে এই পদে ছিলেন মনোজ মিশ্র
➤ National Fertilizers Limited-এর প্রধান কার্যালয় উত্তরপ্রদেশের নয়ডা-তে অবস্থিত
➤ ১৯৭৯ সালের ১লা সেপ্টেম্বর এটির প্রতিষ্ঠা হয়

43.Confederation of Indian Industry (CII)-র প্রেসিডেন্ট হিসাবে দায়ভার নিলেন কে? 

ⓐ অশোক মাহিন্দ্রা
ⓑ উদয় কোটাক✓
ⓒ নাগার্জুন কোটাক
ⓓ উদয় মাহিন্দ্রা 

➤এর আগে এই পদে ছিলেন Kirloskar Systems-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর বিক্রম কির্লোস্কার

44.‘One Year of Modi 2.0’-শিরোনামে ই-বুকলেট রিলিজ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রালয়? 

ⓐ তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়✓
ⓑ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রালয়
ⓒ পরিবার ও স্বাস্থ্য মন্ত্রালয়
ⓓ অর্থ মন্ত্রালয় 

➤ এই বুকলেটে মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে অর্জিত সাফল্য বর্ণিত রয়েছে

45.সম্প্রতি প্রয়াত বাসু চ্যাটার্জি কোন বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন? 

ⓐ চলচ্চিত্র নির্মান✓
ⓑ খেলাধুলা
ⓒ সংগীত
ⓓ ফটোগ্রাফার 

➤ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর
➤ তিনি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন
➤ তাঁর তৈরী উল্লেখযোগ্য সিনেমা হল- 'ছোটি সি বাত', 'রজনীগন্ধা'
➤ এছাড়াও তিনি 'ব্যোমকেশ বক্সী' ও 'রজনী'-নামক টিভি সিরিয়ালের নির্দেশনা করেছেন

46.‘Saregama’ মিউজিক লেবেল কোম্পানীর সাথে লাইসেন্স চুক্তি করলো কোন কোম্পানী? 

ⓐ ফেসবুক✓
ⓑ ইউটিউব
ⓒ টিকটক
ⓓ স্ন্যাপচ্যাট 

➤ ফেসবুকের CEO হলেন মার্ক জুকারবার্গ
➤ ফেসবুকের সদরদপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়াতে
➤ এর আগেও এই কোম্পানী T-Series, Zee Music Company, and Yash Raj Films-সাথে চুক্তি করেছে

47.‘Kondapochamma Sagar project’ লঞ্চ করলেন কোন রাজ্য সরকার? 

ⓐ আসাম
ⓑ মনিপুর
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ তেলেঙ্গানা ✓

➤ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হলেন-K Chandrashekhar Rao
➤ তেলেঙ্গানার রাজধানী হল-হায়দ্রাবাদ

48.IIFL Finance-এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার? 

ⓐ বিরাট কোহলী
ⓑ রোহিত শর্মা✓
ⓒ সৌরভ গাঙ্গুলী
ⓓ যুবরাজ সিং 

➤ India Infoline ফাইন্যান্স কোম্পানিটি ১৯৯৫ সালের ১৭ই অক্টোবর প্রতিষ্ঠিত হয়
➤ এবং এটির প্রতিষ্ঠাতা হলেন - Nirmal Jain, Rajamani Venkataraman

49.‘EY World Entrepreneur fo the year 2020’ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? 

ⓐ কিরণ মজুমদার সাউ✓
ⓑ কিরণ বেদি
ⓒ গীতা সেনগুপ্ত
ⓓ কৃষ্ণেন্দু মজুমদার 

➤ ১৯৭৮ সালে তিনি Biocon কোম্পানীর প্রতিষ্ঠা করেন
➤ এর হেড কোয়াটার বেঙ্গালুরুতে অবস্থিত
➤ এই কোম্পানীর বর্তমান CEO পদে আছেন Arun Suresh Chandavarkar

50.Adidas India-র ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কে? 

ⓐ রিতা ফারিয়া
ⓑ মানুষী চিল্লার✓
ⓒ প্রিয়াঙ্কা চোপড়া
ⓓ সুস্মিতা সেন 

➤ তিনি ‘Miss World 2017’ খেতাব জয় করে ছিলেন
➤ Adidas-এর প্রতিষ্ঠাতা হলেন Adolf Dassler, যিনি ১৯৪৯ সালের ১৮ই আগস্ট এটির প্রতিষ্ঠা করেন
➤ এর বর্তমান CEO হলেন Kasper Rørsted
Affairs 6th June 2020

6th June 2020

51.ভারতের  কোন রাজ্য গরীবদের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা করলো?

ⓐ আসাম
ⓑ উড়িষ্যা
ⓒ কেরালা✓
ⓓ তামিলনাড়ু

∎ Kerala Fibre Optic Network (K-FON) project-এর মাধ্যমে এটি বাস্তবায়িত হবে ডিসেম্বর মাস থেকে
∎ এই প্রোজেক্টের জন্য বরাদ্দ ১৫০০ কোটি টাকা
∎ কেরালা রাজধানী- তিরুবনন্তপুরম
∎ কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী-Pinarayi Vijayan
∎ এবং বর্তমান রাজ্যপাল হলেন-Arif Mohammad Khan.

52.পুলিশকর্মীদের মানসিক অবসাদ ইত্যাদী নির্ণয় করার জন্য ‘স্পন্দন’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ ছত্তিশগড়✓
ⓑ কর্নাটক
ⓒ বিহার
ⓓ দিল্লি 

∎ ছত্তিশগড়ের রাজধানী- বিলাসপুর, রায়পুর
∎ ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী- ভুপেশ বাঘেল
∎ এবং বর্তমান রাজ্যপাল- Anusuiya Uikey.

53.ব্রজেন্দ্র নাভণিত কোন সংস্থায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ WHO
ⓑ IMF
ⓒ WTO✓
ⓓ UNO 

∎ এর আগে এই পদে ছিলেন-JS Deepak
∎ WTO-এর পুরো কথা হল-World Trade Organization
∎ WTO-এর সদরদপ্তর অবস্থিত-সুইজারল্যান্ডের জেনেভায়
∎ WTO প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালের ১লা জানুয়ারী

54.‘মেরা বেতন’-নামে স্যালারি ট্র্যাকার মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্যের রাজ্যপাল?

ⓐ জম্মু-কাশ্মীর✓
ⓑ লাদাখ
ⓒ রাজস্থান
ⓓ ঝাড়খন্ড 

∎ জম্মু-কাশ্মীরের বর্তমান গভর্নর হলেন- গিরিশ চন্দ্র মুর্মু

55.World Bank-এ এক্সিকিউটিভ ডিরেক্টরের সিনিয়র উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রাজীব কুমার
ⓑ রাজীব তপনো✓
ⓒ সুশীল আচার্য্য
ⓓ সঞ্জীব রঞ্জন 

∎ বিশ্ব ব্যাঙ্কের হেডকোয়াটার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত
∎ বিশ্ব ব্যাঙ্কের বর্তমান প্রেসিডেন্ট-David Malpass

56.সম্প্রতি প্রয়াত Anwar Sagar কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
ⓐ অভিনয়
ⓑ কুস্তি
ⓒ গীতিকার✓
ⓓ সাংবাদিক 

∎ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭০ বছর
∎ তাঁর হিট গান হল- "বাদা রাহা সনম"

57.‘Global Vaccine Summit 2020’ ভার্চুয়ালি হোস্ট করলো কোন দেশ?

ⓐ যুক্তরাজ্য✓
ⓑ যুক্তরাষ্ট্র
ⓒ চীন
ⓓ জাপান 

∎ যুক্তরাজ্যের বর্তমানপ্রধানমন্ত্রী বরিস জনসন এটি হোস্ট করলেন
∎ যুক্তরাজ্যের রাজধানী- লন্ডন
∎ এখানকার মুদ্রার নাম-Pound sterling

58.‘The Dry Fasting Miracle: From Deprive to Thrive’-শিরোনামে বই প্রকাশ করছেন কে?

ⓐ আর.কে নারায়ন
ⓑ Luke Coutinho✓
ⓒ রাসকিন বন্ড
ⓓ চেতন ভগৎ 

59.লেটেস্ট THE Asia University Ranking-এ ভারতের IISC Bangalore-এর স্থান কত?

ⓐ ৩৬✓
ⓑ ৩৫
ⓒ ৫৬
ⓓ ৯৩ 

∎ এই তালিকার শীর্ষে রয়েছে চীনের Tsinghua University

60.‘Forbes 100 World’s Highest-Paid Celebrities 2020’ তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসাবে ফিচার্ড হলেন কে?

ⓐ আমির খান
ⓑ অমিতাভ বচ্চন
ⓒ অক্ষয় কুমার√
ⓓ হৃত্বিক রোশন 

∎ এই তালিকায় তাঁর স্থান ৫২তম এবং সম্পত্তির পরিমাণ ৪৮.৫ মিলিয়ন ডলার
∎ এই তালিকায় প্রথমস্থানে আছে আমেরিকান মডেল Kylie Jenner(২২ বছর), যাঁর সম্পত্তির পরিমাণ ৫৯০ মিলিয়ন ডলার


7th June 2020


61.Women’s Asian Cup’ হোস্ট করবে কোন দেশ?

ⓐ পাকিস্তান
ⓑ ভারত✓
ⓒ বাংলাদেশ
ⓓ নেপাল

62.Delhi Land & Finance Limited (DLF)-এর চেয়ারম্যান পদ থেকে অবসর নিলেন কে? 

ⓐ রঞ্জিত সিং
ⓑ কুশল সিং✓
ⓒ কুশলী পাল
ⓓ সমীর রায় 

∎ এনার পর এই পদে নিযুক্ত হলেন রাজীব সিং

63.সম্প্রতি করোনায় প্রয়াত অনিল সুরি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? 

ⓐ ফিল্ম প্রোডিউসার✓
ⓑ হকি প্লেয়ার
ⓒ দাবা
ⓓ সাংবাদিকতা 

∎ মৃত্যুকালীন তাঁর বয়স হয়ে ছিল ৭৭ বছর
∎ তাঁর পরিচালিত একটি সিনেমা হলো -'Begunaah'

64.‘Summer Treats’-নামে ক্যাম্পেইন লঞ্চ করলো কোন ব্যাঙ্ক? 

ⓐ ICICI
ⓑ HDFC✓
ⓒ SBI
ⓓ Kotak Mahindra Bank 

∎ HDFC-এর হেড কোয়াটার- মুম্বাইতে
∎ HDFC-এর MD এবং CEO হলেন- আদিত্য পুরী
∎ এই ব্যাঙ্কটি প্রতিষ্ঠিত হয়- ১৯৯৪ সালের আগস্ট মাসে

66.রোমানিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে? 

ⓐ ধর্মেন্দ্র শ্রীবাস্তব
ⓑ সঞ্জীব রঞ্জন
ⓒ গায়িত্রী কুমার
ⓓ রাহুল শ্রীবাস্তব ✓

∎ রোমানিয়ার রাজধানী-বুখারেস্ট
∎ এবং মুদ্রার নাম-Romanian leu

67.UNADAP-র দ্বারা ‘Goodwill Ambassador for the Poor’ হিসাবে নিযুক্ত হওয়া ১৩ বছর বয়সী M. Nethra কোন রাজ্যের বাসিন্দা? 

ⓐ অন্ধ্রপ্রদেশ
ⓑ তামিলনাড়ু✓
ⓒ বিহার
ⓓ কেরালা 

∎ তারা তামিলানাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা
∎ সে এবং তার বাবা(সেলুন কর্মী) লকডাউন চলাকালীন প্রচুর গরীব মানুষদের খাবার প্রদান করেছে
∎ তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই
∎ বর্তমান মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami
∎ বর্তমান রাজ্যপাল- Banwarilal Purohit

68.আগামী ৫ বছরে ২০০টি আরবান ফরেস্ট তৈরী করতে কোন স্কিম লঞ্চ করলো কেন্দ্র? 

ⓐ নগর জঙ্গল
ⓑ নগর বন✓
ⓒ আরবান ফরেস্ট
ⓓ টাউন ফরেস্ট 

69.‘YSR Vahana Mitra scheme’-এর আওতায় ২.৬২ লক্ষ অটো ও ক্যাব চালকদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দিল কোন রাজ্য সরকার? 

ⓐ অন্ধ্রপ্রদেশ✓
ⓑ দিল্লি
ⓒ কেরালা
ⓓ তেলেঙ্গানা 

∎ মোট ২৬২.৪৯ কোটি টাকা খরচ হয়েছে এই আর্থিক সহায়তায়
∎ অন্ধ্রপ্রদেশের রাজধানী- অমরাবতী
∎ বর্তমান মুখ্যমন্ত্রী- Y. S. Jaganmohan Reddy
∎ বর্তমান গভর্নর- Biswabhusan Harichandan

70.NTCA Data অনুযায়ী ২০১২ থেকে ২০১৯ পর্যন্ত ভারতে বাঘ মৃত্যুর তালিকার শীর্ষে আছে কোন রাজ্য? 

ⓐ কর্নাটক
ⓑ আসাম
ⓒ মধ্য প্রদেশ✓
ⓓ গুজরাট 

∎ ২০১২ থেকে ২০১৯ পর্যন্ত ভারতে বাঘ মৃত্যুর সংখ্যা ৭৫০টি


8th June 2020

71.' Oceans Day’ পালন করা জুন মাসের কত তারিখে?

ⓐ ১লা জুন
ⓑ ১৬ই জুন
ⓒ ৮ই জুন✓
ⓓ ৭ই জুন

⚫ ২০২০ সালের থিম ছিল "Innovation for a Sustainable Ocean"
⚫ ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে এই দিনটি পালনের প্রস্তাব করা হয়

72 .‘World Food Safety Day’ পালন করা হয় কোন তারিখে?

ⓐ ৬ই জুন
ⓑ ১৫ই মার্চ
ⓒ ৭ই জুন✓
ⓓ ৩রা এপ্রিল 

⚫ ২০২০ সালের থিম ছিল 'Food Safety, Everyone’s Business'
⚫ ২০১৯ সালে প্রথম এই দিনটি পালনের কথা বলে জাতি সংঘ

73.Asia-Pacific Green Airports Recognition 2020 তালিকায় নাম উঠলো ভারতের কোন এয়ারপোর্টের?

ⓐ মুম্বাই এয়ারপোর্ট
ⓑ হায়দ্রাবাদ এয়ারপোর্ট✓
ⓒ কলকাতা এয়ারপোর্ট
ⓓ চেন্নাই এয়ারপোর্ট 

⚫ প্ল্যাটিনাম তালিকায় স্বীকৃতি পেয়েছে এই বিমানবন্দর
⚫ এই তালিকা তৈরী করে Airports Council International (ACI)

74. সম্প্রতি প্রয়াত প্রোডিউসার এবং গীতিকার Rupert Hine কোন দেশের বাসিন্দা?

ⓐ যুক্তরাজ্য
ⓑ যুক্তরাষ্ট্র✓
ⓒ ফ্রান্স
ⓓ ইতালী 

⚫ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭২ বছর
⚫ Quantum Jump এবং Spin 1ne 2wo-নামে ব্যান্ডের সাথেও তিনি কাজ করেছেন

75.ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে Monika Mohta কোন দেশে নিযুক্ত হলেন?

ⓐ সুইজারল্যান্ড✓
ⓑ রোমানিয়া
ⓒ ভেনেজুয়েলা
ⓓ আমেরিকা 

⚫ মনিকা মহতা বর্তমানে সুইডেনে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত আছেন
⚫ এবং সুইজারল্যান্ডে বর্তমানে নিযুক্ত আছেন Sibi George
⚫ সুইজারল্যান্ডের রাজধানী হল- বার্ন
⚫ এখানকার মুদ্রার নাম-Swiss franc

76.শিশু মৃত্যু হার, লিঙ্গানুপাত ইত্যাদি মুল্যায়নের কত জন সদস্যের টাস্ক ফোর্স গঠন করলো কেন্দ্র?

ⓐ ১৫ জন
ⓑ ১০ জন✓
ⓒ ২৫ জন
ⓓ ৯ জন 

⚫ এই টাস্ক ফোর্স গঠন করলো নারী ও শিশু উন্নয়ন মন্ত্রালয়
⚫ বর্তমান কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী হলেন স্মৃতি জুবিন ইরানি
⚫ তবে এই টাস্ক ফোর্সের পরিচালনা করবেন প্রখ্যাত রাজনীতিবিদ জয়া জেটলি, যিনি সমতা পার্টির প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন

77.একমাত্র ভারতীয় হিসাবে ‘Richard Dawkins Award 2020’-এ সম্মানিত জাভেদ আখতার কোন ক্ষেত্রের সাথে যুক্ত?

ⓐ লেখক✓
ⓑ সাংবাদিকতা
ⓒ সংগীত শিল্পী
ⓓ চিত্রশিল্পী 

⚫ তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ, সাহিত্য একাডেমী এবং ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন
⚫ Richard Dawkins Award প্রদান করে Atheist Alliance of America
⚫ ২০১৯ সালে এই পুরস্কারে ভূষিত হয়ে ছিলেন ব্রিটিশ কমেডিয়ান Ricky Gervais
⚫ এই পুরস্কার প্রদান করা হচ্ছে ২০০৩ সাল থেকে

78.India’s Food Safety Index-এ প্রথম স্থানে র
কোন রাজ্য?

ⓐ তামিলনাড়ু
ⓑ মহারাষ্ট্র
ⓒ গুজরাট✓
ⓓ উত্তরপ্রদেশ 

⚫ দ্বিতীয় স্থানে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে আছে মহারাষ্ট্র
⚫ এই তালিকা তৈরী করে Food Safety and Standards Authority of India(FSSAI)
⚫ FSSAI-এর হেড কোয়াটার অবস্থিত নিউ দিল্লিতে
⚫ FSSAI-এর বর্তমান চেয়ার পারসন হলেন- Rita Teaot

79. ‘Order of Australia’-সম্মানিত Michael Clarke কোন খেলার সঙ্গে যুক্ত?

ⓐ ক্রিকেট✓
ⓑ ফুটবল
ⓒ হকি
ⓓ টেনিস 

⚫ ২০১৫ সালে তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন
⚫ অস্ট্রেলিয়ার রাজধানী হল- ক্যানবেরা
⚫ এখানকার মুদ্রার নাম-অস্ট্রেলিয়ান ডলার

 9th June 2020

 80.গুগল ‘Search and Assistant’-এর প্রধান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সুন্দর পিচাই
ⓑ প্রভাকর রাঘবন✓
ⓒ টিম কুক
ⓓ সঞ্জীব শ্রীবাস্তব

∎ এর আগে এই পদে ছিলেন-Ben Gomes
∎ Google-এর বর্তমান CEO হলেন- সুন্দর পিচাই
∎ Google India-র বর্তমান হেড হলেন সঞ্জয় গুপ্ত
∎ Google-এর হেড কোয়াটার অবস্থিত-ক্যালিফোর্নিয়াতে

81.সম্প্রতি কোন প্রোগ্রাম লঞ্চ করলো CBIC?

ⓐ Turant Customs✓
ⓑ Jaldi Customs
ⓒ Speedy Customs
ⓓ Free Customs 

∎ CBIC-এর পুরো কথা হল-Central Board of Indirect Taxes and Customs
∎ CBIC-এর বর্তমান চেয়ারম্যান হলেন- মি. অজিত কুমার

82.কোন দেশ নিজেকে সম্পূর্ণ করোনামুক্ত বলে ঘোষণা করলো?

ⓐ আমেরিকা
ⓑ অস্ট্রেলিয়া
ⓒ নিউজিল্যান্ড✓
ⓓ চীন 

∎ নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হলেন-Jacinda Ardern
∎ নিউজিল্যান্ডের রাজধানী- ওয়েলিংটন
∎ এখানকার মুদ্রার নাম-New Zealand dollar

83.কৃষির মাধ্যমে অর্থনীতি মজবুত করতে ‘Plant Health Clinic’-এর উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ আসাম
ⓑ মনিপুর✓
ⓒ মেঘালয়
ⓓ নাগাল্যান্ড 

∎ মনিপুরের মুখ্যমন্ত্রী হলেন-N. Biren Singh
∎ মনিপুরের রাজধানী-ইম্ফল
∎ এখানকার বর্তমান রাজ্যপাল হলেন-Najma Heptulla

84.“Raj Kaushal Portal” এবং “Online Shramik Employment Exchange” লঞ্চ করলো কোন সরকার?

ⓐ রাজস্থান✓
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ কর্নাটক
ⓓ দিল্লি 

∎ রাজস্থানের রাজধানী হল-জয়পুর
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-Ashok Gehlot
∎ বর্তমান রাজ্যপাল-Kalraj Mishra.

85. ‘Gairsain’ কোন রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে ঘোষিত হল ?

ⓐ কাশ্মীর
ⓑ লাদাখ
ⓒ উত্তরাখন্ড✓
ⓓ হিমাচল প্রদেশ 

∎ উত্তরাখন্ডের শীতকালীন রাজধানী হল-দেরাদুন
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-Trivendra Singh Rawat
∎ বর্তমান রাজ্যপাল-Baby Rani Maurya.

86.‘বন্দে উৎকল জননী’-কে রাজ্য সংগীত হিসাবে অনুমোদন করলো কোন রাজ্য?

ⓐ উড়িষ্যা✓
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ আসাম
ⓓ ত্রিপুরা 

∎ উরিষ্যার রাজধানী-ভুবনেশ্বর
∎ বর্তমান মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
∎ বর্তমান রাজ্যপাল-Ganeshi Lal

87.কী নামে বৃক্ষরোপন অভিযান শুরু করলো মধ্যপ্রদেশ সরকার?

ⓐ Thank Mom✓
ⓑ Thank Father
ⓒ Sorry Trees
ⓓ Happy Environment 

∎ এই অভিযানের থিম হল- Time for Nature
∎ মধ্যপ্রদেশের রাজধানী- ভোপাল
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-Shivraj Singh Chouhan
∎ বর্তমান রাজ্যপাল- Lalji Tandon

88.বৃষ্টি, বন্যা ইত্যাদির পূর্বাভাস দিতে কোন 
মোবাইল অ্যাপ লঞ্চ করলো কর্নাটক সরকার?

ⓐ মেঘ সন্দেশ✓
ⓑ বৃষ্টি বন্ধু
ⓒ বন্যা সন্দেহ
ⓓ মেঘ বার্তা 

∎ কর্ণাটকের রাজধানী- বেঙ্গালুরু
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-B. S. Yediyurappa
∎ বর্তমান রাজ্যপাল- Vajubhai Vala

89. 2020 Environmental Performance Index-এ ভারতের স্থান কত?

ⓐ ১৮০
ⓑ ১৬৮✓
ⓒ ১৫৪
ⓓ ৯০ 

∎ এই তালিকায় প্রথমস্থানে আছে-ডেনমার্ক
∎ ডেনমার্কের রাজধানী-Copenhagen
∎ এখানকার মুদ্রার নাম-Danish krone

10th June 2020

90.Javed Iqbal Wani কোন হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ বোম্বে হাইকোর্ট
ⓑ তেলেঙ্গানা হাইকোর্ট
ⓒ কলকাতা হাইকোর্ট
ⓓ জম্মু-কাশ্মীর হাইকোর্ট✓

∎ জম্মু-কাশ্মীরের রাজধানী- জম্মু (শীতকালীন), শ্রীনগর(গ্রীষ্মকালীন)
∎ বর্তমান রাজ্যপাল- গিরিশচন্দ্র মুর্মু

91.Anil Valluri কোন কোম্পানীর সিনিয়র ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ Facebook India
ⓑ Youtube India
ⓒ Google Cloud India ✓
ⓓ Tiktok India 

∎ এর বর্তমান ম্যানেজিং ডিরেক্টর-Karan Bajwa

92.ভুয়ো তথ্য ছড়ানো রুখতে এবং সঠিক তথ্য পৌঁছে দিতে পুনরায় ফেসবুক ব্যবহার শুরু করলো কোন দেশের মিলিটারী?

ⓐ নেপাল
ⓑ বাংলাদেশ
ⓒ মায়ানমার✓
ⓓ চীন 

∎ মায়ানমারের রাজধানী- নাইপিদাও
∎ মুদ্রার নাম-Burmese kyat

93.'NASA Distinguished Service Medal’ দ্বারা সম্মানিত হলেন কোন ভারতীয়?

ⓐ কে. সিভান
ⓑ রেঞ্জিত কুমার✓
ⓒ আব্দুল কালাম
ⓓ রঞ্জিত কুমার 

∎ তিনি হলেন দ্বিতীয় ভারতীয় যিনি এই পুরস্কার পেলেন
∎ এর আগে এই পুরস্কার পেয়েছেন-R K Chetty Pandipati
∎ NASA-র পুরো কথা হল- National Aeronautics and Space Administration
∎ নাসা হেডকোয়াটার অবস্থিত- ওয়াশিংটনে

94.ডোপিং দুর্নীতির জন্য ব্যান হওয়া Gomathi Marimuthu কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?

ⓐ টেবিল টেনিস
ⓑ দৌড়✓
ⓒ ভারোত্তলক
ⓓ বক্সিং 

∎ তাঁকে ৪ বছরের জন্য ব্যান করা হয়েছে
∎ 2019 Asian Championship-এ জেতা সোনার মেডেলটি ফেরত নিল Athletics Integrity Unit(AIU)

95.'Coro-bot’-নামে ইন্টারনেট নিয়ন্ত্রিত রোবটের আবিষ্কর্তা Pratik Tirodkar কোন রাজ্যের বাসিন্দা?

ⓐ গুজরাট
ⓑ কর্নাটক
ⓒ মহারাষ্ট্র✓
ⓓ কেরালা 

∎ তিনি মহারাষ্ট্রের থানে-র বাসিন্দা
∎ PNT Solutions- নামক স্টার্টআপের প্রতিষ্ঠাতা হলেন তিনি
∎ মহারাষ্টের রাজধানী-মুম্বাই
∎ বর্তমান মুখ্যমন্ত্রী-Uddhav Thackeray
∎ বর্তমান রাজ্যপাল-Bhagat Singh Koshyari

96.কোন সংস্থার থেকে ১৯৮০কোটি টাকা ঋণ নিল পশ্চিমবঙ্গ সরকার?

ⓐ World Bank✓
ⓑ IMF
ⓒ ADB
ⓓ UNO 

∎ এই ঋণের টাকা থেকে ৮৫০ কোটি টাকা খরচ হবে সমাজকল্যাণমূলক প্রকল্পে এবং বাকি ১১০০ কোটি টাকা খরচ করা হবে শিল্প কাঠামোর উন্নতির জন্য
∎ World Bank-এর সদর দপ্তর- ওয়াশিংটন
∎ বর্তমান প্রেসিডেন্ট হলেন-David Malpass.

97.‘Energy Cooperation’-এর জন্য কোন দেশের সঙ্গে সমঝোতা(MOU) চুক্তি স্বাক্ষর করলো ভারত?

ⓐ ডেনমার্ক✓
ⓑ সুইজারল্যান্ড
ⓒ নেপাল
ⓓ সুইডেন 

∎ MOU-এর পুরো কথা হল-Memorandum of Understanding
∎ ডেনমার্কের রাজধানী-Copenhagen
∎ মুদ্রার নাম-Danish krone
∎ বর্তমান প্রধানমন্ত্রী-Mette Frederiksen

98.সম্প্রতি COVID-19 বা করোনা মহামারীর জন্য বাতিল করা হল কোন বিখ্যাত পুরস্কার?

ⓐ Nobel 2020
ⓑ National Sports Awards 2020
ⓒ Ramon Magsaysay Awards 2020✓
ⓓ Abel Prize 2020 

∎ ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে
∎ ২০১৯ সালে এই পুরস্কার পেয়েছেন ভারতীয় সাংবাদিক রাবিশ কুমার

99.সম্প্রতি প্রয়াত Hamza Koya কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ ক্রিকেট
ⓑ ফুটবল✓
ⓒ হকি
ⓓ ব্যাডমিন্টন 

∎ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল-৬১ বছর
∎ সন্তোষ ট্রফিতেও তিনি খেলেছেন বহুবার



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...