আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৬৭
১) সুন্দরবন সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য?
ক)এটি লালমাটির অনুর্বর অঞ্চল
খ)একটি জলাভূমি
গ)একটি পার্বত্য ভূমি ও বনভূমি
ঘ)এটি গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ✓
২)কোন শিলাস্তরে সর্বাধিক খনিজ তেল সঞ্চয় দেখা যায়?
ক)বেলে পাথর✓
খ)চুনা পাথর
গ)কাদাপাথর
ঘ)মার্বেল পাথর
৩) নিচের কোনটি অবিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ?
ক) ওষুধ
খ)পলিথিন
গ)ধানের খোসা ✓
ঘ)উপরের সবকটি
৪) শিবাজীর পরবর্তী কোন রাজা তার সিংহাসনে বসেন?
ক)শম্ভুজী ✓
খ)রাজারাম
গ)দ্বিতীয় শিবাজী
ঘ)কোনোটিই নয়
৫) সম্রাট ঔরঙ্গজেব কত সালে মারা যান?
ক)1700
খ)1705
গ)1707✓
ঘ)1709
৬)ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তি সূত্রপাত প্রথম কোন সময় হয়েছিল?
ক)গুপ্ত যুগ
খ)মৌর্যযুগ ✓
গ)বৈদিক যুগ
ঘ)মুঘল যুগ
৭) ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন কে?
ক) ল্যামার্ক
খ)মেন্ডেল
গ)রোনাল্ড রস ✓
ঘ)কোনোটিই নয়
৮) ব্ল্যাক ফুট রোগ এর প্রাথমিক কারণ কি?
ক)আর্সেনিক ✓
খ)ক্যালসিয়াম
গ)সিসা
ঘ)কোনোটিই নয়
৯) স্টোন ক্যান্সারের জন্য দায়ী গ্যাস কোনটি?
ক)নাইট্রোজেন
খ)সালফার ডাই অক্সাইড✓
গ)কার্বন ডাই অক্সাইড
ঘ)হাইড্রোজেন
১০) নাইট্রোজেন কত ধরনের অক্সাইড তৈরি করে?
ক)২
খ)৩
গ)৪
ঘ)৫✓
১১) নিম্নলিখিত কোনটি একটি সব থেকে হালকা মৌল?
ক)নাইট্রোজেন
খ)হাইড্রোজেন✓
গ)হিলিয়াম
ঘ)লিথিয়াম
১২)আদর্শ গ্যাসের অনুর বেগ যে বিষয়ের উপর নির্ভর করে তা হল :
ক) তাপমাত্রা ✓
খ) আয়তন
গ) চাপ
ঘ) গ্যাসটির প্রকৃতি
১৩)একটি দুষণমুক্ত জ্বালানী হল :
ক) ডিজেল
খ) কেরোসিন
গ) প্রাকৃতিক গ্যাস ✓
ঘ) গ্যাসোলিন
১৪)মেথিলেটেড স্পিরিট বিষাক্ত কারণ এতে থাকে :
ক) ইথাইল অ্যালকোহল
খ) মিথাইল অ্যালকোহল
গ) পিরিডিন এবং ন্যাপথা ✓
ঘ) ফর্মালডিহাইড
১৫)নিম্নোক্ত উদাহরণগুলির কোনটি সাবান নামে পরিচিত ?
ক) ফ্যাটি অ্যাসিডের ইথাইল এস্টার
খ) ফ্যাটি অ্যাসিডের ক্যালসিয়াম লবন
গ) ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবন ✓
ঘ) ফ্যাটি অ্যাসিডের গ্লিসারাইড
১৬) মিউনিসিপ্যালিটির পানীয় জল পরিশোধনে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে?
ক)ক্লোরিনেশন ✓
খ)ব্রমিনেশন
গ)জল ফোটানো
ঘ)কোনোটিই নয়
১৭) রেকটিফাইড স্পিরিট আসলে কি?
ক)মিথাইল অ্যালকোহল
খ)ইথাইল অ্যালকোহল ✓
গ)ইথানল
ঘ)গ্লিসারল
১৮) নিচের কোনটি স্থিতিস্থাপক সূত্রের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক)হুকের সূত্র ✓
খ)চার্লসের সূত্র
গ)বয়েলের সূত্র
ঘ)কোনোটিই নয়
১৯) নিচের কোনটি আলাদা?
Dog, Cat, Cow, Goat, Lion
ক)Dog
খ)Cat
গ)Lion✓
ঘ)Cow
২০) Rabindranath Tagore : literature:: mother Teresa:?
ক)Peace✓
খ)Economic
গ)Medicine
ঘ)Physics
২১) Book + Pen=78 হলে University=?
ক)122
খ)135
গ)163✓
ঘ)201
২২)15,61,245,?
ক)972
খ)984
গ)981✓
ঘ)966
২৩)ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে?
ক)5 নম্বর ধারা
খ)226 নম্বর ধারা
গ)32 নম্বর ধারা ✓
ঘ)356 নম্বর ধারা
২৪) ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও আভ্যন্তরীণ গোলযোগ এর হাত থেকে রক্ষা করতে পারে?
ক)355 ধারা✓
খ)356 ধারা
গ)359 ধারা
ঘ)360ধারা
২৫)ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় নিচের কোন অধিকার সম্বন্ধে বলা হয়েছে?
ক)ধর্মীয় অধিকার ✓
খ)স্বাধীনতার অধিকার
গ)সাম্যের অধিকার
ঘ)শোষণের বিরুদ্ধে অধিকার
২৬) নিম্নলিখিত কোন মৌলিক অধিকারকে ডঃ বি আর আম্বেদকর হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন?
ক)ধর্মের অধিকার
খ)সাম্যের অধিকার
গ)সাংবিধানিক প্রতিবিধানের অধিকার✓
ঘ)উপরের কোনোটিই নয়
২৭) ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে?
ক)মানিক বন্দ্যোপাধ্যায়
খ)শরদিন্দু বন্দ্যোপাধ্যায়✓
গ)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ)সুনীল গঙ্গোপাধ্যায়
২৮) "কালবেলা " কার বিখ্যাত রচনা?
ক)বিমল কর
খ)সমরেশ মজুমদার ✓
গ)বিমলমিত্র
ঘ)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
২৯) অভিশেক নায়ার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ক) ফুটবল
খ) ক্রিকেট ✓
গ) হকি
ঘ) ব্যাডমিন্টন
৩০) দাহিকালা কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য?
ক) গুজরাট
খ) মধ্যপ্রদেশ
গ) মহারাষ্ট্র✓
ঘ) রাজস্থান
৩১) সোমাঙ্গ উপজাতি কোন অঞ্চলে দেখা যায়?
ক) ইউরোপ
খ)দক্ষিণ আমেরিকা
গ)দক্ষিণ পূর্ব এশিয়া✓
ঘ) উত্তর চীন
No comments:
Post a Comment