Bengali Current Affairs 19 th June 2020
1.‘World Day to Combat Desertification and Drought’ পালন করা হয় কবে?
ⓐ ১৫ই জুন
ⓑ ১৭ই জুন✓
ⓒ ১৮ই জুন
ⓓ ১৬ই জুন
*২০২০ সালের থিম হল -'Food. Feed. Fibre'
2.রাজ্যে ফেরা আইটি প্রফেশনালদের জন্য কী নামে জব পোর্টাল লঞ্চ করলেন মমতা ব্যানার্জী?
ⓐ কর্মযোগ
ⓑ কর্মভূমি✓
ⓒ কাজ চাই
ⓓ বঙ্গভূমি
* করোনার কারণে রাজ্যে ফেরা আইটি ফিল্ডে চাকরী করা ব্যক্তিদের সাথে বিভিন্ন কোম্পানীর যোগাযোগ করিয়ে দিতেই এই উদ্যোগ
* পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী- মমতা ব্যানার্জী
* রাজধানী- কলকাতা
* বর্তমান রাজপাল- জগদীপ ধনকর
3.সম্প্রতি কোন রাজ্য সরকারCovid-19 এর জন্য "শবরীমালা টেম্পেল ফেস্টিভেল" বাতিল করেছে?
ক) গুজরাট সরকার
খ) কেরালা সরকার✓
গ) কর্ণাটক সরকার
ঘ) মহারাষ্ট্র সরকার
*কেরালার রাজধানী-তিরুবনন্তপুরম
* কেরালার মুখ্যমন্ত্রী- পিনারাই বিজয়ান
* কেরালার রাজ্যপাল- আরিফ মহাম্মদ খান
4.সম্প্রতি "সমতল কারখানার মডেল" গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কোন রাজ্য সরকার?
a.মধ্যপ্রদেশ
b.মহারাষ্ট্র
c.উত্তর প্রদেশ✓
d.গুজরাট
*উত্তরপ্রদেশের রাজধানী-লক্ষ্ণৌ
* বর্তমান মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ
* বর্তমান রাজ্যপাল-Anandiben Patel
5.'Schizothorax sikusirumensis’ কোন নতুন প্রাণী প্রজাতির সন্ধান পাওয়া গেল অরুনাচল প্রদেশে?
ⓐ হরিন
ⓑ মাছ✓
ⓒ বাঘ
ⓓ সাপ
* এটি আবিষ্কার করেছেন জহরলাল নেহেরু কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক Dr. Keshav Kumar Jha
*অরুনাচল প্রদেশের রাজধানী- ইটানগর
* বর্তমান মুখ্যমন্ত্রী- Pema Khandu
*বর্তমান রাজ্যপাল- B.D. Mishra
6.সম্প্রতি ‘রাজা পর্ব’ উৎসব শুরু হলো কোন রাজ্যে?
ⓐ আসাম
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ ত্রিপুরা
ⓓ উড়িষ্যা ✓
* উরিষ্যার রাজধানী- ভুবনেশ্বর
* বর্তমান মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
*রাজ্যপাল- গনেশী লাল
7.Sharjah Online International Chess Championship জেতা Shakhriyar Mamedyarov কোন দেশের বাসিন্দা?
ⓐ ফিলিপাইন
ⓑ আজারবাইজান✓
ⓒ নাউরবি
ⓓ সুদান
* রাজধানী- বাকু
* মুদ্রার নাম-Azerbaijani manat
* বর্তমান প্রধানমন্ত্রী-Ali Asadov
8.সম্প্রতি করোনায় প্রয়াত Lt Gen Raj Mohan Vohra কোন পুরস্কার পেয়েছিলেন?
ⓐ মহাবীর চক্র✓
ⓑ পরমবীর চক্র
ⓒ পদ্মশ্রী
ⓓ ভারতরত্ন
* ১৯৭২ সালে তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন
* মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর
9.IMD’s World Competitiveness Index-এ ভারতের স্থান কত?
ⓐ ৩৫
ⓑ ৪৩✓
ⓒ ৪২
ⓓ ৫৬
* এই তালিকায় প্রথমস্থানে আছে- সিঙ্গাপুর, দ্বিতীয়স্থানে সুইডেন, তৃতীয়স্থানে সুইজারল্যান্ড
*IMD-এর পুরো কথা-Institute for Management Development
10. Khelo India Scheme-এর আওতায় ‘Khelo India State Centres of Excellence’ স্থাপন করতে চলেছে কোন মন্ত্রালয়?
ⓐ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রালয়✓
ⓑ রাজ্য ক্রীড়া মন্ত্রালয়
ⓒ পরিবেশ মন্ত্রালয়
ⓓ স্বাস্থ্য মন্ত্রালয়
বর্তমান কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী- কীরেন রিজিজু
11.সম্প্রতি রাজ্যে থাকা অন্য দেশের গুপ্তচরকে খুঁজে বের করার জন্য "Operation Desert Chase" আরম্ভ করেছে?
a.রাজস্থান ✓
b.গুজরাট
c.মধ্যপ্রদেশ
d.উত্তর প্রদেশ
No comments:
Post a Comment