আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৬৯
১) পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙ্গা মাটির দেশ নামে পরিচিত?
ক)গঙ্গার ব-দ্বীপ অঞ্চল
খ)তরাই অঞ্চল
গ)রাঢ় অঞ্চল✓
ঘ) মালভূমি অঞ্চল
২) সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত?
ক)সিলিকনের ভান্ডারের জন্য
খ)কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য✓
গ)নদী প্রকল্পের জন্য
ঘ)তৈল শোধনাগার এর জন্য
৩) জাহাজ শিল্পের জন্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চল টি সংযুক্ত?
ক) গার্ডেনরিচ ✓
খ) রিশরা
গ) নবদ্দীপ
ঘ) বিবাদীবাগ
৪) ম্যাটারহর্ন কোন পর্বতমালার অন্তর্গত?
ক)আন্দিজ
খ)আরাবল্লী
গ)আল্পস ✓
ঘ)হিমালয়
৫) ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?
ক)প্রশান্ত মহাসাগর
খ)আটলান্টিক মহাসাগর✓
গ)ভারত মহাসাগর
ঘ)ভূমধ্যসাগর
৬) হিথ্রো বিমানবন্দর কোন শহরের সেবায় নিয়োজিত?
ক)লন্ডন ✓
খ)প্যারিস
গ)লিসবন
ঘ)আমস্টারডাম
৭) "Divide and rule" নীতি প্রথম কে ব্যবহার করেন?
ক)লর্ড ক্যানিং
খ)লর্ড মিন্টো✓
গ)লর্ড ডাফরিন
ঘ)লর্ড ওয়েলেসলি
৮) ভারতের প্রথম হাইকোর্ট কোনটি?
ক)কলকাতা✓
খ)মাদ্রাজ
গ)মুম্বাই
ঘ)গুয়াহাটি
৯)ওরঙ্গজেব কোন হিন্দু মন্দির নির্মাণের জন্য জমি দান করেছিলেন?
ক)গোবিন্দ দেব মন্দির
খ)সোমেশ্বর মন্দির ✓
গ)লিঙ্গরাজ মন্দির
ঘ)কৈলাস মন্দির
১০) 15 ই আগস্ট কাকে হত্যা করা হয়েছিল?
ক)গান্ধীজী
খ)শেখ মুজিবর রহমান ✓
গ)ফুলান দেবি
ঘ)প্রমোদ ভেঙ্কটেশ রহমানি
১১) পূর্বে সাইগন নামে পরিচিত হো-চি-মিন শহরটি কোন এশীয় দেশের বৃহত্তম শহর?
ক) ইন্দোনেশিয়া
খ) ভিয়েতনাম✓
গ) উত্তর কোরিয়া
ঘ) মালয়েশিয়া
১২) ডঃ বি আর আম্বেদকর 1927 সালে কোন বিষয়ে পিএইচডি অর্জন করেন?
ক)দর্শনশাস্ত্র
খ)রাষ্ট্রবিজ্ঞান
গ)আইন
ঘ)অর্থনীতি✓
১৩)গুপ্ত বংশীয় স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত ছিল?
ক)দিনার ✓
খ)মোহর
গ)বরাহ
ঘ)সাতমন
১৪)বাংলায় প্রথম প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল?
ক)হুগলি✓
খ)বীরভূম
গ)চন্দননগর
ঘ)কলকাতা
১৫) শিবাজীকে কে রাজা উপাধি দিয়েছিলেন?
ক)ওরঙ্গজেব ✓
খ)দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ)সমুদ্রগুপ্ত
ঘ)কালীপ্রসন্ন সিংহ
১৬) পাখির ওড়া নিউটনের কোন গতি সূত্র কে সমর্থন করে?
ক) প্রথম গতিসূত্র
খ) দ্বিতীয় গতিসূত্র
গ) তৃতীয় গতিসূত্র✓
ঘ) প্রথম এবং দ্বিতীয় গতিসূত্র
১৭) আতশবাজিতে সবুজ রং উৎপন্ন করতে কোন পদার্থের ক্লোরাইড লবণ ব্যবহার করা হয়?
ক)ক্যালসিয়াম
খ)সোডিয়াম
গ)বেরিয়াম✓
ঘ)স্ট্রনশিয়াম
১৮) সিলভার এর রাসায়নিক সংকেত কত?
ক)Au
খ)Si
গ)Ag ✓
ঘ)Og
১৯) "Anosmia"হল-
ক)স্বাদের অনুভূতি হারানো
খ)গন্ধের অনুভূতি হারানো✓
গ)স্পর্শের অনুভূতি হারানো
ঘ)তাপের অনুভূতি হারানো
২০) কোন ধাতু উলফার্ম নামে পরিচিত?
ক)টাংস্টেন ✓
খ)সিসা
গ)তামা
ঘ)কোনোটিই নয়
২১) সূর্যের শক্তির প্রধান উৎস কি?
ক) হাইড্রোজেন ও ক্লোরিন
খ) ক্লোরিন ও হিলিয়াম
গ) হাইড্রোজেন ও নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন ও হিলিয়াম✓
২২) নিম্নলিখিত কোনটি তাপ পরিমাপের একক?
ক)ভোল্ট
খ)জুল ✓
গ)নিউটন
ঘ)কোনোটিই নয়
২৩) কোন বিজ্ঞানী কে "মেনলো পার্কের জাদুকর" বলা হয়?
ক)মাদাম কুরি
খ)টমাস আলভা এডিসন✓
গ)গ্রাহাম বেল
ঘ)লুই পাস্তুর
২৪) কোন আর্টিকেল অনুসারে হাইকোর্টে লেখ জারি করতে পারে?
ক)139
খ)226 ✓
গ)133
ঘ)222
২৫) নিম্নলিখিত কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল?
ক)সাইমন কমিশন
খ)ক্যাবিনেট মিশন পরিকল্পনা✓
গ)ওয়াভেল পরিকল্পনা
ঘ)ক্রিপস মিশন
২৬) আ মরি বাংলা ভাষা -গানটির রচয়িতা কে?
ক) অতুলপ্রসাদ সেন✓
খ) রজনীকান্ত সেন
গ) দ্বিজেন্দ্রলাল রায়
ঘ) কাজী নজরুল ইসলাম
২৭) কিংস্টন কার রাজধানী?
ক) জার্সি
খ) জর্ডন
গ) জামাইকা✓
ঘ) জাপান
২৮) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি উরুগুয়ের রাজধানী?
ক) কারাকাস
খ) হারারে
গ) দাদোমা
ঘ) মন্টেভিডিও✓
২৯) ইউনেস্কো ভারতের কোন শহরটিকে"City of music"হিসাবে নির্বাচিত করেছে?
ক)বারানসি ✓
খ)পুনে
গ)মথুরা
ঘ)হরিদ্দার
৩০) ইরানের সংসদ কি নামে পরিচিত?
ক)জাতীয় পরিষদ
খ)সেনেট
গ)কংগ্রেস
ঘ)মজলিস✓
৩১) ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক)প্যারিস (ফ্রান্স)
খ)মিলান (ইতালি )
গ)মিউনিখ (জার্মানি)
ঘ)ব্রাসেলস (বেলজিয়াম)✓
৩২) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি?
ক) একটি পরিবেশ সুরক্ষা সংস্থা
খ)একটি শান্তি আন্দোলন
গ)একটি পশু অধিকার সুরক্ষা গঠন
ঘ)একটি মানবাধিকার সংস্থা✓
৩৩) ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত?
ক)দেরাদুন
খ)আবু রোড
গ)হায়দ্রাবাদ✓
ঘ)বেঙ্গালুরু
৩৪)"ওয়ালস্ট্রিট" হল-
ক)নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ✓
খ)ওয়াশিংটন ইন্ডিয়ান টাউনশিপ
গ)মুম্বাই সুপার মার্কেট
ঘ)কলকাতা স্টক এক্সচেঞ্জ
৩৫) সম্পূর্ণরূপে দেশীয় পদ্ধতিতে তৈরি ভারতের হালকা বিমান কোনটি?
ক)আকাশ
খ)অর্জুন
গ)বিক্রান্ত
ঘ)তেজস✓
৩৬) গ্যারেল বাঁধ কোন রাজ্যে অবস্থিত?
ক)ঝাড়খন্ড
খ)বিহার
গ)হিমাচল প্রদেশ
ঘ)ছত্রিশগড়✓
৩৭) কিরিটি চরিত্রটির স্রষ্টা কে?
ক)বিমল কর
খ)নীহাররঞ্জন গুপ্ত ✓
গ)সমরেশ বসু
ঘ)সুনীল গঙ্গোপাধ্যায়
৩৮) নিচের কোন বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়?
ক)খাপছাড়া
খ)চাঁদের পাহাড় ✓
গ)ভূত ও মানুষ
ঘ)পাততাড়ি
৩৯) ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি?
ক) কালিদাস সম্মান
খ) রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার
গ)দ্রোণাচার্য পুরস্কার ✓
ঘ) অর্জুন পুরস্কার
৪০) নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্য শৈলীর নাম কি?
ক)রেংমা✓
খ)পালি
গ)যাদুর
ঘ)সইলা
No comments:
Post a Comment