Wednesday, June 24, 2020

SLST/ NET/SET HISTORY MCQ প্রাচীন ভারতীয় ইতিহাস Set-8



SLST/ NET/SET HISTORY MCQ
                 প্রাচীন ভারতীয় ইতিহাস
                                 Set-8


১) বৈদিক যুগে "গোধুম "শব্দের অর্থ কি?

ক)গম 
খ)দুধ 
গ)বার্লি 
ঘ)ঘি

২) লিঙ্গায়ত আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?

ক)বাসব 
খ)রামানুজ
গ)শঙ্করাচার্য
গ)রামানন্দ





৩) প্রথম পর্বে জৈনদের লেখার ভাষা কি ছিল?

ক) সংস্কৃত
খ) পালি
গ) অর্ধমাগধী 
ঘ) খরোষ্ঠী

৪) বৌদ্ধদের মহাযান সম্প্রদায় কোন ভাষার অধিক প্রতিপত্তি ছিল?

ক) পালি
খ) প্রাকৃত
গ) সংস্কৃত
ঘ) তিব্বতি




৫) মহাযান বৌদ্ধধর্ম কোথায় প্রচলিত ছিল না?

ক)চীন 
খ)তিব্বত 
গ)মধ্য-এশিয়া 
ঘ)জাপান

৬) কোন বৌদ্ধ গুরু সমুদ্রগুপ্তের শিক্ষামন্ত্রী ছিলেন?

ক)অশ্বঘোষ 
খ)হরিসেন 
গ)বসুবন্ধু
গ)অসঙ্গ




৭) কিসের চিহ্নকে বুদ্ধদেব ত্যাগের প্রতীক রূপে ব্যবহার করেন?

ক)ঘোড়া
খ)স্তুপ
গ)পিপুল গাছ
ঘ)পদ্ম

৮) নিম্নের কোনটি অষ্টাঙ্গিক মার্গ এর অন্তর্গত ছিল না?

ক)সৎ বাক্য 
খ)সৎকর্ম 
গ)সৎ ইচ্ছা 
ঘ)সৎ চিন্তা





৯) প্রভাস গিরি কাদের তীর্থস্থান?

ক)বৌদ্ধ
খ)জৈন 
গ)শৈব 
ঘ)কোনোটিই নয়

১০) বুদ্ধ যে প্রজাতন্ত্রে মহাপরি নির্বাণ লাভ করেন তা কোনটি?

ক)বৃজি 
খ)শাক্য
গ)মল্ল 
ঘ)বৈশালী





১১) কোন রাজা জৈন ধর্মের প্রগাঢ় পৃষ্ঠপোষক ছিলেন?

ক)খারবেল 
খ)বিম্বিসার 
গ)মহাপদ্ম নন্দ 
ঘ)দ্বিতীয় পুলকেশী

১২) বুদ্ধ কে ভগবান রূপে গ্রহণ করা হয় কোন রাজার সময় থেকে?

ক)অশোক 
খ)বিক্রমাদিত্য 
গ)হর্ষবর্ধন
ঘ)কনিষ্ক





১৩)বুদ্ধের জন্মস্থান লুম্বিনী কোন রাজার লিপি থেকে জানা যায়?

ক)অশোক
খ)কনিষ্ক 
গ)চন্দ্রগুপ্ত মৌর্য 
ঘ)হর্ষবর্ধন

১৪) স্যাদবাদ কোন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত?

ক)বৌদ্ধ 
খ)জৈন
গ)শৈব 
ঘ)বৈষ্ণব





১৫) বৈদিক যুগে কোন বর্ণ উপনয়ন অনুষ্ঠানে যোগদান করত না?

ক)ব্রাহ্মণ
খ)ক্ষত্রিয়
গ)বৈশ্য 
ঘ)শূদ্র

১৬) হল এর রচিত গাঁথা সপ্তসতী কোন ভাষায় রচিত?

ক)পালি 
খ)সংস্কৃত 
গ)প্রাকৃত
ঘ)খরোষ্ঠী





১৭)কে মথুরা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করে
পুরুষপুরে একটি স্তুপ নির্মাণ করেন?

ক)কনিষ্ক 
খ)বিম কদফিসেস 
গ)প্রথম কদফিসেস 
ঘ)হর্ষবর্ধন

১৮) কোন কুষাণ সম্রাট নিজেকে মহেশ্বর বলতেন?

ক)কনিষ্ক
খ)বিম কদফিসেস 
গ)প্রথম কদফিসেস 
ঘ)দ্বিতীয় কদফিসেস






১৯) মিলিন্দপঞ্চহো কোন ভাষায় রচিত?

ক)পালি 
খ)সংস্কৃত
গ)প্রাকৃত
গ)খরোষ্ঠী

২০) অশোকের সময় কলিঙ্গের রাজধানীর ছিল তোশালী যার অপর নাম কি ছিল?

ক)পুরি 
খ)কটক 
গ)উদয়গিরি 
ঘ)ধৌলি







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...