ভূগোল SLST/NET/SET
MCQ- Set- 23
অর্থনৈতিক ভূগোল
Economic Geography
১) যে কোন দেশে পরিবেশের মান সঠিকভাবে বজায় রাখার জন্য বনভূমির পরিমাণ কত থাকা দরকার?
ক) স্থল ভাগের 33 ভাগ✓
খ) স্থল ভাগের 30 ভাগ
গ) স্থল ভাগের 25 ভাগ
ঘ) স্থল ভাগের 20 ভাগ
২) যে বনভূমির তলদেশ ঘন লতা - আগাছা গুল্ম প্রভৃতিতে পরিপূর্ণতা কে কি বলে?
ক) সরলবর্গীয় বনভূমি
খ) নিরক্ষীয় বনভূমি✓
গ) পর্ণমোচী বনভূমি
ঘ) সাভানা বনভূমি
৩) বোতাম তৈরি হয় কোন গাছ থেকে?
ক) পাম গাছ
খ) কর্পূর গাছ
গ) টাগুয়া নাট✓
ঘ) কুইব্রাকো গাছ
৪) আমাজন অববাহিকার বনভূমির নাম কী?
ক) তৈগা
খ) সাভানা
গ) সেলভা ✓
ঘ) পার্ক ল্যান্ড
৫) সেলভা বনভূমি এর প্রকৃতি কিরূপ?
ক) চিরহরিৎ ✓
খ)পাতাঝরা
গ) তৃণাচ্ছাদিত
ঘ) সাভানা প্রকৃতির
৬) চির গোধূলির অঞ্চল কাকে বলে?
ক) সেলভা অরণ্য কে✓
খ) তৈগা অরণ্য কে
গ) পাতাঝরা অরণ্য কে
ঘ) সরলবর্গীয় অরণ্য কে
৭) চি-উইংগাম এর উপকরণ কোন গাছের আঠা থেকে পাওয়া যায়?
ক)পাম গাছ থেকে
খ)ব্রাজিল নাট থেকে
গ)জ্যাপটি গাছের রস থেকে✓
ঘ) কর্পূর থেকে
৮) ভারতে সাধারণত কোন অরণ্য অধিক দেখা যায়?
ক) চিরসবুজ
খ) সরলবর্গীয়
গ) পার্বত্য অরণ্য
ঘ) পাতাঝরা অরণ্য✓
৯) বোতলের ছিপি কোন গাছের ছাল থেকে প্রস্তুত হয়?
ক) কুয়ার ক্যাস✓
খ) চ্যাপারেল
গ) ইউক্যালিপটাস
ঘ) ওক
১০) কোন গাছের নির্যাস থেকে ধুনা প্রস্তুত করা হয়?
ক) তুঁত
খ)চন্দন
গ)অর্জুন
ঘ)শাল✓
১১)দক্ষিণ আফ্রিকায় ভূমধ্যসাগরীয় অরণ্য পুষ্পশোভিত বৃক্ষ সকলকে স্থানীয় ভাষায় কি বলে?
ক) ম্যাকি
খ) ম্যাকুই
গ)ফিনবস✓
ঘ) চ্যাপারেল
১২) পৃথিবীর গভীরতম বনভূমির নাম কী?
ক)তৈগা
খ)সেলভা✓
গ)সাভানা
ঘ)পাতাঝরা অরণ্য
১৩) পৃথিবীর দীর্ঘতম বনভূমির নাম কি?
ক)সেলভা
খ)তৈগা✓
গ)সাভানা
ঘ)পাতাঝরা অরণ্য
১৪) দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কে কি বলে?
ক) প্রেইরি
খ) পম্পাস
গ) ভেল্ড✓
ঘ) স্তেপ
১৫) অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কে কি বলে?
ক)ডাউন্স✓
খ)ভেল্ড
গ)প্রেইরি
ঘ)পম্পাস
১৬) আর্জেন্টিনা-উরুগুয়ে তে যে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায় তার নাম কি?
ক) প্রেইরি
খ) পম্পাস✓
গ) ভেল্ড
ঘ) স্তেপ
১৭) শাল ও সেগুন গাছ কোন অরণ্যে দেখা যায়?
ক)পর্ণমোচী✓
খ)ভূমধ্যসাগরীয়
গ)নিরক্ষীয়
ঘ)চিরহরিৎ
১৮) আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমির নাম কি?
ক) তুশোক
খ) লানোস
গ) সাভানা✓
ঘ) ক্যাম্পুস
১৯) জিম্বাবুয়ের তৃণভূমির নাম কি?
ক)ক্যান্টারবেরি
খ)পার্কল্যান্ড✓
গ)লানোস
ঘ)সাভানা
২০) পৃথিবীর কোন অরণ্যে উদ্ভিদ প্রজাতির সংখ্যা ও উদ্ভিদের ঘনত্ব সবচেয়ে বেশি?
ক)নিরক্ষীয় বৃষ্টি অরণ্য ✓
খ)ম্যানগ্রোভ অরণ্য
গ)সরলবর্গীয় অরণ্য
ঘ)পর্ণমোচী অরণ্য
২১) পৃথিবীর সর্বাধিক সরলবর্গীয় অরণ্য সমৃদ্ধ দেশ কোনটি?
ক)কানাডা✓
খ)নরওয়ে
গ)সুইডেন
ঘ)রাশিয়া
২২) নাতিশীতোষ্ণ তৃণভূমি ধ্বংসের প্রধান কারণ কি?
ক) পশুচারণ
খ) দাবানল
গ) কৃষিজমিতে রূপান্তর ✓
ঘ) জলবায়ু পরিবর্তন
২৩) ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায় কোন মাটিতে?
ক) মরু লবণাক্ত মাটি
খ) উপকূলীয় লবণাক্ত মাটি✓
গ) উপকূলীয় পলিমাটি
ঘ) মরু মাটি
২৪) আফ্রিকা মহাদেশের মাসাইমারা ও সারেঙ্গাটি ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত?
ক)কাষ্ঠ শিল্পের জন্য
খ)কাগজ শিল্পের জন্য
গ)পর্যটন শিল্পের জন্য ✓
ঘ)কাষ্ঠমন্ড উৎপাদনের জন্য
২৫) জিম্বাবুয়ের ক্রান্তীয় তৃণভূমির নাম কি?
ক) সাভানা
খ) লানোস
গ)পার্কল্যান্ড✓
ঘ) সেরাডোস
No comments:
Post a Comment