Friday, July 17, 2020

Bengali Current Affairs 18th July, 2020





Bengali Current Affairs 18th July, 2020 

1. Elyes Fakhfakh কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন?

ⓐ কুয়েত
ⓑ তিউনিসিয়া✓
ⓒ মালি
ⓓ আইসল্যান্ড


❖ রাজধানী- তিউনিস
❖ মুদ্রার নাম-তিউনিসিয়ান দিনার
❖ বর্তমান রাষ্ট্রপতি-Kais Saied (কায়েস সাইয়েদ)




2.সম্প্রতি জিও প্লাটফর্মে কত শতাংশ শেয়ার কিনলো Google?

ⓐ ৫.২৭%
ⓑ ৭.৭৩%✓
ⓒ ৭.০৭%
ⓓ ৯.৯৩%

❖ ৩৩,৭৩৭ কোটি টাকার বিনিময়ে এই শেয়ার কিনেছে গুগল
❖ রিলায়েন্সের হেডকোয়াটার- মুম্বাই
❖ বর্তমান চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর- মুকেশ আম্বানী
❖ গুগলের হেডকোয়াটার- ক্যালিফোর্নিয়া
❖ বর্তমান CEO- সুন্দর পিচাই



3.‘Infra Business Leader of the Year’-শিরোপায় সম্মানিত হলেন কে?

ⓐ পিযুষ গোয়েল
ⓑ বেদ প্রকাশ দুদেজা✓
ⓒ অশোক লবাসা
ⓓ প্রকাশ জাভেদকর

❖ তিনি বর্তমানে Rail Land Development Authority (RLDA)-এর ভাইস চেয়ারম্যান




4.Sports Adda কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হওয়া Brett Lee কোন দেশের ক্রিকেটার?

ⓐ ইংল্যান্ড
ⓑ অস্ট্রেলিয়া✓
ⓒ ওয়েস্ট ইন্ডিজ
ⓓ দক্ষিন আফ্রিকা

❖ রাজধানী- ক্যানবেরা
❖ মুদ্রার নাম- অস্ট্রেলিয়ান ডলার
❖ বর্তমান রাষ্ট্রপতি- স্কট মরিসন
❖ Sports Adda হলো ভারতের খেলাধুলা সম্পর্কিত নিউজ প্লাটফর্ম



5.ভারতে প্রথম কন্ট্যাকলেস কার পার্কিং-এর ব্যবস্থা করা হলো কোন এয়ারপোর্টে?

ⓐ কলকাতা এয়ারপোর্ট
ⓑ মুম্বাই এয়ারপোর্ট
ⓒ হায়দ্রাবাদ এয়ারপোর্ট✓
ⓓ দিল্লি এয়ারপোর্ট



6.আসামের ধেমাজি জেলার Poba Reserve Forest-কে কী হিসাবে গড়ে তোলা হবে?

ⓐ জাতীয় উদ্যান
ⓑ বন্যপ্রাণী অভয়ারণ্য✓
ⓒ বাঘসংরক্ষণ কেন্দ্র
ⓓ হাতি সংরক্ষণ কেন্দ্র

❖ সম্প্রতি আসাম ঘোষণা করেছিল যে, দিহিং পাটকাই অভয়ারণ্যটিকে জাতীয় উদ্যান হিসাবে গড়ে তোলা হবে
❖ আসামের রাজধানী- দিসপুর
❖ বর্তমান মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল
❖ বর্তমান রাজ্যপাল- জগদীশ মুখী



7.FIFA World Cup 2022 হোস্ট করবে কোন দেশ?

ⓐ সুইডেন
ⓑ কাতার✓
ⓒ জার্মানী
ⓓ সৌদি আরব

❖ এটি অনুষ্ঠিত হবে-Al Bayt Stadium-এ (আল বাইত স্টেডিয়াম)
❖ কাতারের রাজধানী-দোহা
❖ মুদ্রার নাম- কাতারি রিয়াল
❖ বর্তমান প্রধানমন্ত্রী- Khalid bin Khalifa bin Abdul Aziz Al Thani
❖ FIFA-র পুরো কথা- Fédération Internationale de Football Association
❖ হেডকোয়াটার- জুরিখ, সুইজারল্যান্ড
❖ প্রতিষ্ঠা সাল- ১৯০৪ সালের ২১শে মে
❖ বর্তমান প্রেসিডেন্ট- জিয়ান্নি ইনফান্তিনো




8.সম্প্রতি নীলা সত্যনারায়ণ কোন রাজ্যের প্রথম মহিলা নির্বাচন কমিশনার ছিলেন?

ⓐ মহারাষ্ট্র✓
ⓑ দিল্লি
ⓒ কর্নাটক
ⓓ কেরালা

❖ রাজধানী- মুম্বাই
❖ বর্তমান মুখ্যমন্ত্রী- Uddhav Thackeray
❖ বর্তমান রাজ্যপাল- Bhagat Singh Koshyari




9.দক্ষিন আমেরিকার একটি ক্ষুদ্র দেশ Suriname-এর কোন পদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত Chan Santokhi? 

ⓐ প্রধানমন্ত্রী
ⓑ রাষ্ট্রপতি✓
ⓒ সচিব
ⓓ রাষ্ট্রদূত

▣ Suriname-এর রাজধানী- Paramaribo
▣ মুদ্রার নাম- Suriname Dollar


10.রাজ্যে অ্যাসিড আক্রান্তদের মাসিক ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে কোন রাজ্য?

ⓐ উত্তরপ্রদেশ
ⓑ রাজস্থান
ⓒ মধ্যপ্রদেশ✓
ⓓ গুজরাট

❖ রাজধানী- ভোপাল
❖ মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান
❖ রাজ্যপাল- লালজী ট্যান্ডন







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...