Thursday, July 16, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৭৬





আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৭৬

১) ফেরেলের সূত্র কিসের সঙ্গে সম্পর্কিত?

ক)বাতাসের দিকনির্দেশ √
খ)বাতাসের গতিবেগ 
গ)তরঙ্গের তীব্রতা 
ঘ)এরমধ্যে কোনোটিই নয়

২) অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে?
         
ক) কলকাতা       
খ)আসানসোল         
গ)মেদিনীপুর        
ঘ)হলদিয়া√

৩) পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হল-

 ক)পুরুলিয়া 
 খ)বীরভূম 
 গ)মুর্শিদাবাদ√                     
 ঘ)মালদা
                        
৪) কৃত্রিম সিল্ক কি নামে পরিচিত?

 ক) রেয়ন√
 খ) ফাইবার গ্লাস
 গ) নাইলন
 ঘ) প্লাস্টিক

৫) কোন ধরনের কফি ভারতের অধিক উৎপন্ন হয়?
                 
 ক)ওল্ড চিপস কফি                  
 খ)কেউড়িগ কফি                   
 গ)আরবিকা কফি √                   
 ঘ)কেন্টস কফি
                   
৬) আলোকবর্ষের সাহায্যে কি পরিমাপ করা যায়?

 ক)আলোর প্রাবল্য 
 খ)দূরত্ব√
 গ)সময় 
 ঘ)বেগ

৭) আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত?

  ক)আজমির √
  খ)রামেশ্বরম 
  গ)তিরুপতি 
  ঘ)গোয়ালিয়র

৮) ‘সুল-ই-কুল’ নীতির প্রবর্তন করেন _____

ক) আকবর✓
খ) ঔরঙজেব
গ) জাহান্দার শাহ
ঘ) মহম্মদ শাহ

  ৯) কোন জায়গায় ভারতীয় উপমহাদেশে প্রথম কৃষিকাজ শুরু হয়েছিল?

   ক)হরপ্পা 
   খ)মেহেরগড় √
   গ)মহেঞ্জোদারো 
   ঘ)আমরি
               
১০) বিজয়নগর সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?

 ক)1258
 খ)1336√
 গ)1345
  ঘ)1342
         
১১) সগৌলির সন্ধি কত সালে হয়?

 ক)1802
 খ)1816√
  গ)1871
  ঘ)1869

১২) নদীয়া চৌগাছার বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশাস প্রথম কীসের বিরোধিতা করেন ?

ক) বেগার শ্রমদানের       
খ) নীল চাষের    √   
গ) বিদেশী পণ্য ব্যবহারের       
 ঘ) খাজনা দানের

১৩) কোন ইংরেজকে হত্যার জন্য ক্ষুদিরাম ও প্রফুল্লচাকীকে পাঠানো হয়েছিল ?

ক) সিম্পসন        
খ) কিংসফোর্ড    √     
গ) লর্ড কার্জন        
ঘ) কার্জন ওয়াইলী

১৪)সাতবাহন রাজাদের সাম্রাজ্য বর্তমানে কোথায় অবস্থিত?

 ক)অন্ধ্রপ্রদেশ√ 
 খ)পাঞ্জাব 
 গ)গুজরাট 
 ঘ)রাজস্থান

১৫) "আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন"-এ কথা কে বলেছিলেন?

 ক)লর্ড রিপন √
 খ)লর্ড কার্জন
 গ)লর্ড লিটন
 ঘ)উপরে কেউ নাই

১৬) সংস্কৃত সাহিত্য ঋতুসংহার এর রচয়িতা কে?

ক)বানভট্ট 
খ)বিশাখদত্ত 
গ)কালিদাস√ 
ঘ)ভবভূতি

১৭) হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত?

 ক)লোথাল √
 খ)রুপার 
 গ)কালিবঙ্গান 
 ঘ)কোট দিজি
       
১৮) সিমেন্ট তৈরি করতে নিচের কোন কাঁচামাল টি ব্যবহৃত হয়?

 ক) লাইমস্টোন এবং ক্লে√
 খ) লাইম
 গ) সিলিকা এবং ফেরিক
  ঘ) জিপসাম এবং অ্যালুমিনা

১৯) জলের চেয়ে ভারী অধাতু কোনটি?

 ক)রেডিয়াম            
খ)আয়োডিন √
 গ)লিথিয়াম            
 ঘ)সিজিয়াম

২০) বল ও সরণের গুণফলকে কি বলে?

  ক)শক্তি         
  খ)ক্ষমতা      
  গ)ভরবেগ            
  ঘ)কার্য√

২১) পানীয় জলের pH মাত্রা কত হওয়া উচিত?

   ক)6.5-8.5√
   খ)9.9-10.5
   গ)5.5-7.5
   ঘ)8.9-9.5

২২) কার্বলিক এসিডের রাসায়নিক নাম কি?

 ক)বেনজয়িক এসিড
 খ)ফেনল√
 গ)ইথানল 
 ঘ)অ্যাসিটিক অ্যাসিড
             
২৩) তেলের হাইড্রোজিনেশন প্রক্রিয়ায় নিচের কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়?

  ক) তামা   
  খ)নিকেল √
  গ)সিসা 
  ঘ)কোনোটিই নয়

২৪) নিম্নলিখিত পদার্থ গুলির মধ্যে কোনটি কে উত্তপ্ত করলে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়?

ক)সোডিয়াম কার্বনেট 
খ)সোডিয়াম বাই কার্বনেট √
গ)ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড 
ঘ)নিকেল 

২৫) শ্বাসকার্যে জন্য দায়ী পেশীগুলি হল-

ক) ঐচ্ছিক পেশি
খ) হৃদ পেশি
গ) কংকাল পেশি 
ঘ) অনৈচ্ছিক পেশী√

২৬) পলিটিন ক্রোমোজোম কোন কোষে পাওয়া যায়?

ক)পতঙ্গ লার্ভা লালাগ্রন্থি কোষে
খ) মানুষের যকৃত  কোষে  
গ) পতঙ্গের স্নায়ুকোষে √
ঘ)ওপরের কোনোটিই নয়

২৭) নিম্নলিখিত কোন অঙ্গটি গ্লাইকোজেন কে গ্লুকোজে পরিণত করে এবং রক্ত পরিশুদ্ধ করে?

ক) যকৃত√
খ) কিডনি 
গ) ফুসফুস 
ঘ) লিভার

২৮) ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে?

ক)নিম্নশেণীর
খ)অ্যালবুমিন✅
গ)কেসিয়িন
ঘ)বায়োটিন

২৯) ডালে কোন খাদ্যোপাদান বেশি থাকে-

ক) আমিষ✅
খ) শ্বেতসার
গ) তেল
ঘ) খনিজ লবণ

৩০) আমিষের সহজলভ্য উৎস হলো-

ক) কলা
খ) চাল
গ) সামুদ্রিক মাছ✅
ঘ) চীনাবাদাম

৩১) কোন সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ গেছিল?

ক) 44 তম সংশোধনী√
খ) 42 তম সংশোধনী
গ) 43 তম সংশোধনী 
ঘ) 45 তম সংশোধনী

৩২) শ্যাডো ক্যাবিনেট কোন দেশের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্য?

ক) ইংল্যান্ড√
খ) আমেরিকা
গ) ফ্রান্স 
ঘ) জাপান

৩৩) পঞ্চায়েতিরাজ গঠিত হয়েছে-

ক)ব্লক স্তরে
খ)গ্রাম ও ব্লক স্তরে
গ)গ্রাম, ব্লক ও জেলাস্তরে√
ঘ)গ্রাম, ব্লক ,জেলা ও রাজ্যস্তরে
    
৩৪) ফল ,ফুল শাকসবজি প্রভৃতি চাষবাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?

   ক) সাইটোলজি
   খ)  হর্টিকালচার√
   গ) সেলেনোলোজি
   ঘ) অর্নিথলজি

 ৩৫) সেকেল কোন দেশের মুদ্রা?

  ক)কেনিয়া 
  খ)ইরাক 
  গ)ইজরায়েল √
  ঘ)ভেনিজুয়েলা 

৩৬) উইংস অফ ফায়ার কার লেখা?

ক)বারাক ওবামা 
খ)অমর্ত্য সেন 
গ)এপিজে আবদুল কালাম √
ঘ)বিল গেটস

৩৭)  দ্য অরিজিন অফ স্পিসিস কার লেখা?

ক)চার্লস ডারউইন √
খ)জহরলাল নেহরু 
গ)সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
ঘ) যশবন্ত সিং
            
 ৩৮) একমাত্র অভয়ারণ্য যেখানে কাশ্মীরি হরিণ দেখতে পাওয়া যায়-

  ক)কানহা 
  খ)ডাচিগ্রাম √
  গ)গির 
  ঘ)মধুমালাই

৩৯) কে ভারতীয় সিনেমায় প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন?

  ক)মধুবালা 
  খ)কানন দেবী 
  গ)দেবিকা রানি √
  ঘ)সুলোচনা দেবী

৪০) অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

  ক) চলচ্চিত্র 
  খ)সাহিত্য 
   গ)গণিত √
   ঘ) সাংবাদিকতা

৪১) ৮° চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

  ক)ভারত ও শ্রীলঙ্কা 
  খ)ভারত ও মালদ্বীপ√
  গ) ভারত ও সুমাত্রা 
   ঘ)ভারত ও পাকিস্তান

৪২) “হাজিমি” শব্দটি কোন খেলার সাথে যুক্ত?

ক) ফুটবল
খ) জুডো✓
গ) হকি
ঘ) বক্সিং

৪৩) ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
                    
  ক)সাহিত্য                   
  খ)ইংরেজি সাহিত্য √                  
  গ)হিন্দি সাহিত্য                    
  ঘ)চলচ্চিত্র

৪৪)নিম্নলিখিত কোন বন্দরটি দিনদয়াল বন্দর নামে পরিচিত?

 ক) নিউ ম্যাঙ্গালোর    
 খ)মুম্বাই     
 গ)কান্ডালা√      
 ঘ)নভসেবা

৪৫) কোন দিনটি জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালিত হয়?

ক)১১ ফেব্রুয়ারি
খ)১১ মার্চ
গ)১১ এপ্রিল
ঘ)১১ মে√
   
৪৬)কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়ে থাকে?
          
ক)২ রা ডিসেম্বর√           
খ)১২ ডিসেম্বর           
গ)১২ জানুয়ারি          
ঘ)৫ সেপ্টেম্বর

৪৭)‘ভাইরাস' হলো এক ধরনের সফটওয়্যার যেটি প্রধানত ধ্বংস করে -

A) ডাটা ✓
B) প্রোগ্রাম
C) যন্ত্রাদি
D) হার্ডওয়ার

৪৮) ডেটাকে প্রসেস করে যা পাওয়া যায় সেটি কি ?

A) ইনফরমেশন ✓
B) মৌলিক ডেটা
C) একটি প্রসেস
D) কোনোটিই নয়

৪৯) কম্পিউটারকে দিয়ে কোন কাজ করাতে হলে কাজটি যে পদ্ধতিতে সাধারণভাবে করা হয় তাকে কি বলা হয় ?

A) কম্পাইলার
B) লিংকার
C) অ্যালগরিদম ✓
D) সবগুলি ঠিক

৫০) ইন্টারনেটের ব্যবহার কোন মহাদেশের সবচেয়ে বেশি ?

A) ইউরোপ
B) এশিয়া ✓
C) উত্তর আমেরিকা
D) দক্ষিণ আমেরিকা





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...