Bengali Current Affairs 19th July, 2020
1.World Day for International Justice’ হিসাবে পালন করা হয় কবে?
ⓐ ১৭ই জুন
ⓑ ১৭ই জুলাই✓
ⓒ ২৭শে এপ্রিল
ⓓ ৭ই মার্চ
❏ আন্তর্জাতিক বিচারালয়ের সদরদপ্তর- দ্য হেগ, নেদারল্যান্ড
❏ প্রতিষ্ঠা সাল- ২০০২
2.‘The Tangams’-শিরোনামে বই রিলিজ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ হিমাচল প্রদেশ
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ অরুনাচলপ্রদেশ✓
ⓓ বিহার
❏ এই বইটি অরুনাচলপ্রদেশের তঙ্গম-নামক বিপন্ন উপজাতি সম্প্রদায়ের উপর রচিত
❏ রাজধানী- ইটানগর
❏ মুখ্যমন্ত্রী- পেমা খান্ডু
❏ রাজ্যপাল- B. D. Mishra
3.ম্যাঞ্চেস্টার ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধী পেল ইংল্যান্ডের কোন ফুটবলার?
ⓐ Geoff Hurst
ⓑ Marcus Rashford✓
ⓒ Bobby Moore
ⓓ Duncan Edwards
❏ তাঁর বর্তমান বয়স ২২ বছর
❏ ইংল্যান্ডের রাজধানী- লন্ডন
❏ মুদ্রার নাম- পাউন্ড স্টারলিং
❏ বর্তমান প্রধানমন্ত্রী- বরিস জনসন
4.‘Azad Pattan Hydel Power Project’-এর জন্য চীনের সাথে চুক্তি করল কোন দেশ?
ⓐ আফগানিস্তান
ⓑ পাকিস্তান✓
ⓒ ভারত
ⓓ বাংলাদেশ
❏ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ঝিলাম নদীর উপর ৭০০ মেগাওয়াটের এই প্রোজেক্ট তৈরী করা হচ্ছে
❏ পাকিস্তানের রাজধানী- ইসলামাবাদ
❏ মুদ্রার নাম- পাকিস্তানী রূপি
❏ বর্তমান প্রধানমমন্ত্রী- ইমরান খান
❏ চিনের রাজধানী- বেজিং
❏ মুদ্রার নাম- Renminbi.
❏ বর্তমান রাষ্ট্রপতি- Xi Jinping
5.‘CybHer’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্যের পুলিশ?
ⓐ তেলেঙ্গানা✓
ⓑ কেরালা
ⓒ দিল্লি
ⓓ ঝাড়খন্ড
❏ মহিলা ও শিশুদের সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা করতেই এই উদ্যোগ
❏ তেলেঙ্গানার রাজধানী- হায়দ্রাবাদ
❏ বর্তমান মুখ্যমন্ত্রী- K Chandrasekhar Rao
❏ বর্তমান রাজ্যপাল- Tamilisai Soundararajan
6.সম্প্রতি ভারত সম্পূর্ণ দেশীয়ভাবে কোন রোগের ভ্যাকসিন তৈরী করলো?
ⓐ করোনা
ⓑ নিউমোনিয়া✓
ⓒ হাম
ⓓ বসন্ত
❏ এই ভ্যাকসিনটির অনুমোদন করলো Drug Controller General of India (DCGI)
❏ DCGI-এর হেডকোয়াটার- নিউ দিল্লি
❏ এই ভ্যাকসিনটি তৈরী করেছে পুনের Serum Institute of India Pvt Ltd
7.Ashwini Kumar Tewari কোন কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন?
ⓐ Paytm Payment Bank
ⓑ Master Card
ⓒ SBI Cards and Payment Services✓
ⓓ Visa card
❏ SBI Card-এর সদরদপ্তর- নিউ দিল্লি
❏ চেয়ারপারসন- রাজনিস কুমার
8.Global Manufacturing Risk Index-এ ভারতের স্থান কত?
ⓐ পঞ্চম
ⓑ তৃতীয়✓
ⓒ অষ্টম
ⓓ চতুর্থ
❏ এই তালিকায় প্রথমস্থানে আছে চীন ও আমেরিকা যুক্তরাষ্ট্র
9.সম্প্রতি আচার্য্য শ্রী পুরুষোত্তম প্রিয়দাসজি স্বামীশ্রী কী কারণে মারা গেলেন?
ⓐ হার্ট অ্যাটাক
ⓑ করোনা আক্রান্ত✓
ⓒ বয়সজনিত কারণ
ⓓ পথ দুর্ঘটনা
❏ তিনি আমেদাবাদের স্বামীনারায়ণ সংস্থার প্রধান ছিলেন
10. N Chandrasekaran এবং Jim Taiclet কোন অ্যাওয়ার্ডে সম্মানিত হচ্ছেন?
ⓐ Infra Business Leader of the Year
ⓑ Global Leadership Award 2020✓
ⓒ Paul Harris Fellow Recognition
ⓓ Prof. P C Mahalanobis Award
❏ N Chandrasekaran হলেন Tata group-এর চেয়ারম্যান
❏ Lockheed Martin-এর CEO হলেন Jim Taiclet
❏ অতীতে সুন্দর পিচাই, জেফ বেজস এই পুরস্কার পেয়েছিলেন
No comments:
Post a Comment