Saturday, July 18, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৭৭





আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৭৭

১)কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কে?

ক)লর্ড ক্যানিং 
খ)জেমস উইলিয়াম কেলভিন √
গ)আশুতোষ মুখোপাধ্যায় 
ঘ)ডেভিড হেয়ার

 ২)কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম অাচার্য ছিলেন কে?

ক)লর্ড ক্যানিং √
খ)জেমস উইলিয়াম কেলভিন 
গ)আশুতোষ মুখোপাধ্যায় 
ঘ)ডেভিড হেয়ার

৩)কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালের কোন দিন প্রতিষ্ঠিত হয়েছিল?

ক)23 শে জানুয়ারি
খ) 24 শে জানুয়ারি √
গ)25 শে জানুয়ারি 
ঘ)26 শে জানুয়ারি

৪)ইলেকট্রনিক্স শহর বলা হয় --

ক)দিল্লি কে
খ)কলকাতা কে
গ)বেঙ্গালুরু কে√
ঘ)চেন্নাই কে



৫) বিক্রমশীলা মহাবিহার এর ধ্বংসাবশেষ কোন রাজ্যে দেখতে পাওয়া যায়?

ক)কর্ণাটক
খ)বিহার √
গ)মধ্যপ্রদেশ 
ঘ)ঝারখান্ড

৬) কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয়?

ক)মৌর্য 
খ)পাল 
গ)গুপ্ত √
ঘ)সেন

৭) "ভোর সাগর " বন্দরটি ভারতের কোন রাজ্যে গড়ে উঠতে চলেছে ----

ক) মহারাষ্ট্র
খ) গুজরাট
গ) পশ্চিমবঙ্গ√
ঘ) তামিলনাড়ু

৮) ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়?

ক)সমুদ্র গুপ্ত 
খ)বিক্রমাদিত্য
গ)শ্রীগুপ্ত 
ঘ)স্কন্দ গুপ্ত√

৯)ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি?

ক)আরাবল্লী √
খ)হিমালয় 
গ)নীলগিরি 
ঘ)বিন্ধ্যপর্বত

১০)নাগার্জুন সাগর বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত?

ক)কৃষ্ণা √
খ)কাবেরী 
গ)তিস্তা 
ঘ)তোর্সা 

১১)বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

ক) বাঁকুড়া√
খ) বীরভূম
গ) পুরুলিয়া 
ঘ) মালদহ

১২)ভারতের কোন শহরে হাতি উৎসব পালিত হয়?

ক) বিকানের
খ) জয়সলমীর 
গ) যোধপুর 
ঘ) জয়পুর√

 ১৩) রোহিঙ্গারা কোথাকার  আদিবাসী ?

ক) নেপাল
খ) মায়ানমার √
গ) তিব্বত
ঘ) শ্রীলঙ্কা

১৪) নাইকুম ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব ?

ক)কাশ্মীর 
খ)দার্জিলিং 
গ)অরুণাচল প্রদেশ √
ঘ)কেরল

 ১৫) ওয়েলিংটন বিমান ঘাঁটি কোথায় অবস্থিত 

ক)মহারাষ্ট্র 
খ)নাগপুর 
গ)দিল্লি √
ঘ)পাঞ্জাব

১৬) রাজ্যপালকে কে নিযুক্ত করেন?

ক) মুখ্যমন্ত্রী 
খ) হাইকোর্টের প্রধান বিচারপতি
গ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
ঘ) রাষ্ট্রপতি√

১৭) ভারতীয় সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতের  সংজ্ঞা পাওয়া যায়  ?

ক)243 ধারা√
খ)244ধারা
গ)245ধারা
ঘ)246ধারা

১৮) কে সংসদের কোন সদস্য না হয়েও ভারতের প্রধানমন্ত্রী হন?

ক)ইন্দিরা গান্ধী 
খ)পি ভি নরসিমা রাও √
গ)অটল বিহারি বাজপেয়ি
ঘ)মনমোহন সিং

১৯) ভারতীয় সংবিধানে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটি প্রয়োগ দেখা যায়-

ক) মৌলিক কর্তব্যের ধারা গুলিতে
খ) নির্দেশাত্মক নীতি সমূহ√
গ) মৌলিক অধিকারের পরিচ্ছেদে
ঘ) প্রস্তাবনায়

২০) সংবিধানের যুদ্ধ ঘোষণা করার কিংবা শান্তি চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে ?

ক)পার্লামেন্ট কে 
খ)রাষ্ট্রপতিকে√
গ)প্রধানমন্ত্রী কে 
ঘ)মন্ত্রিপরিষদকে

২১) সম্পত্তির অধিকার বর্তমানে কি ধরনের অধিকার?

ক) সাধারণ অধিকার
খ) আইনগত অধিকার√
গ) স্বাধীনতার অধিকার 
ঘ) মৌলিক অধিকার

২২) সংবিধানের অর্থ বিশ্লেষণ এর চূড়ান্ত ক্ষমতা কার?

ক) রাষ্ট্রপতি 
খ) লোকসভা
গ) সুপ্রিমকোর্ট√
ঘ) স্পিকার

২৩) রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি করে কে?

ক)নির্বাচন কমিশন 
খ)সুপ্রিমকোর্ট √
গ)পার্লামেন্ট 
ঘ)এর কোনোটিই নয়

২৪) রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা তার মৃত্যু হলে সেই সময় উপরাষ্ট্রপতি পদে কেউ না থাকলে রাষ্ট্রপতির পদের কার্যনির্বাহক কে করেন?

ক)সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি √
খ)প্রধানমন্ত্রী 
গ)কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি ঘ)লোকসভার স্পিকার

২৫) ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা কে ?

ক)ডক্টর রাজেন্দ্র প্রসাদ
খ)ডঃ বি আর আম্বেদকর √
গ)জহরলাল নেহেরু
ঘ)সরদার বল্লভ ভাই প্যাটেল

২৬)জনগণের মৌলিক অধিকার খর্ব করার নির্দেশ কে দিতে পারে?

ক)সংসদ 
খ)সুপ্রিমকোর্ট
গ)রাষ্ট্রপতি
ঘ)সংসদের অনুমতিক্রমে রাষ্ট্রপতি√

২৭) 0 ডিগ্রি তাপমাত্রায় শব্দের গতিবেগ কত?

ক) 300 মিটার / সেকেন্ড 
খ) 332 মিটার/ সেকেন্ড√
গ) 350 মিটার সেকেন্ড 
ঘ) 380 মিটার /সেকেন্ড 

২৮) মহিলাদের দেহে অস্টিওপোরোসিস কোন বয়সে দেখা যায়?

ক)30 থেকে 40 বছর 
খ)40 থেকে 45 বছর √
গ)45 থেকে 60 বছর 
ঘ)70 থেকে 80 বছর

২৯) হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠ প্রাচীর মোটা হয়?

ক)ডান অলিন্দ
খ)ডান নিলয় 
গ)বাম অলিন্দ
 ঘ)বাম নিলয়√

৩০) কোন ধাতুর আকরিক এর নাম  গ্যালেনা?

ক) থোরিয়াম       
খ) সিসা√
গ) তামা          
ঘ) অ্যালুমিনিয়াম

৩১) কোন প্রাণীকে কাটার  মুকুট আখ্যা দেওয়া হয়?

ক)সজারু 
খ)তারা মাছ √
গ)অক্টোপাস
 ঘ)উটপাখি

৩২)কোন আশ খালি চোখে দেখা যায় না ?

ক) সাইক্লয়েড
খ) প্যারা সাইক্লয়েড
গ) প্লাকয়েড √        
ঘ) প্যারা প্লাকয়েড

৩৩) উদ্ভিদের সালোকসংশ্লেষ কারী রঞ্জক পদার্থ কোনটি?

ক)ক্লোরোপ্লাস্ট 
খ)অক্সিজেন 
গ)ক্লোরোফিল√ 
ঘ)ডিএনএ

৩৪) কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায়?

ক) এমিবা
খ) জেলিফিশ
গ) মিউকর√
ঘ) অক্টোপাস

৩৫) কে প্রথম কেঁচোকে  কৃষক বন্ধু বলেছিলেন ?

ক) মেন্ডেল 
খ) ডারউইন √
গ)এরিস্টোটল
ঘ) প্যাভলভ

৩৬) বাঘ মশা কাকে বলা হয়?

ক) অ্যানোফিলিস
খ) এডিস√
গ) কিউলেক্স 
ঘ) কোনোটিই নয়

৩৭) ল্যাকটিক অ্যাসিড থেকে কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়?

ক)18
খ)36 √
গ)24 
ঘ)70

৩৮) বর্ষাকালে লবণ গলে যায় তার কারণ কি?

ক)জলীয় বাষ্প বেশি থাকে √
খ)বাতাস শুষ্ক থাকে 
গ)বাতাসের তাপমাত্রা বেশি থাকে 
ঘ)কোনোটিই নয়

৩৯) আমলকিতে কোন এসিড থাকে?

ক) ল্যাকটিক এসিড 
খ) সাইট্রিক অ্যাসিড
গ) অক্সালিক এসিড√
ঘ) ম্যালিক এসিড

৪০) RNA এ র প্রধান কাজ কি?

ক) এসিড তৈরি করা
খ) ভিটামিন তৈরি করা 
গ) প্রোটিন তৈরি করা√
ঘ) মিনারেল তৈরি করা

৪১) কার্বোহাইড্রেট এর বিপাক ব্যাহত হলে কি হয়?

ক)গলগন্ড 
খ)ডায়াবেটিস√ 
গ)ইনসুলিন 
ঘ)কোয়াশিয়কর

৪২) নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় প্রকৃতির ?

ক) ক্যাথোড এবং বিটা
খ) আলফা এবং বিটা
গ) এক্স-রে এবং বিটা রে
ঘ) x-ray এবং গামা রে√

৪৩) নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? 

ক)বিটা রশ্মি √
খ)গামা রশ্মি
গ)x-ray 
ঘ)আল্ট্রাভায়োলেট রশ্মি

৪৪) সব ধরনের শক্তি শেষে কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক)আলোক শক্তি 
খ)বিদ্যুৎ শক্তি
গ)তাপ শক্তি √
ঘ)শব্দ শক্তি

৪৫) রিকসিয়া কোন জাতীয় উদ্ভিদ?

ক) জলজ 
খ)স্থলজ 
গ)উভয়চর √
ঘ)পরভোজী

৪৬) পারদ ছাড়া অন্য একটি তরল ধাতুর নাম

ক) অ্যালুমিনিয়াম
খ) থোরিয়াম
গ) গ্যালিয়াম√
ঘ) ম্যাগনেসিয়াম

৪৭) পেনিসিলিন কে আবিষ্কার করেন?

ক) ডারউইন
খ) সোয়ান ও স্লেইডেন
গ) রবার্ট হুক
ঘ) আলেকজান্ডার ফ্লেমিং√

৪৮) ব্যারোমিটার কে আবিষ্কার করেন?

ক)ডারউইন 
খ)ল্যামার্কে 
গ)টরিসেলি √
ঘ)রবার্ট হুক

৪৯) অ্যামনেশিয়া কি?

ক) হাড় ক্ষয় 
খ) কেশ ক্ষয়
গ) স্মৃতিভ্রম√
ঘ) দৃষ্টিশক্তি লোপ পাওয়া

৫০) কোন শৈবাল নাইট্রোজেন আত্তিকরণে সক্ষম ?

ক)লোহিত শৈবাল 
খ)সবুজ শৈবাল 
গ)বাদামী শৈবাল 
ঘ)নিলাভ সবুজ শৈবাল √




No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...