Sunday, July 19, 2020

Bengali Current Affairs 20 th July, 2020





Bengali Current Affairs 20 th July, 2020 

1.'আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস’ পালন করা হয় কবে?

ⓐ ৮ই মার্চ
ⓑ ১২ই জুলাই
ⓒ ১৮ই জুলাই✓
ⓓ ২৮শে এপ্রিল

❏ ২০০৯ সালের ১৮ই জুলাই নিউইয়র্কে প্রথম এই দিবসটি পালন করা হয়
❏ পরবর্তীকালে ২০০৯ সালের ১০ই নভেম্বর United Nations General Assembly (UNGA) এই দিনটির আনুষ্ঠানিক ঘোষণা করে
❏ সাম্প্রদায়িক দ্বন্দ্ব, আন্তর্জাতিক গণতন্ত্র ও মানবাধিকারের জন্য তাঁর লড়াইকে সম্মান জানাতেই তাঁর জন্ম দিনটি পালিত হয়
❏ তিনি ১০ই মে ১৯৯৪ থেকে ১৬ই জুন ১৯৯৯ পর্যন্ত তিনি দক্ষিন আফ্রিকার রাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন



2.সাইবার সিকিউরিটি আরো মজবুত করতে ভারতের সাথে সমঝোতা চুক্তি(MoU) স্বাক্ষর করলো কোন দেশ?

ⓐ আমেরিকা
ⓑ ইজরায়েল✓
ⓒ চীন
ⓓ বাংলাদেশ

❏ ভারতের Indian Computer Emergency Response Team (CERT-In)-এর সাথে ইজরায়েলের National Cyber Directorate (INCD) এই চুক্তি স্বাক্ষর করলো
❏ MoU-এর পুরো কথা হল-Memorandum of Understanding
❏ CERT-In-এর হেডকোয়াটার- নিউ দিল্লি
❏ বর্তমান ডিরেক্টর-জেনারেল- Dr. Sanjay Bahl
❏ ইজরায়েলের রাজধানী- জেরুজালেম
❏ মুদ্রার নাম- শেকেল
❏ বর্তমান রাষ্ট্রপতি-   রিউভেন রিভলিন
❏ বর্তমান প্রধানমন্ত্রী- বেঞ্জামিন নেতানিয়াহু




3.Global Skills Index 2020 রিপোর্টে বিজনেস ডোমেনে ভারতের স্থান কত?

ⓐ ৩৪✓
ⓑ ৪০
ⓒ ৫১
ⓓ ৩৫

❏ ডেটা সাইন্স ডোমেনে ভারতের স্থান ৫১, শীর্ষস্থানে রাশিয়া
❏ বিসনেস ডোমেনে স্থান ৩৪, শীর্ষস্থানে সুইজারল্যান্ড
❏ এবং টেকনোলজি ডোমেনে স্থান ৪০, শীর্ষস্থানে রাশিয়া
❏ এই রিপোর্ট প্রকাশ করে বিশ্বের সবথেকে বড়ো লার্নিং প্লাটফর্ম Coursera
❏ হেডকোয়াটার- মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া
❏ বর্তমান CEO হলেন- Jeff Maggioncalda



4.আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের পুনর্নির্মাণের জন্য কত টাকা অনুমোদন করলো NABARD?

ⓐ ৭০০ কোটি
ⓑ ৭৯৫ কোটি✓
ⓒ ৭৩৫ কোটি
ⓓ ৫৪৫ কোটি

❏ NABARD-এর পুরো কথা- National Bank for Agriculture and Rural Development
❏ হেডকোয়াটার- মুম্বাই
❏ প্রতিষ্ঠা সাল- ১৯৮২ সালের ১২ই জুলাই
❏ বর্তমান চেয়ারম্যান- Chintala Govinda Rajulu




5.2020 TIFF Tribute Actor Award পেতে চলা Kate Winslet কোন দেশের অভিনেত্রী?

ⓐ আমেরিকা
ⓑ যুক্তরাজ্য✓
ⓒ সুইডেন
ⓓ জাপান

❏ ১৯৯৭ সালে নির্মিত টাইটনিক সিনেমাতে Rose DeWitt-এর ভূমিকায় অভিনয় করেছিলেন
❏ ২০০৮ সালের 'The Reader' সিনেমায় সেরা অভিনেত্রী হিসাবে অস্কার পুরস্কার পেয়েছেন



6.মধ্য আফ্রিকার দেশ Gabon-এর প্রথম মহিলা হিসাবে কোন পদে নিযুক্ত হলেন Rose Christiane Ossouka Raponda?

ⓐ রাষ্ট্রপতি
ⓑ প্রধানমন্ত্রী✓
ⓒ রাষ্ট্রদূত
ⓓ বিচারপতি

❏ Gabon-এর রাজধানী- লিব্রভিল
❏ মুদ্রার নাম- ফ্রাঙ্ক
❏ বর্তমান রাষ্ট্রপতি- আলি বঙ্গো অন্দিমবা



7.Shyam Srinivasan কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে পুনরায় নিযুক্ত হলেন?

ⓐ United Bank
ⓑ Small Finance Bank
ⓒ Federal Bank✓
ⓓ Axis Bank

❏ হেডকোয়াটার- Aluva, কেরালা
❏ প্রতিষ্ঠা সাল- ১৯৩১ সালের ২৩শে এপ্রিল
❏ প্রতিষ্ঠাতা- K.P Hormis




8.সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত Ramesh Tikaram, কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ ব্যাডমিন্টন
ⓑ প্যারা-ব্যাডমিন্টন✓
ⓒ টেবিল টেনিস
ⓓ কাবাডি

❏ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৫১ বছর
❏ ১৯৯২ সালে বার্সেলোনা প্যারা-অলিম্পিকে ভারতের প্রতিনিধি হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন
❏ এর পরে Badminton Sports Association of India-এর ফাউন্ডার সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়ে ছিলেন
❏ ২০০২ সালে তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন




9.Anji Khad Bridge-নামে ভারতের প্রথম কেবল-স্টেড রেলওয়ে ব্রিজটি কোথায় তৈরী হতে চলেছে?

ⓐ দার্জিলিং
ⓑ জম্মু-কাশ্মীর✓
ⓒ বিশাখাপত্তনম
ⓓ সিকিম





10.‘KAZI 106F’-নামে ভারতের একমাত্র সোনালী বাঘটি রয়েছে কোন ন্যাশনাল পার্কে?

ⓐ বেতলা ন্যাশনাল পার্ক
ⓑ কাজীরাঙ্গা ন্যাশনাল পার্ক✓
ⓒ দুধওয়া ন্যাশনাল পার্ক
ⓓ নামেরী ন্যাশনাল পার্ক

❏ এটি আসাম রাজ্যে অবস্থিত
❏ এই বাঘটি 'Tabby tiger’ বা ‘Strawberry tiger' নামেও পরিচিত

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...