Bengali Current Affairs 21st July, 2020
1. মধু বাবু পেনশন যোজনা’-র আওতায় সুবিধা পাবে উরিষ্যার কোন সম্প্রদায়?
ⓐ উপজাতি
ⓑ রূপান্তরকামী✓
ⓒ সংখ্যা লঘু
ⓓ তফশিলি
◪ এই যোজনার আওতায় রূপান্তরকামী সম্প্রদায়ের মোট ৫০০০ জন তাদের বয়স অনুসারে ৫০০,৭০০ এবং ৯০০ টাকা করে মাসিক আর্থিক সহায়তা পাবে
◪ উরিষ্যার রাজধানী- ভুবনেশ্বর
◪ বর্তমান মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
◪ বর্তমান রাজ্যপাল- গনেশী লাল
2.রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পার্সোনাল সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ Vikram Singh
ⓑ P. Praveen Siddharth✓
ⓒ Sanjay Tripathi
ⓓ Anurag Sing
◪ রামনাথ কোবিন্দ ভারতের ১৪তম এবং বর্তমান রাষ্ট্রপতি
3.HCL Technologies-এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ স্মৃতি ইরানী
ⓑ রোশনী নাদার মালহোত্রা✓
ⓒ সুদেষ্ণা আগারয়াল
ⓓ দিশা পাঠক
◪ তার পিতা Shiv Nadar অবসর নেওয়ার পরেই তিনি এই পদে নিযুক্ত হলেন
◪ HCL Technologies-এর হেডকোয়াটার- নয়ডা
◪ প্রতিষ্ঠা সাল-১৯৭৬ সালের ১১ই আগস্ট
◪ বর্তমান CEO হলেন- C Vijayakumar
4.কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘School Education Day’ পালন করা হল ১৫ই জুলাই?
ⓐ কেরালা
ⓑ তামিলনাড়ু✓
ⓒ কর্নাটক
ⓓ গুজরাট
◪ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী K Kamaraj-এর ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই দিনটি পালিত হল
◪তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই
◪ মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami
◪ রাজ্যপাল- Banwarilal Purohit
5.অনলাইন ক্লাস পরিচালনার প্রশিক্ষণ দিতে CBSE বোর্ডের সাথে পার্টনারশীপ গড়লো কোন কোম্পানী?
ⓐ Coursera
ⓑ Google✓
ⓒ Microsoft
ⓓ IBM
◪ কিছুদিন আগে এই বোর্ড ফেসবুকের সঙ্গেও পার্টনারশীপ গড়েছে
◪ Google-এর হেডকোয়াটার- মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া
◪ বর্তমান CEO হলেন- সুন্দর পিচাই
6.সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত Divvya Chouksey কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
ⓐ অভিনয়✓
ⓑ লেখিকা
ⓒ সংবাদ পরিবেশিকা
ⓓ জিমনাস্টিক
◪ তিনি বলিউড অভিনেত্রী
◪ ২০১৬ সালে 'Hai Apna Dil Toh Awara' সিনেমা থেকেই তার বলিউডে পা রাখা
◪ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ২৮ বছর
7.Toronto International Film Festival-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?
ⓐ দীপিকা পাদুকোন
ⓑ প্রিয়াঙ্কা চোপড়া✓
ⓒ করিনা কাপুর
ⓓ আলিয়া ভাট
8.করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ভারতীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করতে অতিরিক্ত কত টাকা বিনিয়োগ করছে Mastercard?
ⓐ ৩০০ কোটি
ⓑ ২৫০ কোটি✓
ⓒ ১৫০ কোটি
ⓓ ২০০ কোটি
◪ Mastercard-এর হেডকোয়াটার- নিউইয়র্ক
◪ প্রতিষ্ঠা সাল-১৯৬৬ সালের ১৬ই ডিসেম্বর
◪ বর্তমান CEO হলেন- Ajaypal Singh Banga
9.‘Corosure’-নামে বিশ্বের সবথেকে সস্তা করোনা টেস্টিং কিট লঞ্চ করলেন কে?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ রমেশ পোখরীয়াল✓
ⓒ ICMR
ⓓ ড. হর্ষ বর্ধন
◪ তিনি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী
◪ তিনি 'Nishank' নামে পরিচিত
◪ এই কিট বানিয়েছে IIT Delhi
10.‘Visa Secure’ পরিসেবা লঞ্চ করতে কোন ব্যাঙ্কের সঙ্গে পার্টনারশীপ করলো Visa?
ⓐ Axis Bank
ⓑ State Bank of India
ⓒ HDFC Bank
ⓓ Federal Bank✓
◪ Federal Bank-এর হেডকোয়াটার- আলুভা, কেরালা
◪ প্রতিষ্ঠা সাল- ১৯৩১ সালের ২৩শে এপ্রিল
◪ বর্তমান CEO হলেন- শ্যাম শ্রীনিবাসন
◪ Visa-র হেডকোয়াটার- সান ফ্রান্সিসকো
◪ বর্তমান CEO হলেন-Alfred F Kelly
No comments:
Post a Comment