Bengali Current Affairs 23rd July, 2020
1. ‘নবীন রোজগার ছাত্রী যোজনা’ লঞ্চ করল কোন রাজ্য সরকার?
ⓐ গুজরাট
ⓑ উত্তরপ্রদেশ✓
ⓒ রাজস্থান
ⓓ পাঞ্জাব
✪ রাজ্যের তফশিলি জাতির সর্বাঙ্গীন বিকাশের জন্যই এই যোজনা লঞ্চ করা হয়েছে
✪ উত্তরপ্রদেশের রাজধানী- লক্ষ্ণৌ
✪ বর্তমান মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ
✪ বর্তমান রাজ্যপাল-Anandiben Patel
2.2020 Hungarian Grand Prix জিতলেন কোন রেসিং কার ড্রাইভার?
ⓐ Max Verstappen
ⓑ Valtteri Bottas
ⓒ Lewis Hamilton✓
ⓓ Alexander Albon
✪ তিনি ব্রিটিশ রেসিং কার ড্রাইভার
✪ হাঙ্গেরীর রাজধানী- বুদাপেস্ট
✪ মুদ্রার নাম- Hungarian forint
✪ বর্তমান রাষ্ট্রপতি- Janos Ader( জানোস আদের)
3.‘বিশ্ব দাবা দিবস’ পালন করা হয় প্রতিবছর কোন দিন?
ⓐ ১৯শে জুলাই
ⓑ ২০শে জুলাই✓
ⓒ ২০শে জুন
ⓓ ২০শে আগস্ট
✪ ১৯২৪ সালের ২০শে জুলাই প্যারিসে International Chess Federation (FIDE) প্রতিষ্ঠার দিনটিকে স্মরণ করতেই এই দিন পালিত হয়
✪ বর্তমান হেডকোয়াটার- Lausanne, Switzerland
✪ বর্তমান CEO হলেন- Geoffrey D. Borg
✪ বর্তমান প্রেসিডেন্ট- Arkady Dvorkovich (আরকাদি ডিভোরকোভিচ)
4.‘Zoram Mega Food Park’-এর উদ্বোধন করা হল কোথায়?
ⓐ মেঘালয়
ⓑ মিজোরাম✓
ⓒ মনিপুর
ⓓ আসাম
✪ এটির উদ্বোধন করলেন কেন্দ্রীয় ফুড প্রসেসিং মন্ত্রী- শ্রীমতী হরসিমরত কউর বাদল
✪ মিজোরামের রাজধানী- আইজল
✪ বর্তমান মুখ্যমন্ত্রী- জোরামথাঙ্গা
✪ বর্তমান রাজ্যপাল- পি .এস শ্রীধরণ পিল্লাই
5.‘The Endgame’-শিরোনামে বই লিখলেন কে?
ⓐ Hussain Zaidi✓
ⓑ Norendra Modi
ⓒ Ravish Kumar
ⓓ Arnab Goswami
✪ তিনি ভারতের প্রাক্তন অনুসন্ধান সাংবাদিক
6.সম্প্রতি প্রয়াত লালজী ট্যান্ডন কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন?
ⓐ মহারাষ্ট্র
ⓑ ছত্তিশগড়
ⓒ মধ্যপ্রদেশ✓
ⓓ হিমাচলপ্রদেশ
✪ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৫ বছর
✪ ২০১৮ সালে তিনি বিহারের রাজ্যপাল এবং ২০১৯ সালে তিনি মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন
✪ মধ্যপ্রদেশ বর্তমান মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান
7.‘মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা’-র অনুমোদন করলো কোন রাজ্যের মন্ত্রিসভা?
ⓐ দিল্লি✓
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ গুজরাট
✪ এই যোজনার আওতায় বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে
✪ দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী-অরবিন্দ কেজরিয়াল
✪ বর্তমান রাজ্যপাল- Anil Baijal
8.Karur Vysya Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ Aditya Puri
ⓑ Ramesh Babu ✓
ⓒ Amitabh Chaudhry
ⓓ Lingam Venkat Prabhakar
✪ Karur Vysya Bank-এর হেডকোয়াটার- Karur, তামিলনাড়ু
✪ প্রতিষ্ঠা সাল- ১৯১৬
9.ICC Test Rankings-এ বিশ্বে নং-১ টেস্ট অল-রাউন্ডার হলেন কে?
ⓐ বিরাট কোহলী
ⓑ বেন ষ্টোকস✓
ⓒ রবীন্দ্র জাদেজা
ⓓ স্টিভেন স্মিথ
✪ তিনি ইংল্যান্ডের ক্রিকেট খেলোয়াড় এবং টেস্ট ভাইস ক্যাপ্টেন
10.‘Pichichi Award 2020’ জিতলেন কোন প্রখ্যাত ফুটবলার?
ⓐ রোনাল্ড
ⓑ লিওনেল মেসি✓
ⓒ নেইমার
ⓓ সাদিও মানে
✪ তিনি আর্জেন্টিনার প্রখ্যাত ফুটবল খেলোয়াড়
✪ এটা নিয়ে মোট ৭বার এই পুরস্কার তিনি পেলেন
No comments:
Post a Comment