Tuesday, July 21, 2020

Bengali Current Affairs 22nd July, 2020






Bengali Current Affairs 22nd July, 2020

1.‘মুখ্যমন্ত্রী সুপোষণ যোজনা’ লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ উড়িষ্যা
ⓑ আসাম
ⓒ ছত্তিশগড়✓
ⓓ পশ্চিমবঙ্গ

▣ রাজ্যে মহিলা ও শিশুদের অপুষ্টির সঙ্গে মোকাবিলা করার জন্যই এই যোজনা লঞ্চ করা হল
▣ রাজধানী- বিলাসপুর,রায়পুর
▣ বর্তমান মুখ্যমন্ত্রী- ভূপেশ বাঘেল
▣ বর্তমান রাজ্যপাল- Anusuiya Uikey



2.পূর্ব দিল্লিতে প্রথম বিদ্যুৎ চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন উদ্বোধন করলেন কে?

ⓐ অরবিন্দ কেজরীওয়াল
ⓑ মনীষ সিসদিয়া✓
ⓒ নরেন্দ্র মোদী
ⓓ নিতিন গাদ্কারী

▣ তিনি ২০১৫ সাল থেকে দিল্লির ডেপুটি চিফ মিনিষ্টার পদে নিযুক্ত আছেন
▣ EV Motors India Private Limited এবং BSES Yamuna Power Limited-এর মধ্যে পার্টনারশীপ গড়ে এটি লঞ্চ করা হয়েছে
▣ এই চার্জিং স্টেশনটি একসঙ্গে ৪টি গাড়ি চার্জ করতে পারবে ৪৫-৯০ মিনিটের মধ্যে
▣ প্রাথমিকভাবে এর জন্য ধার্য করা হয়েছে ১০.৫০টাকা প্রতি ইউনিট
▣ চার্জিং স্টেশনটির ব্র্যান্ডিং হলো- 'PlugNgo'

3.সম্প্রতি Marianna Vardinoyannis এবং Morissana Kouyaté কোন পুরস্কারের জন্য মনোনীত হলেন?

ⓐ 2020 Nelson Mandela Prize✓
ⓑ 2020 Nobel Prize
ⓒ 2020 Abel Prize
ⓓ International Gandhi Peace Prize 2020

▣ Marianna Vardinoyannis গ্রীসের এবং Morissana Kouyaté গিনির বাসিন্দা
▣ দুজনেই নারী ও শিশুদের অধিকারের জন্য লড়েছেন
▣ এই পুরস্কারের ঘোষণা করলেন United Nations General Assembly-এর প্রেসিডেন্ট- Tijjani Muhammad-Bande


4.‘Highest Paid Banker for FY20’ তালিকায় প্রথমস্থানে আছেন কে?

ⓐ রাজনিস কুমার
ⓑ আদিত্য পুরী✓
ⓒ সন্দীপ বক্সী
ⓓ অমিতাভ চৌধুরী

▣ আদিত্য পুরী হলেন HDFC Bank-এর ম্যানেজিং ডিরেক্টর
২০১৯-২০ আর্থিক বছরে তাঁর বার্ষিক স্যালারী ১৮.৯২ কোটি টাকা
▣ HDFC Bank-এর হেডকোয়াটার- মুম্বাই
▣ প্রতিষ্ঠাসাল- আগস্ট, ১৯৯৪



5.সম্প্রতি অবসর নেওয়া Andre Schurrle কোন খেলার সঙ্গে যুক্ত?

ⓐ ক্রিকেট                  
ⓑ ফুটবল✓
ⓒ আইস হকি
ⓓ গল্ফ

▣ তিনি প্রখ্যাত এবং বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার
▣ অবসরকালীন তাঁর বয়স মাত্র ২৯ বছর


6.সম্প্রতি প্রয়াত ভারতীয় গণিতজ্ঞ C.S. Seshadri, কোন পুরস্কারে ভুষিত হয়েছিলেন?

ⓐ ভারতরত্ন
ⓑ অর্জুন
ⓒ পদ্ম ভূষণ✓
ⓓ পদ্মশ্রী

▣ ২০০৯ সালে তিনি এই পুরস্কার পেয়েছিলেন
▣ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর
▣ তিনি ১৯৮৮ সালে Fellow of the Royal Society হিসাবে নির্বাচিত হয়েছিলেন


7.‘KURMA’ মোবাইল অ্যাপের সাহায্য নিয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রালয় কোন প্রাণীর সংরক্ষণের ব্যবস্থা করবে?

ⓐ বানর
ⓑ কচ্ছপ✓
ⓒ হরিন
ⓓ বাঘ

▣ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী হলেন- প্রকাশ জাভেদকর
▣ এই অ্যাপটি লঞ্চ করা হয়েছিল ২৩শে মে 'বিশ্ব কচ্ছপ দিবস'-এর দিন
▣ Turtle Survival Alliance-India এবং Wildlife Conservation Society-India-র সহযোগিতায় এই অ্যাপটি বানিয়েছে Indian Turtle Conservation Action Network (ITCAN)
▣ ভারতীয় কচ্ছপ গুলিকে ট্র্যাক ও রিপোর্টিং করতে এই টুলটি ব্যবহৃত হবে

8.বিশ্বে প্রথম মুসলিম দেশ হিসাবে ‘Hope’-নামে মঙ্গল মিশন সফলভাবে লঞ্চ করলো কোন দেশ?

ⓐ পাকিস্তান
ⓑ সংযুক্ত আরব আমিরশাহী✓
ⓒ সৌদি আরব
ⓓ ইরান

▣ জাপানের Tanegashima Space Center থেকে  লঞ্চ করা হয়েছে
▣ UAE-এর রাজধানী- আবু ধাবি
▣ মুদ্রার নাম- দিরহাম
▣ বর্তমান প্রেসিডেন্ট- Khalifa bin Zayed Al Nahyan

9.তিব্বতীয় বৌদ্ধদের ধর্ম গুরু ১৪তম দালাই লামার জীবনী গ্রন্থটিকে লিখলেন?

ⓐ চেতন ভগৎ
ⓑ Tenzin Geyche Tethong✓
ⓒ শশী থারুর
ⓓ অমিত চৌধুরী


▣ বইটির শিরোনাম হলো- His Holiness The Fourteenth Dalai Lama: An Illustrated Biography



10.বিরল প্রজাতির বৃহদাকার আরশোলার সন্ধান পাওয়া গেল কোন মহাসাগরে?

ⓐ বঙ্গোপসাগরে
ⓑ ভারত মহাসাগরে✓
ⓒ প্রশান্ত মহাসাগরে
ⓓ আরব সাগরে

ভারত মহাসাগর (ইন্দোনেশিয়া)

▣ এই প্রজাতির নামকরণ করা হয়েছে- 'Bathynomus raksasa'





11. বিশ্ব দাবা দিবস পালন করা হয় কবে?

a.২০ জুলাই✓
b.২১ জুলাই
c.১৯ জুলাই
d.১৮ জুলাই






12. সম্প্রতি প্রকাশিত "The Endgame "শিরোনামে বইটি কে লিখেছেন?

a. S. Hossain.Jaidi✓
b. P. praveen Siddharth
c. Pema khandu

d. সত্যার্থ নায়ক






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...