Bengali Current Affairs 25th July, 2020
1. ‘National Refreshment Day’ পালন করা হয় প্রতিবছর জুলাই মাসের কোন দিন?
ⓐ দ্বিতীয় শুক্রবার
ⓑ চতুর্থ বৃহস্পতিবার✓
ⓒ ২৩শে জুলাই
ⓓ তৃতীয় রবিবার
ⓑ চতুর্থ বৃহস্পতিবার✓
ⓒ ২৩শে জুলাই
ⓓ তৃতীয় রবিবার
2.মরণোত্তর ‘Legend of Animation’ অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন অ্যানিমেশন নির্মাতা?
ⓐ সুমিত দেব
ⓑ অর্ণব চৌধুরী✓
ⓒ অর্জুন কুমার
ⓓ আকাশ পান্ডে
ⓑ অর্ণব চৌধুরী✓
ⓒ অর্জুন কুমার
ⓓ আকাশ পান্ডে
☛ তিনি ২০১৯ সালের ২৫শে ডিসেম্বর মারা গেছেন
☛ ২০১২ সালে নির্মিত ‘Arjun: The Warrior Prince’-নামে অ্যানিমেশন মুভিটি ২০১৩ সালে অস্কারের জন্য মনোনীত হয়েছিল
☛ তাঁকে এই পুরস্কারে সম্মানিত করছে Toonz Media Group (TMG)
☛ ২০১২ সালে নির্মিত ‘Arjun: The Warrior Prince’-নামে অ্যানিমেশন মুভিটি ২০১৩ সালে অস্কারের জন্য মনোনীত হয়েছিল
☛ তাঁকে এই পুরস্কারে সম্মানিত করছে Toonz Media Group (TMG)
3.ভারত-চীন সীমান্তে নজরদারী করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে কী নামে ড্রোন সরবরাহ করলো DRDO?
ⓐ ইন্ডিয়া
ⓑ দ্রনাচার্য্য
ⓒ ভারত✓
ⓓ নজরিয়া
ⓑ দ্রনাচার্য্য
ⓒ ভারত✓
ⓓ নজরিয়া
ইন্ডিয়া ড্রোন হলো একটি ড্রোন যা বিশ্বের সবচেয়ে হালকা এবং দ্রুততম ড্রোন।
☛ DRDO-এর পুরো কথা হল-Defence Research and Development Organisation
☛ হেডকোয়াটার- নিউ দিল্লি
☛ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮
☛ ভারত চিনের মধ্যে সীমান্ত রেখার নাম- ম্যাকমোহন লাইন
☛ ইন্ডিয়ান আর্মির হেডকোয়াটার- নিউ দিল্লি
☛ বর্তমান চিফ অফ আর্মি স্টাফ হলেন- Manoj Mukund Naravane
☛ DRDO-এর পুরো কথা হল-Defence Research and Development Organisation
☛ হেডকোয়াটার- নিউ দিল্লি
☛ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮
☛ ভারত চিনের মধ্যে সীমান্ত রেখার নাম- ম্যাকমোহন লাইন
☛ ইন্ডিয়ান আর্মির হেডকোয়াটার- নিউ দিল্লি
☛ বর্তমান চিফ অফ আর্মি স্টাফ হলেন- Manoj Mukund Naravane
4.SBI General Insurance-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রাজনিস কুমার
ⓑ রমেশ বাবু
ⓒ প্রকাশ চন্দ্র কান্দপাল✓
ⓓ শ্যাম শ্রীনিবাসন
ⓑ রমেশ বাবু
ⓒ প্রকাশ চন্দ্র কান্দপাল✓
ⓓ শ্যাম শ্রীনিবাসন
☛ সম্প্রতি SBI Cards-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন- অশ্বিনী কুমার তিয়ারী
5.ভারতের প্রথম নাম্বারলেস ডেবিট কার্ড লঞ্চ করলো কোন সংস্থা?
ⓐ GooglePay
ⓑ PhonePe
ⓒ FamPay✓
ⓓ PayTm
ⓑ PhonePe
ⓒ FamPay✓
ⓓ PayTm
FamPay এর হেডকোয়ার্টার- বেঙ্গালুরু , কর্ণাটক
FamPay এর প্রতিষ্ঠাতা -Kush Taneja, Samvab Jain
FamPay এর প্রতিষ্ঠাতা -Kush Taneja, Samvab Jain
6.সম্প্রতি স্কিল ডেভেলপমেন্টের জন্য IIT Ropar-এর সাথে সমঝোতা চুক্তি(MoU) স্বাক্ষর করলো কোন রাজ্য সরকার?
ⓐ হরিয়ানা
ⓑ পাঞ্জাব✓
ⓒ কেরালা
ⓓ কর্নাটক
ⓑ পাঞ্জাব✓
ⓒ কেরালা
ⓓ কর্নাটক
☛ পাঞ্জাবের রাজধানী-চন্ডিগড়
☛ বর্তমান মুখ্যমন্ত্রী- Amarinder Singh
☛ বর্তমান রাজ্যপাল- V. P. Singh Badnore
☛ বর্তমান মুখ্যমন্ত্রী- Amarinder Singh
☛ বর্তমান রাজ্যপাল- V. P. Singh Badnore
7.মালে-তে ‘Emergency Medical Services’ প্রতিষ্ঠার জন্য কোন দেশের সাথে চুক্তি করলো মালদ্বীপ?
ⓐ বাংলাদেশ
ⓑ ভারত✓
ⓒ চীন
ⓓ পাকিস্তান
ⓑ ভারত✓
ⓒ চীন
ⓓ পাকিস্তান
☛ এই চুক্তির আওতায় মালদ্বীপকে ২০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিচ্ছে ভারত
☛ মালদ্বীপের রাজধানী- মালে
☛ মুদ্রার নাম- রূফিয়া
☛ বর্তমান রাষ্ট্রপতি- Ibrahim Mohamed Solih
☛ মালদ্বীপের রাজধানী- মালে
☛ মুদ্রার নাম- রূফিয়া
☛ বর্তমান রাষ্ট্রপতি- Ibrahim Mohamed Solih
8.‘2019 National Award of Excellence for Outstanding Research in Forestry’ পুরস্কার পেলেন কে?
ⓐ Govind Ballabh Pant
ⓑ Kannan C S Warrier✓(কান্নান সি এস ওয়ারিয়ার)
ⓒ Satya Prasad Yadav
ⓓ C.V Ramaswamy
ⓑ Kannan C S Warrier✓(কান্নান সি এস ওয়ারিয়ার)
ⓒ Satya Prasad Yadav
ⓓ C.V Ramaswamy
☛ তিনি Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB) -এর সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট
9.‘E-Sachivalaya’ পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
ⓐ পাঞ্জাব
ⓑ কর্নাটক
ⓒ হরিয়ানা✓
ⓓ মহারাষ্ট্র
☛ মুখ্যমন্ত্রী, ডেপুটি মুখ্যমন্ত্রীসহ অন্যান্য বিভাগের প্রধানকর্মকর্তার সাথে ভার্চুয়াল বৈঠক-এর অ্যাপয়েন্টমেন্ট নিতে সহায়তা করবে এই পোর্টাল
☛ রাজধানী- চন্ডিগড়
☛ বর্তমান মুখ্যমন্ত্রী- Manohar Lal Khattar
☛ বর্তমান রাজ্যপাল- Satyadev Narayan Arya
☛ রাজধানী- চন্ডিগড়
☛ বর্তমান মুখ্যমন্ত্রী- Manohar Lal Khattar
☛ বর্তমান রাজ্যপাল- Satyadev Narayan Arya
10.সম্প্রতি প্রয়াত Barry Jarman কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ ফুটবল
ⓑ ক্রিকেট✓
ⓒ গল্ফ
ⓓ দাবা
ⓑ ক্রিকেট✓
ⓒ গল্ফ
ⓓ দাবা
☛ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৪ বছর
☛ তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট ক্রিকেটার ছিলেন
☛ অস্ট্রেলিয়ার রাজধানী- ক্যানবেরা
☛ মুদ্রার নাম- অস্ট্রেলিয়ান ডলার
☛ বর্তমান প্রধানমন্ত্রী- Scott Morrison
☛ তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট ক্রিকেটার ছিলেন
☛ অস্ট্রেলিয়ার রাজধানী- ক্যানবেরা
☛ মুদ্রার নাম- অস্ট্রেলিয়ান ডলার
☛ বর্তমান প্রধানমন্ত্রী- Scott Morrison
11. কোন রাজ্য সরকার তপশিলি বর্ণের জন্য নতুন কর্মসংস্থান UMBRELLA পরিকল্পনা চালু করেছে?
a.উত্তরপ্রদেশ ✓
b.হরিয়ানা
c.মধ্যপ্রদেশ
d.গুজরাট
b.হরিয়ানা
c.মধ্যপ্রদেশ
d.গুজরাট
• এই প্রকল্পের আওতায় 17.4 2 কোটি টাকা আর্থিক সহায়তা অনলাইনে 3484 জন সুবিধাভোগী স্থানান্তর করা হয়েছে যা রাজ্যের যুবকদের স্বাবলম্বী করতে সহায়তা করবে
12. ভারতের প্রথম করোনা ভ্যাকসিনের মানবিক পরীক্ষা কোথায় হয়েছিল?
a. এইমস কেরালা
b.এইমস শ্রীনগর
c.এইমস দিল্লি
d.এইমস পাটনা✓
b.এইমস শ্রীনগর
c.এইমস দিল্লি
d.এইমস পাটনা✓
• এই মানবিক পরীক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ 18 জন স্বেচ্ছাসেবক কে বেছে নিয়েছে। স্বেচ্ছাসেবীরা ডোজ দেওয়ার পরে দু'ঘণ্টা ডাক্তারদের পর্যবেক্ষণে থাকেন। গবেষকদের মতে এই স্বেচ্ছাসেবকদের 14 দিনের জন্য মানব পরীক্ষা করা হবে।
13. বিদ্যুৎ লাইন এবং টাওয়ারের নিরীক্ষণ এর জন্য ড্রোন ব্যবহার করা ভারতের প্রথম রাজ্য কোনটি?
a.মহারাষ্ট্র ✓
b.বিহার
c.রাজস্থান
d.হরিয়ানা
b.বিহার
c.রাজস্থান
d.হরিয়ানা
*মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ ট্রানস্মিশন সংস্থা লিমিটেড বিদ্যুৎ লাইন এবং টাওয়ার পরিদর্শন করার জন্য ড্রোন ব্যবহার শুরু করায় মহারাষ্ট্র দেশে প্রথম রাজ্যে পরিণত হয়েছে
*এর আওতায় মোট 16 টি ড্রোন ব্যবহার করবে যা সর্বোচ্চ 50 মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে
*এই ড্রোনগুলি ইন - ওয়ে আল্ট্রা HD ক্যামেরা দ্বারা সজ্জিত রয়েছে যা টাওয়ার এবং তার উপাদানগুলি উচ্চ রেজুলেশন ক্লোজআপ ছবি এবং ভিডিও নিতে পারে।
14. ICC টি-টোয়েন্টি বিশ্বকাপ কোন বছর পিছিয়ে দেয়া হয়েছে?
a.2023 সাল
b.2022 সাল ✓
c.2024 সাল
d.2021 সাল
b.2022 সাল ✓
c.2024 সাল
d.2021 সাল
*ICC বর্তমান CEO - মনু সাহানি
*ICC সদর দপ্তর - দুবাই
*ICC সদর দপ্তর - দুবাই
15. ভারতের কোন রাজ্যে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ দেখা গেছে?
a. উড়িষ্যা ✓
b.অন্ধ্রপ্রদেশ
c.উত্তরপ্রদেশ
d.গুজরাট
b.অন্ধ্রপ্রদেশ
c.উত্তরপ্রদেশ
d.গুজরাট
*বিরল হলুদ কচ্ছপের প্রজাতি ভারতের উড়িষ্যা রাজ্যের বালাসোর জেলায় দেখা গেছে। এই কচ্ছপগুলি সাধারণত শ্রীলংকা ,নেপাল ,বাংলাদেশ, পাকিস্তান এবং মায়ানমারে দেখা যায়
*এই কচ্ছপটি ' ইন্ডিয়ান ফ্ল্যাপ শেল টার্টল ' নামে পরিচিত। এই কচ্ছপ ব্যাঙ এবং জলজ উদ্ভিদ খায়
16.কোভিদ- 19 প্রতিরোধের জন্য কোন ব্যাংক মাস্ক স্যানিটাইজার বিতরণের জন্য দেশব্যাপী প্রচার শুরু করেছে?
a.ICICI ব্যাংক
b.HDFC ব্যাংক
c.স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
d.পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক✓
b.HDFC ব্যাংক
c.স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
d.পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক✓
*এই প্রচার এর আওতায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সারাদেশে 6262 টি জেলায় মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করেছে
*পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদরদপ্তর - নয়াদিল্লি
No comments:
Post a Comment