Bengali Current Affairs 24th July, 2020
1. ‘Pi Approximation Day’ পালন করা হয় কবে?
ⓐ ২২শে এপ্রিল
ⓑ ২২শে জুলাই✓
ⓒ ২২শে মে
ⓓ ২৩শে জুন
2.‘মনোদর্পন’-নামে উদ্যোগ লঞ্চ করলেন কে?
ⓐ ড. হর্ষ বর্ধন
ⓑ রাজনাথ সিং
ⓒ রমেশ পোখরীয়াল✓
ⓓ প্রকাশ জাভেদকর
❐ মহামারী চলাকালীন ছাত্রছাত্রীদের মানসিক উন্নতির জন্যই এই পদক্ষেপ
❐ রমেশ পোখরীয়াল বর্তমানে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী
3.২০১৯ সালে কত বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করে রেকর্ড গড়লো ভারতের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি?
ⓐ ৩ বিলিয়ন
ⓑ ২ বিলিয়ন
ⓒ ২.৪৭ বিলিয়ন✓
ⓓ ২.৭৫ বিলিয়ন
❐ রিপোর্ট অনুযায়ী আগের বছর তুলনায় ১২.১% বৃদ্ধি ঘটেছে
❐ এই তথ্য প্রকাশ করেছে World Federation of Direct Selling Associations (WFDSA)
4.সম্প্রতি প্রয়াত অভিনেতা বিজয় মহান্তি কোন রাজ্যের বাসিন্দা?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ উড়িষ্যা✓
ⓒ আসাম
ⓓ ত্রিপুরা
❐ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭০ বছর
❐ ১৯৭৮ সালে 'চিল্কার তীরে' সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন
❐ উরিষ্যার রাজধানী- ভুবনেশ্বর
❐ বর্তমান মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
❐ বর্তমান রাজ্যপাল- গনেশী লাল
5.‘ICC Test Rankings-এ বিশ্বে নং-১ টেস্ট অল-রাউন্ডার হলেন কে?
ⓐ বিরাট কোহলী
ⓑ বেন ষ্টোকস✓
ⓒ রবীন্দ্র জাদেজা
ⓓ স্টিভেন স্মিথ
✪ তিনি ইংল্যান্ডের ক্রিকেট খেলোয়াড় এবং টেস্ট ভাইস ক্যাপ্টেন
6.NMDC-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সুমিত নাগাল
ⓑ সুমিত দেব✓
ⓒ অমিতাভ চৌধুরী
ⓓ মনোরঞ্জন গুপ্ত
❐ NMDC-এর পুরো কথা হল- National Mineral Development Corporation
❐ হেডকোয়াটার- হায়দ্রাবাদ
❐ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮ সালের ১৫ই নভেম্বর
7.‘Gulbenkian Prize for Humanity’-পুরস্কারে সম্মানিত হলো কে?
ⓐ মালাল ইউসফজাই
ⓑ গ্রেটা থানবার্গ✓
ⓒ জুলিয়া হিল
ⓓ জন মুইর
❐ সে সুইডেনের বাসিন্দা
❐ এই পুরস্কার স্বরূপ সে ১ মিলিয়ন ইউরো পেয়েছে, যেটি সে একটি পরিবেশ উন্নয়ন সংস্থায় দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
❐ ২০১৯ সালে সে 'International Children's Peace Prize' পেয়েছিল
❐ সুইডেনের রাজধানী- স্টকহোম
❐ মুদ্রার নাম- সুইডিশ ক্রোনা
❐ বর্তমান প্রধানমন্ত্রী- Stefan Löfven
8.Bajaj Finance Ltd-এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন কে?
ⓐ সঞ্জীব বাজাজ
ⓑ রাহুল বাজাজ✓
ⓒ আদিত্য বাজাজ
ⓓ গৌতম বাজাজ
❐ Bajaj Finance Ltd-এর হেডকোয়াটার- পুনে
❐ প্রতিষ্ঠাতা- Jamnalal Bajaj
❐ বর্তমান CEO হলেন- সঞ্জীব বাজাজ
9.ভারতে নতুন ‘Consumer Protection Act, 2019’ কার্যকর হলো কোন তারিখ থেকে?
ⓐ ২০শে জুলাই ২০২০✓
ⓑ ২০শে জুন ২০২০
ⓒ ২৫শে এপ্রিল ২০২০
ⓓ ২১শে জুলাই ২০২০
❐ এই আইনে অনলাইন ক্রেতাদেরও সুরক্ষার কথা বলা হয়েছে
10.‘ANASIS-II’-নামে দক্ষিন কোরিয়ার প্রথম মিলিটারী স্যাটেলাইটটি লঞ্চ করলো কোন সংস্থা?
ⓐ NASA
ⓑ ISRO
ⓒ SpaceX✓
ⓓ JAXA
❐ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার Cape Canaveral Air Force Station থেকে 'Falcon 9 ' রকেটের সাহায্যে এটি লঞ্চ করা হল
❐ SpaceX-এর প্রতিষ্ঠা ও CEO হলেন- Elon Musk
❐ প্রতিষ্ঠা সাল- ২০০২
❐ হেডকোয়াটার- ক্যালিফোর্নিয়া
❐ দক্ষিন কোরিয়ার রাজধানী- Seoul
❐ মুদ্রার নাম- South Korean Won
❐ বর্তমান রাষ্ট্রপতি- Moon Jae-in (মুন জে-ইন)
No comments:
Post a Comment