Bengali Current Affairs 3rd July, 2020
1.কার জন্মদিন উপলক্ষ্যে ভারতে ‘জাতীয় ডাক্তার দিবস’ পালন করা হয় ১লা জুলাই?
ⓐ মেঘনাদ সাহা
ⓑ বিধানচন্দ্র রায়✓
ⓒ প্রশান্ত চন্দ্র মহলানবীশ
ⓓ জগদীশ চন্দ্র বসু
ⓑ বিধানচন্দ্র রায়✓
ⓒ প্রশান্ত চন্দ্র মহলানবীশ
ⓓ জগদীশ চন্দ্র বসু
✤ জন্ম-১লা জুলাই ১৮৮২
✤ মৃত্যু- ২লা জুলাই ১৯৬২
✤ তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন (১৯৪৮-১৯৬২)
✤ ১৯৬১ সালের ৪ঠা ফেব্রুয়ারী তিনি 'ভারত রত্ন' পুরস্কারে সম্মানিত হন
✤ মৃত্যু- ২লা জুলাই ১৯৬২
✤ তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন (১৯৪৮-১৯৬২)
✤ ১৯৬১ সালের ৪ঠা ফেব্রুয়ারী তিনি 'ভারত রত্ন' পুরস্কারে সম্মানিত হন
2.বয়স্ক নাগরিকদের জন্য ‘বরিষ্ঠ নাগরিক সুবিধা কেন্দ্র’ স্থাপন করতে চলেছে কোন রাজ্য?
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ হিমাচল প্রদেশ✓
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ অরুনাচলপ্রদেশ
ⓑ হিমাচল প্রদেশ✓
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ অরুনাচলপ্রদেশ
✤ এই উদ্যোগের মাধ্যমে বৃদ্ধ নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা এবং সুস্থ থাকার জন্য নানারকম ব্যবস্থা গ্রহণ করা হবে যেমন-যোগা
✤ হিমাচল প্রদেশের রাজধানী-শিমলা(গ্রীষ্মকালীন) এবং ধর্মশালা(শীতকালীন)
✤ বর্তমান মুখ্যমন্ত্রী- জয়রাম ঠাকুর
✤ বর্তমান রাজ্যপাল-Bandaru Dattatreya
✤ হিমাচল প্রদেশের রাজধানী-শিমলা(গ্রীষ্মকালীন) এবং ধর্মশালা(শীতকালীন)
✤ বর্তমান মুখ্যমন্ত্রী- জয়রাম ঠাকুর
✤ বর্তমান রাজ্যপাল-Bandaru Dattatreya
3.‘হামারা ঘর হামারা বিদ্যালয়’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
ⓐ দিল্লি
ⓑ মহারাষ্ট্র
ⓒ মধ্যপ্রদেশ✓
ⓓ গুজরাট
ⓑ মহারাষ্ট্র
ⓒ মধ্যপ্রদেশ✓
ⓓ গুজরাট
✤ করোনা মহামারীতে বাড়িতে বসেই শিশুদের শিক্ষদানের ব্যবস্থা করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে
✤ রাজধানী-ভোপাল
✤ বর্তমান মুখ্যমন্ত্রী-শিবরাজ সিং চৌহান
✤ বর্তমান রাজ্যপাল-লালজী ট্যান্ডন
✤ রাজধানী-ভোপাল
✤ বর্তমান মুখ্যমন্ত্রী-শিবরাজ সিং চৌহান
✤ বর্তমান রাজ্যপাল-লালজী ট্যান্ডন
4.‘সবুজ উড়িষ্যা’ উদ্যোগের আওতায় কত হেক্টর জায়গায় বৃক্ষরোপন করা হবে?
ⓐ ২.২০ লক্ষ
ⓑ ১.৩০ লক্ষ✓
ⓒ ৫ লক্ষ
ⓓ ১.৩১ লক্ষ
ⓑ ১.৩০ লক্ষ✓
ⓒ ৫ লক্ষ
ⓓ ১.৩১ লক্ষ
✤ এই উদ্যোগটি ঘোষণা করলেন উরিষ্যার বর্তমান মূখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
✤ রাজধানী- ভুবনেশ্বর
✤ বর্তমান রাজ্যপাল-গনেশী লাল
✤ রাজধানী- ভুবনেশ্বর
✤ বর্তমান রাজ্যপাল-গনেশী লাল
5.ICC-এর ‘Elite Panel of Umpires’-এ কনিষ্ঠতম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলেন ভারতের কোন আম্পায়ার?
ⓐ সি.কে. নন্দন
ⓑ নিতিন মেনন✓
ⓒ সঞ্জয় হাজারে
ⓓ নিতিন পন্ডিত
ⓑ নিতিন মেনন✓
ⓒ সঞ্জয় হাজারে
ⓓ নিতিন পন্ডিত
✤ ICC-এর পুরো কথা- International Cricket Council
✤ প্রাথমিকভাবে এটি Imperial Cricket Conference নামে পরিচিত ছিল
✤ ১৯৬৫ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় International Cricket Council
✤ হেডকোয়াটার- দুবাই
✤ প্রতিষ্ঠা সাল-১৯০৯ সালের ১৫ই জুন
✤ বর্তমান CEO হলেন- Manu Sawhney
✤ বর্তমান চেয়ারপারসন-শশাঙ্ক মনোহর
✤ প্রাথমিকভাবে এটি Imperial Cricket Conference নামে পরিচিত ছিল
✤ ১৯৬৫ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় International Cricket Council
✤ হেডকোয়াটার- দুবাই
✤ প্রতিষ্ঠা সাল-১৯০৯ সালের ১৫ই জুন
✤ বর্তমান CEO হলেন- Manu Sawhney
✤ বর্তমান চেয়ারপারসন-শশাঙ্ক মনোহর
6.Gudni Th. Johannesson কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হলেন?
ⓐ মালাউই
ⓑ গ্রীনল্যান্ড
ⓒ আইসল্যান্ড✓
ⓓ সুইজারল্যান্ড
ⓑ গ্রীনল্যান্ড
ⓒ আইসল্যান্ড✓
ⓓ সুইজারল্যান্ড
✤ রাজধানী-Reykjavik
✤ মুদ্রার নাম-Icelandic Krona.
7.‘Prof. P C Mahalanobis Award’-এ প্রথম সম্মানিত হলেন রিজার্ভ ব্যাঙ্কের কোন প্রাক্তন গভর্নর?
✤ মুদ্রার নাম-Icelandic Krona.
7.‘Prof. P C Mahalanobis Award’-এ প্রথম সম্মানিত হলেন রিজার্ভ ব্যাঙ্কের কোন প্রাক্তন গভর্নর?
ⓐ বিমল জালান
ⓑ উর্জিত প্যাটেল
ⓒ চক্রবর্তী রঙ্গরাজন✓
ⓓ রঘুরাম রাজন
ⓑ উর্জিত প্যাটেল
ⓒ চক্রবর্তী রঙ্গরাজন✓
ⓓ রঘুরাম রাজন
✤ তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ১৯তম গভর্নর ছিলেন
✤ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সদরদপ্তর- মুম্বাই (আগে ছিল কলকাতায়)
✤ প্রতিষ্ঠা সাল- ১৯৩৫ সালের ১লা এপ্রিল
✤ বর্তমান গভর্নর- শক্তিকান্ত দাস
✤ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সদরদপ্তর- মুম্বাই (আগে ছিল কলকাতায়)
✤ প্রতিষ্ঠা সাল- ১৯৩৫ সালের ১লা এপ্রিল
✤ বর্তমান গভর্নর- শক্তিকান্ত দাস
8.সম্প্রতি "National Postal Worker Day "পালন করা হয়েছে কোন দিন?
ⓐ 28th June
ⓑ 29th June
ⓒ 30th June
ⓓ 1st July✓
ⓑ 29th June
ⓒ 30th June
ⓓ 1st July✓
9.সম্প্রতি প্রয়াত Carl Reiner কোন দেশের প্রখ্যাত কমেডিয়ান ছিলেন?
ⓐ আমেরিকা✓
ⓑ ইংল্যান্ড
ⓒ ফ্রান্স
ⓓ ব্রাজিল
ⓑ ইংল্যান্ড
ⓒ ফ্রান্স
ⓓ ব্রাজিল
✤ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯৮ বছর
✤ “Oh, God!” (1977) এবং “The Jerk” (1979)-এর মতো বিখ্যাত সিনেমার নির্দেশনা তিনি করেছিলেন
✤ “Oh, God!” (1977) এবং “The Jerk” (1979)-এর মতো বিখ্যাত সিনেমার নির্দেশনা তিনি করেছিলেন
10.ভারতের প্রথম ‘প্লাজমা ব্যাঙ্ক’ স্থাপন করা হবে কোথায়?
ⓐ দিল্লি✓
ⓑ মহারাষ্ট্র
ⓒ আসাম
ⓓ কেরালা
ⓑ মহারাষ্ট্র
ⓒ আসাম
ⓓ কেরালা
✤ বর্তমান মূখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরিয়াল
✤ বর্তমান রাজ্যপাল-Anil Baijal
✤ বর্তমান রাজ্যপাল-Anil Baijal
No comments:
Post a Comment