Bengali Current Affairs 4th July ,2020
1.Indian Oil Corporation Ltd-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ শক্তিকান্ত দাস
ⓑ সুকুমার শর্মা
ⓒ শ্রীকান্ত মাধব বৈদ্য✓
ⓓ সুধীর বর্মন
❖ Indian Oil Corporation Ltd-এর হেডকোয়াটার-নিউ দিল্লি
2.কৃষকদের জন্য ‘e-Kisaan Dhan’ অ্যাপ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
ⓐ পাঞ্জাব ব্যাঙ্ক
ⓑ এইচ.ডি.এফ.সি. ব্যাঙ্ক✓
ⓒ ভারতীয় স্টেট ব্যাঙ্ক
ⓓ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
❖ হেডকোয়াটার-মুম্বাই
❖ প্রতিষ্ঠা সাল- ১৯৯৪ সালের আগস্ট
❖ বর্তমান CEO পদে আছেন- আদিত্য পুরী
3.৬০০ মেগাওয়াট Kholongchhu Hydroelectric Project-এর জন্য ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ?
ⓐ নেপাল
ⓑ ভুটান✓
ⓒ মায়ানমার
ⓓ বাংলাদেশ
❖ রাজধানী-থিম্পু
❖ মুদ্রার নাম-ভুটানিজ গুলট্রাম
4.বেকার যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ‘Skill Connect Forum’ লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ কেরালা
ⓑ কর্নাটক✓
ⓒ মহারাষ্ট্র
ⓓ দিল্লি
❖ রাজধানী-বেঙ্গালুরু
❖ বর্তমান মুখ্যমন্ত্রী-B.S. Yediyurappa
❖ বর্তমান রাজ্যপাল- Vajubhai Vala
5.কোন দেশের আর্মির প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল হিসাবে নিযুক্ত হলেন Nigar Johar?
ⓐ বাংলাদেশ
ⓑ পাকিস্তান✓
ⓒ আফগানিস্তান
ⓓ নেপাল
❖ রাজধানী- ইসলামাবাদ
❖ মুদ্রার নাম- পাকিস্তানী রুপী
❖ বর্তমান প্রধানমন্ত্রী- আরিফ আলভী
❖ বর্তমান প্রেসিডেন্ট- ইমরান খান
6.শশাঙ্ক মনোহর কোন সংস্থার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন?
ⓐ FIFA
ⓑ ICC✓
ⓒ NADA
ⓓ FIH
❖ ICC-এর সম্পূর্ণ কথা-International Cricket Council
❖ হেডকোয়াটার- দুবাই
❖ বর্তমান CEO হলেন-Manu Sawhney
❖ প্রতিষ্ঠা সাল- ১৯০৯
❖ প্রতিষ্ঠার সময় এর নাম ছিল-Imperial Cricket Conference
❖ ১৯৬৫ সালের পরিবর্তন করে রাখা হয়-International Cricket Conference
❖ এবং পরবর্তীকালে ১৯৮৯ সালে বর্তমান নামটি রাখা হয়েছিল
7.ইন্দ্র মনি পান্ডে কোন সংস্থার অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ জাতি সংঘ✓
ⓑ বিশ্ব ব্যাঙ্ক
ⓒ আন্তর্জাতিক বিচারালয়
ⓓ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি
❖ বর্তমান সেক্রেটারি জেনারেল-António Guterres
❖ হেডকোয়াটার- নিউইয়র্ক
❖ অবশ্য তিনি মূলত জাতিসংঘের যেসমস্ত সংস্থাগুলি জেনেভাতে অবস্থিত সেগুলোতে ভারতের প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন,যেমন- বিশ্ব স্বাস্থ্য সংস্থা, United Nations Human Rights Council (UNHRC)-সহ ২৫টি সংস্থা
8.Wisden-এর দ্বারা একবিংশ শতকের ‘Most Valuable Player’ হিসাবে নামাঙ্কিত হলো কার?
ⓐ বিরাট কোহলী
ⓑ রহিত শর্মা
ⓒ রবীন্দ্র জাদেজা✓
ⓓ শচীন তেন্ডুলকার
9.জার্মানীতে PSD Bank Nord Open জিতলো কোন ভারতীয় টেনিস তারকা?
ⓐ সানিয়া মির্জা
ⓑ লিয়েন্ডার পেজ
ⓒ সুমিত নাগাল✓
ⓓ মহেশ ভূপতি
❖ তিনি জার্মান টেনিস খেলোয়াড় Daniel Masur-কে পরাজিত করেই জয়লাভ করেছেন
❖ জার্মানির রাজধানী- বার্লিন
❖ মুদ্রার নাম-ইউরো
❖ বর্তমান রাষ্ট্রপতি-Frank-Walter Steinmeier
10.করোনার কারণে প্রয়াত দিল্লি পুলিশ ইন্সপেক্টর সঞ্জীব কুমার যাদব কোন পুরস্কার পেয়েছিলেন?
ⓐ পদ্মশ্রী
ⓑ বীর চক্র
ⓒ Gallantry Award✓
ⓓ অর্জুন
❖ ভারতে মোট ৬টি Gallantry Award রয়েছে
❖ সেগুলি হল-পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, অশোক চক্র, কীর্তি চক্র ও শৌর্য্য চক্র
❖ এর মধ্যে পরমবীর চক্রই হলো ভারতীয় আর্মির সর্বোচ্চ পুরস্কার
11. কোন দেশে বিশ্বের প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে?
*ভারতের চণ্ডীগড়ে বিশ্বের প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে
*এই স্টেডিয়ামে বৃষ্টি হলেও ম্যাচ বন্ধ হবে না
12. উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দ বিন প্যাটেল কোন রাজ্যের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন?
a. মধ্যপ্রদেশ✓
b. হরিয়ানা
c. বিহার
d.পশ্চিমবঙ্গ
b. হরিয়ানা
c. বিহার
d.পশ্চিমবঙ্গ
*মধ্যপ্রদেশের রাজ্যপাল অসুস্থতার জন্য উত্তর প্রদেশের রাজ্যপাল কিছুদিনের জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন।
13. আন্তর্জাতিক গ্রহাণু দিবস কবে পালিত হয়?
a.27 June
b.28June
c.29June
d.30June✓
b.28June
c.29June
d.30June✓
14. কোন দেশের ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের স্বাস্থ্য ও মানসিক শান্তি ট্র্যাক করতে একটি অ্যাপ চালু করেছে?
a. ভারত
b.বাংলাদেশ✓
c.পাকিস্তান
d.অস্ট্রেলিয়া
b.বাংলাদেশ✓
c.পাকিস্তান
d.অস্ট্রেলিয়া
*সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।
15. মানুষের দেহে ট্রায়ালের জন্য প্রস্তুত ভারতের প্রথম COVID-19 ভ্যাকসিন কোনটি?
a.CORIS
b.COVAXIN✓
c.CORAM
d.COVIN
b.COVAXIN✓
c.CORAM
d.COVIN
*হায়দ্রাবাদের ভারত বায়োটেক এবং ICMRএর মিলিত প্রচেষ্টায় ভ্যাকসিন তৈরি হচ্ছে।
16. কেন্দ্র প্রধানমন্ত্রী কল্যাণ যোজনা কোন মাস পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে?
a. ডিসেম্বর 2020
b.অক্টোবর 2020
c.জানুয়ারি 2021
d.নভেম্বর 2020✓
b.অক্টোবর 2020
c.জানুয়ারি 2021
d.নভেম্বর 2020✓
17. বিশ্বের বৃহত্তম COVID হাসপাতাল চালু হলো কোথায়?
a. দিল্লি /ভারত✓
b. মস্কো/ রাশিয়া
c. মাদ্রিদ /স্পেন
d. নিউইয়র্ক/ অ্যামেরিকা
b. মস্কো/ রাশিয়া
c. মাদ্রিদ /স্পেন
d. নিউইয়র্ক/ অ্যামেরিকা
*দিল্লিতে বিশ্বের বৃহত্তম COVID হাসপাতাল চালু হলো
*এই হাসপাতালের বেড রয়েছে 10,000 টি
No comments:
Post a Comment