Bengali Current Affairs 9th July, 2020
১) কোন রাজ্য সরকার Maha Job Portal লঞ্চ করল?
ক)তামিলনাড়ু
খ)মহারাষ্ট্র ✓
গ)হরিয়ানা
ঘ)কর্ণাটক
*মহারাষ্ট্রের রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য Maha Job পোর্টালটি চালু করল।
*মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন Maha Job পোর্টালটি এটি পরিচালনা করবে
*মহারাষ্ট্রের রাজ্যপাল : ভগৎ সিং কোশিয়ারি
২) ভারতীয় রেলওয়ে কোন কোম্পানির সাথে যৌথ সহযোগিতায় মধ্যপ্রদেশের বিনায় একটি 1.7 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করল?
ক)JSW Ltd
খ) NCL Ltd
গ) Adani Power Ltd
ঘ) BHEL✓
* BHEL এর পুরো কথা হল- Bharat Heavy Electricals Limited
*Chairman and MD of BHEL: Nalin Shinghal
*প্রতিষ্ঠিত 1964
*হেডকোয়ার্টার : নিউ দিল্লি ,ইন্ডিয়া
*Union Minister of Railways : পীযূষ গোয়েল
৩) "Overdraft : Saving the Indian Saver" এই বইটির লেখক কে?
ক) উর্জিত প্যাটেল✓
খ) শক্তিকান্ত দাস
গ) রঘুরাম রাজন
ঘ) আরসি ভারগাভ
*ইনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 24 তম গভর্নর ছিলেন
৪) "Getting Competitive : A Practitioner's Guide for India "বইটির লেখক কে?
ক) প্রীতম জৈন
খ) শ্রীকান্ত যাদব
গ) আরসি ভারগাভ✓
ঘ) অমর্ত্য সেন
◍ Maruti Suzuki-এর চেয়ারম্যান হলেন-R. C. Bhargava
◍ হেডকোয়াটার- নিউ দিল্লি
◍ প্রতিষ্ঠা সাল- ১৯৮২, গুরুগ্রাম
◍ বর্তমান CEO হলেন- Kenichi Ayukawa
৫) কোন দেশ "Ofek16 "নামে Spy Satellite সফলভাবে উৎক্ষেপণ করল?
ক) ইজরাইল✓
খ) ইরান
গ) আফগানিস্তান
ঘ) ইরাক
◍ Shavit-2 নামক রকেটের সাহায্যে এটি লঞ্চ করা হয়েছে
◍ ইজরায়েলের রাজধানী- জেরুজালেম
◍ মুদ্রার নাম- শেকেল
◍ বর্তমান প্রধানমন্ত্রী- Benjamin Netanyahu
৬) South Africa Men's Cricketer of the Year কোন ক্রিকেট খেলোয়াড় হলেন?
ক)Lungi Ngidi
খ)Quinton de Kock✓
গ)David Miller
ঘ)Faf du Plessis
৭) বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে ভারত বিশ্বের কোন অবস্থানে রয়েছে?
ক)পঞ্চম✓
খ)ষষ্ঠ
গ)অষ্টম
ঘ)দ্বিতীয়
*প্রথম চীন, দ্বিতীয় জাপান, তৃতীয় সুইজারল্যান্ড, চতুর্থ রাশিয়া ,পঞ্চম ভারত
৮) নমামি গঙ্গে প্রোগ্রামের জন্য বিশ্ব ব্যাংক কত ডলার লোন দিল ভারত সরকারকে?
ক)200 মিলিয়ন ডলার
খ)400 মিলিয়ন ডলার✓
গ)600 মিলিয়ন ডলার
ঘ)300 মিলিয়ন ডলার
৯) "World Chocolate Day" পালন করা হয় কবে?
ক) 14 ই ফেব্রুয়ারি
খ) 7 জুলাই ✓
গ) 7 এপ্রিল
ঘ) 7 ই ফেব্রুয়ারি
◍ ১৫৫০ সালে ইউরোপে প্রথম চকলেট প্রবর্তনের উদযাপন করতেই এই দিনটি পালন করা হয়
১০)IFSCA-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
ক) মনোজ আহুজা
খ) ইনজেটি শ্রীনিবাস✓
গ) শ্রীনিবাস রাঘবন
ঘ) অমৃন্দার সিং
◍ IFSCA-এর পুরো কথা- International Financial Services Centres Authority
◍ হেডকোয়াটার- গান্ধীনগর, গুজরাট
১১) Luxury Ride-নামক গাড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কে?
ক) আরমান মালিক
খ) বাদশা
গ) সুখবীর সিং✓
ঘ) অরিজিত সিং
◍ তিনি 'Prince of Bhangra'-নামে পরিচিত
১২) Instagram’s Highest-Paid Celebrity হিসাবে নির্বাচিত হওয়া Dwayne Johnson কোন দেশের নাগরিক?
ক) লন্ডন
খ) আমেরিকা✓
গ) ফ্রান্স
ঘ) ইউরোপ
◍ তিনি 'The Rock'-নামে পরিচিত, তিনি প্রাক্তন রেসলার
◍ আমেরিকান-কানাডিয়ান সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি প্রোডিউসার এবং ব্যবসায়ী
◍ তিনি আমেরিকার প্রাক্তন ফুটবলার
১৩) G. Akash ভারতের কততম দাবা গ্র্যান্ড মাষ্টার হলো?
ক) ৫৫তম
খ) ৬৬তম✓
গ) ৩৬তম
ঘ) ৪৬তম
◍ তার বর্তমান বয়স ২৩ বছর
◍ সে তামিলনাড়ুর বাসিন্দা
◍ তাকে গ্র্যান্ড মাষ্টার হিসাবে ঘোষণা করলো International Chess Federation (FIDE)
◍ হেডকোয়াটার-Lausanne, Switzerland
◍ প্রতিষ্ঠা সাল- ১৯২৪ সালের ২০শে জুলাই(প্যারিস)
◍ বর্তমান CEO হলেন- Geoffrey D. Borg
◍ এর সদস্য দেশ সংখ্যা- ১৮৯টি
১৪) সম্প্রতি প্রয়াত কম্পোজার Ennio Morricone কোন দেশের বাসিন্দা ছিলেন?
ক) চীন
খ) ইতালি✓
গ) নরওয়ে
ঘ) জাপান
◍ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯১ বছর
◍ তিনি ৫০০টিরও বেশী সিনেমার জন্য গান লিখেছেন
◍ ২০১৬ সালে তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন
১৫) ‘Austrian Grand Prix 2020’ জয়ী কার ড্রাইভার Valtteri Bottas কোন দেশের বাসিন্দা?
ⓐ আয়ারল্যান্ড
ⓑ অস্ট্রিয়া
ⓒ ফিনল্যান্ড✓
ⓓ আইসল্যান্ড
◍ রাজধানী- Helsinki
◍ মুদ্রার নাম- ইউরো
◍ বর্তমান প্রধানমন্ত্রী- Sanna Marin(বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী)
১৬) রাজ্যের তাঁতি সম্প্রদায়কে সাহায্য করতে ‘Weavers’ Sammaan Yojana’ লঞ্চ কোন রাজ্য?
ক) কেরালা
খ) কর্নাটক✓
গ) মহারাষ্ট্র
ঘ) গুজরাট
◍ এই যোজনাটি 'Nekar Samman Yojane' নামেও পরিচিত
◍ এই যোজনার আওতায় বার্ষিক ২০০০ টাকা প্রদান করা হবে
◍ এর জন্য বরাদ্দ মোট ১০.৯৬ কোটি টাকা
◍ কর্ণাটকের রাজধানী- বেঙ্গালুরু
◍ বর্তমান মুখ্যমন্ত্রী- B. S. Yediyurappa
◍ বর্তমান রাজ্যপাল- Vajubhai Vala
১৭) " Global Real Estate Transparency Index 2020 "তালিকায় ভারত কত তম স্থানে আছে?
ক)30 তম
খ)34 তম✓
গ)32 তম
ঘ)28 তম
No comments:
Post a Comment