Thursday, July 9, 2020

Bengali Current Affairs 10 th July, 2020




Bengali Current Affairs 10 th July, 2020 

1.ডকুমেন্টস স্ক্যান করার জন্য ‘Self Scan’ অ্যাপ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ উড়িষ্যা
ⓑ ত্রিপুরা
ⓒ পশ্চিমবঙ্গ✓
ⓓ দিল্লি

∎ বর্তমান মুখ্যমন্ত্রী- মমতা বন্দোপাধ্যায়
∎ বর্তমান রাজ্যাপাল- জগদীপ ধনকর

2.ঝাড়খন্ডের Indian Agricultural Research Institute (IARI)-এর নাম পরিবর্তন করে কোন প্রখ্যাত ব্যক্তির নামে রাখা হল?

ⓐ হেমন্ত সোরেন
ⓑ শ্যামাপ্রসাদ মুখার্জী✓
ⓒ সিঁধু-কানু
ⓓ সুভাষ চন্দ্র বসু 

∎ তিনি ১৯৫১ সালের ২১শে অক্টোবর ভারতীয় জন সংঘ দলটি প্রতিষ্ঠা করেছিলেন
∎ ঝাড়খন্ডের রাজধানী- রাঁচি
∎ বর্তমান মুখ্যমন্ত্রী- হেমন্ত সোরেন
∎ বর্তমান রাজ্যপাল- দ্রৌপদী মুর্মু

3.এশিয়ার বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্টটি কোন রাজ্যে উদ্বোধন করা হচ্ছে?

ⓐ গুজরাট
ⓑ ঝারখন্ড
ⓒ মধ্যপ্রদেশ✓
ⓓ মহারাষ্ট্র 

∎ এটার নাম হল- Rewa Ultra Mega Solar Power Plant
∎ এর ক্ষমতা হল- ৭৫০ মেগাওয়াট
∎ এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

4.ডিজিটাল পেমেন্টের জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়লো Ola?

ⓐ Google Pay
ⓑ PhonePe✓
ⓒ PayTm
ⓓ Jio Money 

∎ Ola এবং PhonePe-এর হেডকোয়াটার- বেঙ্গালুরু
∎ PhonePe-এর বর্তমান CEO হলেন- সমীর নিগম
∎ Ola -র বর্তমান CEO হলেন- Bhavish Aggarwal

5.UKIBC গ্রুপের CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ জয়কৃষ্ণ গোস্বামী
ⓑ জয়ন্ত কৃষ্ণ✓
ⓒ মাধব আগার্য়াল
ⓓ সুমিত কামলে 

∎ তিনি প্রধানমন্ত্রী স্কিল ইন্ডিয়া মিশন এবং National Skill Development Corporation (NSDC)-এর CEO হিসাবে কাজ করেছেন
∎ এনার আগে এই পদে ছিলেন- Richard Heald
∎ UKIBC-এর পুরো কথা- UK India Business Council
∎ হেডকোয়াটার- লন্ডন
∎ প্রতিষ্ঠা সাল- ১৯৯৩
∎ প্রতিষ্ঠাতা- Karan Bilimoria, Baron Bilimoria

6.সামুদ্রিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে কোন দেশের উপকূলরক্ষী বাহিনীর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো ভারত?

ⓐ মালেশিয়া
ⓑ ইন্দোনেশিয়া✓
ⓒ বাংলাদেশ
ⓓ সৌদি আরব 

∎ ইন্ডিয়ান কোস্ট গার্ডের বর্তমান ডিরেক্টর-জেনারেল হলেন- কৃষ্ণস্বামী নটরাজন
∎ হেডকোয়াটার- নিউ দিল্লি
∎ ইন্দোনেশিয়ার রাজধানী- জাকার্তা
∎ মুদ্রার নাম- ইন্দোনেশিয়ান রুপিয়া
∎ বর্তমান রাষ্ট্রপতি- Joko Widodo

7.১০-১৮ বছর বয়সীদের জন্য ‘ভবিষ্য’-নামে সেভিং অ্যাকাউন্ট লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ HDFC Bank
ⓑ Fino Payments Bank✓
ⓒ Airtel Payments Bank
ⓓ PayTm Payment Bank 

∎ প্রাথমিক ভাবে এই একাউন্ট চালু করা হবে উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশে
∎ হেডকোয়াটার- মুম্বাই
∎ বর্তমান CEO হলেন- ঋষি গুপ্ত

8.শীঘ্রই জাতীয় উদ্যানের মর্যাদা পেতে চলা দিহিং পাটকাই অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত?

ⓐ আসাম✓
ⓑ ত্রিপুরা
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ উড়িষ্যা 

∎ এটি নিয়ে আসামে মোট ৬টি ন্যাশনাল পার্ক হল
∎ আসামের রাজধানী- দিসপুর
∎ বর্তমান মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল
∎ বর্তমান রাজ্যপাল- জগদীশ মুখী

9.Global Real Estate Transparency Index 2020-তে ভারতের স্থান কত?

ⓐ ৪৩
ⓑ ৬৮
ⓒ ৩৪✓
ⓓ ৪৫ 

∎ এই তালিকায় প্রথমস্থানে আছে যুক্তরাজ্য এবং দ্বিতীয়স্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র

10.‘প্রধানমন্ত্রী উজ্জলা যোজনা’-র আওতায় রাজ্যের ১০০ শতাংশ পরিবারে LPG গ্যাস সংযোগে ভারতের প্রথম রাজ্য কোনটি?

ⓐ অরুনাচলপ্রদেশ
ⓑ হিমাচল প্রদেশ✓
ⓒ রাজস্থান
ⓓ সিকিম 

∎ যেসমস্ত পরিবার ‘প্রধানমন্ত্রী উজ্জলা যোজনা’র আওতায় পড়েনি তাদেরকেও এই সুবিধা দিতে 'হিমাচল গৃহিনী সুবিধা যোজনা' লঞ্চ করা হয়েছে
∎ হিমাচলপ্রদেশের রাজধানী- শিমলা (শীতকালীন) এবং ধর্মশালা (গ্রীষ্মকালীন)
∎ বর্তমান মুখ্যমন্ত্রী- জয়রাম ঠাকুর
∎ বর্তমান রাজ্যপাল- Bandaru Dattatreya

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...