Tuesday, July 14, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৭৫






আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৭৫

১) পশ্চিমবঙ্গের কোন জেলায় টোটোরা বসবাস করে?

ক)কোচবিহার
খ)দার্জিলিং
গ)উত্তরদিনাজপুর
ঘ)আলিপুরদুয়ার√

২) লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

ক)অসম
খ)নাগাল্যান্ড
গ)মনিপুর √
ঘ)ত্রিপুরা

৩) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

ক)অানাইমুদী
খ)দোদাবেতা√
গ)পালানি
ঘ)পলকন্ডা

৪) বাংলাদেশের কোন শহরকে বা অঞ্চলকে' পাট বলয়' বলা হয়?

ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) কুমিল্লা √
ঘ) নারায়ণগঞ্জ

৫) ভারতের অরন্য গবেসনাগার কোথায় অবস্থিত ?

ক)কোটা
খ)নাগপুর
গ)হিসার
ঘ)দেরাদুন√

৬) "ডার্ক কন্টিনেন্ট" কাকে বলে?

ক) আফ্রিকা√
খ) গ্রেট ব্রিটেন
গ) গ্রীস
ঘ) সাংহাই

৭) ভারতে  কফির প্রধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) চিকমাগালুর√
খ) ব্যাঙ্গালোর
গ) চন্ডিগড়
ঘ) গুজরাট

৮) অরুনাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের নাম কি ?

ক) ডিহং √
খ) ডিবং
গ) দিহং
ঘ) সাংপো

৯) তিব্বত মালভূমি অঞ্চলে ব্রহ্মপুত্র নদের নাম কি?

ক) রোটাং
খ) ডিবং
গ) সাংপো √
ঘ) টেরিস

১০) ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোনটি?

ক) লাম্বা ✓
খ) মুপান্ডল
গ) শালিবাহন
ঘ) চেন্নাই

১১) ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?

ক) লোকটাক
খ) পুলিকট
গ) সিয়াচেন √
ঘ) কোনোটিই নয়

১২) মেঘালয় মালভূমিতে কোন মাটির প্রাচুর্য বেশি ?

ক)চারনোজেম
খ)পডজল
গ)ল্যাটেরাইট √
ঘ)রেগুর

১৩) শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে কোন রাজ্যে বৃষ্টিপাত হয়?

ক) গুজরাট
খ) তামিলনাড়ু√
গ) ঝাড়খন্ড
ঘ) কর্ণাটক

১৪) ভারতে গোলাপি বিপ্লব নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত?

ক)সার উৎপাদন
খ)আলু উৎপাদন
গ)চিংড়ি উৎপাদন √
ঘ)টমেটো উৎপাদন

১৫) ভারতের সর্বাধিক চটকল গুলি কোন নদীর তীরে গড়ে উঠেছে?

ক) তাপ্তি
খ) ব্রহ্মপুত্র
গ) গঙ্গা
ঘ) হুগলি√

১৬) গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কত দূর ?

ক)গোমুখ থেকে হরিদ্বার √
খ)গোমুখ থেকে বৃন্দাবন
গ)গোমুখ থেকে ধুলিয়ান
ঘ)গোমুখ থেকে রাজমহল

১৭) সন্ধ্যার সময় কোন  বায়ু প্রবাহিত হয়?

ক) স্থলবায়ু √
খ) সমুদ্র বায়ু
গ) মৌসুমী বায়ু
ঘ) নিয়ত বায়ু

১৮) পৃথিবীর বেশিরভাগ উষ্ণ মরুভূমির গতিপথে অবস্থিত কোন বায়ু?

ক)আয়ন বায়ু √
খ)পশ্চিমা বায়ু
গ)মেরু বায়ু
ঘ)মৌসুমী বায়ু

১৯) লাক্ষা দ্বীপের প্রধান ভাষা কি?

ক) কন্নড়
খ) মালায়ালাম√
গ) উর্দু
ঘ) কংকনী

২০) নিচের কোনটিতে সিলভার নেই ?

ক) জার্মান সিলভার √
খ) রুবি সিলভার
গ) রুনার কস্টিক
ঘ) হর্ন সিলভার

২১) রসায়ন এর রাজা বলা হয় কাকে ?

ক)সালফিউরিক আসিড √
খ)নাট্রিক আসিড
গ)কার্বনিক আসিড
ঘ)হাইড্রক্লোরিক আসিড

২২) তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর তৈরি হয়েছে?

ক) দামোদর
খ) ময়ূরাক্ষী √
গ) অজয়
ঘ) রূপনারায়ণ

২৩) বসু বিজ্ঞান মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক)১৯০৭
খ)১৯১৭√
গ)১৯১৫
ঘ)১৯২১

২৪) বিষ্ণু শর্মার লেখা বই কোনটি?

ক)মিতাক্ষরা
খ)বুদ্ধচরিত
গ)দায়ভাগ
ঘ)পঞ্চতন্ত্র√

২৫) উজ্জয়নী শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

ক) নর্মদা
খ) তোর্ষা
গ) শিপ্রা√
ঘ) দামোদর

২৬) সঙ্গীত নাটক আকাদেমি কত সালে গঠিত হয় ?

ক)1953 সালে √
খ)1958 সালে
গ)1956 সালে
ঘ)1978 সালে

২৭) "পরমেশ্বর পরম ভাগবত "নামে পরিচিত ছিলেন-

ক) প্রথম পুলকেশী
খ) দ্বিতীয় পুলকেশী√
গ) প্রথম বিক্রমাদিত্য
ঘ) দ্বিতীয় বিক্রমাদিত্য

২৮) "মিতাক্ষরা আইন" রচনা করেন কে?

ক) দ্বিতীয় পুলকেশী
খ) প্রথম কৃতি বর্মন
গ) প্রথম পুলকেশী
ঘ) শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর√

২৯) ভারতের চার প্রান্তে চারটি মঠ প্রতিষ্ঠা করেন কে?

ক) শঙ্করাচার্য√
খ) মীরাবাঈ
গ) নানক
ঘ) কবির

৩০) শ্রবণবেলগোলাতে  গোমতেশ্বরের বিখ্যাত মূর্তি নির্মাণ করেন কে?

ক) গৌতম বুদ্ধ
খ) মহাকাশ্যপ
গ) সমুদ্রগুপ্ত
ঘ) চামুন্ডা রায়√

৩১) কে চৌদ্দ দফা দাবি পেশ করেন?

ক) জহরলাল নেহেরু
খ) ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী
গ) দাদাভাই নওরোজি
ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ√

৩২) বস্ত্র শিল্পের জন্য তুলা চাষ প্রথম সুরু হয় ?

ক)ভারতে
খ)মেসোপটেমিয়া
গ)মিশর √
ঘ)মধ্য আমেরিকাতে

৩৩) ইক্তিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী কার সেনাপতি ছিলেন?

ক) মোহাম্মদ ঘুরি
খ) কুতুবউদ্দিন আইবক√
গ) ইলতুৎমিস
ঘ) ফিরোজ শাহ তুঘলক

৩৪) কোন যুগে মানুষ ঘর্ষণ এর সাহায্যে আগুনের ব্যবহার শিখেছিল?

ক) প্রাচীন প্রস্তর যুগ
খ) মধ্য প্রস্তর যুগ
গ) নব্য প্রস্তর যুগ √
ঘ) কোনটি না

৩৫) সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন কে?

ক)রমেশচন্দ্র মজুমদার
খ)বিনায়ক দামোদর সাভারকর √
গ)দাদাভাই নওরোজি
ঘ)বিপিনচন্দ্র পাল

৩৬) দিল্লির সিংহাসনে শূর বংশের প্রতিষ্ঠাতা কে?

ক) আদিল শাহ
খ) শেরশাহ √
গ) হুমায়ুন 
ঘ) বাবর

৩৭) কোন কবি জন্মভূমি ভারতবর্ষকে" ইন্দ্রের অমরাবতী" অপেক্ষা শ্রেষ্ঠ বলে অভিহিত করেন?

ক)কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত √
খ)কবি মাইকেল মধুসূদন দত্ত
গ)হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) নবীনচন্দ্র সেন

৩৮) কৃষ্ণদেব রায় বিখ্যাত গ্রন্থ আমুক্ত মাল্যদা কোন ভাষায় রচিত?

ক) কন্নড় ভাষা √
খ) ফারসি ভাষা
গ) মালায়ালাম ভাষা
ঘ) সংস্কৃত ভাষা

৩৯) খিলাফত শব্দের অর্থ কি?

ক)উত্তরাধিকারী √
খ)বিচারক
গ)প্রতিষ্ঠাতা
ঘ)প্রবর্তক

৪০) বিষ্ণুচরন বিশ্বাস ,দিগম্বর বিশ্বাস এবং রফিক মন্ডল এর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত?

ক) কোল বিদ্রোহ
খ) সন্ন্যাসী বিদ্রোহ
গ) ওয়াহাবি বিদ্রোহ
ঘ) নীল বিদ্রোহ√

৪১) মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন?

ক)গোপালকৃষ্ণ গোখলে √
খ)দাদাভাই নওরোজি
গ)বদরুদ্দীন তইয়ব জি
ঘ) লালা লাজপত রায়

৪২) ওস্তাদ আল্লারাখা কোন বাদ্যযন্ত্র বাজাতেন?

ক)সেতার
খ)তবলা √
গ)সরোদ
ঘ)বাঁশি

৪৩) রমণ ইফেক্ট সম্পর্কিত ?

ক) বিদ্যুতের সাথে
খ) চুম্বকের সাথে
গ) আলোর সাথে √
ঘ) তাপের সাথে

৪৪) দেশলাই কাঠি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

ক)  সোডিয়াম কার্বনেট
খ) পটাশিয়াম নাইট্রেট
গ) লাল ফসফরাস √
ঘ) সোডিয়াম বাই কার্বনেট

৪৫) সিগারেট লাইটার এ কোন গ্যাস ব্যবহৃত হয়?

ক) মিথেন
খ) প্রোপেন
গ) বিউটেন √
ঘ) রেডন

৪৬) হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন?

ক)ক্যাভেন্ডিস √
খ)রাদারফোর্ড
গ)মাদাম কুরি
ঘ)জেজে থমসন

৪৭) নিম্নলিখিত কি দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়?

ক)স্টিল
খ)তামা
গ)টাংস্টেন√
ঘ)অ্যালুমিনিয়াম

৪৮) দেশের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় কোথায় খোলা হয়েছে?

ক)বিহার
খ)গুজরাট √
গ)মধ্যপ্রদেশ
ঘ)উত্তর প্রদেশ

৪৯) পৃথিবীর মধ্যে বৃহত্তম সৌর বাষ্প রন্ধন ব্যবস্থা চালু হয়েছে কোথায়?

ক) ভারতের পন্ডিচেরিতে
খ) পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে
গ) রাজস্থান মাউন্ট আবুতে ✓
ঘ) ক্যালিফোর্নিয়ার সান লুইশহরে

৫০) নিম্নলিখিত কোন রোগটি আয়োডিনের অভাবে হয়?

ক) রাতকানা
খ) গলগন্ড √
গ) রিকেট
ঘ) বাত

৫১) উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে-

ক) মনোস্যাকারাইড রূপে
খ) গ্লাইকোজেন রূপে
গ) সেলুলোজ রূপে
ঘ) শ্বেতসার রূপে√

৫২) "রাবিস " রোগ টি কোন প্রাণীর দ্বারা ছরায় ?

ক)ইদুর
খ)মশা
গ)কুকুর√
ঘ)বেড়াল

৫৩) বর্ষাকালের চেয়ে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?

ক) উষ্ণতা বেশি থাকে
খ) আর্দ্রতা বেশি থাকে
গ) উষ্ণতা কম থাকে
ঘ) আর্দ্রতা কম থাকে√

৫৪) "সিটি অফ গোল্ডেন টেম্পল" নামে পরিচিত কোন শহর?

ক)অমৃতসর√
খ)কলকাতা
গ)সিঙ্গাপুর
ঘ)জয়পুর

৫৫) বিশ্বের সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম কোথায় অবস্থিত?

ক) প্যারিস √
খ) ক্যানাডা
গ) পেন্টাগন
ঘ) লন্ডন

৫৬) মিথোজীবী পুষ্টি দেখা যায় কোন উদ্ভিদে?

ক) অ্যামিবা
খ) লাইকেন √
গ) ক্রাইসঅ্যামিবা
ঘ) কোনোটিই নয়

৫৭) বিশ্ব বিখ্যাত মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় রয়েছে?

ক)লন্ডন
খ)জার্মান
গ)গ্লাসগো√
ঘ)প্যারিস

৫৮) সুপ্রীম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত?

ক) 70 বছর
খ) 65 বছর√
গ) 60 বছর
ঘ) 62 বছর

৫৯) রাষ্ট্রপতি অর্ডিন্যান্স সর্বাধিক কত দিন বলবৎ থাকে?

ক) 6 মাস √
খ) 3 মাস
গ) 1 বছর
ঘ) 9 মাস

৬০) কম্পিউটারের আইসি চিপ কি দিয়ে তৈরি?

ক)আয়রন
খ)ক্রোমিয়াম
গ)সিলিকন√
ঘ)কোনোটিই নয়






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...