WBP Interview class-18
পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি
কলকাতা
পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি
কলকাতা
১) কলিকাতা; (পুরনো ইংরেজি নাম: Calcutta) হল প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত।
২) এই জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?
-কলকাতা
৩) এই জেলায় কয়টি লোকসভা ও বিধানসভা কেন্দ্র রয়েছে?
-লোকসভা কেন্দ্র 3টি বিধানসভা কেন্দ্র 11 টি
এগুলি হল:
• কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র ( সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়)
•চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র
•এন্টালি বিধানসভা কেন্দ্র
•বেলেঘাটা বিধানসভা কেন্দ্র
•জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র
•শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র
•মানিকতলা বিধানসভা কেন্দ্র
•কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র
•এন্টালি বিধানসভা কেন্দ্র
•বেলেঘাটা বিধানসভা কেন্দ্র
•জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র
•শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র
•মানিকতলা বিধানসভা কেন্দ্র
•কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র
•কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র (সাংসদ সুব্রত বক্সী)
•কসবা বিধানসভা কেন্দ্র
•বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র
•বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র
•কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র
•ভবানীপুর বিধানসভা কেন্দ্র
•রাসবিহারী বিধানসভা কেন্দ্র
•বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র
•বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র
•বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র
•কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র
•ভবানীপুর বিধানসভা কেন্দ্র
•রাসবিহারী বিধানসভা কেন্দ্র
•বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র
•যাদবপুর লোকসভা কেন্দ্র (মিমি চক্রবর্তী)
•যাদবপুর বিধানসভা কেন্দ্র
•টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র
•টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র
৪) প্রশাসন
কলকাতার বর্তমান নগর-প্রশাসক
•মহানাগরিক : ফিরহাদ হাকিম
•নগরপাল : অনুজ শর্মা
•নগরপাল : অনুজ শর্মা
৫) কলকাতা জেলার যানবাহনের কোড সংখ্যা কত?
-WB ০১ থেকে WB ১০, WB ১৯ থেকে WB ২২
৬) জনসংখ্যা (২০১১)
২০১১ সালের হিসেব অনুযায়ী, কলকাতার পৌর এলাকার জনসংখ্যা ৪৪,৯৬,৬৯৪ এবং কলকাতা মহানগরীয় অঞ্চলের মোট জনসংখ্যা ১,৪১,১২,৫৩৬।
২০১১ সালের হিসেব অনুযায়ী, কলকাতার পৌর এলাকার জনসংখ্যা ৪৪,৯৬,৬৯৪ এবং কলকাতা মহানগরীয় অঞ্চলের মোট জনসংখ্যা ১,৪১,১২,৫৩৬।
৭)জনঘনত্ব
২২,০০০/বর্গকিমি (৫৬,০০০/বর্গমাইল)
৮) লিঙ্গানুপাত
প্রতি ১০০০ জন পুরুষে ৯১৯ জন নারী।
৯) কলকাতার সাক্ষরতার হার
৮৮.৩৩ শতাংশ
১০) কলকাতার নাম-ব্যুৎপত্তি
*১৭শ শতাব্দীর শেষভাগে সুতানুটি, ডিহি কলিকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি গড়ে ওঠে। এর মধ্যে ডিহি কলিকাতা নামটি থেকে কলকাতা নামটির উৎপত্তি।
* "কলিকাতা" বা "কলকাতা" নামটির উৎপত্তি সম্পর্কে গবেষকদের মধ্যে মতান্তর রয়েছে:
*একটি মতে, "কালীক্ষেত্র" (হিন্দু দেবী কালীর ক্ষেত্র) নামটি থেকে "কলিকাতা" বা "কলকাতা" নামটির উৎপত্তি।
*মতান্তরে, বাংলা "কিলকিলা" (অর্থাৎ,"চ্যাপ্টা এলাকা") কথাটি থেকে "কলিকাতা" নামটির উৎপত্তি হয়।
*অন্য এক মতে বাংলা খাল ও কাটা শব্দ দু’টির বিকৃতির ফলে কলকাতা নামটির উৎপত্তি ঘটে।
*অপর মতে, এই অঞ্চলটি কলিচুন ও কাতা (নারকেল ছোবড়ার আঁশ) উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত ছিল। সেই থেকেই কলিকাতা নামটির উৎপত্তি ঘটে।
বাংলায় কলিকাতা বা কলকাতা নামটি প্রচলিত হলেও ইংরেজি ভাষায় এই শহর আগে ক্যালকাটা (ইংরেজি: Calcutta) নামে পরিচিত ছিল। ২০০১ সালে নামের বাংলা উচ্চারণের সঙ্গে সমতা রেখে ইংরেজিতেও শহরের নাম কলকাতা ।
১২) এই জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান
•কলকাতার আলিপুরে অবস্থিত জাতীয় গ্রন্থাগার হল ভারতের বৃহত্তম গ্রন্থাগার
•জাদুঘর (এশিয়ার সবচেয়ে পুরনো জাদুঘর)
•ভিক্টোরিয়া মেমোরিয়াল ( এটি ১৯২১ সালে যুক্তরাজ্যের সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ হিসেবে স্থাপিত হয়েছিল।)
•স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবন
•জোড়াসাঁকো ঠাকুরবাড়ি
•জোড়াসাঁকো ঠাকুরবাড়ি
•নেতাজি ভবন
•কফি হাউস
•প্রিন্সেপ ঘাট
•কালীঘাট
•কালীঘাট
•বোটানিক্যাল গার্ডেন
•অ্যাকোয়াটিকা
•সাইনসিটি
•আলিপুর চিড়িয়াখানা
•নন্দন
•দক্ষিণেশ্বর কালী মন্দির
•বিড়লা প্লানেটরিয়াম
•বিড়লা প্লানেটরিয়াম
•সেন্ট পলস ক্যাথিড্রাল
•ইকোপার্ক
•ইকোপার্ক
•নিকোপার্ক
•মাদার্স ওয়াক্স মিউজিয়াম
•ভাসমান বাজার
•স্নো পার্ক
•স্নো পার্ক
•যুবভারতী ক্রীড়াঙ্গন
•রবীন্দ্র সেতু
•বিদ্যাসাগর সেতু
•মিলেনিয়াম পার্ক
•ফোর্ট উইলিয়াম
১৩) কলকাতার উৎসব
কলকাতার উৎসবগুলি প্রকৃতিগতভাবে দুই প্রকার। যথা: ধর্মীয় উৎসব ও ধর্মনিরপেক্ষ উৎসব।
দুর্গাপূজা কলকাতার বৃহত্তম ধর্মীয় উৎসব। কলকাতার দুর্গাপূজা শহরের অন্যতম পর্যটন আকর্ষণও বটে। হিন্দুদের অন্যান্য উৎসবগুলির মধ্যে লক্ষ্মীপূজা, কালীপূজা, জগদ্ধাত্রী পূজা, পৌষ সংক্রান্তি, সরস্বতী পূজা, শিবরাত্রি, দোলযাত্রা, পয়লা বৈশাখ, রথযাত্রা, জন্মাষ্টমী ও বিশ্বকর্মা পূজা;এবং অবাঙালি হিন্দুদের উৎসবগুলির মধ্যে দীপাবলি, ধনতেরস ও ছটপূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়।
ইসলামি উৎসবগুলির মধ্যে ঈদুল ফিতর, ঈদুল আযহা, মহরম, শবেবরাত ইত্যাদি;
খ্রিষ্টান উৎসবগুলির মধ্যে বড়দিন ও গুড ফ্রাইডে;
খ্রিষ্টান উৎসবগুলির মধ্যে বড়দিন ও গুড ফ্রাইডে;
বৌদ্ধ উৎসব বুদ্ধ পূর্ণিমা;
জৈন উৎসব মহাবীর জয়ন্তী এবং
শিখ উৎসব গুরু নানক জয়ন্তীও মহাসমারোহে পালিত হয়।
কলকাতার ধর্মনিরপেক্ষ উৎসবগুলির মধ্যে সর্বপ্রধান হল আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পঁচিশে বৈশাখ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব , কলকাতার চায়নাটাউনে প্রবাসী চীনাদের চৈনিক নববর্ষ উৎসবও কলকাতার অন্যতম দ্রষ্টব্য উৎসব।
১৪) কলকাতার উল্লেখযোগ্য নাট্যমঞ্চ
- স্টার থিয়েটার, মিনার্ভা থিয়েটার, মহাজাতি সদন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, মধুসূদন মঞ্চ ও গিরিশ মঞ্চ।
১৫) চলচ্চিত্র
সত্যজিৎ রায় কলকাতার একজন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক। (১৯৯১ সালে তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন।) একাধিক কিংবদন্তি চলচ্চিত্র পরিচালকের কর্মজীবন গড়ে উঠেছে এই শহরকে কেন্দ্র করেই। এঁদের মধ্যে উল্লেখযোগ্য মৃণাল সেন তপন সিংহ , ঋত্বিক ঘটক এবং আধুনিক চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত , অপর্ণা সেন , গৌতম ঘোষ ও ঋতুপর্ণ ঘোষ ।
কলকাতার বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে উল্লেখযোগ্য উত্তম কুমার , সৌমিত্র চট্টোপাধ্যায় , সুচিত্রা সেন , ভানু বন্দ্যোপাধ্যায়, অপর্ণা সেন , প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ।
কলকাতার বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে উল্লেখযোগ্য উত্তম কুমার , সৌমিত্র চট্টোপাধ্যায় , সুচিত্রা সেন , ভানু বন্দ্যোপাধ্যায়, অপর্ণা সেন , প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ।
১৬) কলকাতার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান
কলকাতার কয়েকটি বিদ্যালয় সারা দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলির অন্যতম। এগুলির মধ্যে লা মার্টিনিয়ার ক্যালকাটা, ক্যালকাটা বয়েজ’ স্কুল, সেন্ট জেমস’ স্কুল, সেন্ট জেভিয়ার'স কলেজিয়েট স্কুল ও লোরেটো হাউজ বিশেষভাবে উল্লেখযোগ্য।
*১৮৫৭ সালে প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয় হল দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়।
*১৮১৭ সালে প্রতিষ্ঠিত হিন্দু কলেজ (১৮৫৫ সালে এই কলেজটির নাম বদলে প্রেসিডেন্সি কলেজ রাখা হয়। ২০১০ সালে কলেজটি বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত হয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে চিহ্নিত হয়।)
*ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (হাওড়া)
* ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা (জোকায়)
* পশ্চিমবঙ্গ জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয় (কলকাতা)
* ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (সরকারি গবেষণা প্রতিষ্ঠান তথা বিশ্ববিদ্যালয়।)
* মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাজ্য সরকারের মালিকানাধীন )
ভারতের বিভিন্ন অগ্রণী গবেষণা প্রতিষ্ঠান কলকাতায় অবস্থিত। এগুলির মধ্যে রয়েছে -
*ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স (নোবেল পুরস্কারজয়ী পদার্থবিদ চন্দ্রশেখর বেঙ্কট রমন রমন এফেক্টের উপর তার প্রসিদ্ধ কাজটি করেছিলেন এখানে)
*ভারতীয় রাসায়নিক জীববিজ্ঞান সংস্থা
* ভারতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থান
*বসু বিজ্ঞান মন্দির,
*বসু বিজ্ঞান মন্দির,
*সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স
*অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ
* সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট
*সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌলিক বিজ্ঞান কেন্দ্র
*সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌলিক বিজ্ঞান কেন্দ্র
*ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড বিজনেস ম্যানেজমেন্ট
*ন্যাশানাল ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ
* ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার
* ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স
* ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার
* ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স
১৭) বিশিষ্ট ব্যক্তিত্ব -
*রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬৭-১৯৪৭), বাংলা সাহিত্যের বিশিষ্ট কারিগর
*অক্ষয়কুমার বড়াল (১৮৬০ – ১৯১৯), কবি। জন্মস্থান চোরবাগান।
*স্বামী অখণ্ডানন্দ (১৮৬৪ – ১৯৩৭), হিন্দু ধর্মগুরু, রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ শিষ্য, রামকৃষ্ণ মঠ ও মিশনের তৃতীয় সংঘাধ্যক্ষ। জন্মস্থান আহিরীটোলা।
***যে সকল স্বনামধন্য বিদ্বজ্জন কলকাতায় জন্মগ্রহণ, পড়াশোনা বা কাজ করেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, জগদীশচন্দ্র বসু;রসায়নবিদ প্রফুল্লচন্দ্র রায়; পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশ ও অনিল কুমার গাঁই; চিকিৎসক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী; শিক্ষাবিদ আশুতোষ মুখোপাধ্যায়;এবং নোবেল পুরস্কারজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর,চন্দ্রশেখর বেঙ্কট রমন,ও অমর্ত্য সেন.
মনে রাখবে:
*মধ্য কলকাতায় শহরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত ময়দান হল একটি বিশাল মাঠ। এই মাঠটি "কলকাতার ফুসফুস" নামে পরিচিত।
*কলকাতা শহরের ডাক নাম আনন্দনগরী
No comments:
Post a Comment