Monday, July 20, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৭৮






আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৭৮

১) পেরিয়ার নদীর উপর ইদুক্কি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক) কর্ণাটক 
খ) কেরালা √
গ) তামিলনাড়ু 
ঘ) অন্ধ্রপ্রদেশ 

২) হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত?

ক) তরাই √
খ) ডুয়ার্স
গ) রাড়
ঘ) বারিন্দে

৩) ভারতের কোন রাজ্যে সর্বাধিক চন্দন গাছ আছে?

ক) কেরালা
খ) কর্ণাটক✓
গ) তামিলনাড়ু
ঘ) অন্ধ্রপ্রদেশ

৪) কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত?

ক) গঙ্গা 
খ) কাবেরী √
গ) ব্রহ্মপুত্র
ঘ) গোদাবরী

৫) মরা কোটাল কোন তিথি তে হয় ?

ক) নবমী তিথি 
খ) একাদসী তিথি
গ) সপ্তমী তিথি
ঘ) অষ্টমী তিথি√

৬) শুশুনিয়া পাহাড় কোন শিলাতে গঠিত ?

ক)নিস 
খ)ব্যাসল্ট 
গ)ডলোরাইট 
ঘ)গ্রানাইট √

৭) শিকাগো বন্দর কি ধরনের বন্দর ?

ক) নদী বন্দর 
খ) সমুদ্র বন্দর 
গ) হ্রদ বন্দর √
ঘ) কোনোটাই নয়

৮) বায়ু দূষণের ফলে কি উৎপন্ন হয়?

ক) কুয়াশা
খ) শিশির 
গ) মেঘ 
ঘ) ধোঁয়াশা√

৯) অমৃতসর স্বর্ণ মন্দিরটি কোন হ্রদের উপর অবস্থিত?

ক) পুষ্করিণী হ্রদ 
খ) অমৃত হ্রদ √
গ) রামদাস হ্রদ
ঘ) গুরুদুয়ারা হ্রদ

১০) বিশ্বের কোন দেশে সর্বাধিক তিমি মাছ শিকার করে?

ক) চীন
খ) হল্যান্ড
গ) জাপান√ 
ঘ) রাশিয়া

১১) ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড কোথায় অবস্থিত?

ক)সেকেন্দ্রাবাদ 
খ)হায়দ্রাবাদ√
গ)গুজরাট 
ঘ)মহারাষ্ট্র

১২) পৃথিবীর মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

ক)মালয়েশিয়া √
খ)ভিয়েতনাম 
গ)হাঙ্গেরি 
ঘ)চীন

১৩) বুধ গ্রহের একটি বছরের দিনের সংখ্যা কত?

ক)৮৮ √
খ)৫৬
গ)৩৬
ঘ)৯০

১৪) ভারতের কোন অঞ্চলটি পৃথিবীর একমাত্র স্থান যেখানেই এশিয়ার জংলি গাধা পাওয়া যায়?

ক) সুন্দরবন
খ) জম্মু-কাশ্মীর
গ) কচ্ছের রন✓
ঘ) করমন্ডল উপকূল

১৫) ভারতের চিংড়ির রাজধানী কাকে বলে?

ক) মধ্যপ্রদেশ
খ) তামিলনাড়ু 
গ) অন্ধ্রপ্রদেশ √
ঘ) কর্ণাটক

১৬) আসামের বরাক উপত্যকা কিসের জন্য বিখ্যাত?

ক)চা চাষ √
খ)পান চাষ
গ)ফুল চাষ 
ঘ)বাজরা চাষ

১৭) রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি?

ক) ব্যাকরণ কৌমুদী
খ) মগধীয় ব্যাকরণ 
গ) গৌড়ীয় ব্যাকরণ √
ঘ) ভাষা ও ব্যাকরণ

১৮) আর্যরা কোন ভাষায় কথা বলতো?

ক) সংস্কৃত
খ) ফারসি
গ) ইন্দো ইউরোপীয় ভাষা√
ঘ) ইংরেজি

১৯) কত সালে প্রতিষ্ঠিত হয় আত্মীয় সভা ?

ক)১৮১৫ সালে √
খ)১৮২০ সালে 
গ)১৮২২ সালে 
ঘ)১৮২৩ সালে 

২০) Bengal Technical Institute কত সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়?

ক)১৯৪৫
খ)১৯৫০
গ)১৯৫৫√
ঘ)১৯৬০

২১) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) রথীন্দ্রনাথ ঠাকুর √
গ) গগনেন্দ্রনাথ ঠাকুর 
ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

২২) বল্লভ ভাই প্যাটেল কত সালে সর্দার উপাধিতে ভূষিত হন?

ক)১৯২৬
খ)১৯২৮√
গ)১৯৩২
ঘ)১৯৩৪

২৩) 'আরবি সম্বত' কে প্রচলন করেন ? 

 ক)শাহজাহান
 খ)ঔরঙ্গজেব✓
 গ)হুমায়ুন
 ঘ)আকবর

২৪) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে বলবৎ হয় ? 

 ক)১৮৭৬ সালের ১৪ মার্চ✓
 খ)১৮৭৫ সালের ১৪ মার্চ
 গ)১৮৭৮ সালের ২৪ মার্চ
 ঘ)১৮৭৬ সালের ১৫ আগস্ট

২৫) কত খিস্টাব্দে পুরুলিয়া কে বিহার থেকে পৃথক করে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয় ?

ক)১৯৫৫ খিস্টাব্দে 
খ)১৯৫৬ খিস্টাব্দে√
গ)১৯৫৭ খিস্টাব্দে
ঘ)১৯৫৮ খিস্টাব্দে

২৬) বিশ্বের মধ্যে সবথেকে যানজট পূর্ণ শহর কোনটি?

ক) সাংহাই
খ) টোকিও
গ) ব্যাঙ্গালোর√
ঘ) নিউইয়র্ক

২৭) শামুকের দ্বারা পরাগ যোগ কে কি বলে?

ক) অ্যানিমোফিলি
খ) এন্টোমোফিলি
গ) হাইড্রোমোফিলি
ঘ) ম্যালাকোফিলি√

২৮) "মেন্ডেলের প্রথম সূত্র" কি নামে পরিচিত?

ক) পৃথকীভবনের সূত্র√
খ) বায়োজেনেটিক সূত্র
গ) স্বাধীন বিন্যাস সূত্র
ঘ) সহপ্রকটতা সূত্র

২৯) অযৌন জননের একক হলো ?

ক)জাইগোট 
খ)গ্যামেট 
গ)স্পোর√
ঘ)ক্রোমোজম 

৩০) নেইল পলিশ রিমুভারে কি থাকে?

ক) সাইট্রিক এসিড
খ) বেনজিন
গ) অ্যাসিটোন✓
ঘ) ইথিলিন

৩১) নিচের কোন গ্যাসটি অত্যন্ত বিষাক্ত, গন্ধহীন, স্বাদ হীন?

ক) কার্বন মনোক্সাইড✓
খ) কার্বন-ডাই-অক্সাইড
গ) নাইট্রোজেন ডাই-অক্সাইড
ঘ) মিথেন

৩২) রেড গ্ল্যান্ড কাদের দেখা যায়?

ক)উট 
খ)মাছ √
গ)পাখি 
ঘ)মৌমাছি

৩৩) পলাশ ,শিমুল, মাদার প্রভৃতি উদ্ভিদ হল-

ক) বায়ুপরাগী
খ) পক্ষীপরাগী√
গ) জলপরাগী
ঘ) পতঙ্গপরাগী

৩৪) নিচের মৌল গুলির মধ্যে কার তড়িৎ ঋণাত্মক ধর্ম সবচেয়ে বেশি?

ক) গ্যালিয়াম
খ) সোডিয়াম
গ) আর্সেনিক✓
ঘ) সিজিয়াম

৩৫) পটাশিয়াম নাইট্রেট কোন শিল্প ক্ষেত্রে প্রচুর ব্যবহৃত হয়?

ক) কাঁচ শিল্প
খ) চামড়া শিল্প
গ) আতশবাজি শিল্প✓
ঘ) ইলেকট্রোপ্লেটিং

৩৬) এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

ক) ফ্রেমিং স্কোয়ার
খ) স্পেকট্রোমিটার✓
গ) মনো মিটার
ঘ) SWR মিটার

৩৭) অক্সিজেন এর পর কোন মৌলটি পৃথিবীতে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?

ক) সিলিকন✓
খ) কার্বন
গ) সোডিয়াম 
ঘ) অ্যালুমিনিয়াম

৩৮) চাপ দিয়ে দুই বা ততোধিক বরফখণ্ড কে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলে?

ক) কঠিনীভবন
খ) বিচ্ছুরণ
গ) পুনঃশিলীভবন√
ঘ) কোনোটিই নয়

৩৯) নিকোটিনিক এসিড এর অভাবে কোন রোগটি হয়?

ক)রক্তাল্পতা 
খ)পেলেগ্রা ✓
গ)চর্মরোগ
ঘ)গয়টার

৪০) বিনা বাধায় পতনশীল বস্তুর সূত্র কে আবিষ্কার করেন?

ক)নিউটন 
খ)গ্যালিলিও ✓
গ)আর্কিমিডিস 
ঘ)কেপলার

৪১) পেট্রলজি কিসের অধ্যায়ন?

ক) ভূমি 
খ) খনিজ
গ) পাথর √
ঘ)  মাটি

৪২) আরোগ্য নিকেতনের রচয়িতা কে?

ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়√
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪৩) World Liver Day (বিশ্ব যকৃত দিবস) কোন দিনটি পালন করা হয়?

ক) 19 মার্চ 
খ) 19এপ্রিল√
গ) 19 মে  
ঘ)19জুন

৪৪) সঙ্গীত এর জন্য লতামঙ্গেসকার সম্মান প্রদান করে কোন সরকার?

ক) ভারত সরকার 
খ) মধ্যপ্রদেশ সরকার
গ) মহারাষ্ট্র সরকার√
ঘ) উত্তরপ্রদেশ সরকার

৪৫) মহিলা ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পান ? 

 ক)কুন্তলা চৌধুরী
 খ)শান্তি মল্লিক✓
 গ)রেবা ঘোষ দস্তিদার
 ঘ)এদের কেউই নন

৪৬) আন্তর্জাতিক ফুটবল খেলার স্থিতিকাল কত মিনিট ? 

 ক)বিরতি সহ ৯৫ মিনিট✓
 খ)বিরতি সহ ৯০ মিনিট
 গ)বিরতি সহ ৮০ মিনিট
 ঘ)বিরতি সহ ৭০ মিনিট

৪৭) বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ (ক্রিকেট) কোন সালে অনুষ্ঠিত হয় ? 

 ক)১৮৭০ সালে
 খ)১৮৭৭ সালে✓
 গ)১৮৮২ সালে
 ঘ)১৮৯৫ সালে

৪৮) বিশ্ব হকিতে কোন খেলোয়াড় প্রথম ডবল হ্যাটট্রিক করেন  ? 

 ক)কে. ডি. সিং বাবু
 খ)গুরুপাল সিং
 গ)লেসলি ক্লডিয়াস
 ঘ)ধ্যানচাঁদ✓

৪৯) নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় ?

ক) MS Word
খ) Word perfect
গ) Excel ✓
ঘ) Amipro

৫০) ‘Power Point’ কি ধরনের সফটওয়্যার ?

ক) ওয়ার্ড প্রসেসিং
খ) প্রোগ্রামিং
গ) স্প্রেডশীট
ঘ) প্রেজেন্টেশন ✓








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...