ভূগোল SLST/NET/SET
MCQ- Set- 25
অর্থনৈতিক ভূগোল
Economic Geography
১) জলে ভাসমান বা অর্ধনিমজ্জিত ছোট ছোট উদ্ভিদ কে কি বলে?
ক)নেকটন
খ)বেনথোস
গ)জুপ্লাংকটন
ঘ)ফাইটোপ্লাঙ্কটন✓
২) একটি পিলেজিক শ্রেণীর মাছ হল-
ক)হ্যাডক
খ)হ্যক
গ)হ্যালিবুট
ঘ)হেরিং✓
৩) একটি ডেমার্সাল গোত্রের মাছ হল-
ক)হেরিং
খ)টুনা✓
গ)পিলচার্ড
ঘ)ব্রিসলিং
৪) একটি উজানগামী অ্যানাড্রেমাস গোত্রের মাছ হল-
ক)ইলিশ✓
খ)ইল
গ)ভেটকি
ঘ) পারশে
৫) একটি ভাটিগামী বা ক্যাটাড্রেমাস মাছ হলো-
ক)ইলিশ
খ)কই
গ)শোল
ঘ)ইল✓
৬) সামুদ্রিক মৎস্য শিকারে পৃথিবীর সর্বাধিক দক্ষ ধীবর হলো-
ক)নরওয়ে
খ)জাপান
গ)চীন
ঘ)আইসল্যান্ডের ধীবরেরা✓
৭) পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হল-
ক)ডগার্স ব্যাঙ্ক
খ)জর্জেস ব্যাংক
গ)স্যবল ব্যাংক
ঘ)গ্র্যান্ড ব্যাংক✓
৮) নরওয়ের বিখ্যাত মৎস্যবন্দর হলো-
ক)গ্রীনজবি
খ)হেমারফেস্ট
গ)বারগেন
ঘ)স্ট্যাভাঙ্গার✓
৯) পৃথিবীতে ধৃত মৎস্যএর মধ্যে সমুদ্রের মধ্য থেকে আহরিত হয়-
ক)শতকরা 50 ভাগ
খ)শতকরা 70 ভাগ
গ)শতকরা 84 ভাগ✓
ঘ)শতকরা 94ভাগ
১০) মৎস্য শিকারে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ?
ক)চীন ✓
খ)জাপান
গ)নরওয়ে
ঘ)গ্রেট ব্রিটেন
১১) মৎস্য ভক্ষণে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ?
ক)নরওয়ে
খ)আইসল্যান্ড
গ)ভারত
ঘ)জাপান✓
১২) কোন দেশের মোট জাতীয় আয়ের সিংহভাগই আসে মৎস্য ও মৎস্যজাত শিল্প থেকে?
ক)নরওয়ে
খ)চীন
গ)জাপান
ঘ)আইসল্যান্ড✓
১৩) মৎস্য রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ?
ক)জাপান
খ)চীন
গ)গ্রেট ব্রিটেন ✓
ঘ)পেরু
১৪) মৎস্য সংগ্রহে পৃথিবীতে ভারতের স্থান কত?
ক)সপ্তম
খ)অষ্টম✓
গ)নবম
ঘ)দশম
১৫) আদর্শ বাণিজ্যিক মৎস্য চারণক্ষেত্র কোনটি?
ক)ক্রান্তীয় অঞ্চল
খ)মেরু অঞ্চল
গ)নাতিশীতোষ্ণ অঞ্চল✓
ঘ)নিরক্ষীয় অঞ্চল
১৬) সামুদ্রিক মৎস্য আহরণে পৃথিবীর সর্বাধিক উল্লেখযোগ্য দেশ কোনটি?
ক)চীন✓
খ)আমেরিকা
গ)আইসল্যান্ড
ঘ)নরওয়ে
১৭) পৃথিবীর মোট ধৃত মাছের গড়ে কত শতাংশ আভ্যন্তরীণ আন্তর্দেশীয় মৎস্য ক্ষেত্র থেকে আহরণ করা হয়?
ক)10 %
খ)15%
গ)20%
ঘ)25 %✓
১৮) পৃথিবীর মোট ধৃত মাছের গড়ে কত শতাংশ সামুদ্রিক মৎস্য কেন্দ্র থেকে আহরণ করা হয়?
ক)50%
খ)60%
গ)70%✓
ঘ)80%
১৯) ভারত সরকার 2006 খ্রিস্টাব্দে কোন শহরে National Fisheries Development Board স্থাপন করেন?
ক)হায়দ্রাবাদ ✓
খ)বেঙ্গালুরু
গ)কোচিন
ঘ)পারাদ্বীপ
২০) একটি অ্যামফিড্রোমাস মাছের উদাহরণ হল-
ক) ইলিশ মাছ
খ) ইল মাছ
গ) কর্ড মাছ
ঘ) বুল শার্ক✓
২১) চিমবোট, ভ্যলাপাইজো, চ্যানকো ইত্যাদি মৎস্যবন্দর গুলি কোন মৎস্য ক্ষেত্রে অবস্থিত?
ক) উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র
খ) দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র
গ) পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র✓
ঘ) উত্তর-পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র
২২) গভীর সমুদ্রের মৎস্য শিকারে গুজরাট রাজ্যের স্থান কত?
ক)প্রথম ✓
খ)দ্বিতীয়
গ)তৃতীয়
ঘ)চতুর্থ
২৩) ভারতের আভ্যন্তরীণ মৎস্য শিকারে প্রথম রাজ্য কোনটি?
ক)গুজরাট
খ)পশ্চিমবঙ্গ✓
গ)কেরল
ঘ)তামিলনাড়ু
২৪) মৎস্য একটি-
ক)পুনর্ভব সম্পদ ✓
খ)অপুনর্ভব সম্পদ
গ)সর্ব ব্যাপ্ত সম্পদ
ঘ)অজৈব সম্পদ
২৫) মৎস্য থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
ক)ভিটামিন-এ
খ)ভিটামিন-বি
গ)ভিটামিন-সি
ঘ)ভিটামিন-ডি ✓
No comments:
Post a Comment