Thursday, July 16, 2020

Bengali Current Affairs 17th July, 2020






Bengali Current Affairs 17th July, 2020

1.'World Youth Skills Day’ পালন করা হয় কবে?

ⓐ ১৫ই জুন
ⓑ ১৫ই জুলাই✓
ⓒ ৫ই সেপ্টেম্বর
ⓓ ২৫শে আগস্ট

▣ ২০২০ সালের থিম ছিল- 'Skills for a Resilient Youth'




2.সম্প্রতি প্রয়াত wim suurbier কোন দেশের ফুটবল খেলোয়াড় ছিলেন?

ⓐ জার্মানী
ⓑ নেদারল্যান্ড✓
ⓒ আর্জেন্টিনা
ⓓ বেলজিয়াম

▣ ১৯৭০ সালে নেদারল্যান্ড ফুটবল টিমের অন্যতম সদস্য ছিলেন এবং তিনি ২টি বিশ্বকাপ খেলেছেন
▣ রাজধানী- আমস্টারডাম
▣ মুদ্রার নাম- ইউরো
▣ বর্তমান প্রধানমন্ত্রী- Mark Rutte




3.‘Reimagine Campaign’-এর জন্য FICCI-এর সঙ্গে পার্টনারশীপ গড়লো কোন সংস্থা?

ⓐ UNO
ⓑ UNICEF INDIA✓
ⓒ WHO
ⓓ WTO

▣ করোনায় সবথেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও শিশুদের সহায়তায় করাই হলো এই ক্যাম্পেইনের লক্ষ
▣ UNICEF-এর পুরো কথা- United Nations International Children's Emergency Fund
▣ FICCI-এর পুরো কথা-Federation of Indian Chambers of Commerce and Industry
▣ UNICEF INDIA-র হেডকোয়াটার- নিউ দিল্লি
▣ UNICEF-এর হেডকোয়াটার- নিউইয়র্ক
▣ প্রতিষ্ঠা সাল- ১৯৪৬ সালের ১১ই ডিসেম্বর
▣ বর্তমান প্রধানকর্মকর্তা হলেন- Henrietta H. Fore




4.‘PM Street Vendor’s Atma Nirbhar Nidhi’ স্কিমের বাস্তবায়নে শীর্ষস্থান অধিকার করলো কোন রাজ্য?

ⓐ মহারাষ্ট্র
ⓑ মধ্যপ্রদেশ✓
ⓒ গুজরাট
ⓓ উত্তরপ্রদেশ

▣ এখনো পর্যন্ত এই স্কিমের আওতায় ৮,৭০,৩৩০ জন স্ট্রিট বিক্রেতা আবেদন করেছে যার মধ্যে ১,৭০,০০০ জন তাদের পরিচয় পত্র পেয়ে গেছে
▣ মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান
▣ বর্তমান রাজ্যপাল- Anandiben Patel





5.‘APSTAR-6D’-নামে টেলিকমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ?

ⓐ ইজরায়েল
ⓑ চীন✓
ⓒ ভারত
ⓓ আমেরিকা

▣ Xichang Satellite Launch Center থেকে Long March 3B রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে
▣ এই স্যাটেলাইটটি ডেভেলপ করেছে China Academy of Space Technology
▣ China Academy of Space Technology-এর হেডকোয়াটার-বেজিং
▣ এই সংস্থার বর্তমান প্রেসিডেন্ট- Xu Qiang
▣ চিনের রাষ্ট্রপতি হলেন-Xi Jinping
▣ মুদ্রার নাম- Renminbi







6. কোন ব্যাঙ্ক-এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন নির্বাচন কমিশনার অশোক লবাসা?

ⓐ বিশ্ব ব্যাঙ্ক
ⓑ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক✓
ⓒ আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
ⓓ ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক

▣ হেডকোয়াটার- Mandaluyong, Philippines
▣ প্রতিষ্ঠা সাল- ১৯৬৬ সালের ১৯শে ডিসেম্বর
▣ বর্তমান প্রেসিডেন্ট-Masatsugu Asakawa
▣ মোট সদস্য দেশ- ৬৮টি






7.দক্ষিন আমেরিকার একটি ক্ষুদ্র দেশ Suriname-এর কোন পদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত Chan Santokhi?

ⓐ প্রধানমন্ত্রী
ⓑ রাষ্ট্রপতি✓
ⓒ সচিব
ⓓ রাষ্ট্রদূত

▣ Suriname-এর রাজধানী- Paramaribo
▣ মুদ্রার নাম- Suriname Dollar





8.সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া Mile Jedinak কোন দেশের প্রাক্তন স্কিপার?

ⓐ ব্রাজিল
ⓑ অস্ট্রেলিয়া✓
ⓒ নিউজিল্যান্ড
ⓓ জার্মানী

▣ তিনি মোট ৭৯ বার দেশের হয়ে খেলেছেন
▣ তাঁর নেতৃত্বেই 2015 Asian Cup পেয়েছিল
▣ অস্ট্রেলিয়ার রাজধানী- ক্যানবেরা
▣ মুদ্রার নাম- অস্ট্রেলিয়ান ডলার
▣ বর্তমান প্রধানমন্ত্রী- Scott Morrison






9.বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনের সফল পরীক্ষার দাবী করলো কোন দেশ?

ⓐ জাপান
ⓑ চীন
ⓒ রাশিয়া✓
ⓓ ভারত

▣ এই ভ্যাকসিনটি তৈরী করেছে- Gamaleya Institute of Epidemiology and Microbiology
▣ রাশিয়ার রাজধানী- মস্কো
▣ মুদ্রার নাম- রুবেল
▣ বর্তমান প্রধানমন্ত্রী- Mikhail Mishustin
▣ বর্তমান রাষ্ট্রপতি- Vladimir Putin




10.2020 International Press Freedom Awards পাচ্ছেন বাংলাদেশের কোন সাংবাদিক?

ⓐ সহিদুল আলম✓
ⓑ ইসমাইল হক
ⓒ ইমরান মহাদুল
ⓓ কাজী শুভ

▣ তিনি Pathshala Media Institute-এর প্রতিষ্ঠাতা
▣ এছাড়াও এই পুরস্কার পাচ্ছেন নাইজেরিয়ার Dapo Olorunyomi, ইরানের মহম্মদ মসায়েদ এবং রাশিয়ার Svetlana Prokopyeva
▣ বাংলাদেশের রাজধানী- ঢাকা
▣ মুদ্রার নাম- টাকা
▣ বর্তমান প্রধানমন্ত্রী- শেখ হাসিনা








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...