Wednesday, July 22, 2020

ভূগোল SLST/NET/SET MCQ- Set- 26 অর্থনৈতিক ভূগোল Economic Geography




ভূগোল SLST/NET/SET 
                          MCQ- Set- 26
                       অর্থনৈতিক ভূগোল
                    Economic Geography


১) ফিশারি সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

ক) মুম্বাই✓
খ) কোচিন
গ) নিউ ম্যাঙ্গালোর 
ঘ) পারাদ্বীপ


২) নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের (EEZ) সীমা হল-

ক) উপকূল থেকে 100 নটিক্যাল মাইল
খ) উপকূল থেকে 200 নটিক্যাল মাইল✓
গ) উপকূল থেকে 300 নটিক্যাল মাইল
ঘ) উপকূল থেকে 400 নটিক্যাল মাইল


৩) কোন যুগকে মাছের যুগ বলা হয়?

ক) মেসোজোয়িক যুগ 
খ) প্যালিওজোয়িক যুগ✓
গ) হেডিয়ান যুগ
ঘ) ডোভেনিয়ান যুগ


৪) সাউথ প্যাচেস মৎস্য ক্ষেত্রটি কোন দেশে অবস্থিত?

ক)নরওয়ে 
খ)আইসল্যান্ড 
গ)ভারত
ঘ)বাংলাদেশ✓


৫) মৎস্য চাষের সঙ্গে কোন বিপ্লবটি সম্পর্কিত?

ক)  সবুজ বিপ্লব
খ) শ্বেত বিপ্লব
গ) গোলাপি বিপ্লব 
ঘ) নীল বিপ্লব✓


৬) পৃথিবীর বৃহত্তম মাছের বাজার কোনটি?

ক) সুজিকি (জাপান)✓
খ) হেলসিংকি (ফিনল্যান্ড)
গ) ফুলটন (যুক্তরাষ্ট্র)
ঘ) বুসান (দক্ষিণ কোরিয়া)


৭) ভারতের সামুদ্রিক মৎস্য আহরণ নীতি গৃহীত হয় কত খ্রিস্টাব্দে?

ক) 2000 খ্রিস্টাব্দ
খ) 2004 খ্রিস্টাব্দ ✓
গ) 2008  খ্রিষ্টাব্দ
ঘ) 2012 খ্রিস্টাব্দ


৮) আম্ফিড্রোমাস মাছ বলতে কী বোঝায়?

ক) যেসব মাছ মিষ্টি জলে বাস করলেও ডিম পাড়ার সময় উপকূলের নোনা জলে চলে যায়
খ) যেসব মাছ উপকূলের নোনা জলে বসবাস করে ও ডিম পাড়ার নদীতে চলে আসে
গ) যেসব মাছ গভীর সমুদ্র জলে বাস করে
ঘ) যেসব মাছ স্বাদু জলে ও নোনা জলে উভয় স্থানে বসবাস করে✓



৯) অন্তর্দেশীয় মৎস্য ক্ষেত্র সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?

ক) কোন দেশের অভ্যন্তরে নদ-নদী ,খাল, পুকুর,হ্রদ থেকে মাছ আহরিত হয়
খ) প্রধানত ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের দেশগুলোতে এই মৎস্যখাদ্য প্রাধান্য লাভ করেছে
গ) প্রধানত বাণিজ্যের জন্য এই মৎস্য আহরিত হয়✓
ঘ) প্রধানত স্থানীয় অঞ্চলের অধিবাসীরা এই ব্যবসায় যুক্ত আছেন


১০) সামুদ্রিক মৎস্য ক্ষেত্র সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?

ক) কোন দেশের উপকূল সংলগ্ন মহীসোপান অঞ্চলে এই মৎস্য আহরিত হয়
খ) প্রধানত মেরু জলবায়ুর দেশ গুলিকে এই মৎস্য ক্ষেত্র প্রসার লাভ করেছে✓
গ) প্রধানত রপ্তানি জন্য এই মৎস্য আহরিত হয়
ঘ) অত্যাধুনিক ট্রলার, GPS ও উপগ্রহ চিত্র এই মৎস্য আহরণে ব্যবহৃত হয়


১১) অগভীর সমুদ্রে পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য ক্ষেত্রগুলি গড়ে ওঠার কারণ কি?

ক) অগভীর সমুদ্রে প্রচুর প্ল্যাংকটন (মাছের প্রধান খাদ্য) জন্মায় বলে
খ) অগভীর সমুদ্র মাছের ডিম পাড়ার আদর্শ জায়গা
গ) স্থল ভাগ থেকে আসা আবর্জনা ( যা মাছের খাদ্য) অগভীর সমুদ্রে জমা হয় বলে
ঘ) উপরের সবগুলি সত্য✓


১২) নাতিশীতোষ্ণ অঞ্চলে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র উন্নতি লাভের কারণ হিসেবে কোন তথ্যটি সঠিক নয়?

ক) নাতিশীতোষ্ণ অঞ্চলের ভগ্ন উপকূল রেখা মৎস্য বন্দর গড়ে উঠতে সাহায্য করেছে?
খ) নাতিশীতোষ্ণ জলবায়ু মৎস্য সংরক্ষনে র বিশেষ সহায়ক
গ) এখানকার বিস্তৃত মহীসোপানের প্রচুর মাছের খাদ্য প্লাংকটন জন্মায়
ঘ) নাতিশীতোষ্ণ অঞ্চলে অত্যাধিক জনসংখ্যার চাপ থাকায় অধিবাসীরা মৎস্য শিকারে বাধ্য হয়✓



১৩) ভারতের মিষ্টি জলের মাছের বৈদেশিক বাণিজ্য হয় না -এর কারণ কি?

ক) ভারতের মিষ্টি জলের মাছের চাহিদা অত্যন্ত বেশি বলে✓
খ) ভারতের মিষ্টি জলের ধৃত মাছের পরিমাণ খুবই কম বলে
গ) ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ বলে
ঘ) ভারতে মৎস্য সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা নেই বলে


১৪) নিজস্ব অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোনের সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?

ক) রাষ্ট্রসংঘ (UNO) সমুদ্র আইন সংক্রান্ত অধিবেশনের তত্ত্বাবধানে এই আইন গৃহীত হয়
খ) উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা এই অঞ্চলের অন্তর্গত
গ) কোন দেশ এই সমুদ্রসীমায় মাছ খনিজ ও সম্পদ আহরণ করতে পারে
ঘ) কোন বিদেশি জাহাজ প্রবেশ করতে পারে না✓



১৫) সাম্প্রতিককালে ক্রান্তীয় অঞ্চলে মৎস্য শিকার বৃদ্ধির কারণ কি?

ক) ক্রান্তীয় অঞ্চলে সম্প্রতি অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধির জন্য মাছের চাহিদা বেড়েছে✓
খ) ক্রান্তীয় অঞ্চলে সম্প্রতি কৃষি কাজের অভাব দেখা দিয়েছে
গ) ক্রান্তীয় অঞ্চলের সম্প্রতি প্রচুর প্ল্যাংকটন জন্মায়
ঘ) ক্রান্তীয় অঞ্চলের সম্প্রতি প্রচুর মাছের আগমন ঘটে


১৬) অভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্রের কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?

ক) সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বিকাশ লাভ করে
খ) উন্নত সাজ-সরঞ্জাম ও প্রচুর মূলধন বিনিয়োগ করতে হয়
গ) দেশের অভ্যন্তরস্থ নদী ,নালা ,পুকুর ও হ্রদে বিকাশ লাভ করে✓
ঘ) অধিকাংশ ধৃত মৎস্য বাণিজ্য করা হয়



১৭) ডেমার্সাল মাছের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি?

ক) এই মাছ আকৃতিতে ছোট নয়
খ) এরা ঝাকে ঝাকে ঘুরে বেড়ায়
গ) এই মাছ গভীর জলে বিচরণ করে✓
ঘ) এই মাছ খুবই সুস্বাদু হয়


১৮) পিলোজিক মাছের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি?

ক) এই মাছ বৃহৎ আকৃতির হয়
খ) এই মাছ গভীর সমুদ্রে বসবাস করে
গ) এই মাছ ভাসা জালে ধরা হয়✓
ঘ) কড, ডেমার্সাল মাছের উদাহরণ


১৯) ক্যাটাড্রোমাস  মাছের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি?

ক) উপকূলের মহীসোপানে বিচরণ করে
খ) এটি স্বাদু জলের মাছ
গ) এটি মিষ্টি জলের মাছ✓
ঘ) ডিম পাড়ার সময় মিষ্টি জলে চলে আসে


২০) মৎস্য একটি পুনর্ভব প্রবাহমান সম্পদ -এর কারণ কি?

ক) মৎস্য বারবার ব্যবহারেও নিঃশেষ হয়না
খ) মৎস্য পৃথিবীর সর্বত্র পাওয়া যায়
গ) ব্যবহারে সাময়িকভাবে শেষ হলো নির্দিষ্ট সময় অন্তর আবার প্রকৃতিতে ফিরে আসে✓
ঘ) পৃথিবীর সমস্ত মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়


২১) একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের কোন বৈশিষ্ট্য টি সঠিক নয়?

ক) এটি উপকূল থেকে সামুদ্রিক 200 মাইল পর্যন্ত বিস্তৃত
খ) এই অঞ্চলে কোন দেশের সম্পদ আহরণ ও অনুসন্ধানের অধিকার থাকে
গ) এই অঞ্চলের ইংরেজি প্রতিশব্দ হলো "Exclusive Economic Zone "
ঘ) এই অঞ্চলে কোন বিদেশী জাহাজ বা নৌকা চলাচল করতে পারে না✓





২২) জাপানের মৎস্য চাষ সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়?

ক) শীতল ওয়াশিও স্রোত ও উষ্ণ জাপান বা কুরোশিয় স্রোত এর মিলন এখানে প্লাংটন জন্মায়
খ) জাপান উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্য ক্ষেত্রের অন্তর্গত✓
গ) কুশিরো, কোকুরা , নাগাসাকি, ইয়াকোহামা গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর
ঘ) জাপানের টোকিও শহরের তুসুকিজি  মাছ বাজার টি বৃহত্তম


২৩) বাংলাদেশের মৎস্য চাষ সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়?

ক) বাংলাদেশের অভ্যন্তরীণ ও সামুদ্রিক মৎস্য ক্ষেত্র থেকে ইলিশ মাছ আহরিত হয়
খ) বাংলাদেশের পদ্মা, যমুনা ,ব্রহ্মপুত্র প্রভৃতি নদী বিখ্যাত অন্তর্দেশীয় মৎস্য আহরণ ক্ষেত্র
গ) কক্সবাজার,চট্টগ্রাম, মঙ্গলা ,বাগেরহাট বাংলাদেশের বিখ্যাত মৎস্য বন্দর
ঘ) ইউরোপের দেশ গুলি গলদা ও বাগদা চিংড়ির বাংলাদেশে রপ্তানি করে✓


২৪) মৎস্য শিকার পদ্ধতি সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়?

ক) পিলোজিক মাছ ভাসা জাল পদ্ধতিতে ধরা হয়
খ) ডেমার্সাল টানা জাল পদ্ধতিতে ধরা হয়
গ) GPS পদ্ধতিতে মাছের ঝাঁক এর অবস্থান জানা যায়
ঘ) বড়শি পদ্ধতিতে কর্ড ,হেরিং মাছ ধরা হয়✓


২৫) অভ্যন্তরীণ মৎস্য চাষ সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়?

ক) মিষ্টি বা স্বাদু জলের যোগান থাকা বাঞ্ছনীয়
খ) জলের তাপমাত্রা 20° সেলসিয়াস থাকা প্রয়োজন
গ) জলে প্ল্যাংকটন এর যোগান থাকা প্রয়োজন
ঘ) উপকূলীয় সমুদ্রে চাষ করা হয়✓



২৬) মৎস্য সংরক্ষণের পদ্ধতি হলো-

ক) যথেষ্ট মৎস্য শিকার রোধ করতে হবে
খ) মৎস্য শিকারে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ করতে হবে
গ) মৎস্য শিকার ক্ষেত্রে মৎস্য পুনঃস্থাপন করতে হবে
ঘ) সবগুলোই সঠিক✓






                 

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...