Thursday, July 23, 2020

SLST/ NET/SET HISTORY MCQ মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস Set-10





SLST/ NET/SET HISTORY MCQ
             মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস
                         Set-10

১) কোনটির সাপেক্ষে ঐতিহাসিক ভিন্সেন্ট স্মিথ " আকবরের মূর্খতার নিদর্শন " বলেছেন?

ক) দ্বীন-ই-ইলাহী ✓
খ) বুলন্দ দরওয়াজা
গ) জিজিয়া কর প্রত্যাহার 
ঘ) আকবরের আসিরগড় আক্রমণ


২) মুঘল যুগের প্রথম হিন্দি সাহিত্যের প্রাজ্ঞ ব্যক্তি কে ছিলেন?

ক)মালিক মোহাম্মদ জায়সী 
খ)আব্দুল রহিম ✓
গ)মোল্লা ওয়াজি 
ঘ)চাঁদবরদাই


৩) নিম্নলিখিত কোনটি মোগল সাম্রাজ্যের সাথে সম্পর্কিত নয়?

ক)দাম 
খ)জায়গীর✓ 
গ)জিতল
ঘ)মনসব


৪) বিশ্ব বিখ্যাত ময়ূর সিংহাসন কোথায় অবস্থিত ছিল?

ক)দেওয়ান-ই-খাস 
খ)আগ্রা কেল্লা 
গ)রংমহল ,লালকেল্লা 
ঘ)লালকেল্লা ,দেওয়ান-ই-আম✓



৫) বিখ্যাত কোহিনূর হীরে টি ভারতবর্ষের কোন খনি জাত?

ক) উড়িষ্যা 
খ) ছোটনাগপুর 
গ) বিজাপুর
ঘ) গোলকুণ্ডা✓


৬) নিম্নলিখিত কোনটি ফতেপুর সিক্রি তে অবস্থিত নয়?

ক) পাঁচ মহল
খ) মোতি মসজিদ ✓
গ) সেলিম চিশতির সৌধ 
ঘ) মরিয়ম প্যালেস


৭) বাবর মূলত কোন প্রদেশের শাসক ছিলেন?

ক) ফরগনা✓
খ)  খিবা 
গ) খোরাসান 
ঘ) কান্দাহার


৮) কার অনুমতি নিয়েই ইংরেজরা সুরাটে প্রথম ফ্যাক্টরি স্থাপন করেন?

ক)আকবর 
খ)জাহাঙ্গীর ✓
গ)শাহজাহান 
ঘ)ওরঙ্গজেব


৯) কোন মুঘল সম্রাজ্ঞীর নাম মুঘল ফরমান ও মুদ্রায় অংকিত থাকতো?

ক) মহম -অনঙ্গ 
খ) নুরজাহান✓ 
গ) মুমতাজ মহল 
ঘ) বরিময় মকানি


১০) ভক্ত তুকারাম কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন?

ক)বাবর 
খ)আকবর 
গ)জাহাঙ্গীর ✓
ঘ)ওরঙ্গজেব


১১) কোন মুঘল সম্রাট সর্বাধিক বেশি সময় ধরে রাজত্ব করেছেন?

ক)বাহাদুর শাহ 
খ)জাহানদার শাহ 
গ)ফারুকশিয়ার 
ঘ)মোহাম্মদ শাহ✓


১২) আকবরের কাছে একমাত্র কোন রাজপুত বংশ আত্মসমর্পণ করেননি?

ক) পারমার
খ) গুর্জর 
গ) চৌহান 
ঘ) শিশোদিয়া✓


১৩) নিচের কোন বক্তব্যটি সঠিক?

ক) বাবর এর আত্মজীবনী বাবরনামা বা তুজুক- ই -বাবরি তুর্কি ভাষায় রচিত
খ) আকবরনামার প্রণেতা আবুল ফজল বীরসিংহ বুন্দেলা দ্বারা নিহত হন
গ) মুঘল ঐতিহাসিক বদাউনি আকবরকে ইসলামের শত্রু বলে অভিহিত করেছেন
ঘ) সবকটি✓


১৪) মুঘল সাম্রাজ্য কার আমলে সর্বাধিক বিস্তৃতি লাভ করেছিল?

ক) আকবর 
খ) ওরঙ্গজেব ✓
গ) জাহাঙ্গীর 
ঘ) শাহজাহান

১৫) কোন মুঘল সম্রাটের রাজত্বকালে বান্দা বাহাদুর কে হত্যা করা হয়?

ক) জাহাঙ্গীর শাহ 
খ) ফারুকশিয়ার ✓ 
গ) ঔরঙ্গজেব
ঘ) জাহাঙ্গীর


১৬) কোন ঐতিহাসিক স্থাপত্যটি পারসিক এবং ভারতীয় স্থাপত্যশৈলীর সংমিশ্রণে তৈরি?

ক) কুতুবমিনার
খ) লোদীর সৌধ
গ) হুমায়ুনের সমাধি✓
ঘ) লালকেল্লা


১৭) ঔরঙ্গজেবের কন্যার নাম কি?

ক) জাহানারা 
খ) রোশন আরা
গ) গৌহর আরা
ঘ) জেবুন্নিসা✓


১৮) দারাশিকোর দ্বারা অনুমোদিত উপনিষদের নতুন নাম কি?

ক) আল- ফিবিস্ত
খ) কিতাব -উল - বায়ান
গ) মাজম- উল - বাহরান✓
ঘ) সির- ই - আকবর


১৯) কোন মুঘল সম্রাটের আমলে সর্বাধিক হিন্দু আধিকারিক নিযুক্ত ছিলেন?

ক) হুমায়ুন 
খ) আকবর 
গ) ওরঙ্গজেব✓ 
ঘ) শাহজাহান


২০) মমতাজ মহলের আসল নাম কি?

ক) আরজুমান্দ বানু বেগম✓
খ) লাডলী বেগম
গ) মেহেরুন্নিসা
ঘ) রোশন আরা


২১) জিজিয়া কর কার আমলে পুনরায় আবার চালু হয়?

ক) আকবর 
খ) ওরঙ্গজেব✓ 
গ) জাহাঙ্গীর
ঘ) শাহজাহান


২২) কোন সম্রাটের আমলে তুলসীদাস " রামচরিত মানস " রচনা করেন?

ক) বাবর 
খ)ওরঙ্গজেব ✓
গ)আকবর 
ঘ)বাহাদুর শাহ জাফর


২৩) কোন মোগল সম্রাট  "আলমগীর " নামে পরিচিত?

ক)আকবর 
খ)ঔরঙ্গজেব ✓
গ)জাহাঙ্গীর 
ঘ)শাহজাহান


২৪) কাকে বলা হত  " জিন্দাপীর "?

ক) আকবর
খ) জাহাঙ্গীর 
গ) ওরঙ্গজেব ✓
ঘ) বাবর 


২৫) আকবর দ্বারা নির্মিত কোন স্থাপত্যটি বৌদ্ধবিহারের আদলে তৈরি?

ক) পাঁচ মহল✓
খ) দেওয়ান-ই-খাস
গ) যোধাবাঈ মহল 
ঘ) বুলন্দ দরওয়াজা


২৬) নিম্নলিখিত কোনটি ওরঙ্গজেব মুঘল রাজসভায় নিষিদ্ধ ঘোষণা করেছিলেন?

ক) পারসিক নববর্ষ " নওরোজ "পালন
খ) ঝরোখা দর্শন (সম্রাটের দর্শন)
গ) হিন্দু রাজা দের কপালে তিলক অংকন
ঘ) সবকটি✓











No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...