Sunday, July 5, 2020

WBP Interview class-14 পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি





WBP Interview class-14
পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি

দার্জিলিং

১)দার্জিলিং জেলা  হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা।

২) দার্জিলিং জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?

-দার্জিলিং


৩) দার্জিলিং জেলা কটি লোকসভা এবং বিধানসভা কেন্দ্র রয়েছে?

-লোকসভা কেন্দ্রে 1টি (দার্জিলিং)বিধানসভা কেন্দ্র 6টি-( দার্জিলিং, কার্সিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া)


৪) দার্জিলিং জেলায় যানবাহনের কোড সংখ্যা কত?

- WB76, WB77


৫) দার্জিলিং জেলার দর্শনীয় স্থানসমূহ

*পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কঃ এই চিড়িয়াখানায় রেড পান্ডা, স্নো লেপার্ড, তিব্বতীয় নেকড়ে সহ পূর্ব হিমালয়ের প্রচুর বিপদগ্রস্ত ও বিলুপ্ত পক্ষী ও প্রাণীদের দেখতে পাওয়া যায়।

*ধীরধাম মন্দিরঃ এটি কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের অনুরূপ।

*বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামঃ এই জাদুঘর গাছপালা ও পশুপাখিদের প্রাকৃতিক পরিবেশের অন্দরে প্রবেশ করায়।

*লাওডস্ বোটানিকাল গার্ডেনঃ এই উদ্যানে অর্কিড, রডোডেনড্রন, ম্যাগনোলিয়া, প্রিমুলা, ফার্ন সহ নানা জাতের হিমালয়ান উদ্ভিদ পাওয়া যায়।

*লেবং রেস কোর্সঃ এটি পৃথিবীর সবচেয়ে ছোট এবং সর্বোচ্চ রেস কোর্স।

*ঘুম বৌদ্ধ মনেস্ট্রিঃ এটি এই অঞ্চলের সর্ববৃহৎ মনেস্ট্রি।

*অবজারবেটরি হিলঃ ধীরধাম মন্দির এবং বৌদ্ধ সংরক্ষণালয় এই পর্যবক্ষেণ পাহাড়ের উপর অবস্থিত।

টাইগার হিল, বাতাসিয়া লুপ, ওয়ার মেমোরিয়্যাল, আভা আর্ট গ্যালারি, রক গার্ডেন, গঙ্গা মায়া পার্ক, পীস প্যাগোডা, বোটানিক্যাল গার্ডেন, নাইটেঙ্গেল পার্ক, দার্জিলিং-রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার কেবল কার, সেঞ্চাল লেক, মহাকাল মন্দির, ধীরধাম মন্দির, হ্যাপি ভ্যালি টি গার্ডেন,  রাজ ভবন, দ্রুক থুপ্তেন সান্গাগ চোলিং মনাস্ট্রি,  তাশি দারগ্যলিঙ্গ মনাস্ট্রি, দ্য মগ-ঢোগ ইয়লমোওয়া বুদ্ধিস্ট মনাস্ট্রি, ঈগল’স ক্রেগ, নেতাজী সুভাষ চন্দ্র বোস মিউজিয়াম, থোঙ্গসা গুম্পা, থার্পা চোলিং মনাস্ট্রি, মঙ্গল ধাম, জোং ডোং পালরি ফো- ব্রাং মনাস্ট্রি, পেডং মনাস্ট্রি, কওলে ডারা, দেওসি ডারা, রাই-ধাপ, সিংহ দেবী মন্দির ইত্যাদি।



৬) এই জেলার জনগণনা তথ্য

জনসংখ্যা (২০১১)  ১৫,৯৫,১৮৩

• জনঘনত্ব
৭৬০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল)

• সাক্ষরতা
৭৯.৯২%

• লিঙ্গানুপাত
৯৭১


৭) দার্জিলিং জেলার প্রশাসনিক বিভাগ
সমগ্র দার্জিলিং জেলাকে মোট চারটি মহকুমা  ও ৯টি সমষ্টি উন্নয়ন ব্লকে  বিভক্ত করা হয়েছে। জেলায় মোট ৪টি পুরসভা রয়েছে

*দার্জিলিং সদর মহকুমা (দার্জিলিং-পুলবাজার,
রংলি-রংলিয়ট সমষ্টি উন্নয়ন ব্লক), পৌরসভা দার্জিলিং


*মিরিক মহকুমা(মিরিক সমষ্টি উন্নয়ন ব্লক) ,পৌরসভা মিরিক


*কার্শিয়াং মহকুমা(কার্শিয়াং সমষ্টি উন্নয়ন ব্লক) ,পৌরসভা কার্শিয়াং


*শিলিগুড়ি মহকুমা 
(মাটিগাড়া,নকশালবাড়ি,খড়িবাড়ী,ফাঁসিদেওয়া সমষ্টি উন্নয়ন ব্লক), পৌরসভা শিলিগুড়ি



৮) দার্জিলিং জেলার নাম SP এর কি?

-Sri Amarnath K


৯) এই জেলার মধ্য দিয়ে কোন কোন সড়ক গিয়েছে?

-১০ নং জাতীয় সড়ক, ১১০ নং জাতীয় সড়ক, ২৭ নং জাতীয় সড়ক, ৩২৭ নং জাতীয় সড়ক, ৩২৭বি নং জাতীয় সড়ক,


১০) এই জেলার নামের অর্থ কি?

দার্জিলিং শব্দটি এসেছে সংস্কৃত ভাষার শব্দ "দুর্জয় লিঙ্গ" থেকে। এর অর্থ " অদম্য ক্ষমতার অধিকারী শিব, যে হিমালয় শাসন করে"।

১১) দার্জিলিং জেলার নদ নদী গুলোর নাম কি কি?

- তিস্তা, গ্রেট রঙ্গিত, মেচি, বালাশোণ, মহানন্দা, জলঢাকা


**দার্জিলিং চা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় উৎপাদিত একটি বিশেষ প্রকারের চা। দার্জিলিং পাহাড়ের মনোরম পরিবেশে ক্যামেলিয়ার কোমল কুঁড়ি দিয়ে উৎপাদিত হয় বিশ্ববিখ্যাত দার্জিলিং-চা।


(চা-শিল্প বিকাশের শুরু হতে আজ পর্যন্ত অনেক গবেষণা, অনেক প্রতিযোগিতা হয়েছে, কিন্তু দার্জিলিং চায়ের মতো চা তৈরি করা দূরে থাক, সৌরভে গুণগত উৎকর্ষতায় এর ধারে কাছেও আসতে পারেনি কোনো চা-উৎপাদনকারী।)


জলপাইগুড়ি জেলা

১)জলপাইগুড়ি জেলা  হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা।শহরটি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত৷


২)জলপাইগুড়ি জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?

-জলপাইগুড়ি


৩) জলপাইগুড়ি জেলা কত সালে তৈরি হয়েছে?

-1869


৪) জলপাইগুড়ি জেলার নামের অর্থ কি?

ইতিহাস অনুযায়ী এই জেলার নাম জল্পেশ্বর থেকে এসেছে যেটা শিব ঠাকুরের আরেক নাম,কিন্তু কেউ কেউ বলে এই স্থানে আগে নাকি জলপাই এর গাছ প্রচুর মাত্রায় ছিল,যাহার জন্য এই জায়গার নাম জলপাইগুড়ি। পূর্বে এই স্থানটি কোচ-রাজবংশীদের এক ভাগ ছিল যাহার নাম ছিল কামতাপুর।১৮৬৯ সালে এই জেলাটির স্থাপন করা হয়।


৫) এই জেলায় কয়টি লোকসভা এবং বিধানসভার কেন্দ্র রয়েছে?

-১টি লোকসভা কেন্দ্র এবং ৮ টি বিধানসভা কেন্দ্র

লোকসভা কেন্দ্র-জলপাইগুড়ি

বিধানসভা কেন্দ্র- নাগরাকাটা, ধুপগুড়ি ,মেখলিগঞ্জ, ময়নাগুড়ি ,মাল ,ডাব গ্রাম- ফুলবাড়ি ,জলপাইগুড়ি, রাজগঞ্জ


৬)জলপাইগুড়ি জেলার SP এর নাম কি?

-Shri Avishek Modi


৭) এই জেলার জনগণনা তথ্য দাও
জনসংখ্যা (২০১১)  :  ২৩,৮১,৫৯৬

• জনঘনত্ব   :  ৭০০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল)

• সাক্ষরতা   ৭৩.২৫ শতাংশ

• লিঙ্গানুপাত  :  ৯৫৬

৮) এই জেলার মধ্য দিয়ে কোন সড়ক গিয়েছে?

-৩১ নং জাতীয় সড়ক , ৩১এ নং জাতীয় সড়ক , ৩১সি নং জাতীয় সড়ক , ৩১ডি নং জাতীয় সড়ক


৯) যানবাহনের কোড সংখ্যা

-WB 72



১০) জলপাইগুড়ি জেলার উল্লেখযোগ্য নদ নদী

-জলঢাকা, তিস্তা, করতোয়া, ধরলা, চাওয়াই


১১) শিল্প

- চা চাষ এখানকার একটি প্রধান শিল্প। তবে, এই জেলা কৃষিভিত্তিক এবং এখানকার অধিকাংশ মানুষই কৃষিক্ষেত্রে নিযুক্ত। এছাড়াও এই জেলার কাঠ বিখ্যাত এবং বর্তমানে অনেক কাষ্ঠ শিল্পের উন্নতি হচ্ছে। পর্যটন, মোটামুটি এক নতুন শিল্প যার বর্তমানে এবং ভবিষ্যতে বেড়ে ওঠার মহান সম্ভাবনা রয়েছে। এটা বিভিন্ন উদ্ভিদকুল ও প্রাণিকুলের সমন্বয়ে গঠিত এবং দেশের মধ্যে এবং বাইরের বহু পর্যটকদের আকর্ষণ করে।


১২) এখানকার গুরুত্বপূর্ণ আকর্ষণ হল – অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং ব্যঘ্র সংরক্ষন


১৩) দর্শনীয় স্থান

গয়েরকাটা মধুবনী পার্ক

বৈকুন্ঠপুর রাজবাড়ি

বৈকুন্ঠপুর রাজবাড়ির সিংহদুয়ার

বৈকুন্ঠপুর রাজবাড়ির দিঘি ও সংলগ্ন মন্দিরদ্বয়

যোগমায়া কালীবাড়ি

দেবী চৌধুরাণীর কালীবাড়ি

তিস্তা নদীর পাড়বাঁধ

জল্পেশ মন্দির

গোসাইহাট পার্ক

মা ভ্রামরী দেবী মন্দির

***স্বপ্না বর্মন জলপাইগুড়ি জেলার বাসিন্দা (ইনি হেপ্টা থেলন খেলার সঙ্গে যুক্ত)


আলিপুরদুয়ার

১)আলিপুরদুয়ার জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের পাঁচটি জেলার অন্যতম।

আলিপুরদুয়ার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা।   হিমালয়ের পাদদেশে কালজানি নদীর পূর্ব তীরে অবস্থিত, শহরটি ভারতের ভুটান এবং উত্তর-পূর্ব রাজ্যের প্রবেশদ্বার।


২)আলিপুরদুয়ার পুরসভা এবং মাদারিহাট–বীরপাড়া, আলিপুরদুয়ার–১, আলিপুরদুয়ার–২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম–এই ছয়টি ব্লক নিয়ে আলিপুরদুয়ার জেলা গঠিত। এই জেলায় ৬৬টি গ্রাম পঞ্চায়েত ও ৯টি সেন্সাস টাউন আছে।


৩) এই জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?

-আলিপুরদুয়ার


৪) এই জেলা কত সালে তৈরি হয়েছে?

-২০১৪ সালের ২৫ জুন এই জেলা গঠিত হয়। রাজ্যটি প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।


৫) আলিপুরদুয়ার জেলায় কয়টি লোকসভা ও বিধানসভা কেন্দ্র রয়েছে?

-১ টি লোকসভা কেন্দ্র এবং ৫ টি বিধানসভা কেন্দ্র (কুমারগ্রাম, কালচিনি , আলিপুরদুয়ার, ফালাকাটা , মাদারিহাট)
এই পাঁচটি বিধানসভা কেন্দ্রই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত হয়েছে।


৬) যানবাহনের কোড সংখ্যা-

-WB69, WB70


৭)জনসংখ্যা (ভারতের জনগণনা ২০১১ অনুসারে)
• মোট ১৪,৯১,২৫০

• জনঘনত্ব  ৫২০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)


৮) আলিপুর দুয়ার জেলার থানার সংখ্যা কত?

-আলিপুর জেলার থানার সংখ্যা ৮ টি

আলিপুরদুয়ার জেলার থানাগুলি হল আলিপুরদুয়ার, শামুকতলা, কুমারগ্রাম, ফালাকাটা, কালচিনি, জয়গাঁ, মাদারিহাট ও বীরপাড়া।


৯) আলিপুর দুয়ার জেলার SP এর নাম কি?

-শ্রী নগেন্দ্রনাথ ত্রিপাঠী


১০) আলিপুরদুয়ার জেলার জেলাধ্যাক্ষ-

-শ্রী অ্যালাইস ভাজ


১১) পুলিশ প্রধান-

- শ্রী রবিন্দ্রনাথ অভারু



১২) আলিপুরদুয়ার জেলার দর্শনীয় স্থান-

-এই জেলায় ভারতের দুটি জাতীয় উদ্যান অবস্থিত। এগুলি হল: বক্সা জাতীয় উদ্যান ও জলদাপাড়া জাতীয় উদ্যান।


১৩) আলিপুরদুয়ার জেলার নামের অর্থ কি?

-আলিপুরদুয়ার নামের তিনটি অংশ রয়েছে আলি, পুর এবং দুয়ার। "আলী "শব্দটি প্রয়াত কর্নেল হেদায়েত আলী খানের নাম থেকে প্রাপ্ত যিনি এখানে প্রথম  অতিরিক্ত সহকারি কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। "পুর" শব্দের অর্থ শহর বা নগর। "আলিপুর "কথার অর্থ 'আলীর শহর' বা 'আলীর নগর'। কলকাতার আলিপুর থেকে উত্তরবঙ্গের আলিপুর কে আলাদা করার জন্য" আলিপুর" শব্দের সঙ্গে "দুয়ার" কথাটি যুক্ত করা হয়।' দুয়ার 'কথাটি এসেছে "ডুয়ার্স" থেকে।










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...