Sunday, July 5, 2020

Bengali Current Affairs 6th July, 2020




Bengali Current Affairs  6th July, 2020 

1.‘International Day of Cooperatives’ পালন করা হয় কবে?

ⓐ ৩রা জুলাই
ⓑ ৪ঠা জুলাই✓
ⓒ ৪ঠা জুন
ⓓ ৫ই এপ্রিল

☯ ২০২০ সালের থিম হল- 'Cooperatives for Climate Action'

2.সম্প্রতি অবসর নেওয়া Lin Dan কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়? 

ⓐ রাশিয়া
ⓑ চীন✓
ⓒ জাপান
ⓓ অস্ট্রেলিয়া 

☯ তিনি দুইবার অলিম্পিক জিতেছিলেন, প্রথমবার ২০০৮ সালে বেজিং অলিম্পিক এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিক
☯ চিনের রাজধানী- বেজিং
☯ মুদ্রার নাম-Renminbi
☯ বর্তমান রাষ্ট্রপতি-Xi Jinping

3.NHAI-র চেয়ারম্যান পদে আরো কত দিন বহাল থাকবেন সুখবীর সিং সাধু? 

ⓐ ১ বছর
ⓑ ২ বছর
ⓒ ৬ মাস✓
ⓓ ৩ মাস 

☯ ২০২১ সালের ২১শে জানুয়ারী পর্যন্ত তিনি এই পদে বহাল থাকছেন
☯ NHAI-র -এর পুরো কথা-National Highways Authority of India
NHAI-র প্রতিষ্ঠা সাল- ১৯৮৮

4.এই প্রথমবার All India Radio (AIR) তাদের ‘News Magazine’ প্রোগ্রাম করবে কোন ভাষায়?

ⓐ বাংলা
ⓑ সংস্কৃত✓
ⓒ হিন্দি
ⓓ উর্দু 

☯ এই প্রোগ্রামটির নাম দেওয়া হয়েছে 'সংস্কৃত সাপ্তাহিকী'
☯ All India Radio লঞ্চ করা হয়েছিল- ১৯২৭ সালের ২৩শে জুলাই
☯ হেডকোয়াটার- নিউ দিল্লি
☯ মালিক- প্রসার ভারতী গ্রুপ

5.বায়ুদূষণ কম করতে ‘পধে লাগাও, পর্যাবরণ বাচাও’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ মধ্যপ্রদেশ
ⓑ ছত্তিশগড়
ⓒ নিউ দিল্লি✓
ⓓ কেরালা 

☯ এই ক্যাম্পেইনটি ১৭ দিন চলবে এবং ৩১ লক্ষ চারা গাছ রোপন করা হবে NH 20-এর দুইধারে
☯ দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরীয়াল
☯ বর্তমান রাজ্যপাল-Anil Baijal

6.রাজ্যে ভূমিহীন কৃষকদের শস্য ঋণ দিতে কোন যোজনা লঞ্চ করলো উড়িষ্যা সরকার? 

ⓐ জগন্নাথ যোজনা
ⓑ বলরাম যোজনা✓
ⓒ উৎকল যোজনা
ⓓ কৃষক যোজনা 

☯ এই যোজনার আওতায় আগত ২ বছরে মোট ৭ লক্ষ ভূমিহীন কৃষককে এই লোন দেওয়া হবে
☯ এই যোজনার জন্য ১০৪০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার
☯ উরিষ্যার রাজধানী- ভুবনেশ্বর
☯ বর্তমান মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
☯ বর্তমান রাজ্যপাল- গনেশী লাল

7.নতুন ভর্তি হওয়া জুনিয়র আইনজীবীদের মাসিক বৃত্তি দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? 

ⓐ তামিলনাড়ু✓
ⓑ কেরালা
ⓒ কর্নাটক
ⓓ বিহার 

☯ ২ বছর মাসিক ৩০০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে
☯ তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই
☯ বর্তমান মুখ্যমন্ত্রী-Edappadi K. Palaniswami
☯ বর্তমান রাজ্যপাল-Banwarilal Purohit

8.Jean Castex কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন? 

ⓐ জাপান
ⓑ ইংল্যান্ড
ⓒ ফ্রান্স✓
ⓓ নরওয়ে 

☯ এর আগে এই পদে ছিলেন Edouard Philippe
☯ ফ্রান্সের রাজধানী- প্যারিস
☯ মুদ্রার নাম-ইউরো
☯ বর্তমান রাষ্ট্রপতি-Emmanuel Macron

9.‘The Diana Award’-এ সম্মানিত হলো দিল্লির কোন বালিকা? 

ⓐ রশ্মি পারভীন
ⓑ নেহা আগারয়াল
ⓒ ফ্রেয়া থাকরাল✓
ⓓ মেঘা মজুমদার 

☯ সে ১৩ বছর বয়সী দিল্লির একটি মেয়ে
☯ 'Recycler'-নামে অ্যাপ ডেভেলপ করার জন্যই এই পুরস্কার সে পেয়েছে

10.সম্প্রতি প্রয়াত Saroj Khan কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? 

ⓐ কোরিওগ্রাফি✓
ⓑ সাংবাদিকতা
ⓒ সঙ্গীত
ⓓ অভিনয় 

☯ তাঁর আসল নাম-নির্মলা নাগপাল
☯ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল-৭২ বছর
☯ দেবদাস সিনেমার জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন
☯ Hum Dil De Chuke Sanam, Guru, Khalnayak এবং Chaalbaaz সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন


11. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোন দিন "ধর্মচক্র দিবস 2020" উদযাপন করেছেন?

a.২ জুলাই
b.৩জুলাই
c.৪জুলাই✓
d.৫জুলাই


12. সম্প্রতি দিল্লির পর আর কোন রাজ্য প্লাজমা ব্যাংক প্রতিষ্ঠা করার ঘোষণা করেছে?

a. গুজরাট
b. মহারাষ্ট্র
c. আসাম✓
d. কর্ণাটক

*আসামের বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
*আসামের বর্তমান রাজ্যপাল জগদীশ মুখী





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...