Bengali Current Affairs 11th August, 2020
1. আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে পালিত হয়?
ⓐ 9 আগস্ট✓
ⓑ 10 আগস্ট
ⓒ 11 আগস্ট
ⓓ 12 আগস্ট
☼ বিশ্বের বিভিন্ন দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার গুরুত্ব নিয়ে প্রতিবছর এ দিনটি পালন করা হয়।
☼ 1994 সালের 23 ডিসেম্বর ইউনাইটেড নেশনস জেনেরাল অ্যাসেম্বলি 49/214 রেজুলেশন সংযোজনের মাধ্যমে দিনটি পালনের উদ্যোগ নেয়।
2. CRPF-এর ইন্সপেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ N.N Singh
ⓑ Rakesh Makhija
ⓒ P.S. Ranipse✓
ⓓ Biswajit Dasgupta
☼ CRPF-এর পুরো কথা- Central Reserve Police Force
☼ হেডকোয়াটার- নিউ দিল্লি
☼ প্রতিষ্ঠা সাল- ১৯৩৯ সালের ২৭শে জুলাই
☼ মোটো:- 'Service and Loyalty'
3. ‘Kavkaz 2020’- নামে বহুপাক্ষিক সামরিক মহড়াটি কোন দেশে হতে চলেছে?
ⓐ কাজাখস্থান
ⓑ আমেরিকা
ⓒ রাশিয়া✓
ⓓ ফ্রান্স
☼ এই মহড়াতে ভারতসহ ১৮টি দেশ অংশ গ্রহণ করবে, যেমন- চীন, ইরান,পাকিস্তান, তুর্কি ইত্যাদি
☼ রাশিয়ার রাজধানী- মস্কো
☼ মুদ্রার নাম- রাশিয়ান রুবেল
☼ বর্তমান প্রধানমন্ত্রী-Mikhail Mishustin (মিখাইল মিশুস্তিন
☼ বর্তমান রাষ্ট্রপতি- Vladimir Putin
4. সম্প্রতি কে Khelo India Scheme এর প্রথম জেনারেল কাউন্সিলের সভাপতিত্ব করেন?
ⓐ রাজনাথ সিং
ⓑ নরেন্দ্র মোদি
ⓒ কিরেন রিজিযু✓
ⓓ নরেন্দ্র সিং তোমার
5.১৯৭১ সালের মুক্তি যুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সৈনিকদের স্মৃতি সৌধ বানাবে কোন দেশ?
ⓐ পাকিস্তান
ⓑ শ্রীলংকা
ⓒ বাংলাদেশ✓
ⓓ নেপাল
☼ রাজধানী- ঢাকা
☼ মুদ্রার নাম- টাকা
☼ বর্তমান প্রধানমন্ত্রী- শেখ হাসিনা
6.সম্প্রতি নতুন ‘Electric Vehicle Policy’ লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ জম্মু-কাশ্মীর
ⓑ দিল্লি✓
ⓒ কেরালা
ⓓ ঝাড়খন্ড
☼ বর্তমান মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরীয়াল
☼ বর্তমান রাজ্যপাল- অনিল বৈজাল
☼ করোনা আবহে দিল্লিতে নতুন Electric Vehicle Policy ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
☼ ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে registration fee ,road tax free হবে ।এছাড়া ইলেক্ট্রিক ভেহিকেল প্রকল্পে সরকার দ্বি-চাকার গাড়ি, অটো এবং ই -রিক্সার জন্য 3000 টাকা পর্যন্ত incentive দেবে এবং গাড়ির জন্য এটি 1.5 লক্ষ টাকা পর্যন্ত incentive দেবে।
Electric Vehicle Policy Aim
☼ দিল্লির অর্থনীতি চাঙ্গা করা
☼ দূষণ নিয়ন্ত্রণ করা
☼ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা
☼ পরিবহনের ক্ষেত্রে রাজস্ব সংগ্রহ বাড়াতে সাহায্য করা
7.‘রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র’-এর উদ্বোধন করলেন কে?
ⓐ অমিতশাহ
ⓑ নরেন্দ্র মোদী✓
ⓒ রামনাথ কোবিন্দ
ⓓ রাজনাথ সিং
☼ এটি দিল্লির রাজঘাটের কাছে তৈরী করা হয়েছে
8.আইপিএল-এ Chennai Super Kings-এর রিটেল ব্যাঙ্কিং পার্টনার হলো কোন ব্যাঙ্ক?
ⓐ HDFC Bank
ⓑ Equitas Small Finance Bank✓
ⓒ Punjab National Bank
ⓓ Axis Bank
☼ হেডকোয়াটার- চেন্নাই
☼ বর্তমান ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হলেন- Vasudevan P N (বাসুদেবান পি এন)
9. শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে Mahinda Rajapaksa, এইবার নিয়ে মোট কতবার নির্বাচিত হলেন?
ⓐ ৩ বার
ⓑ ৪ বার✓
ⓒ ২ বার
ⓓ ৫ বার
☼ শ্রীলংকার রাজধানী- শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে
(প্রশাসনিক) ও কলম্বো (বাণিজ্যিক)
☼ শ্রীলংকার রাষ্ট্রপতি -গোতাবায়া রাজাপাকসে
☼শ্রীলংকার বৃহত্তর শহর- কলম্বো
☼ শ্রীলংকার সরকারি ভাষা - সিংহলি ,তামিল
☼ শ্রীলংকার মুদ্রার নাম- শ্রীলংকান রুপী
10. ‘নাগাসাকি দিবস’ পালিত হয় কোন দিন?
ⓐ ৬ই আগস্ট
ⓑ ৭ই আগস্ট
ⓒ ৯ই আগস্ট✓
ⓓ ৮ই আগস্ট
☼ ১৯৪৫ সালের ৬ই আগস্ট হিরোশিমা শহরে 'লিটল বয়' নামে পারমানবিক বোমা ফেলে আমেরিকা
☼ এবং তারই ২দিন পর ৯ই আগস্ট নাগাসাকি শহরে 'ফ্যাট ম্যান'-নামে বোমা ফেলে
11. "The Swachh Bharat Kranti"-এই বইটি কে হিন্দিতে অনুবাদ করেন?
ⓐ স্মৃতি ইরানি
ⓑ গজেন্দ্র সিং শেখওয়াত
ⓒ শ্রী পরমেশ্বরন আইয়ার✓
ⓓ প্রহ্লাদ সিং প্যাটেল
☼ Swachh Bharat Kranti- এই বইটি Swachh Bharat Revolution বইয়ের হিন্দি সংস্করণ
☼ Department of Drinking Water and Sanitation Secretary শ্রী পরমেশ্বরন আইয়ার এই বইটি হিন্দিতে অনুবাদ করেন
☼ এই বইটি 4 ই আগস্ট দিল্লিতে লঞ্চ করেন Union Minister of Jal Shakti -শ্রী গজেন্দ্র সিং শেখওয়াত এবং Union Minister of Textile and Women & Child Development শ্রীমতি স্মৃতি ইরানি
12. PNB Housing Finance এর MD & CEO পদে কে নিযুক্ত হলেন?
ⓐ হরদয়াল প্রসাদ✓
ⓑ নীরাজ ভ্যাস
ⓒ অতুল গোয়েল
ⓓ নিতিশ প্রসাদ
☼ PNB Housing Finance এর হেডকোয়ার্টার- নিউ দিল্লি
☼ PNB Housing Finance এর ট্যাগ লাইন-Ghar Ki Baat
13. Tick-borne SFTS Virus নামে প্রাণঘাতী ভাইরাস কোন দেশে আবার উদ্ভূত হয়েছে?
ⓐ চীন✓
ⓑ জাপান
ⓒ উত্তর কোরিয়া
ⓓ দক্ষিণ আফ্রিকা
☼ Tick-borne SFTS Virusনামে প্রাণঘাতী ভাইরাস চীন দেশের আনহুই ও ঝোজিয়াং প্রদেশ উদ্ভূত হয়েছে
☼ ভাইরাসটি বুনিয়া ভাইরাস ক্যাটাগরির
☼ তাইওয়ান নিউজের এক প্রতিবেদনে জানা যায় চীনে 2010 সালের দিকে প্রথমে ভাইরাসটি ধরা পড়ে এবং ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে।
☼ বিশেষ রক্তচোষা পোকার কামড় থেকে ছড়াচ্ছে এই ভাইরাস
☼ মৃত্যু হয়েছে ৭জনের ,আক্রান্ত 60
☼ উপসর্গ- জ্বর, সর্দি-কাশি, লিউকোসাইট সংখ্যা হ্রাস পাওয়া
14. Juan Carlos কোন দেশের প্রাক্তন রাজা যিনি দুর্নীতির অভিযোগের জন্য দেশ ত্যাগ করলেন?
ⓐ স্পেন✓
ⓑ রাশিয়া
ⓒ ইতালি
ⓓ সৌদি আরব
☼ স্পেন এর প্রধানমন্ত্রী -পেদ্রো সানচেজ
☼ স্পেন এর মুদ্রা- ইউরো
☼ স্পেনের রাজধানি- মাদ্রিদ
☼ স্পেনের জাতীয় খেলা- বুল ফাইটিং
☼ স্পেনের পার্লামেন্ট- কোর্তেস
15. লেবাননের রাজধানী বেইরুটে কোন রাসায়নিক পদার্থ ফেটে যাওয়ার ফলে প্রচণ্ড বিস্ফোরণ হয়?
ⓐ সোডিয়াম নাইট্রেট
ⓑ অ্যামোনিয়াম নাইট্রেট✓
ⓒ পটাশিয়াম নাইট্রেট
ⓓ ইউরেনিয়াম
☼ প্রায় 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট ফেটে বেইরুট বন্দরে প্রচণ্ড বিস্ফোরণ হয়
☼ লেবাননের President - মিশেল আউন
☼ লেবাননের Prime Minister- হাসান দিয়াব
☼ Speaker of the Parliament - নবিহ বেরি
☼লেবাননের রাজধানী - বেইরুট
☼লেবালনের মুদ্রা- Lebanese pound
16. পাকিস্তানের নতুন রাজনৈতিক মানচিত্রে ভারতের কোন রাজ্যের কিছু অংশ যুক্ত হয়েছে?
ⓐ গুজরাট✓
ⓑ রাজস্থান
ⓒ পাঞ্জাব
ⓓ উত্তর প্রদেশ
☼পাকিস্তান দেশের প্রধানমন্ত্রী ইমরান খান নতুন মানচিত্র প্রকাশ করল।
☼ ওই মানচিত্রে ভারত শাসিত কাশ্মীর, গুজরাটের জুনাগর সহ ভারতের কিছু এলাকা পাকিস্তানের অংশ দেখানো হয়েছে
☼ পাকিস্তানের রাজধানী - ইসলামাবাদ
☼ পাকিস্তানের রাষ্ট্রপতি - আরিফ আলভি
No comments:
Post a Comment