Monday, August 10, 2020

ভূগোল SLST/NET/SET MCQ- Set- 28 অর্থনৈতিক ভূগোল (Economic Geography)

 


ভূগোল SLST/NET/SET   MCQ- Set- 28  অর্থনৈতিক ভূগোল  (Economic Geography)

                    

                    

১) শিপ স্টেশন হল-

ক) আমেরিকার মেষ পালন খামার

খ) অস্ট্রেলিয়ার মেষ পালন খামার

গ) নিউজিল্যান্ডের মেষ পালন খামার

ঘ) আর্জেন্টিনার মেষ পালন খামার



২) ফাজেন্দা হলো-

ক) কিউবার কফি বাগান

খ) ব্রাজিলের কফি বাগান

গ) চিলির কফি বাগান

ঘ) আর্জেন্টিনার কফি বাগান




৩) ইরি ,অন্টারিও হ্রদ অবস্থিত কোন দেশে?

ক) আমেরিকা

খ) কানাডা

গ) অস্ট্রেলিয়া

ঘ) নেদারল্যান্ড




৪) আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেইরি তৃণভূমি কি কাজে ব্যবহৃত হয়?

ক) বসতি এলাকা

খ) খনিজ এলাকা

গ) পশুচারণ এলাকা

ঘ) বনভূমি



৫) পৃথিবীর কোন দেশের 33 % পর্বত ,26% মালভূমি ,12% সমতলভূমি, 19% অববাহিকা, 10% পাহাড় অবস্থিত?

ক) কানাডা

খ) আমেরিকা

গ) চীন

ঘ) নেদারল্যান্ড




৬) ইউরোপের " শস্য ভান্ডার"বা "রুটির ঝুড়ি" বলা হয় কোন দেশকে?

ক) ইউক্রেন

খ) নেদারল্যান্ড

গ) ফ্রান্স

ঘ) জার্মানি



৭) পোল্ডার ভূমি কোথায় অবস্থিত?

ক) আর্জেন্টিনা

খ) ব্রাজিল

গ) নেদারল্যান্ড

ঘ) ইউক্রেন



৮) আর্জেন্টিনার বিখ্যাত শিল্প কেন্দ্র হল-

ক) বুয়েনস আইরেস

খ) টিয়েরা ডেল ফিউগো

গ) লা -প্লাটা

ঘ) করডোবা



৯) ক্রিভয়রগ, জাপোরিজিয়া, কিয়েভ, খারকভ ইত্যাদি কোথাকার বিখ্যাত শিল্প কেন্দ্র?

ক) আমেরিকা

খ) আর্জেন্টিনা

গ) ইউক্রেন

ঘ) চীন



১০) নিচের কোনটি ভূমি ব্যবহারের পক্ষে সর্বাধিক উপযোগী?

ক) মরুভূমি

খ) বরফাবৃত ভূমি

গ) পশুচারণভূমি

ঘ) সমভূমি




১১) এসট্যানসিয়া হলো-

ক) ব্রাজিলের চা বাগিচা

খ) আর্জেন্টিনার পশু খামার

গ) তাসমানিয়ার পশুপালন ক্ষেত্র

ঘ) চিলির ফলবাগিচা




১২) নেদারল্যান্ডের কোন উপসাগর থেকে পোল্ডার ভূমি উদ্ধার করা হয়?

ক) মেক্সিকো উপসাগর

খ) হাডসন উপসাগর

গ) জুইডার-জি উপসাগর

ঘ) এডেন উপসাগর



১৩) স্থায়ী কৃষিভূমি (Permanent Crops area)বলতে বোঝায় -

ক) একবার ফসল রোপণ করে কমপক্ষে 10 বছর ফসল উৎপাদন করা

খ) একবার ফসল রোপণ করে কমপক্ষে 5 বছর ফসল উৎপাদন করা

গ) একই জমিতে বার বার ফসল চাষ করা

ঘ) একই জমিতে একই ফসল সারা বছর ধরে চাষ করা




১৪) আমেরিকার ভূমি ব্যবহার সম্পর্কে কোনটি সঠিক নয়?

ক) রকি পার্বত্য অঞ্চল ও প্রেইরি তৃণভূমি অঞ্চলে চারণভূমি গড়ে উঠেছে

খ) পৃথিবীর মোট কাঠের দোকানের 15% আসে এই দেশ থেকে

গ) এখানকার সোনেরান মরুভূমি ও আলাস্কা অঞ্চলের বিস্তীর্ণ প্রান্তর অনুর্বর শ্রেণীর

ঘ) আমেরিকান ভূমি ব্যবহার অনুন্নত শ্রেণীর



১৫) কানাডার ভূমি ব্যবহার সম্পর্কে কোনটি সঠিক নয়?

ক) কানাডার মধ্যভাগে প্রায় 85% বরফাবৃত ও বনভূমিতে ঢাকা

খ) কানাডার কুইবেক ও অন্টারিও ভুট্টা ও ডেয়ারি শিল্পের জন্য বিখ্যাত

গ) কানাডার ভূমি ব্যবহার অত্যন্ত বৈচিত্র

ঘ) মন্ট্রিল ,অটোয়া ,কুইবেক টরেন্টো এখানকার বিখ্যাত শিল্প কেন্দ্র



১৬) চীনের ভূমি ব্যবহার সম্পর্কে কোনটি সঠিক নয়?

ক) চীনের পশ্চিমাংশ শুষ্ক ও রুক্ষ্ম অনুর্বর অঞ্চল

খ) চীনের হোয়াংহো অববাহিকায় রেশম কীট পালনে পৃথিবীর বিখ্যাত

গ) চীনে ধাপ কেটে ধান চাষ করা হয়

ঘ) চীনের পূর্বভাগে সরলবর্গীয় বৃক্ষ দেখা যায়



১৭) ব্রাজিলের ভূমি ব্যবহার সম্পর্কে কোন তথ্যটি ভুল?

ক) ব্রাজিলের সেলভা অরণ্য জনবসতিহীন

খ) ব্রাজিলের উচ্চভূমি সাভানা তৃণভূমি (ক্যাম্পস )চারণভূমির জন্য বিখ্যাত

গ) ব্রাজিলের কফি বাগিচা ফাজেন্দা নামে পরিচিত

ঘ) ব্রাজিলের আমাজন অরন্যের পরিমাণ উত্তরোত্তর বাড়ছে



১৮) প্রাকৃতিক বিপর্যয় (Natural Calamity) ভূমি ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কারণ-

ক) উপকূলীয় সুনামিতে উপকূলীয় মৃত্তিকা লবণাক্ত হয়ে ভূমি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে

খ) বারংবার অগ্ন্যুৎপাতে ভূমি ব্যবহারের বিভিন্নতা দেখা যায়

গ) ধস সম্পদের ব্যাপক পরিবর্তন আনে

ঘ) উপরের সবগুলি ঠিক



১৯) গ্রাম অঞ্চলের ভূমি ব্যবহারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-

ক) গ্রাম অঞ্চলের ভূমি ব্যবহারে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার দিকে লক্ষ্য রাখা হয়

খ) সম্প্রতি জনসংখ্যার চাপ ও আর্থসামাজিক কারণে গ্রামাঞ্চলের ভূমি ব্যবহারে দ্রুত পরিবর্তন হচ্ছে

গ) গ্রামাঞ্চলে অব্যবহৃত ও পতিত জমিতে সামাজিক বনসৃজন করা হয়

ঘ) উপরোক্ত সবগুলোই সঠিক



২০) শহর অঞ্চলের ভূমি ব্যবহারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-

ক) গ্রামাঞ্চলে তুলনায় শহরাঞ্চলের ভূমির ব্যবহার জটিল প্রকৃতির

খ) শহরের ভূমি ব্যবহার মূলত ত্রিমাত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন

গ) শহরের ভূমি ব্যবহারে মানব বাস্তুতন্ত্রের ( Human Ecology) প্রাধান্য দেখা যায়

ঘ) সবগুলি ঠিক



২১) কোনটি ভূমির বৈশিষ্ট্য নয়?

ক) জমির ত্রিমাত্রিক ( দৈর্ঘ্য ,প্রস্থ ,উচ্চতা) ব্যবহার সম্ভব

খ) জমি অবস্থানগতভাবে নির্দিষ্ট

গ) জমির আয়তন ইচ্ছামত হ্রাস বৃদ্ধি

ঘ) জমির বিজ্ঞানসম্মত ব্যবহারের প্রধান নিয়ন্ত্রক হল মানুষ



২২) মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি ব্যবহারে কোন তথ্যটি সঠিক নয়?

ক) যুক্তরাষ্ট্রের মধ্যভাগে প্রেইরি তৃণভূমি অবস্থিত

খ) যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে রয়েছে তৈগা বনভূমি

গ) যুক্তরাষ্ট্রের দক্ষিণ -পশ্চিমে রয়েছে মরুভূমি

ঘ) যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে রয়েছে পার্বত্য ভূমি



২৩) গ্রাম অঞ্চলে ভূমি ব্যবহারের ক্ষেত্রে কোন বিষয়টি সত্য?

ক) গ্রামাঞ্চলে কৃষিজমি শহরে রূপান্তরিত হয়

খ) গ্রাম অঞ্চলে বনভূমি কৃষি ভূমিতে পরিণত হয়

গ) সম্প্রতি গ্রামাঞ্চলের কৃষিজমি হিসেবে ভূমি ব্যবহারের অবনতি হয়েছে

ঘ) গ্রাম অঞ্চলের ভূমি ব্যবহার অপরিবর্তনশীল



২৪) ভূমির আচ্ছাদন (Land Cover) বলতে কী বোঝায়?

ক) কৃষিকাজ করে ভূমি কে আচ্ছাদিত রাখা

খ) প্রাকৃতিক উপাদান (অরণ্য, হ্রদ, নদী ,বরফ ইত্যাদি) দ্বারা ভূমিকা আচ্ছাদিত রাখা

গ) রোপণ করা অরণ্য দিয়ে অরণ্যকে আচ্ছাদিত রাখা

ঘ) বসতবাড়ি দিয়ে ভূমিকে আচ্ছাদিত রাখা




২৫) শহর ও গ্রামের ভূমি ব্যবহারের পার্থক্য রয়েছে কারণ-

ক) গ্রাম ও শহরের আর্থিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্য

খ) গ্রাম্য শহরের সংস্কৃতি র দৃষ্টিভঙ্গিগত পার্থক্য

গ) গ্রাম ও শহরের কর্মধারাগত পার্থক্য

ঘ) গ্রাম ও শহরের মানসিকতার পার্থক্য



২৬) ভূমি ব্যবহারের বিজ্ঞানসম্মত পরিকল্পনা প্রয়োজন কারণ-

ক) পৃথিবীর জীব বৈচিত্র রক্ষা করা

খ) প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা

গ) খাদ্য ও বাসস্থান সুনিশ্চিত করা

ঘ) এই সবগুলোই সত্য











No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...