Tuesday, August 11, 2020

Bengali Current Affairs 12th August 2020

 



Bengali  Current Affairs 12th August 2020 

1. ‘Gandagi Mukt Bharat’- নামে স্বচ্ছতা ক্যাম্পেইন লঞ্চ করলেন কে?

ⓐ ড. হর্ষ বর্ধন

ⓑ নরেন্দ্র মোদী✓

ⓒ স্মৃতি ইরানী

ⓓ প্রকাশ জাভেদকর


➔ এই ক্যাম্পেইনটি ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পর্যন্ত চলবে


2. ভারত সরকার কোন দেশের জন্য 18 মিলিয়ন ডলার মূল্যের A Line of Credit বাড়িয়েছে?

ⓐ মরিশাস

ⓑ মালদ্বীপ✓

ⓒ মালয়েশিয়া

ⓓ মায়ানমার


➔ মালদ্বীপের রাষ্ট্রপতি - ইব্রাহিম মুহাম্মদ সলিহ

➔ মালদ্বীপের রাজধানী - মালে

➔  মালদ্বীপের মুদ্রা - মালদ্বীপীয় রুফিয়া


3. ভারতীয় e - commerce কোম্পানি Flipkart কোন রাজ্য সরকারের সাথে One District One Product (ODOP ) scheme এর জন্য একটি MoU চুক্তি স্বাক্ষর করলো?

ⓐ উত্তরাখণ্ড

ⓑ উত্তর প্রদেশ✓

ⓒ তামিলনাড়ু

ⓓ সিকিম


➔  Flipkart founded - October 2007

➔  Headquarter - Bengaluru , Karnataka , India

➔   CEO - Kalyan Krishnamurthy

➔  Founders - Sachin Bansal & Binny Bansal



➔ উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলায় প্রথম হাতির হাসপাতাল খোলা হয়েছে

➔ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ

➔ উত্তর প্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল

➔ হেমা মালিনীর নির্বাচনক্ষেত্র উত্তরপ্রদেশের মথুরা

➔ উত্তর প্রদেশের লখনও তে প্রথম শকুন সংরক্ষণ কেন্দ্র /প্রয়োজন কেন্দ্র খোলা হবে

➔ উত্তর প্রদেশের লখনও তে প্রথম health ATM খোলা হয়েছে

➔ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের শিশুশ্রমিকদের শিক্ষিত করার জন্য 'Bal Shramik Vidya Yojana '  চালু করলেন। এই প্রকল্পটি আন্তর্জাতিক শিশুশ্রম নিষিদ্ধ দিবস উপলক্ষে চালু করা হয়েছে।


4. Capital India Finance Ltd-এর একজিকিউটিভ চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?  

ⓐ হর্ষ আগারবাল

ⓑ হর্ষ কুমার ভানওয়ালা✓

ⓒ সুপ্রতীম মজুমদার

ⓓ লালা হরদয়াল


5. সম্প্রতি ৮ই আগস্ট,২০২০ ভারত ছাড় আন্দোলনের কততম বার্ষিকী পূর্ণ হলো? 

ⓐ ৭৫তম

ⓑ ৭৬তম

ⓒ ৭৮তম✓

ⓓ ৮০তম


➔ ১৯৪২ সালে ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পরেই গান্ধীজি এই আন্দোলন শুরু করেছিলেন

➔ এই আন্দোলন শুরু হয়েছিল মুম্বাইয়ের Gowalia Tank Maidan থেকে


6. UNESCO দ্বারা ভারতের প্রথম ‘Tsunami Ready’ হিসাবে স্বীকৃতি পেলো উরিষ্যার কয়টি গ্রাম? 

ⓐ ৫টি

ⓑ ২টি✓

ⓒ ৩টি

ⓓ ৪টি

➔ সেই গ্রাম দুটি হল- Venkatraipur এবং Noliasahi

➔ UNESCO-এর হেডকোয়াটার- প্যারিস, ফ্রান্স

➔ প্রতিষ্ঠা দিবস- ১৯৪৫ সালের ১৬ই নভেম্বর

➔ বর্তমান হেড- Audrey Azoulay (অড্রে আজোলে)


7.সম্প্রতি প্রয়াত আমেরিকান লেখিকা Shirley Ann Grau ( শিরলে আন গ্রু)  নিম্নলিখিত কোন পুরস্কার পেয়ে ছিলেন? 

ⓐ নোবেল পুরস্কার

ⓑ ম্যান বুকার প্রাইজ

ⓒ পুলিৎজার পুরস্কার✓

ⓓ রামন ম্যাগসেসে প্রাইজ


➔ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯১ বছর

➔ ১৯৬৫ সালে তাঁর চতুর্থ বই 'The Keepers of the House'-এর জন্যই এই পুরস্কার অর্জন করেছিলেন



8. স্কুল ক্যাম্পাসের ৫০ মিটারের মধ্যে জাঙ্ক ফুড বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করলো কোন সংস্থা? 

ⓐ FSSAI✓

ⓑ WHO

ⓒ UNESCO

ⓓ Union Health Ministry


➔ FSSAI-এর পুরো কথা-Food Safety and Standards Authority of India

➔ প্রতিষ্ঠা সাল- ২০১১ সালের আগস্ট ,মাস

➔ হেডকোয়াটার- নিউ দিল্লি

➔ বর্তমান চেয়ারপারসন-Rita Teaotia ( রিতা টিওটিয়া)




9. ভারতের প্রথম শহর হিসাবে ট্রাফিক সিগন্যালে মহিলাদের আইকন লাগলো কোন শহর? 

ⓐ দিল্লি

ⓑ মুম্বাই✓

ⓒ বেঙ্গালুরু

ⓓ হায়দ্রাবাদ

➔ লিঙ্গ বৈষম্য দূর করতে এটি একটি পদক্ষেপ


10. ' World Biofuel Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন? 

ⓐ ১০ই আগস্ট✓

ⓑ ১১ই আগস্ট

ⓒ ১৫ই আগত

ⓓ ১০ই জুলাই

➔ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রনালয় প্রতিবছর 10 ই আগস্ট বিশ্ব জৈব জ্বালানি দিবস উদযাপন করে থাকে।

➔ Theme -  " Biofuels towards Atmanirbhar Bharat "

➔ Union Minister of Petroleum and Natural gas -  Dharmendra Pradhan

➔ বিশ্বব্যাপী জৈব fossil জ্বালানির বিকল্প হিসেবে non- fossil জ্বালানি গুলির গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য প্রতিবছর বিশ্বব্যাপী জৈব জ্বালানি দিবস পালন করা হয়।


11. কোন সাংবাদিক Investigative Journalism এর জন্য Asian College of Journalism Award পেল?

ⓐ নীতিন শেঠি✓

ⓑ নেহা দীক্ষিত

ⓒ সন্ধ্যা মেনন

ⓓ প্রিয়া রামান


➔ নীতিন শেঠি Investigative Journalism এর জন্য Asian College of Journalism Award পেল

➔ এতে একটি Trophy , একটা Citation এবং নগদ দু লক্ষ টাকা দেওয়া হয়


12. কোন দেশে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে?

ⓐ মরিশাস✓

ⓑ মায়ানমার

ⓒ মালয়েশিয়া

ⓓ ইন্দোনেশিয়া


➔ জাপানের একটি তেল ট্যাংকার থেকে 1000 টন কাঁচা তেল মরিশাসের সমুদ্রে নির্গত হয়েছে ,যার ফলে মরিশাসের সমুদ্রের নীল এবং পরিষ্কার জল কালো হয়ে যাচ্ছে । এর ফলে মরিশাসের প্রধানমন্ত্রী Pravind Jugnauth (প্রবিন্দ যুগনাথ ) পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে

➔ সম্প্রতি মরিসাস এর নয়া সুপ্রিম কোর্ট ভবন উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী Pravind Jugnauth (প্রবিন্দ যুগনাথ) । ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

➔ মরিশাসের রাষ্ট্রপতি - পৃথ্বীরাজসিং রূপুন

➔ মরিশাসের রাজধানী - পোর্ট লুইস

➔ মরিশাস এর Currency - Mauritian rupee




No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...