আধুনিক যুগের ভারতীয় ইতিহাস
পর্ব -৬
১) কোন গভর্নর জেনারেল দাসত্বের অবসান ঘটান?
ক) লর্ড এলেনব্যরো
খ) লর্ড কর্নওয়ালিস
গ) লর্ড বেন্টিঙ্ক
ঘ) লর্ড ডালহৌসি✓
২) ব্রাহ্ম সভার প্রথম সচিব কে নিযুক্ত হন?
ক) চন্দ্রশেখর দেব
খ) রামমোহন রায়
গ) তারাচাঁদ চক্রবর্তী✓
ঘ) দারক নাথ ঠাকুর
৩) রাধাস্বামী সৎসঙ্গ এর প্রতিষ্ঠাতা কে?
ক) শিব দয়াল সাহেব✓
খ) নারায়ণ অগ্নিহোত্রী
গ) হরিদাস স্বামী
ঘ) স্বামী শ্রদ্ধানন্দ
৪) কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় কে স্থাপন করেন?
ক) মাদাম কামা
খ) অ্যানি বেসান্ত✓
গ) মদনমোহন মালব্য
ঘ) রাজা রামমোহন রায়
৫) রামমোহন সম্পর্কে সঠিক কোনগুলি?
ক) তিনি চেয়েছিলেন পুরুষের বহুবিবাহ নিষিদ্ধ করতে
খ) বিধবা বিবাহ প্রবর্তন করতে
গ) মহিলাদের সম্পত্তির উত্তরাধিকার
ঘ) সবকটি✓
৬) কে আর্য মহিলা সমাজ গঠন করে প্রথম বিধবাদের শিক্ষিত করতে চেয়ে ছিলেন?
ক) মুথুলক্ষ্মী রেড্ডি
খ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রামাবাই✓
ঘ) দেবী চৌধুরানী
৭) বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলনে নিম্নের কে প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ করেননি?
ক) বিদ্যাসাগর✓
খ) কেশব চন্দ্র সেন
গ) মালাবারি
ঘ) বিষ্ণু শাস্ত্রী চিপ লঙ্কার
৮) কোন সমাজ সংস্কারকের স্ত্রী 1857 সালে পুনেতে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন?
ক) জি.এম .দেশমুখ
খ) রামকৃষ্ণ
গ) জ্যোতিবা ফুলে✓
ঘ) বিদ্যাসাগর
৯) পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রতি ভারতীয়দের আগ্রহের কারণ কি?
ক) আধুনিক বিজ্ঞান
খ) মনুষ্যত্ব ও কারণ এর মতবাদ
গ) উপরোক্ত দুটি✓
ঘ) কোনোটিই নয়
১০) ব্রাহ্ম সমাজের প্রধান দুটি স্তম্ভ কী ছিল?
ক) কারণ ও মানবতা✓
খ) মানবতা ও বেদ
গ) কারণ বেদ ও উপনিষদ
ঘ) সবকটি
১১) রামমোহন রায়কে 'রাজা ' উপাধি কে দেন?
ক) লর্ড বেন্টিঙ্ক
খ) দ্বিতীয় আকবর শাহ✓
গ) ব্রাহ্মসমাজ এর অনুগামীরা
ঘ) লর্ড মেয়ো
১২) সারদা আইনে পুরুষ ও মহিলার বিবাহের যে বয়স ধার্য করা হয় তা হল যথাক্রমে-
ক) 21 ও 18
খ) 20 ও 16
গ) 10 ও 15
ঘ) 18 ও14✓
১৩) কলকাতা ইউনিটারিয়ান কমিটির প্রতিষ্ঠাতা কে?
ক) বিদ্যাসাগর
খ) কেশব চন্দ্র সেন
গ) রাজা রামমোহন রায়✓
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১৪) " The permanent settlement was a sad blunder"-উপরোক্ত মন্তব্য টি কার?
ক) মার্শম্যান
খ) হোমস✓
গ) রমেশচন্দ্র দত্ত
ঘ) পাওয়েল
১৫) কোথায় প্রথম শিল্প বিপ্লব ঘটে?
ক) ইংল্যান্ড✓
খ) জার্মানি
গ) ফ্রান্স
ঘ) আমেরিকা
১৬) বাংলার কোন অঞ্চল বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ছিল?
ক) হাওড়া ও হুগলি
খ) নদিয়া ও চট্টগ্রাম
গ) হুগলি ও বর্ধমান
ঘ) ঢাকা ও মুর্শিদাবাদ✓
১৭) ইংল্যান্ড কখন ভারতীয় বস্ত্র আমদানির সংরক্ষণ নীতি গ্রহণ করে?
ক) 1708
খ) 1720✓
গ) 1728
ঘ) 1735
১৮) মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়?
ক) শিবাজী
খ) গোখলে
গ) নানা ফড়নবিশ✓
ঘ) রানাডে
১৯) ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের শাসন সংস্কার স্থপতি কে?
ক) লর্ড ক্লাইভ
খ) ওয়ারেন হেস্টিংস✓
গ) লর্ড কর্নওয়ালিস
ঘ) লর্ড ডালহৌসি
২০) " প্রতিটি ভারতীয় দুর্নীতি পরায়ন " -কথাটি কে বলেন?
ক) লর্ড ক্লাইভ
খ) ওয়ারেন হেস্টিংস
গ) লর্ড কর্নওয়ালিস✓
ঘ) লর্ড ডালহৌসি
২১) কে পেশোয়া হয়েও যোদ্ধা ছিলেন না?
ক) বালাজি বিশ্বনাথ
খ) বালাজি বাজিরাও✓
গ) প্রথম বাজিরাও
ঘ) সদাশিব রাও
২২) আলীবর্দী খাঁ এর কনিষ্ঠ কন্যার নাম কি?
ক) ঘসেটি বেগম
খ) আমিনা বেগম✓
গ) রেশমি বেগম
ঘ) কোনোটিই নয়
২৩) " দেওয়ানী" কথার অর্থ কি?
ক) শাসন করার অধিকার
খ) রাজস্ব আদায়ের অধিকার✓
গ) আইন প্রণয়নের অধিকার
ঘ) দুর্গ তৈরী র অধিকার
২৪) "পলাশীর যুদ্ধ ছিল নিছক কয়েকটি কামানের লড়াই ,কিন্তু বক্সার যুদ্ধ ছিল এক চূড়ান্ত যুদ্ধ"- উক্তিটি কার?
ক) রমেশ চন্দ্র মজুমদার
খ) লর্ড ক্লাইভ
গ) ভিন্সেন্ট স্মিথ✓
ঘ) জন মার্শাল
২৫) সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে " নীল জল নীতি "কে গ্রহণ করেন?
ক) লর্ড ক্লাইভ
খ) দুপ্লে
গ) হেস্টিংস
ঘ) আলবুকার্ক✓
No comments:
Post a Comment