Bengali Current Affairs 18th August, 2020
1."AMRUT" স্কিমের বাস্তবায়নে শীর্ষ রাজ্য কোনটি?
ⓐ মহারাষ্ট্র
ⓑ উড়িষ্যা✓
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ বিহার
■ এই তালিকায় দ্বিতীয়স্থানে চন্ডিগড় ও তেলেঙ্গানা
■ তৃতীয়স্থানে গুজরাট ও কর্নাটক
■ AMRUT-এর পুরো কথা- Atal Mission for Rejuvenation and Urban Transformation
■ ২০১৫ সালের জুন মাসে নরেন্দ্র মোদী এই স্কিম লঞ্চ করেছিলেন
■ এই স্কিমের লক্ষ্য ছিল শহরাঞ্চলে নিকাশী ও জলসরবরাহ ব্যবস্থার উন্নয়ন
■ উরিষ্যার রাজধানী- ভুবনেশ্বর
■ বর্তমান মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
■ বর্তমান রাজ্যপাল- গনেশী লাল
2.টোকিও অলিম্পিকে ভারতীয় টিমের অফিসিয়াল স্পনসর হবে কোন কোম্পানী?
ⓐ Reliance Group
ⓑ INOX Group✓
ⓒ INfosys
ⓓ ITC
■ টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হবে ২০২১ সালের ২৩শে জুলাই থেকে ৮ই আগস্ট
3. ‘National Digital Health Mission’-এর ঘোষণা করলেন কে?
ⓐ রামনাথ কোবিন্দ
ⓑ নরেন্দ্র মোদী✓
ⓒ ড. হর্ষবর্ধন
ⓓ রাজনাথ সিং
■ প্রধানমন্ত্রী যান আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত স্কিমের আওতায় এটি পরিচালিত হবে
4. ভারত সরকার মালদ্বীপের উন্নয়ন প্রকল্পের জন্য কত টাকা বিনিয়োগ করতে চলেছে?
ⓐ 500 মিলিয়ন ডলার✓
ⓑ 400 মিলিয়ন ডলার
ⓒ 700 মিলিয়ন ডলার
ⓓ 600 মিলিয়ন ডলার
■ মূল লক্ষ্য চীনের হাত থেকে মালদ্বীপ কে রক্ষা করা
■ মালদ্বীপ একটি ছোট দ্বীপ । রাজধানী মালের সঙ্গে ভিলিঙ্গলি , গুলহিফাহু এবং থাইলা ফুসি এই তিনটি দ্বীপের সংযোগকারী রাস্তা নির্মাণ করতে এই টাকা বিনিয়োগ
■ মালদ্বীপের রাজধানী ও বৃহত্তর শহর-মালে
■ মালদ্বীপের রাষ্ট্রপতি -ইব্রাহিম মুহাম্মদ সলিহ
■ মালদ্বীপের মুদ্রা - মালদ্বীপীয় রুফিয়া
5.মহাকাশ গবেষণায় সহায়তা করার জন্য ভারতের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ?
ⓐ নিউজিল্যান্ড
ⓑ নাইজেরিয়া✓
ⓒ ব্রাজিল
ⓓ বুলগেরিয়া
■ রাজধানী- আবুজা
■ মুদ্রার নাম- নাইজেরিয়ান নাইরা
■ বর্তমান রাষ্ট্রপতি- Muhammadu Buhari (মুহাম্মদু বুহারী)
6. Sebi-র একজিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ Ajay Tyagi
ⓑ G. P. Garg✓
ⓒ Suman Naga
ⓓ Ritesh Bhandari
■ Sebi-র পুরো কথা-Securities and Exchange Board of India
■ হেডকোয়াটার- মুম্বাই
■ প্রতিষ্ঠা সাল- ১৯৯২ সালের ১২ই এপ্রিল
■ বর্তমান চেয়ার পারসন- অজয় ত্যাগী
7.সম্প্রতি প্রয়াত Chunakkara Ramankutty (চুনক্কর রমনকুট্টি) কোন ভাষায় নাটক ও সিনেমার জন্য গান রচনা করতেন?
ⓐ হিন্দি
ⓑ উর্দু
ⓒ মালায়ালম✓
ⓓ তামিল
■ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৪ বছর
8. কোন রাজ্য সরকার তাদের রাজ্যের নতুন state emblem লঞ্চ করল?
ⓐ হরিয়ানা
ⓑ ঝারখন্ড✓
ⓒ ছত্রিশগড়
ⓓ বিহার
■ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী - হেমন্ত সোরেন
■ ঝাড়খণ্ডের রাজ্যপাল - দ্রৌপদী মুর্মু
9.ভারতের সশস্ত্র বাহিনীতে কর্মরত ব্যক্তিদের জন্য ‘Shaurya KGC Card’ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
ⓐ Axis Bank
ⓑ HDFC Bank✓
ⓒ SBI
ⓓ Bank of Baroda
■ হেডকোয়াটার- মুম্বাই
■ বর্তমান CEO - শশীধর জগদীশন
■ চেয়ার পারসন- শ্যামলা গোপীনাথ
10. Indian Achievers-এর দ্বারা ‘CEO of the Year’ অ্যাওয়ার্ড পেলেন কে?
ⓐ গগন অরোরা✓
ⓑ আদিত্য পুরী
ⓒ বিক্রমাদিত্য নাদিয়া
ⓓ সুন্দর পিচাই
■ তিনি Vertex Global Services-এর CEO
11. সম্প্রতি লাদাখে সীমান্ত নজরদারি করার জন্য বিশ্বের সবচেয়ে হালকা আক্রমণাত্মক হেলিকপ্টার মোতায়েন করল বায়ুসেনা। এগুলি তৈরি করেছে কোন সংস্থা?
ⓐ DRDO
ⓑ Pawan Hans
ⓒ Hindustan Aeronautics Limited✓
ⓓ কোনটাই নয়
■ HAL Founded -1940 (As Hindustan Aircraft)1964 Renamed Hindustan Aeronautics
■ Headquarter- Bangalore, Karnataka
■ Chairman and MD - R.Madhavan
12. কোন সংস্থা ভারতের প্রথম Pocket Android POS Device চালু করেছে?
ⓐ Pay Pal
ⓑ Paytm✓
ⓒ Phone pe
ⓓ Google pay
■ Paytm ভারতে যোগাযোগ বিহীন অর্ডার ও পেমেন্ট এর জন্য ভারতের প্রথম Pocket Android POS (Point of sale) ডিভাইস, Paytm All-in-One Portable Android Smart POS, চালু করেছে
■ Paytm Founder - Vijay Shekhar Sharma
■ Founded - August ,2010
■ CEO - Vijay Shekhar Sharma
■ Headquarter- Noida ,Uttar Pradesh, India
13. Amazon.com Inc কোন ভারতীয় শহরে অনলাইন ফার্মেসি চালু করল?
ⓐ Delhi
ⓑ Mumbai
ⓒ Chennai
ⓓ Bengaluru ✓
■ Amazon.com Inc কর্নাটকের রাজধানীর বেঙ্গালুরুতে মেডিকেল সংক্রান্ত পরিসেবা দেওয়ার জন্য 2020 সালের 14 আগস্ট ভারত একটি অনলাইন ফার্মেসি চালু করল
■ Amazon CEO : Jeff Bezos
■ Founder : Jeff Bezos
■ Headquarter : Washington, United States
14. International Film Festival (IFFI) of India 2020 কোন রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হবে?
ⓐ গোয়া✓
ⓑ মনিপুর
ⓒ দিল্লি
ⓓ মেঘালয়
■ International Film Festival of India (IFFI) 2020 গোয়ায় 20- 28 নভেম্বর অনুষ্ঠিত হবে
■ International Film Festival of India (IFFI) , Founded - 1952
■ এটা 51তম Film Festival
■ গোয়ার রাজ্যপাল - সত্যপাল মালিক
■ গোয়ার মুখ্যমন্ত্রী - প্রমোদ সাওয়ন্ত
15. JCB India- র নতুন Deputy CEO & MD পদে কে নিযুক্ত হলেন?
ⓐ অনুপ বর্মা✓
ⓑ রবিন শর্মা
ⓒ দীপক শেট্টি
ⓓ অতুল গোয়েল
■ JCB company Headquarters : Rochester ,United Kingdom
■ Founded - 1945 সালের 23 অক্টোবর
■ Founder - Joseph Bamford (জোসেফ বামফোর্ড)
■ Chairman - Anthony Bamford (অ্যান্টনি বামফোর্ড)
16. মহেন্দ্র সিং ধোনি ছাড়া 15 ই আগস্ট কোন ক্রিকেট খেলোয়ার সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন?
ⓐ সুরেশ রায়না✓
ⓑ চেতেশ্বর পুজারা
ⓒ রবীচন্দ্রন অশ্বিন
ⓓ রোহিত শর্মা
■ সুরেশ রায়না উত্তর প্রদেশের বাসিন্দা
■ Nickname- Sonu, Chinna thala
No comments:
Post a Comment