Sunday, August 16, 2020

Bengali Current Affairs 17th August, 2020

 


Bengali Current Affairs 17th August, 2020

1. সম্প্রতি কোন রাজ্যের লঙ্কা, কলা এবং খাজা পেল GI ট্যাগ?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ গোয়া✓

ⓒ উড়িষ্যা

ⓓ জম্মু-কাশ্মীর

➜ GI Tag-এর পুরো কথা- Geographical Indication (GI) tag

➜ Geographical Indications Registry হেডকোয়াটার-চেন্নাই, তামিলনাড়ু

➜ গোয়ার রাজধানী- পানাজি

➜ বর্তমান মুখ্যমন্ত্রী- প্রমোদ সাওয়ান্ত

➜ বর্তমান রাজ্যপাল-সত্য পাল মালিক




2. কোন সংস্থা ভারত, বাংলাদেশ ও নেপালের বন্যার্তদের জন্য 1.65 মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা করেছে?

ⓐ EU✓

ⓑ SAARC

ⓒ ASEAN

ⓓ BRICS

➜ European Union Member states  -27

➜ Headquarters -  Brussels , Belgium




3. নাভাল অপারেশনের ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ দীনেশ কে. ত্রিপাঠী✓

ⓑ করমবীর সিং

ⓒ রাকেশ ভাদুরিয়া

ⓓ সুনীল লানবা

➜ Chief of  Naval staff-  Admiral Karambir Singh





4. ইন্ডিয়ান কোস্ট গার্ড দ্বারা লঞ্চ করা পেট্রলচালিত জাহাজটির নাম কী?

ⓐ সম্প্রীতি

ⓑ সার্থক✓

ⓒ দুর্জয়

ⓓ আদিত্য

➜ ইন্ডিয়ান কোস্ট গার্ডের হেডকোয়াটার- নিউ দিল্লি

➜ মোটো:- We Protect

➜ বর্তমান ডিরেক্টর জেনারেল- কৃষ্ণস্বামী নটরাজন




5. গ্রামোদয়া বন্ধু মিত্র পুরস্কার প্রাপক সুধা মূর্তি কোন সংস্থার চেয়ারপারসন?

ⓐ ইনফোসিস ফাউন্ডেশন✓

ⓑ সুধা ফাউন্ডেশন

ⓒ আইটিসি ফাউন্ডেশন

ⓓ উই কেয়ার ফাউন্ডেশন

➜ হেডকোয়াটার- বেঙ্গালুরু

➜ প্রতিষ্ঠা সাল- ১৯৯৬

➜ এনার সাথে সাথে এই পুরস্কার পেলেন আইটিসি কোম্পানির গ্রুপ হেড Sivakumar Surampudi




6. কোথায় ২টি ওভার ব্রিজের নাম রাখা হলো অরুণ জেটলি ও সুষমা স্বরাজের নামে?

ⓐ হায়দ্রাবাদ

ⓑ দিল্লি

ⓒ আহমেদাবাদ✓

ⓓ লক্ষ্ণৌ



7. ‘স্মার্ট কানেক্ট স্কিম’-এর আওতায় দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রীদের স্মার্টফোন প্রদান করবে কোন রাজ্য?

ⓐ রাজস্থান

ⓑ গুজরাট

ⓒ পাঞ্জাব✓

ⓓ হরিয়ানা


➜ এই স্কিমের জন্য বরাদ্দ করা হয়েছে ৯২ কোটি টাকা এবং প্রদান করা হবে প্রায় ১.৭৪ লক্ষ ছাত্রছাত্রীকে

➜ 2020 সালের নভেম্বর মাসের মধ্যে প্রায় ১.৭৪ লক্ষ ছাত্রছাত্রীকে স্মার্টফোন প্রদান করা হবে

➜ সম্প্রতি পাঞ্জাব রাজ্য সরকার করোনাভাইরাস এর গোষ্ঠী সংক্রমণ রোধের জন্য "Ghar Ghar Nigrani " Mobile Application লঞ্চ করল।

➜ পাঞ্জাবের রাজধানী- চন্ডিগড়

➜ বর্তমান মুখ্যমন্ত্রী- Amarinder Singh

➜ বর্তমান রাজ্যপাল- V. P. Singh Badnore




8. বিক্রম কুমার দরাইস্বামী কোন ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ পাকিস্তান

ⓑ মায়ানমার

ⓒ বাংলাদেশ✓

ⓓ মালদ্বীপ


➜ বাংলাদেশের রাজধানী- ঢাকা

➜ মুদ্রার নাম- টাকা

➜ বর্তমান প্রধানমন্ত্রী- শেখ হাসিনা




9.সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণাকারী Laura Marsh  ( লরা মার্শ) কোন দেশের মহিলা ক্রিকেটার?

ⓐ ফ্রান্স

ⓑ অস্ট্রেলিয়া

ⓒ ইংল্যান্ড✓

ⓓ নিউজিল্যান্ড


➜ রাজধানী- লন্ডন

➜ মুদ্রার নাম-পাউন্ড স্টারলিং




10. কোন ক্রিকেট খেলোয়াড় সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন?

ⓐ রবীন্দ্র জাদেজা

ⓑ মহেন্দ্র সিং ধোনি✓

ⓒ রবীচন্দ্রন অশ্বিন

ⓓ চেতেশ্বর পুজারা


➜ 15 ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিং ধোনি

➜ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা চালিয়ে যাবেন

➜ ধ্বনি সর্বশেষ 2019 বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন

➜ Nickname- Mahi, Captain Cool,MSD,Thala

➜ 2018 সালে পদ্মভূষণ পুরস্কার পান

➜ 2009 সালে পদ্মশ্রী পুরস্কার পান

➜ 2007- 8 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান




11. সম্প্রতি এক রিপোর্ট অনুসারে কোন রাজ্যে অরণ্যবিনাশ এর কারণে হর্নবিল পাখির আবাস বিপন্ন হয়ে পড়েছে?

ⓐ হিমাচল প্রদেশ

ⓑ গুজরাট

ⓒ রাজস্থান

ⓓ অরুণাচল প্রদেশ✓

➜ পক্কে পাগা হর্নবিল উৎসব- হিমাচল প্রদেশ

➜ হর্নবিল উৎসব - মেঘালয়













No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...