Bengali Current Affairs 19th August, 2020
1.রাশিয়ার তৈরী করোনার ভ্যাকসিন কেনার জন্য রেজিস্ট্রেশন করলো কোন দেশ?
ⓐ আমেরিকা
ⓑ ভিয়েতনাম✓
ⓒ ইন্দোনেশিয়া
ⓓ ভারত
☞ রাজধানী- হ্যানয়
☞ মুদ্রার নাম- ভিয়েতনামী ডং
☞ বর্তমান প্রধানমন্ত্রী- Nguyen Xuan Phuc (এনগুইন জুয়ান ফুচ)
2. লেবানন গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কত টন জরুরী সহায়তা পাঠালো ভারত?
ⓐ ৫৮ টন✓
ⓑ ৫৯ টন
ⓒ ৬২ টন
ⓓ ৫৫ টন
☞ লেবাননের বেইরুটে গ্যাস দুর্ঘটনায় দায়ী গ্যাসটি হল- অ্যামোনিয়া নাইট্রেট
☞ লেবাননের রাজধানী- বেইরুট
☞ মুদ্রার নাম- লেবানিজ পাউন্ড
☞ লেবাননের রাষ্ট্রপতি - মিশেল আউন
☞ লেবাননের প্রধানমন্ত্রী- হাসান দিয়াব
3. এবছর গোয়াতে International Film Festival of India (IFFI) অনুষ্ঠিত হবে কোন মাসে?
ⓐ সেপ্টেম্বর
ⓑ অক্টোবর
ⓒ নভেম্বর✓
ⓓ ডিসেম্বর
☞ ২০শে নভেম্বর থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব
☞ গোয়ার রাজধনী- পানাজি
☞ বর্তমান মুখ্যমন্ত্রী- প্রমোদ সাওয়ান্ত
☞ বর্তমান রাজ্যপাল- সত্যপালমালিক
4. সম্প্রতি আন্ত র্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কোন দুই ভারতীয় ক্রিকেটার?
ⓐ মহেন্দ্র সিং ধোনী এবং সুরেশ রায়না✓
ⓑ রাহুল দ্রাবিড় এবং রবীন্দ্র জাদেজা
ⓒ শচীন তেন্ডুলকর ও সৌরভ গাঙ্গুলী
ⓓ কপিল দেব ও যুবরাজ সিং
☞ ধোনী ক্যাপ্টেন থাকাকালীন ভারত 2007 ICC World Twenty-Twenty, the 2010 and 2016 Asia Cups, the 2011 ICC Cricket World Cup and the 2013 ICC Champions জিতেছে
5. ‘Yellow Chain’-নামে ই-কমার্স প্লাটফর্ম লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ মিজোরাম
ⓑ নাগাল্যান্ড✓
ⓒ অসম
ⓓ ঝাড়খন্ড
☞ স্থানীয় ব্যবসা ও উদ্যোগকে প্রমোট করার জন্যই এটি লঞ্চ করা হয়েছে
☞ রাজধানী- কোহিমা
☞ বর্তমান মুখ্যমন্ত্রী- Neiphiu Rio (নীফিউ রিও)
☞ বর্তমান রাজ্যপাল- RN Ravi
6.সম্পূর্ণ কুটনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য ইজরায়েলের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ?
ⓐ সৌদি আরব
ⓑ সংযুক্ত আরব আমিরাত✓
ⓒ ইজিপ্ট
ⓓ জর্ডান
☞ রাজধানী- আবুধাবি
☞ মুদ্রার নাম- দিরহাম
☞ বর্তমান রাষ্ট্রপতি- Khalifa bin Zayed Al Nahyan (খলিফা বিন জায়েদ আল নাহিয়ান)
☞ ইজরায়েলের রাজধানী- জেরুজালেম
☞ মুদ্রার নাম- ইজরায়েলি শেকেল
☞ বর্তমান রাষ্ট্রপতি- Reuven Rivlin (রিউভেন রিভলিন)
☞ বর্তমান প্রধানমন্ত্রী- Benjamin Netanyahu (বেঞ্জামিন নেতানিয়াহু)
7. সম্প্রতি ‘নেশা মুক্ত অভিযান’ শুরু হলো কোথায়?
ⓐ লাদাখ
ⓑ জম্মু-কাশ্মীর✓
ⓒ উত্তরাখণ্ড
ⓓ হিমাচল প্রদেশ
☞ বর্তমান গভর্নর- মনোজ সিনহা
8. স্বচ্ছ ভারত অভিযানের জন্য আলিগড় মিউনিসিপাল কর্পোরেশনের ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে কোন সঙ্গীত শিল্পী?
ⓐ Arijit Singh
ⓑ Shahzan Mujeeb✓(শাহজান মুজিব)
ⓒ Sonu Nigam
ⓓ Palak Muchal
☞ তিনি Indian Idol Season11-এর বিজয়ী
9. চন্দ্রযান-২-এর ক্যামেরা দ্বারা ক্যাপচার করা চাঁদের একটি গহ্বরের নাম রাখা হলো কার নামে?
ⓐ এ.পি.জ়ে আব্দুল কালাম
ⓑ বিক্রম সারাভাই✓
ⓒ কে. সিভান
ⓓ আর্যভট্ট
☞ তিনি ISRO-এর প্রতিষ্ঠাতা
☞ ISRO-এর পুরো কথা- Indian Space Research Organisation
☞ প্রতিষ্ঠা সাল- ১৯৬৯ সালের ১৫ই আগস্ট
☞ হেডকোয়াটার- বেঙ্গালুরু
☞ বর্তমান ডিরেক্টর- Kailasavadivoo Sivan (কৈলাসবাদিভু সিভান)
10. সম্প্রতি প্রয়াত চেতন চৌহান কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ ক্রিকেট✓
ⓑ ফুটবল
ⓒ হকি
ⓓ ব্যাডমিন্টন
☞ তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন
☞ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭৩ বছর
☞ তিনি ১৯৬৯ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত ৪০টি টেস্ট এবং ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন
11. কোন ব্যাংক গ্রাহকদের ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে উৎসাহিত করার জন্য " DIGITAL APNAYEN " নামে একটি প্রচার শুরু করলো?
ⓐ SBI Bank
ⓑ UCO Bank
ⓒ PNB Bank✓
ⓓ Bank of Baroda
☞ PNB Headquarter - New Delhi
☞ PNB founded - 19 May 1894, Lahore, Pakistan
☞ PNB Founder - Dyal Singh Majithia (দয়াল সিং মজিঠিয়া) , Lala Lajpat Rai
☞ Managing Director - S.S Mallikaarjun Rao
☞ এই প্রচার টি শুরু হয় ভারতের 74 তম স্বাধীনতা দিবসের দিন থেকে এবং চলবে 31 আগস্ট পর্যন্ত
☞ " DIGITAL APNAYEN "এর লক্ষ্য হলো PNB গ্রাহকদের ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে এবং COVID-19 এর জন্য PM CARES Fund এ অনুদানের মত মহৎ কাজে অংশ নিতে উৎসাহিত করা।
12. GoAir এর CEO পদে কে নিযুক্ত হলেন?
ⓐ আদিত্য ধর
ⓑ সোমা মন্ডল
ⓒ কৌশিক খনা✓
ⓓ রিমা চৌধুরি
☞ GoAir is an Indian low cost airline based in Mumbai , Maharashtra
☞ Headquarter- Mumbai, Maharashtra
☞ GoAir Founder -Jehangir Wadia
☞ GoAir Established - 2005
☞ CEO - Vinay Dubey
No comments:
Post a Comment