আধুনিক যুগের ভারতীয় ইতিহাস
পর্ব -৭
১) মুর্শিদকুলি খাঁ এর বাল্য নাম কি ছিল?
ক) আসাদ খা
খ) আমিন খা
গ) মোহাম্মদ হাদি✓
ঘ) মোহাম্মদ নাসির
২) বাংলার বরাহনগরে কাদের বাণিজ্য কুঠি ছিল ?
ক) ডাচ✓
খ) পর্তুগিজ
গ) ফরাসি
ঘ) ইংরেজ
৩) ১৫০০ সালে কোন পর্তুগিজ নাবিক ভারতে আসেন?
ক) ভাস্কো-ডা-গামা
খ) ক্যাব্রাল✓
গ) টমাস রো
ঘ) আলবুকার্ক
৪) নিম্নলিখিত দের মধ্যে কে ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ দিব্য জ্ঞানী এবং ভারতীয় জাতীয় নেতা?
ক) মদনমোহন মালব্য
খ) শ্যামাপ্রসাদ মুখার্জী
গ) অ্যানি বেসান্ত✓
ঘ) শ্রীনিবাস শাস্ত্রী
৫) কার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ হয়?
ক) প্রথম উইলিয়াম
খ) দ্বিতীয় উইলিয়াম
গ) তৃতীয় উইলিয়াম✓
ঘ) চতুর্থ উইলিয়াম
৬) ভারতে ফরাসিদের শ্রেষ্ঠ বাণিজ্য কেন্দ্র কোনটি ছিল?
ক) চন্দননগর
খ) পন্ডিচেরি✓
গ) গুজরাট
ঘ) কর্ণাটক
৭) মোগল আমলে বাংলার একটি সমুদ্র বন্দর হল-
ক) কলকাতা
খ) চট্টগ্রাম✓
গ) ঢাকা
ঘ) হলদিয়া
৮) ভারতে তামাকের প্রচলন কারা করে?
ক) পর্তুগিজ✓
খ) ফরাসি
গ) ইংরেজ
ঘ) ওলন্দাজ
৯) লবণ আইন অমান্যের সময় মহাত্মা গান্ধীর সাথে কোন মহিলা ছিলেন?
ক) অ্যানি বেসান্ত
খ) মৃদুলা সারাভাই
গ) মুথুলক্ষ্মী
ঘ) সরোজিনী নাইডু✓
১০) কোন আন্দোলনের সময় গান্ধীজী প্রথম অনশন করেন?
ক) আমেদাবাদ সত্যাগ্রহ, 1918✓
খ) রাওলাট সত্যাগ্রহ ,1919
গ) অসহযোগ আন্দোলন 1920
ঘ) চম্পারন সত্যাগ্রহ ,1917
১১) নিম্নের কোনটি গান্ধীর সঙ্গে যুক্ত নয়?
ক) My experiment With truth
খ) Harijan
গ) Hind Swaraj
ঘ) The holy Family✓
The Holy Family
Book by Friedrich Engels and Karl Marx
১২) Unto the Last কার লেখা?
ক) বরিস রালস্টিন
খ) জন রাসকিন✓
গ) পুশকিন
ঘ) রাস্কিন বন্ড
১৩) গান্ধীজী খাদি কে কিসের প্রতীক হিসেবে চিহ্নিত করেছিলেন?
ক) শিল্পোন্নয়ন
খ) অর্থনৈতিক স্বাধীনতা✓
গ) অর্থনৈতিক সমৃদ্ধি
ঘ) দেশিয় কুটির শিল্পের প্রসার
১৪) লন্ডনে তিনটি গোলটেবিল বৈঠকের কারণ-
ক) ভবিষ্যতে সংবিধান স্থাপনের জন্য✓
খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন এর জন্য
গ) আইন অমান্য আন্দোলন বাদ করার জন্য
ঘ) ভারতীয় প্রতিনিধি আইন বিভাগে বাড়ানোর জন্য
১৫) "সর্বোদয় " কথাটির অর্থ হলো-
ক) অ-সহযোগ
খ) সবার উন্নয়ন✓
গ) বিপ্লব
ঘ) আইন অমান্য
১৬) গান্ধীজীর প্রধান দর্শন হলো-
ক) সত্য
খ) অহিংসা
গ) সত্যাগ্রহ
ঘ) অহিংসা ও সত্যাগ্রহ✓
১৭) গান্ধীজী প্রবলভাবে সমর্থন করতেন-
ক) ভারী শিল্প
খ) কুটির শিল্প✓
গ) মাঝারি ,ভারী শিল্প ও কুটির শিল্প
ঘ) কোনটি সমর্থন করেন নি
১৮) নিম্নের কোন ঘটনার পর স্বরাজ্য পার্টি গঠিত হয়?
ক) মর্লে মিন্টো সংস্কার
খ) অসহযোগ আন্দোলনে ব্যর্থতার পর✓
গ) চৌরিচৌরার ঘটনা র পর
ঘ) আইন অমান্য আন্দোলনের পর
১৯) " কর্ম দ্বারা ফল নির্ধারিত হয় " ধারণাটি র অবতারণা করেন কে?
ক) কৌটিল্য
খ) রাজা রামমোহন রায়
গ) দয়া নন্দ সরস্বতী
ঘ) গান্ধীজী✓
২০) "সর্বজনের চক্ষু জল দূর করা" -নিম্নের কার প্রধান লক্ষ্য ছিল?
ক) গান্ধীজী
খ) বালগঙ্গাধর তিলক
গ) জহরলাল নেহেরু✓
ঘ) বল্লভ ভাই প্যাটেল
২১) মহাত্মা গান্ধী কার সম্পর্কে বলেছিলেন " দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংকের চেক "?
ক) সাইমন কমিশন
খ) ক্রিপস মিশন✓
গ) ক্যাবিনেট মিশন
ঘ) ওয়াভেল পরিকল্পনা
২২) নিম্নলিখিত রাজনৈতিক সংগঠন গুলির মধ্যে কোনটি সর্ব প্রথম স্থাপিত হয়?
ক) ভারতের কমিউনিস্ট পার্টি✓
খ) কংগ্রেস সোস্যালিস্ট পার্টি
গ) হিন্দুস্তান রিপাবলিকান সোশালিস্ট অ্যাসোসিয়েশন
ঘ) সর্বভারতীয় কিষান সভা
২৩) মাইকেল ও ডায়ার কে নিম্নের কে হত্যা করে?
ক) বাসুদেব সিং
খ) ভগৎ সিং
গ) মদন লাল ধিংরা
ঘ) উধম সিং✓
২৪) কোন উর্দু কবি দ্বিতীয় ও তৃতীয় গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত হন?
ক) ফিরখ গোরখপুরী
খ) মির্জা গালিব
গ) ফারিজ আহমেদ
ঘ) মোহাম্মদ ইকবাল✓
২৫) "নতজানু হয়ে আমি এক টুকরো রুটি চেয়েছিলাম তার বিনিময়ে পাই পাথর"-বক্তা কে?
ক) দাদাভাই নওরোজি
খ) ফিরোজ শাহ মেহতা
গ) গান্ধীজী✓
ঘ) লালা লাজপত রায়
No comments:
Post a Comment